Siddik Community Hospital

  • Home
  • Siddik Community Hospital

Siddik Community Hospital Siddik Community Hospital is a non-government non-profitable and non-political voluntary development organization.

সিদ্দিক কমিউনিটি হাসপাতাল পলিপ-পাইল্স ,নাকের ভিতর স্বাস্থ্য বৃদ্ধি,নাকের ভিতর টিউমার,সাইনোসাইটিস এবং মলদ্বারে অর্শ্ চিকিৎসায় ব্যাপক সাফল্য অর্জ্ন করেছে ৤ তারই ধারাবাহকিতায় সিদ্দিক কমিউনিটি হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা্:এবি সিদ্দিক ২০ বছরের অভিজ্ঞতায় জনসাধারনের দূর্ভোগের কথা চিন্তা করে সারা বাংলাদেশ ব্যাপি চিকিৎসার প্রসার করার জন্য অক্রান্ত পরিশ্রম করে যাচ্ছেন৤ তার এই মহান উদ্যোগে আপনারা সবাই পাশে থাকবেন ,আশা করি৤

09/09/2015

Siddik Community Hospital is a non-government non-profitable and non-political voluntary development organization.

29/08/2015
24/08/2015

পাইলস অতি পরিচিত একটি রোগ এটাকে বলা হয় সভ্যতার রোগ। অর্থাৎ এই রোগটি উন্নত ও উন্নয়নশীল দেশের শহরে জীবনযাপনে অভ্যস্ত লোকদের মাঝেই বেশি দেখা যায়। তার প্রধান কারণ তাদের জীবনযাপন পদ্ধতি যেমন কম পানি, কম শাক সবজি, বেশি চর্বিযুক্ত খাবার খাওয়া এবং সময়মত মলত্যাগ না করা। উপরের উল্লেখিত জীবনযাপনের কারণে কোষ্ঠকাঠিন্য দেখা যায় এবং মলত্যাগের সময় অতিরিক্ত প্রেসার দিতে হয়। ফলে মলদ্বারের চারিদিকে রক্তনালী ও মাংসপি- ফুলে গিয়ে পাইলস সৃষ্টি করে।

পাইলসের উৎসর্গ
(১) গর্ভাবস্থায় এই রোগের প্রকোপ বাড়ে।
(২) পায়খানার সময় বিশেষ করে কষা পায়খানার সময় পাইলসের রক্তনালী ছিড়ে যায় এবং রক্তক্ষরণ হয়।
(৩) পায়খানার সময় ব্যথামুক্ত, টাটকা রক্তক্ষরণই পাইলসের প্রধান ও প্রাথমিক লক্ষণ। তবে ধীরে ধীরে চিকিৎসার অভাবে এই রোগ জটিল আকার ও অন্যান্য উপস্বর্গ দেখা দিতে পারে।
যেমন : ক) পাইলস মলদ্বারের বাহিরে বের হয়ে আসা,
খ) বাহির হওয়ার পর ভেতরে প্রবেশ না করাগ) ব্যথা ও ইনফেকশন দেখা দেওয়া ইত্যাদি।পাইলস হইলে চিকিৎসার প্রয়োজন আছে কি?৪০ বছর বয়সের উপরে ৬০% লোকের মলদ্বারা পরীক্ষা করলেই পাইলস দেখা যাবে। সৌভাগ্যের বিষয় সবারই চিকিৎসার প্রয়োজন হয় না। কোন উপস্বর্গ বা জটিলতা দেখা না দিলে চিকিৎসার প্রয়োজন নেই।

কখন এবং কি চিকিৎসা করবেন?
উপস্বর্গ বা জটিলতা দেখা দিলে চিকিৎসা অতীব জরুরি।প্রাথমিক পর্যায় অর্থাৎ শুধুমাত্র শক্ত পায়খানার সময় ব্যথামুক্ত রক্তক্ষরণ হলে- - পায়খানা নরম বা নিয়মিত রাখুন - প্রয়োজন হলে ইসুবগুলোর ভুষি বা লেকজেটিভ খান। - প্রচুর পানি ও শাকসবজি খান, চর্বিযুক্ত খাবার পরিহার করুন। -নিয়মিত মলত্যাগ করুন। * জটিলতর আকার ধারণ করলে অর্থাৎ পাইলস বেরিয়ে আসলে এবং উপরোক্ত চিকিৎসা যদি কাজ না করে তবে- * ইনজেকশন * ব্যান্ড লাইগেশন * অপারেশন ইত্যাদির যে কোন ১টি করে নিতে হবে। জটিল পাইলসের ক্ষেত্রে ব্যান্ড লাইগেশন ও ইনজেকশন একটি কার্যকর সফল চিকিৎসা পদ্ধতি। এটা ব্যথামুক্ত এবং রোগী ভর্তির প্রয়োজন হয় না। * পাইলসের কখন এবং কি অপারেশন করা হয় :পাইলস যখন মলদ্বারের বাহিরে অবস্থান করে অর্থাৎ মলত্যাগের পর পাইলস আপনা আপনি ভেতরে প্রবেশ না করে অথবা ভেতরে প্রবেশ করানোর পরও বাহির হইয়া আসে তখন অপারেশনই হচ্ছে একমাত্র সঠিক চিকিৎসা।

দুই পদ্ধতিতে অপারেশন করা যায়-
১) পুরানো পদ্ধতি ও
২) নতুন পদ্ধতি


১) পুরানো পদ্ধতিতে রোগীকে অনেক দিন হাসপাতালে থাকতে হয় বলে এখন উন্নত বিশ্বে এই পদ্ধতিতে চিকিৎসা করা হয় না।
২) নতুন পদ্ধতি-২ প্রকার- ক) লংগু ও খ) ডায়াথারমি পদ্ধতি লংগু অত্যন্ত ব্যয়বহুল পদ্ধতি ৫০-৬০ হাজার টাকার খরচ পড়ে এবং ডায়াথারমি স্বল্প খরচ পদ্ধতি। উভয় পদ্ধতি উন্নত বিশ্বে বর্তমানে প্রচলিত। এই নতুন পদ্ধতি রোগীর একদিনের বেশি হাসপাতালে থাকতে হয় না।

উভয় পদ্ধতিই ব্যথামুক্ত ও অত্যন্ত কার্যকর। পাইলস চিকিৎসার পর আবার দেখা দিতে পারে কি?সঠিকভাবে চিকিৎসা করা হলে এ রোগ আবার দেখা দেয়ার সম্ভাবনা কম। উপদেশ : পাঠকগণ এই রোগটির রোগীরা সবচেয়ে বেশি অপচিকিৎসা বা ভুল চিকিৎসার শিকার হয়। কারণ বেশির ভাগ রোগীরা হাতুড়ে চিকিৎসকের দ্বারা এসিড জাতীয় অত্যন্ত ক্ষতিকারক জিনিস দিয়ে চিকিৎসা করে থাকেন। যার ফলে পরবর্তীতে বিভিন্ন প্রকার জটিলতা নিয়ে রোগীরা আমাদের দ্বারস্থ হয়। যেমন-পায়খানার রাস্তায় ঘাঁ হওয়া। মলদ্বার চিকন হয়ে যাওযায় মলত্যাগে প্রচন্ড ব্যথা হওয়া। মলদ্বারে ক্যান্সার হওয়া। মলদ্বারের ক্যান্সারকে পাইলস মনে করে ভুল চিকিৎসা করা ইত্যাদি। অতএব পাইলস সন্দেহ হলে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হোন।

24/08/2015

নাকের পলিপ
নাকের পলিপ কনটেন্টটিতে নাকের পলিপের প্রকারভেদ, সমস্যা বা রোগের কারণ, নাকে পলিপের সমস্যা, চিকিৎসা বা আরোগ্য লাভের উপায়, চিকিৎসার জন্য যোগাযোগ সর্ম্পকে বর্ণনা করা হয়েছে।
নাক এবং সাইনাসের আবরণী কোষ হতে উৎপন্ন হওয়া আঙ্গুর ফলাকৃতির এক ধরণের মাংসপিন্ডকে বলে নাকের পলিপ । এগুলো সাধারণত মসৃণ এবং ফ্যাকাসে বা ধূসর বর্ণের হয়ে থাকে।
নাকের পলিপের প্রকারভেদ
নাকের পলিপ দুই ধরণের হয়ে থাকে। যেমন:

1. ইথময়ডাল পলিপ: এলার্জির কারণে হয়, দুই নাকে হয় এবং মধ্যম বয়সে দেখা যায়
2. এন্ট্রোকোয়ানাল পলিপ: ইনফেকশনের কারণে হয়, এক নাকে হয় এবং শিশু বা কিশোর বয়সে দেখা যায়

সমস্যা বা রোগের কারণ
• এলার্জি : এলার্জি, এ্যাজমা (হাঁপানি) একজিমা প্রভৃতি রোগ থাকলে নাকের পলিপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে
• ইনফেকশন: যেমন সাইনোসাইটিস থাকলে নাকের পলিপ হতে পারে

নাকে পলিপের সমস্যা
• নাক বন্ধ থাকা- এক বা দুই নাসারন্ধ্র একসঙ্গে বন্ধ থাকতে পারে
• নাক দিয়ে পানি পড়া
• বেশি হাঁচি পাওয়া
• নাকে কোনো গন্ধ না পাওয়া
• মাথাব্যথা থাকা
• নাকিসুরে কথা বলা
• মুখ হা করে ঘুমানো

চিকিৎসা বা আরোগ্য লাভের উপায়
নাকের পলিপের চিকিৎসা হলো অপারেশন। অপারেশন করলে সাধারণত নাকের পলিপ ভালো হয়ে যায়। তবে এই পলিপ বার বার হতে পারে এবং প্রয়োজনবোধে কয়েকবার অপারেশন করা লাগতে পারে। এলার্জি থেকে দূরে থাকলে এই রোগ থেকে দূরে থাকা সম্ভব।


সচরাচর জিজ্ঞাসা
প্রশ্ন.১.নাকে পলিপ কেন হয়?
উত্তর.
• এলার্জি : এলার্জি,এ্যাজমা (হাঁপানি) একজিমা প্রভৃতি রোগ থাকলে নাকের পলিপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে
• ইনফেকশন: যেমন সাইনোসাইটিস থাকলে নাকের পলিপ হতে পারে

প্রশ্ন.২.নাকে পলিপ হলে কি ধরনের সমস্যা দেখা দেয়?
উত্তর.
• নাক বন্ধ থাকা- এক বা দুই নাসারন্ধ্র একসঙ্গে বন্ধ থাকতে পারে
• নাক দিয়ে পানি পড়া
• বেশি হাঁচি পাওয়া
• নাকে কোনো গন্ধ না পাওয়া
• মাথাব্যথা থাকা
• নাকিসুরে কথা বলা
• মুখ হা করে ঘুমানো

23/08/2015

Siddik Community Hospital has acquire great success in the treatment of polyp-pailsa, inside the nose to increase health, tumors inside the nose, sinusitis and a**l .For this successive successes,the founder of Siddik Community Community Hospital has been working tirelessly in order to spread this treatment over the whole Bangladesh due to reducing the harassment of the infected people.
https://www.facebook.com/sicho.org

Siddik Community Hospital is a non-government non-profitable and non-political voluntary development organization.

23/08/2015

সাইনোসাইটিস
সাইনোসাইটিস কনটেন্টটিতে সমস্যা বা রোগের কারণ, রোগের লক্ষণ ও উপসর্গ, সাইনাসের ইনফেকশন, সাইনোসাইটিস-এর জটিলতা, চিকিৎসা বা আরোগ্য লাভের উপায়, চিকিৎসার জন্য যোগাযোগ এসব সম্পর্কে বর্ণনা করা হয়েছে।
মুখমন্ডলের হাড়ের ভিতরে কতগুলো ফাঁপা জায়গা আছে তাকে সাইনাস বলে। কোন কারণে যদি সাইনাসগুলির মধ্যে ঘা বা প্রদাহ হয় তখন তাকে সাইনোসাইটিস বলে।
সমস্যা বা রোগের কারণ
• দাঁত, চোখ, নাকের অসুখ থেকে সাইনোসাইটিস হতে পারে
• ব্যাকটেরিয়া, ভাইরাস বা এলার্জির কারণেও সাইনোসাইটিস হয়ে থাকে
রোগের লক্ষণ ও উপসর্গ
• সাইনোসাইটিস রোগে প্রচন্ড মাথাব্যথা হয়। সকালে কম থাকে, দুপুরের দিকে ব্যথার তীব্রতা বেড়ে যায় আবার বিকেলের দিকে সামান্য কমে যায়
• মাথা নাড়াচাড়া করলে, হাঁটলে বা মাথা নিচু করলে ব্যথার তীব্রতা আরো বেড়ে যায়
• জ্বর জ্বর ভাব থাকে, কোনো কিছুতেই ভালো লাগে না এবং অল্পতেই ক্লান্ত হয়ে যায়
• নাক বন্ধ থাকে। পরীক্ষা করলে নাকের ভেতর পুঁজ পাওয়া যেতে পারে
• সাইনাস এর এক্স রে করলে সাইনাস ঘোলাটে দেখায়।
সাইনাসের ইনফেকশন
• নাকের এলার্জি থাকলে, নাকের হাড্ডি বাঁকা থাকলে, নাকের ভেতর বাইরের কিছু ঢুকলে এবং এডিনয়েড (নাকের পেছনের টনসিল) বড় হলে
• দাঁতের ইনফেশন থেকে বা দাঁত তুলতে গিয়েও সাইনাসে ইনফেকশন হতে পারে
• সাইনাসের হাড্ডি ফেটে গেলেও এরূপ হতে পারে
• ময়লা পানিতে ঝাঁপ দিলে ঐ পানি নাকের ভেতর দিয়ে সাইনাসে ঢুকেও এ ধরণের সমস্যা তৈরি করতে পারে
• এছাড়াও অপুষ্টি, আবহাওয়া দূষণ এবং ঠান্ডা স্যাঁতসেতে আবহাওয়ায় এই রোগ বেশি হয়।
সাইনোসাইটিস-এর জটিলতা
সাইনাসগুলো চোখ এবং ব্রেইনের পাশে থাকে বলে সাইনাসের ইনফেকশন হলে তা চোখ এবং মস্তিষ্কেরও জটিলতা সৃষ্টি করতে পারে। যেমন-
• অরবিটাল সেলুলাইটিস এবং এবসেস বা চোখের ভেতরের ইনফেকশন।
• মেনিনজাইটিস বা ব্রেইনের পর্দার প্রদাহ।
• এক্সট্রাডুরাল এবং সাবডুরাল এবসেস।
• অস্টিওমায়েলাইটিস (মাথার অস্থির প্রদাহ)।
• কেভেরনাস সাইনাস থ্রম্বোসিস প্রভৃতি।
কাজেই দেখা যাচ্ছে, সাইনোসাইটিসের কারণে চোখের ভেতরে ইনফেকশন ঢুকে চোখটি নষ্ট করে দিতে পারে, আবার মাথার ভেতর ইনফেকশন ঢুকে মেনিনজাইটিস এমনকি ব্রেইন এবসেসের মতে মারাত্মক জটিল রোগের জন্ম দিতে পারে।
চিকিৎসা বা আরোগ্য লাভের উপায়
সাইনোসাইটিসের কারণে মাথব্যথা হয়েছে বলে মনে হলে যতদ্রুত সম্ভব একজন নাক, কান, গলারোগ বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করতে হবে। প্রাথমিক পর্যায়ে এ রোগের জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এন্টিবায়োটিক, এন্টিহিস্টামিন, নাকের ড্রপ এবং ব্যথানাশক ওষুধ ব্যবহার করা হয়। যদি ওষুধপত্রে এই রোগ নিরাময় না হয় তবে সাইনাসের ওয়াশ বা আরো বড় ধরনের অপারেশনের প্রয়োজন হতে পারে।
চিকিৎসার জন্য যোগাযোগ
• উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
• জেলা সদর হাসপাতাল
• মেডিকেল কলেজ হাসপতাল
• বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
• বেসরকারী হাসপাতাল
সচরাচর জিজ্ঞাসা
প্রশ্ন.১.সাইনোসাইটিস কি?
উত্তর. মুখমন্ডলের হাড়ের ভিতরে কতগুলো ফাঁপা জায়গা আছে তাকে সাইনাস বলে। কোন কারণে যদি সাইনাসগুলির মধ্যে ঘা বা বা প্রদাহ হয় তখন তাকে সাইনোসাইটিস বলে।
প্রশ্ন.২.সাইনোসাইটিস কেন হয়?
উত্তর.
• দাঁত,চোখ,নাকের অসুখ থেকে সাইনোসাইটিস হতে পারে
• ব্যাকটেরিয়া বা ভাইরাস বা এলার্জির কারণেও সাইনোসাইটিস হয়ে থাকে
প্রশ্ন.৩.কিভাবে সাইনাসের ইনফেকশন হয়?
উত্তর.
• নাকের এলার্জি থাকলে, নাকের হাড্ডি বাঁকা থাকলে, নাকের ভেতর বাইরের কিছু ঢুকলে এবং এডিনয়েড (নাকের পেছনের টনসিল) বড় হলে
• দাঁতের ইনফেশন থেকে বা দাঁত তুলতে গিয়েও সাইনাসে ইনফেকশন হতে পারে
• সাইনাসের হাড্ডি ফেটে গেলেও এরূপ হতে পারে
• ময়লা পানিতে ঝাঁপ দিলে ঐ পানি নাকের ভেতর দিয়ে সাইনাসে ঢুকেও এ ধরনের সমস্যা তৈরি করতে পারে
• এছাড়াও অপুষ্টি, আবহাওয়া দূষণ এবং ঠান্ডা স্যাঁতসেতে আবহাওয়ায় এই রোগ বেশি হয়।

Address

14, 15 Adarsho Chayanir

DHAKA-1207

Telephone

+8801755383711

Alerts

Be the first to know and let us send you an email when Siddik Community Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Siddik Community Hospital:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram