𝐍𝐚𝐟𝐞𝐞’

𝐍𝐚𝐟𝐞𝐞’ "𝗧𝗵𝗲 𝗯𝗲𝘀𝘁 𝗼𝗳 𝗽𝗲𝗼𝗽𝗹𝗲 𝗮𝗿𝗲 𝘁𝗵𝗼𝘀𝗲 𝘄𝗵𝗼 𝗮𝗿𝗲 𝗺𝗼𝘀𝘁 𝗯𝗲𝗻𝗲𝗳𝗶𝗰𝗶𝗮𝗹 𝘁𝗼 𝗼𝘁𝗵𝗲𝗿𝘀." — 𝗣𝗿𝗼𝗽𝗵𝗲𝘁 𝗠𝘂𝗵𝗮𝗺𝗺𝗮𝗱 ﷺ

12/07/2025

যদি দেখেন কেউ ফজরের স্বলাত আদায়ে উদাসিন,
যথাসময়ে ও পুরুষরা জামাআতের সাথে আদায় করছে না
তবে তাদের থেকে হাত গুটিয়ে নিন,
তাদের সাথে উঠাবসা, বন্ধুত্ব ত্যাগ করুন।
কারন,
ফজর পরিত্যাগকারীর মধ্যে কোনো কল্যান নেই।
আর কন্যানহীন ব্যক্তির কাছ থেকেই
আপনার পাওয়ার কিছুই নেই।
হাসান আল বসরী রহ.

আজ আপনাদের সাথে আমি আমার খুব পছন্দের একটি দুআ শেয়ার করতে চাই। এই দুআটি পড়লে আমি ক্বলবের মাঝে ভিন্নরকম সুকূন ফিল করি। দু'...
07/07/2025

আজ আপনাদের সাথে আমি আমার খুব পছন্দের একটি দুআ শেয়ার করতে চাই। এই দুআটি পড়লে আমি ক্বলবের মাঝে ভিন্নরকম সুকূন ফিল করি।

দু'আটি--

হে দয়াময় আল্লাহ! আপনি আমার দ্বীনকে সুন্দর ও শক্তপোক্ত করে দিন, —যা আমার জীবনের নিরাপত্তার মূলভিত্তি।

আমার দুনিয়ার অবস্থাকে আপনি ভালো করে দিন,
—যেখানে আমি জীবিকা নির্বাহ করি।

আমার আখিরাতকেও আপনি সুশোভিত 'সুন্দর' করুন, —যেখানে একদিন আমাকে ফিরে যেতে হবে।

আমার জীবনকে সব রকম ভালো কাজের জন্য সমৃদ্ধ করে দিন। আর মৃত্যুকে করে দিন আমার জন্য সকল অকল্যাণ থেকে মুক্তির উপায়।”

প্রিয় ভাইয়েরা! এই দু'আটিকে আপনি আপনার জীবনের অবিচ্ছেদ্য অংশ বানিয়ে নিন। এটিকে কোনো সাধারণ দুআ ভাববেন না। স্বয়ং আল্লাহর হাবীব 'সাল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লাম' নিয়মিত এই দু'আটি পাঠ করতেন। হাদীস শারীফে আবু হুরাইরা রাদ্বিয়াল্লহু আনহু থেকে এমনটিই জানা যায়।

আরবীটা পড়তে অনেকের জন্য কষ্টকর হতে পারে।
এ জন্য বাংলা অর্থটাই আপনাদের সাথে শেয়ার করেছি।

(শাবিব তাসফি ভাই)

Address

Satarkul, Dhaka
Badda
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when 𝐍𝐚𝐟𝐞𝐞’ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram