Hijama Center Cumilla

Hijama Center Cumilla Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hijama Center Cumilla, Alternative & holistic health service, কুমিল্লা সদর, কুমিল্লা .

27/11/2025

اَللّٰهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ مِنْ فَجْأَةِ الْخَيْرِ وَأَعُوْذُ بِكَ مِنْ فَجْأَةِ الشَّرِّ

আল্লাহুম্মা ইন্নী আস'আলুকা মিন ফাজ'আতিল খায়রি ওয়া আয়ূযুবিকা মিন ফাজ'আতিশ শাররি।

হে আল্লাহ! 'হঠাৎ করে' আসা সুসংবাদগুলো চেয়ে নিচ্ছি তোমার কাছে। আর আশ্রয় ও পানাহ চাচ্ছি 'হুটকরে' চলে আসা দুঃসংবাদগুলো থেকে।

ঢাকার কড়াইল বস্তির ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সকল মানুষের প্রতি Hijama Centre Cumilla - এর গভীর সমবেদনা।আজকের এই মর্ম...
27/11/2025

ঢাকার কড়াইল বস্তির ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সকল মানুষের প্রতি Hijama Centre Cumilla - এর গভীর সমবেদনা।
আজকের এই মর্মান্তিক ঘটনায় অসংখ্য পরিবার মুহূর্তে সব হারিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন।
ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবকদের সাহসী ভূমিকার প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

প্রার্থনা করি—সবাই দ্রুত নিরাপদ আশ্রয়, সহায়তা এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।
আমাদের হৃদয় আজ তাদের সাথেই। 💔

pictures collected
゚viralシviralシfypシ゚viralシalシ

যিনা হলো বান্দার জন্য কর্যস্বরূপ!বুখারাতে একজন দোকানদার বাস করতেন। তার স্ত্রী খুব সুন্দরী ও নেককার ছিল। তার ঘরে প্রায় ব...
24/11/2025

যিনা হলো বান্দার জন্য কর্যস্বরূপ!
বুখারাতে একজন দোকানদার বাস করতেন। তার স্ত্রী খুব সুন্দরী ও নেককার ছিল। তার ঘরে প্রায় বারো-পনেরো বছর ধরে এক ছেলে পানি দিয়ে যেত। একদিন পানি দিতে এসে সে ঐ মহিলার হাত ধরে ফেলল। এরপর কামভাব নিয়ে তার হাত চটকিয়ে বেরিয়ে গেল।

মহিলা খুবই বিচলিত হলেন এই ভেবে যে, ছেলেটা প্রায় পনেরো বছর আমাদের ঘরে আসা-যাওয়া করছে। অথচ শেষ পর্যন্ত এমন করতে পারল সে! এটা ভেবে মহিলা কেঁদে দিল এবং খুব গম্ভীর হয়ে রইল।

ইতোমধ্যে স্বামী ঘরে এসে দেখল তার স্ত্রী কাঁদছে। সে তাকে কারণ জিজ্ঞেস করল। জানতে চাইল, কেন সে কাঁদছে? মহিলা স্বামীর কাছে সব খুলে বলল।

এবার স্বামীও কাঁদতে শুরু করল। স্ত্রী বলল, ‘তোমার আবার কী হলো? তুমি কাঁদছ কেন?’ স্বামী বলল, ‘দোষ ঐ ছেলের না, আমার।’

স্ত্রী বলল, ‘কীভাবে?’

স্বামী উত্তর দিল, ‘আজ এক মহিলা চুড়ি কিনতে এসেছিল। সে চুড়ি পছন্দ করে আমাকে বলল তার হাতে পরিয়ে দিতে। চুড়ি পরাতে গিয়ে অনুভব হলো, তার হাত খুব মোলায়েম ও সুন্দর। তাই আমি কামভাব নিয়ে তার হাত চটকিয়ে দিয়েছিলাম। এর বদলা হিসেবে ঐ ছেলে তোমার হাত চটকিয়েছে।’

এরপর ঐ লোক বলল, ‘আমি তাওবা করছি। আর জীবনেও এমন গুনাহ করব না।’ এরপর বলল, ‘আজকের পর ঐ ছেলে যদি কখনো এমন করে তাহলে অবশ্যই আমকে জানাবে।’

পরের দিন সেই ছেলে আবার আসল। এসেই মহিলার সামনে কাচুমাচু হয়ে বলল, ‘গতকাল আমি শয়তানের ধোঁকায় পড়ে গিয়েছিলাম। তাই আমার দ্বারা এমন গুনাহ হয়ে গেছে। খালিস দিলে তাওবা করেছি। আর কক্ষনো এমন হবে না। আপনি দয়া করে আমাকে মাফ করে দিন।’
এখন দেখুন, ঐ ব্যক্তি পরনারীর সাথে যেমন আচরণ করেছে তার স্ত্রীর সাথেও আরেকজন তেমন আচরণ করেছে। আবার সে যখন তাওবা করেছে তখন অন্যজনও সাথে সাথে তাওবা করেছে।

এই ঘটনা এক আলিম জনৈক বাদশাকে শুনানোর পর বাদশা বলল, ‘আমি এটা বাস্তবে পরীক্ষা করে দেখতে চাই।’ বাদশা কখনও কারও সাথে এমন অনাকাঙ্খিত কিছু করেনি। তাই সে তার মেয়েকে বলল, ‘তুমি শাহী পোশাক খুলে সাধারণ পোশাক পরিধান করে শহর থেকে একটু ঘুরে আসো।’ একজন দাসীকেও তার সাথে দিল। যাতে করে কী কী ঘটনা ঘটে এটা সে বলতে পারে।

শাহজাদী পুরো শহর ঘুরে এল। কেউ তার দিকে চোখ তুলেও তাকাল না। প্রাসাদে ফিরে এসে সে নিজের কামরার দিকে যাচ্ছিল। তার গায়ে তখন সাধারণ পোশাক। দেখে বুঝাই যাচ্ছিল না যে, এ শাহজাদী। তাই একজন কাজের ছেলে তাকে প্রাসাদের দাসী মনে করে চুমো দিয়ে বসল এবং মুহূর্তের মধ্যে সেখান থেকে কেটে পড়ল।

শাহজাদী এসে তার বাবাকে সব খুলে বলল। বাদশা কিছুক্ষণ চুপ থেকে বলল, ‘সেই আলিম ঠিকই বলেছিল। আমার এখন স্মরণে এসেছে। যৌবনের শুরুতে এক মেয়ের সাথে আমি ঠিক এই রকম একটা ব্যবহার করেছিলাম। আমি যে কাজ করেছিলাম আমার মেয়ের সাথেও তাই ঘটেছে।’ এটাই হলো কিসাস বা শোধ।
অনেক সময় দেখা যায় ব্যভিচার করে ভাই কিন্তু তার মুল্য দিতে হয় বোনকে। অর্থাৎ অন্য কেউ তার বোনের সাথে ব্যভিচারে লিপ্ত হয়। এমনিভাবে অপরাধ করে বাবা বা স্বামী আর তার মুল্য চুকাতে হয় মেয়ে বা স্ত্রীকে। এর উল্টাটাও হয়। এটা আল্লাহ তাআলার একটা নেজাম।

এই কারণে যেসব যুবকেরা সব সময় এসব নোংরা কাজের চিন্তায় থাকে তাদের মনে রাখা উচিত যে, তাদেরও বোন আছে, মেয়ে আছে, স্ত্রী আছে। তারা যদি অন্যের ইজ্জত-আব্রুর দিকে চোখ তুলে তাকায় তাহলে তাদের ইজ্জত-আব্রুর দিকেও অন্যরা চোখ তুলে তাকাবে। তাই এইসব গুনাহ থেকে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করা উচিত।

ইমাম শাফিয়ি (রহিমাহুল্লাহ) বলেছেন, ‘যিনা হলো বান্দার জন্য কর্য স্বরূপ। এই কর্য তার নিকটাত্মীয় কারও মাধ্যমেই শোধ করা হয়।’

আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই গুনাহ থেকে তাওবা করার তাওফীক দান করুন। আমীন।

ঘটনাটি নেওয়া হয়েছে 'দরদমাখা আহ্বান' বই থেকে
মূল-'মাওলানা যুলফিকার আহমাদ নকশবন্দি'
অনুবাদক- আবদুল্লাহ আল মাসউদ

22/11/2025

আপনি কি কখনো ভেবেছেন -
একই আপনি, কিন্তু ভিন্ন ভিন্ন সম্পর্কে আপনার মূল্য কেন আলাদা হয়?

15/11/2025

আপনি একটা পূর্ণদৈর্ঘ্য অর্থবহ মেসেজ দিলেন (জাস্ট hi, সালাম, good morning বা hello না)।

এবং সেটার রিপ্লাই দেয়ার মতো ন্যূনতম আদবটুকুও অপরপক্ষ দেখানোর প্রয়োজন মনে করলো না। Seen করার পরে দিনের পর দিন পেরুলেও না।

আপনারও আর এখন থেকে সেই ব্যক্তিকে মেসেজ দেবার কোনো প্রয়োজন নেই। এটাই আসলে আপনার জন্য সেই ব্যক্তির পক্ষ থেকে পাঠানো নীরব বার্তা।

আদব আর আত্মমর্যাদাবোধ বহুত বড় জিনিস।
ডিগ্রী আর সম্পদ থাকলেই যে এই দুইটা দামী জিনিস থাকবে, এমন কোনো প্রথা এখনো চালু হয় নাই।

ঘোষণাটি শেষ হলো 😊
゚viralシviralシfypシ゚viralシalシ

13/07/2025

"যে বেদনা কাউকে বলা যায়না, যে কষ্ট কাউকে দেখানো যায়না, যদি আপনার রব আল্লাহকে আপন করতে পারেন তাহলে সে কষ্টের কথা তাঁকে বলে মনটা হালকা করতে পারবেন।"

— ড. আব্দুল্লাহ্ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ্

13/06/2025


ছবিটা দেখার পর কি ভাবছেন? এরা কারা? এরাই ইহুদী। পৃথিবীর কোথাও যখন তারা নিরাপদে ছিলো না। ঠিক এভাবেই এসেছিল তারা ১৯৪০ সালে...
09/04/2025

ছবিটা দেখার পর কি ভাবছেন? এরা কারা? এরাই ইহুদী। পৃথিবীর কোথাও যখন তারা নিরাপদে ছিলো না। ঠিক এভাবেই এসেছিল তারা ১৯৪০ সালে ফিলিস্তিনে একটু আশ্র‍য় পাওয়ার আশায়॥

ফিলিস্তিনিরা দয়া দেখিয়ে নিজেদের জায়গা, খাবার, পরনের কাপড় দিয়ে সাহায্য করেছিলো।পরিশেষে ফকির হয়ে এসে মালিকের বাড়ি দখল করে নেয় তারা। এটাই হলো তাদের আসল রুপ, প্রকৃত পরিচয়।

আন্তর্জাতিক গাদ্দার ঈসরাঈল

01/03/2025

🎀 পবিত্র রমাদানের শুভেচ্ছা 🎀

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সলিহাল আ'মাল

রাসুলুল্লাহ ﷺ বলেছেন,

যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমযানের রোযা রাখবে তার পূর্ববর্তী সকল গোনাহ ক্ষমা করে দেওয়া হবে। (সহীহ বুখারী, হা/১৯০১)
Hijama Center Cumilla

কি বুঝলেন?
28/02/2025

কি বুঝলেন?

Address

কুমিল্লা সদর
কুমিল্লা

Opening Hours

Monday 09:00 - 20:30
Tuesday 09:00 - 20:30
Wednesday 09:00 - 20:30
Thursday 09:00 - 20:30
Friday 14:00 - 20:30
Saturday 09:00 - 20:30
Sunday 09:00 - 20:30

Telephone

+8801614188080

Alerts

Be the first to know and let us send you an email when Hijama Center Cumilla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Hijama Center Cumilla:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram