Raqi Abu Nayeem

  • Home
  • Raqi Abu Nayeem

Raqi Abu Nayeem ইসলামিক কনসাল করা,ও মানুষকে সুন্নাহের দিকে আহবান করা।

05/12/2024

ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে
আল্লাহ তাআলার পরিকল্পনা অনেক উত্তম,,তাই মানুষের ষড়যন্ত্রের দিকে না তাকিয়ে
আল্লাহ তাআলার উপর ভরসা করে
সামনের দিকে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ।

29/11/2024

بسم الله الرحمن الرحيم
تبت يدا ابي لهب وتب ـ
ما اغنى عنه ماله وما كسل ـ
سيصلى نارا ذات لهب-
وامراته ـحماله الحطب -
في جيدها حبل من مسد ـ

১/ আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে,
২/ কোন কাজে আসেনি তার ধন-সম্পদ ও যা সে উপার্জন করছিল
৩/ শীঘ্রই সে প্রবেশ করবে জাহান্নামের লেলিহান অগ্নিতে
৪/ তার স্ত্রী ও যে জ্বালানি কাঠ বহন করে
৫/ জাহান্নামে তার গলায় খেজুর গাছের আঁশের পাকানো রশি থাকবে

এটা শুধু আবু লাহাবের জন্য নয় যারা তার মত কাজ করবে তাদের জন্য।

26/11/2024

( ইলমের প্রতি অনিবার্ণ তৃষ্ণা )

ইমাম বুখারী রহিঃ এটাকেই ব্যক্ত করেছেন نهمة শদ্ব দিয়ে। হাদিস শরীফে ইশরাদ হয়েছে -

منهو مان لا يشبعان طالب علم وطالب دنيا

দুই লোভাসক্ত কখনো ত়প্ত হয় না ,এলেম অন্বেষী এবং দুনিয়া অন্বেষী। মুসনাদে বাযযার,হাদীস ৪৮৮০ , আলকামিল,ইবনে আদী ৭/৫৫৮
পার্থিক বিষয়ে অল্পেতুষ্টি কাম্য।
পক্ষান্তরে ইলমের ক্ষেত্রে চাই অর্নিবাণ তৃষ্ণা।

24/11/2024

কিছু মানুষের চক্রান্তের শিকার হয়ে
আজ এমন অপবাদ নিতে হয়েছে যা কখনো করিনি এবং এর সাথে আমার কোন সম্পর্ক নেই।

তারা যা ছড়িয়েছে তার সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট মিথ্যা তথ্য যার প্রমাণ আমার কাছে রয়েছে আলহামদুলিল্লাহ।
চক্রান্তের ব্যাপারটি দীর্ঘদিনের তাই সংক্ষেপে বলা সম্ভব নয় কারণ এর পিছনে লুকিয়ে আছে এক হৃদয়বিদারক মর্মান্তিক কাহিনী।

যারা জড়িত ছিলেন এবং এগুলো ছড়িয়েছেন তারা মুবাহালার জন্য
প্রস্তুত থাকুন, ইনশাআল্লাহ।

23/11/2024

ব্যাপারটি হৃদয়বিদারক ও দুঃখজনক তারপরও এভাবে কখনো পোস্ট করতে হবে ভাবেনি কিন্তুু পরিস্থিতির সম্মুখীন হয়ে পোস্ট না দেওয়াটা নিজের উপর জুলুম মনে হচ্ছে তাই অতি বিনয়ের সহিত সংক্ষেপে কিছু কথা উপস্থাপন করব ইনশাআল্লাহ।

আমি দীর্ঘ বেশ কয়েক বছর পর্যন্তই
ইসলামিক চিকিৎসা রুকইয়ার সাথে সম্পৃক্ত। ব্যাপক পরিচিতি ও সুনাম না থাকলেও দুর্নাম নেই বললেই চলে। বিশেষ করে চারিত্রিক বিষয় নিয়ে
আলহামদুলিল্লাহ।

তবে কোন এক রোগীকে নিজের সাধ্য অনুযায়ী সময় দিয়ে ও সেশন ফি রাখার ক্ষেত্রে ছাড় দিয়ে চিকিৎসা করেছি অনেক দিন তুলনামূলক উপকার হয়েছে আলহামদুলিল্লাহ।

তবে একটি বিষয় উল্লেখ্য যে
মাঝে মাঝে জিন ভর করলে অথবা অসুস্থ হয়ে পড়লে খারাপ আচরণ ও গালিগালাজ করত। বিষয়টি প্রথমে whatsapp কেন্দ্রিক থাকলেও, পর্যায়ক্রমে সেটা অন্যান্য অনলাইন
প্ল্যাটফর্মে চলে আসে। এভাবে অনেকদিন পর্যন্ত রোগীর অসহায়ত্ব কথা চিন্তা করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি হাজারো তোহমত ও অপমান এর সামনে, যেহেতু সে অসুস্থ এবং আমার কাছে নিজেকে অসহায় হিসেবেই বিভিন্ন সময়ে উপস্থাপন করেছে। এই কথার সাক্ষী আমার আশেপাশের অনেক মানুষ, বন্ধু মহল থেকে শিক্ষক মহল পর্যন্ত অনেকেই
এই রোগীর খারাপ আচরণের কথা জানে এমনকি তার পরিবার ভালোভাবে অবগত রয়েছে।

তবে বলে রাখা ভালো যে
ফেসবুকে যখন একাধিক আইডি দিয়ে বিভিন্ন ধরনের চারিত্রিক অপবাদ দিচ্ছিল তখন বিষয়টি নিয়ে তাদের সাথে আমরা সমাধানে বসি।তখন রোগীর পরিবারসহ রোগী নিজে
ক্ষমা চায়। পরবর্তীতে এমন অপবাদ বা সোশ্যাল মিডিয়ায় একাধিক আইডি খুলে অপপ্রচার চালাবে না এই মর্মে আলোচনার প্রেক্ষিতে, রোগীর পরিস্থিতি বিবেচনা করে পুনরায় চিকিৎসা শুরু করি।

এরপরেও একাধিকবার বিভিন্ন ফেইক আইডি খুলে একই ধরনের কাজ করেছে এবং বারবার ক্ষমা চেয়েছে আমরাও রোগীর পরিস্থিতি চিন্তা করে
ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখেছি এবং চিকিৎসা অব্যাহত রেখেছি।

যাই হোক.....
নিজের পড়াশোনার পাশাপাশি পারিবারিক কিছু ব্যস্ততার কারণে রোগীর সাথে দূরত্ব তৈরি হয় এবং তার চাহিদা অনুযায়ী সেশন না করার কারণে পর্যায়ক্রমে ক্ষিপ্ত হয় এবং বিভিন্ন মহলের মানুষদের কাছে একটু ব্যতিক্রম ভাবে উস্কানিমূলক তথ্য ছড়ায় এবং মিথ্যা অনেক তথ্য সংগ্রহ করে সেগুলো বিভিন্ন উকিল আইনের লোক ও গণ্যমান্য ব্যক্তিদের কাছে উপস্থাপন করে। ততদিন পর্যন্তও পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক ছিল কিন্তু যখন কিছু রাকিদেরকে বিষয়টি জানায় তখন সেই সমস্ত রাকিরা কোন যাচাই-বাছাই ব্যতীত বিভিন্নভাবে ইঙ্গিত মূলক পোস্ট করা শুরু করে পরবর্তীতে নাম উল্লেখ করেও অনেকেই পোস্ট করেছে সেগুলোতেও ভুরুক্ষেপ করিনি। কারণ রোগী নিজেই পরবর্তীতে ক্ষমা চেয়েছে বলে।

এরপরে কিছু রাকি একাত্র হয়ে বিষয়টি নিয়ে অনেক বাড়াবাড়ি করেন এবং রোগী যেভাবে মিথ্যা তথ্যগুলো উপস্থাপন করেছে তারা যাচাই-বাছাই ব্যতীত সেগুলো সেভাবেই বিশ্বাস করে। তারপর হিংসার বশবর্তী হয়ে একজোটে মিথ্যা স্ক্রিনশট তৈরি করে চক্রান্ত মূলক পোস্ট করে।

কারন নাম পরিচয় গোপন করে পোস্ট করেছে একটি গ্রুপে, সেই গ্রুপের একজন দায়িত্বশীল পোস্টের অনুমোদন দেয়ার কিছু সময় পরে
সেই রোগী নিজেই নিজের আইডি সহ বিভিন্ন ফেক আইডি দিয়ে কমেন্ট করে একাধিক ভিক্টিম সাজার চেষ্টা করে।
এবং বিষটি সেই গ্রুপের রাকি সহ হাতে
গোনা কয়েকজন সমর্থন জানিয়ে
প্রচার প্রসারে লেগে পড়ে।

সুস্পষ্ট এই ঘটনা দেখলে একটি বাচ্চাও বুঝবে যে তাদের চক্রান্ত কতটা দুর্বল এবং সুস্পষ্ট ধোঁকাবাজি।

আল্লাহ আমাদের এমন চক্রান্তকারী নারী-পুরুষ থেকে রক্ষা করুন। আমিন

এই কথাগুলো মিথ্যা নয় আলহামদুলিল্লাহ।

এটা হল সারসংক্ষেপে ঘটনার উপস্থাপন।

এবার আমি আমার সুস্পষ্ট বক্তব্য উপস্থাপন করছি।

সুস্পষ্টভাবে আল্লাহর কসম করে বলছি। চারিত্রিকভাবে আমার উপরে যে অভিযোগ দিয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

আবারো আল্লাহর কসম করে বলছি এটা সাজানো নাটক কারন এই সকল বিষয় থেকে নিজেকে মুক্ত ঘোষণা করছি।

তারপরও চ্যালেঞ্জ দিয়ে বলি
যদি সত্যি হয়ে থাকে এই অভিযোগ তাহলে প্রমাণসহ ভিকটিমকে
উপস্থাপন করুন অন্যথায় একজন মুমিনের নামে মিথ্যে অপবাদ দেয়ার কারণে ক্ষমা চান। না হলে কিয়ামতের দিন বিনিময় দেওয়ার অপেক্ষায় থাকুন।

এবং তাদের এই চক্রান্তের সাথে যে সকল রাকিরা জড়িত তাদেরকেও বলবো সত্য বাছাই করা ব্যতীত কোন রোগীর কথায় কান দিবেন না।

প্রমাণ ছাড়া যেভাবে আমাকে হেনস্ত করেছেন তার জন্য আল্লাহই যথেষ্ট। আজকে পার পেয়ে গেলেও ঐ দিন অবশ্যই আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে ইনশাআল্লাহ।

বিষয়টা দেরিতে উপস্থাপন করার কারণ হলো আমার ফ্যামিলির একজন সদস্য অসুস্থ ছিলো তাকে নিয়ে হসপিটালে দীর্ঘদিন পর্যন্ত ছিলাম যার ফলে বিষয়টি নিয়ে কথা বলার সময় হয়নি।

27/10/2024

مَن حَلَفَ على مِلَّةٍ غيرِ الإسْلامِ فَهو كما قالَ، وليسَ على ابْنِ آدَمَ نَذْرٌ فِيما لا يَمْلِكُ، ومَن قَتَلَ نَفْسَهُ بشيءٍ في الدُّنْيا عُذِّبَ به يَومَ القِيامَةِ، ومَن لَعَنَ مُؤْمِنًا فَهو كَقَتْلِهِ، ومَن قَذَفَ مُؤْمِنًا بكُفْرٍ فَهو كَقَتْلِهِ.

الراوي: ثابت بن الضحاك • البخاري، صحيح البخاري (٦٠٤٧) • [صحيح] • أخرجه البخاري (٦٠٤٧)، ومسلم (١١٠).

يُرشِدُنا النَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّم في هذا الحديثِ وَيُعَلِّمُنا بَعضًا مِن أُمورِ العَقيدةِ والآدابِ الإسلامِيَّةِ، فيقولُ: «مَن حَلَفَ عَلى مِلَّةٍ غيرِ الإسلامِ فهو كَما قالَ»، أي: فَهوَ كائِنٌ كَما قالَ، مِثلَ أنْ يَقولَ: هوَ يَهودِيٌّ أو نَصرانِيٌّ إنْ كانَ فَعَلَ كَذا. والحاصِلُ: أنَّهُ يُحكَمُ عليه بِالَّذي نَسَبَهُ لِنَفسِهِ.
ثم قال النبيُّ صلَّى اللهُ عليه وسلَّم: «ولَيسَ عَلى ابنِ آدَمَ نَذْرٌ»، أي: لَيسَ عليه وَفاءُ نَذْرٍ، «فيما لا يَملِكُ»، كَأنْ يَقولَ: إنْ شَفى اللهُ مَريضي فَسَأتَصَدَّقُ بِبَيتِ أخي.
وأخبَرَ النَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّم أنَّ مَن قَتَلَ نَفْسَه بِشَيءٍ في الدُّنيا عُذِّبَ به يَومَ القيامةِ؛ ليَكونَ الجَزاءُ مِن جِنسِ العَمَلِ، وَإنْ كانَ عَذابُ الآخِرةِ أعظَمَ.
وَأنَّ مَن لَعَنَ مُؤمِنًا فهو كَقَتْلِه في التَّحريمِ، أو في العِقابِ، أو في الإبْعادِ؛ لأنَّ اللَّعنَ إبْعادٌ عَن رَحمةِ اللَّهِ، والقَتْلَ إبْعادٌ عن الحَياةِ.
وأنَّ مَن قَذَفَ مُؤمِنًا، فرَماهُ بِكُفرٍ، فهو كَقَتْلِه؛ لأنَّ النِّسبةَ إلى الكُفرِ الموجِبِ لِلقَتْلِ كالقَتْلِ، في أنَّ المُتَسَبِّبَ لِلشَّيءِ كَفاعِلِه.
وفي الحَديثِ: دليلٌ على أنَّه لا كَفَّارةَ على من حَلَف بغيرِ الإسلامِ، بل يأثَمُ وتلزَمُه التوبةُ.
وفيه: التحذيرُ من إطلاقِ اللِّسانِ بالفُحشِ مِنَ القَولِ.

(مصدر الشرح: الدرر السنية)

27/10/2024

١ - مَن قَذَفَ مَمْلُوكَهُ، وَهو بَرِيءٌ ممّا قالَ، جُلِدَ يَومَ القِيامَةِ، إِلّا أَنْ يَكونَ كما قالَ.
الراوي: أبو هريرة • البخاري، صحيح البخاري (٦٨٥٨) • [صحيح] • أخرجه البخاري (٦٨٥٨)، ومسلم (١٦٦٠)

مِن مَقاصِدِ الشَّريعةِ الإسلاميَّةِ صِيانةُ العِرضِ، ومِن أجْلِ ذلكَ غلَّظتْ عُقوبةَ القاذفِ، وهو الَّذي يتَّهِمُ النَّاسَ في أعراضِهم، وجعَلَ اللهُ سُبحانَه وتعالَى عُقوبتَهُ في الدُّنيا الجَلْدَ ثمانينَ جَلْدةً، كما في قولِه تعالَى: {وَالَّذِينَ يَرْمُونَ الْمُحْصَنَاتِ ثُمَّ لَمْ يَأْتُوا بِأَرْبَعَةِ شُهَدَاءَ فَاجْلِدُوهُمْ ثَمَانِينَ جَلْدَةً} [النور: 4].
وفي هذا الحديثِ يَروي أبو هُرَيرَةَ رضِيَ اللهُ عنه أنَّ النَّبِيَّ صلَّى اللهُ عليه وسلَّم أوضَحَ أنَّ مَن قَذَفَ عبْدَه بالزِّنا، وهو بريءٌ ممَّا قالَ سيِّدُه عنه؛ جُلِدَ يومَ القيامةِ، إلَّا أنْ يكونَ المملوكُ كما قال السَّيِّدُ عنه، فلا يُجْلَدُ، وفي روايةِ النَّسائيِّ مِن حَديثِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عنهما: «إن شاء أخذه، وإن شاء عفا عنه»، وفي ذلك إشارةٌ إلى أنَّه لا حَدَّ على قاذِفِ العَبدِ في الدُّنيا، وقيل: يُعَزَّرُ قاذِفُ العَبدِ؛ لأنَّ العَبدَ ليس بمُحْصَنٍ، أمَّا في حُكمِ الآخرةِ فيُستوفى له الحَدُّ مِن قاذِفِه؛ لاستواءِ الأحرارِ والعَبيدِ في الآخِرةِ.
(مصدر الشرح: الدرر السنية)

26/10/2024

পাগল বানানো জাদু এবং পড়ালেখা নষ্টের যাদুর ক্ষেত্রে অধিকাংশ সময় শাইতনের সহযোগিতা নিয়েই করা হয়।

25/02/2024

‎حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ، أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَعَثَ بِكِتَابِهِ رَجُلاً، وَأَمَرَهُ أَنْ يَدْفَعَهُ إِلَى عَظِيمِ الْبَحْرَيْنِ، فَدَفَعَهُ عَظِيمُ الْبَحْرَيْنِ إِلَى كِسْرَى، فَلَمَّا قَرَأَهُ مَزَّقَهُ‏.‏ فَحَسِبْتُ أَنَّ ابْنَ الْمُسَيَّبِ قَالَ فَدَعَا عَلَيْهِمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يُمَزَّقُوا كُلَّ مُمَزَّقٍ‏.‏

‘আবদুল্লাহ ইব্‌নু ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ

আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জনৈক ব্যক্তিকে তাঁর চিঠি দিয়ে পাঠালেন এবং তাকে বাহরাইনের গভর্নর-এর নিকট তা পৌঁছে দেয়ার নির্দেশ দিলেন। অতঃপর বাহ্‌রাইনের গভর্নর তা কিস্‌রা (পারস্য সম্রাট)-এর নিকট দিলেন। পত্রটি পড়ার পর সে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলল। [বর্ণনাকারী ইব্‌নু শিহাব (রহঃ) বলেন] আমার ধারনা ইব্‌নু মুসায়্যাব (রহঃ) বলেছেন, (এ ঘটনার খবর পেয়ে) আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাদের জন্য বদদু‘আ করেন যে, তাদেরকেও যেন সম্পূর্ণরূপে টুকরো টুকরো করে ফেলা হয়।

(২৯৩৯, ৪৪২৪, ৭২৬৪) (আধুনিক প্রকাশনীঃ ৬৪, ইসলামী ফাউন্ডেশনঃ ৬৪)

সহিহ বুখারী, হাদিস নং ৬৪
হাদিসের মান: সহিহ হাদিস

23/02/2024

‎ وَعَنِ الْأَحْوَصِ بْنِ حَكِيمٍ عَنْ أَبِيهِ قَالَ سَأَلَ رَجُلٌ النَّبِيَّ ﷺ عَنِ الشَّرِّ فَقَالَ لَا تَسْأَلُونِي عَنْ الشَّرِّ وَاسْأَلُونِي عَنْ الْخَيْرِ يَقُولُهَا ثَلَاثًا
ثُمَّ قَالَ أَلاَ إِنَّ شَرَّ الشَّرِّ شِرَارُ الْعُلَمَاءِ وَإِنَّ خَيْرَ الْخَيْرِ خِيَارُ الْعُلَمَاءِ. رَوَاهُ الدَّارِمِيُّ

হযরত আহ্ওয়াস ইবনু হাকীম (রহঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, এক ব্যক্তি নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে মন্দ (লোক) সম্পর্কে জিজ্ঞেস করল। তিনি বললেন, আমাকে মন্দ সম্পর্কে জিজ্ঞেস করো না, বরং ভাল সম্পর্কে জিজ্ঞেস কর। এ কথাটি তিনি তিনবার বললেন। অতঃপর তিনি বললেন, সাবধান! খারাপ মানুষের মধ্যে নিকৃষ্ট হচ্ছে মন্দ ‘আলিম। আর ভাল মানুষের মধ্যে সবচেয়ে ভাল হল ভাল ‘আলিমরা। [১]

--জনৈক আলেম উক্ত হাদীসের ব্যাখ্যায় বলেন- আলেমরা ভালো হতেও জানে, খারাপ হতেও জানে। আশেপাশে যে সব অবস্থা প্রতিনিয়ত দেখছি, তাতে মনে হয় আমাদের টিকে থাকা কঠিন। শয়তান আমাদের ধ্বংস করবে হিংসার অস্ত্র দিয়ে। হিংসাই আমাদের কুপোকাত করে ফেলবে। আলেম-উলামাদের সবচেয়ে বড় রোগ হলো হিংসা। হিংসার এই দাবানল থেকে আল্লাহ গোটা জাতিকে হেফাজত করুন!

Address


Telephone

+8801911635454

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raqi Abu Nayeem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Raqi Abu Nayeem:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram