10/06/2025
মহিলা রোগী, বয়স ৪৫, রক্তচাপ:১২৫/৮০, বিবাহিত।
সমস্যা: উচ্চরক্তচাপ, ডায়াবেটিস, বুক ও পেট জ্বালা, হাঁটুতে ব্যথা।
লক্ষণ: হাঁটু ব্যথা সিঁড়ি দিয়ে উপরে উঠলে ও নামলে বাড়ে, জ্বর হলে মুখমন্ডলে জ্বরঠোসা পড়ে, দাঁত ক্ষয় হয়ে যাচ্ছে, নীচের পাটির মোলার দাঁতে ব্যথা, কৃমির সমস্যা আছে। মুখমন্ডলে অনেক ব্রণ রয়েছে।
রোগী খুব গরমকাতর, সূর্যের তাপ সহ্য হয় না, প্রচুর ঘাম হয় এবং ঘাম শুকানোর পর কাপড়ে সাদা দাগ লেগে থাকে, ঘামের পর শরীর থেকে লবণ উঠে, প্রচুর পানি পান করেন, মাছ এবং ফল পছন্দ, ঝাল এবং তিতা খেতে পারেন না, প্রসাব শুরু হতে দেরী হয়, কাশি দিলে প্রস্রাব বের হয়ে যায়, ঘুমের ভিতর নাক ডাকে, ঘুমের মধ্যে হাত অবশ হয়ে যায়।
পূর্বে টাইফয়েড হয়েছিল, পূর্বে বাম পাশের কিডনীতে পাথর হয়েছিল, বাবার উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস আছে, পূর্বে দাঁদ হয়েছিল (মলম দিয়ে চাপা দেওয়া হয়েছে)।
একা থাকলে কান্না করেন, ভাল মেয়ের সাথে তার ছেলের বিয়ে হয়নি তাই মনে কষ্ট, অল্পতেই মনে আঘাত পান, মাসিকের সময় কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, মাসিক ২-৩ দিন স্থায়ী হয়।
চিকিৎসা: ন্যাট-মি ০/২ (৫ ডোজ) দেওয়ার পর অনেক ইম্প্রুভ হয়। মুখের ব্রণ প্রায় চলে গিয়েছিল, হাঁটুর ব্যথা, দাঁত ব্যথা, ঘুমের ভেতর হাত অবশ চলে গিয়েছিল।পরবর্তীতে ন্যাট-মি ০/৩ (২ ডোজ) দেওয়া হলে রোগী সুস্থ হোন। পরবর্তীতে আর চিকিৎসা নেন নি।
ডা. কাজী আদিব হাসান
ডি.এইচ.এম.এস (বি.এইচ.এম.ই.সি)
০১৬১২-১৩৫৩৬৫