Kazi Office Savar - কাজী অফিস সাভার

Kazi Office Savar - কাজী অফিস সাভার We handle everything to make your memorable wedding day perfect

কাজী অফিসে চলে আসেন,  চোর পুলিশ খেলার কোন প্রয়োজন নাই
13/10/2025

কাজী অফিসে চলে আসেন, চোর পুলিশ খেলার কোন প্রয়োজন নাই

10/10/2025

নতুন এই দম্পতির জন্য দোয়া করবেন। ৯/১০/২০২৫

03/10/2025

ইনশাআল্লাহ আমরা বাদ মাগরিব একটি বিবাহ পাওয়া যাচ্ছী মাঅনলাইনে টেলিফোনে। সকালেই তাদের জন্য দোয়া করবেন

25/09/2025

বিবাহ করুন সুস্থ্য থাকুন ঈমানে ও বদনে।

Send a message to learn more

তালাক কেন হচ্ছে জানার জন্য গত ৯ মাস ধরে আমি ২৪৫ জন তালাক প্রাপ্ত পুরুষ ও মহিলার  সাথে কথা বলেছি, কেন তালাক হলো।এর  ৭২% ত...
26/08/2025

তালাক কেন হচ্ছে জানার জন্য গত ৯ মাস ধরে আমি ২৪৫ জন তালাক প্রাপ্ত পুরুষ ও মহিলার সাথে কথা বলেছি, কেন তালাক হলো।
এর ৭২% তালাক হয়েছে ভুলবুঝা বুঝি একে অপরকে অসন্মান। আর ১৮℅ তালাকের কারণ পরকীয়া। ১০% তালাক স্ত্রীর উচ্চ বিলাশিতার কারনে। ৭৮℅ তালাক হয়েছে মেয়ের কারণে। ২২℅ পুরুষের দোষে।

মজার বিষয় হলো ৯২℅ তালাক প্রাপ্ত মহিলা পুরুষ তালাকের পরে অনুতপ্ত তারা বলছে সিদ্ধান্তটি ভুলছিলো। তালাক প্রাপ্ত ৮৯℅ মেয়েদের আর বিয়ে হচ্ছে না।

০৪℅ মেয়ে বিয়ের প্রতি অনিহা। ০৭℅ মেয়ে পথভ্রষ্টা। ছেলেদের মধ্যে ৮৫ ℅ বিয়ে করে সংসার করছে।

১৩℅ ছেলে বিয়ের প্রতি অনিহা। ০২ ℅ ছেলে পথভ্রষ্ট।

আরো মাজার বিষয় হলো ৬৭℅ ছেলেই কুমারি মেয়ে বিয়ে করেছে। আর মেয়েরা কুমার ছেলে পেয়েছে ০০১℅।
আমি তালাকের বিরুদ্ধে তাই এই জরিপ করেছি।

যারা দাম্পত্য জিবন নিয়ে হতাশ তাদের পরামর্শকের কাজ করতে চাই। চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।
প্লিজ তালাক দেওয়ার এগে ভাবুন আবার ভাবুন দেখুন সমযতা করা যায় কিনা।

সততার পথেই সঠিক পথ যা আল্লাহ পছন্দ করেন। দ্বিতীয় বিয়ের পরে ১২℅ মেয়ের আবারও তালাক হয়েছে।
৮৯% মেয়ে দ্বিতীয় সংসারে অসুখি।

অপর দিকে মাত্র ০২℅ ছেলের আবারও তালাক হয়েছে আর অসুখি ০৩℅ পুরুষ। অবাক করা বিষয় হলো দ্বিতীয় তালাক দেওয়া ছেলেদের স্ত্রী হয়েছিল কোন তালাক প্রাপ্ত মহিলা।
আর বিধ্বা মহিলাকে বিয়ে করে চরম সুখি ৯৩℅ পুরুষ। আশা করি বুঝতে পারছেন।

24/08/2025

ঘরে নেককার দ্বীনদার স্ত্রী থাকলে ঘর হয়ে যায় বেহেশতের টুকরা।
কে কে একমত?

15/08/2025
রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,"আমি জান্নাতের দরজায় দাঁড়ালাম। দেখলাম, যারা জান্নাতে প্রবেশ করছে ...
15/08/2025

রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,

"আমি জান্নাতের দরজায় দাঁড়ালাম। দেখলাম, যারা জান্নাতে প্রবেশ করছে তাদের অধিকাংশই গরীব-মিসকীন। আর ধনীদেরকে (হিসাবের জন্য) আটকে রাখা হয়েছে।
( ছহীহ বুখারী হাদিস নং ৫১৯৬)

রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমাদের সমাজের একটি গভীর সত্যের দিকে ইঙ্গিত করে। হাদিসটির মূল বক্তব্য হলো, জান্নাতে প্রবেশকারীদের মধ্যে অধিকাংশ হবেন গরিব ও মিসকীন।

ধনীদেরকে তাদের সম্পদের হিসাব দিতে হবে। তারা কীভাবে সম্পদ উপার্জন করেছে এবং তা কোন পথে ব্যয় করেছে—এই সবকিছুর চুলচেরা হিসাব নেওয়া হবে। গরিব ও মিসকীনদের এই ধরনের কোনো হিসাব দিতে হবে না। তাই তারা দ্রুত জান্নাতে প্রবেশ করবে।

ধন-সম্পদ মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিতে পারে। সম্পদের মোহ মানুষকে অনেক সময় আল্লাহর আনুগত্য থেকে বিমুখ করে। গরিবদের জন্য এই ধরনের পরীক্ষা কম থাকে। দারিদ্র্যের কারণে তারা প্রায়ই আল্লাহর ওপর বেশি নির্ভরশীল হয়।

দারিদ্র্য একটি বড় পরীক্ষা। যারা দারিদ্র্যে ধৈর্য ধারণ করে এবং আল্লাহর ওপর ভরসা রাখে, আল্লাহ তাদের প্রতিদান দেন। তাদের এই ধৈর্যের বিনিময়ে জান্নাতে উচ্চ মর্যাদা দেওয়া হয়।

এই হাদিসের অর্থ এই নয় যে, ধনী হওয়া খারাপ। বরং এর উদ্দেশ্য হলো, ধন-সম্পদ একটি বড় দায়িত্ব। ধনীরা যদি তাদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, গরিবদের সাহায্য করে এবং হিসাব-নিকাশের ভয় রাখে, তবে তারাও জান্নাতে উচ্চ মর্যাদা লাভ করতে পারে। ইনশা-আলাহ

Address

তালবাগ, সাভার, ঢাকা। (থানা রোড)
ঢাকা।
1340

Telephone

+8801734503585

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kazi Office Savar - কাজী অফিস সাভার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Kazi Office Savar - কাজী অফিস সাভার:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram