Quranic Cure

Quranic Cure Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Quranic Cure, Medical and health, Barisal.

Quranic Cure: রাসূল সা: এর নির্দেশিত চিকিৎসা পদ্ধতির আলোকে জ্বিন-জাদু ও বদ-নজর ইত্যাদি সমস্যার জন্য তাবিজ-কুফরি-শিরিকমুক্ত চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। অ্যাপয়েন্টমেন্ট/শিডিউল নিতে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন।01991663988 (হোয়াটসঅ্যাপ )

আপনার সংসার, _____সন্তান ও রিজিক ধ্বংসের গোপন কারণ হয়তো আপনি কল্পনাও করছেন না…!অসংখ্য সুখী পরিবার আজ ধীরে ধীরে অশান্তির ...
06/10/2025

আপনার সংসার,
_____সন্তান ও রিজিক ধ্বংসের গোপন কারণ হয়তো আপনি কল্পনাও করছেন না…!

অসংখ্য সুখী পরিবার আজ ধীরে ধীরে অশান্তির দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। সব কিছু যেন ঠিক আছে —কিন্তু ঘরে নেই শান্তি, নেই বারাকা। চেষ্টা করেও কেউ বুঝতে পারছে না, আসলে কোথায় সমস্যা!

প্রতিদিনের ব্যস্ততা, অর্থনৈতিক চিন্তা আর জীবনের দৌঁড়ে মানুষ এতটাই ডুবে গেছে যে, সে নিজের পরিবারে শয়তান ও যাদুর চক্রান্তগুলো টেরই পাচ্ছে না। আর এভাবেই শয়তান সফল হচ্ছে — ধীরে ধীরে সে পরিবারের চিন্তা, সিদ্ধান্ত ও মানসিক ভারসাম্য দখল করে নিচ্ছে

🔥 বাস্তবতা খুব ভয়ঙ্কর!
কত বুদ্ধিমান, যোগ্য মানুষ — ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী— জীবনের এক পর্যায়ে এসে হঠাৎ থমকে যায়।
যার হাতে ছিল সফলতার চাবি, সে হঠাৎ সব হারিয়ে ফেলে।
কেউ বুঝতে পারে না— এত কিছু কিভাবে শেষ হয়ে গেল, সবকিছু কোথায় হারিয়ে গেল!

🎓 সন্তানদের ক্ষেত্রেও এক'ই চিত্র
বাড়ির সেই মেধাবী সন্তান — যে একসময় সবার প্রিয় ছিল, যার ভবিষ্যৎ নিয়ে সবাই স্বপ্ন দেখত —হঠাৎ সে পড়াশোনায় অমনোযোগী, একা একা থাকে, সারাদিন মোবাইল বা ইন্টারনেটে ডুবে থাকে।

আপনি ভাবছেন— “ও হয়তো একটু মানসিক চাপে আছে।”
কিন্তু আপনি জানেন না, হয়তো তার উপর বদনজর বা জাদু প্রয়োগ করা হয়েছে, যাতে তার ভবিষ্যৎ অন্ধকারে ঢেকে যায়!

💔 বিয়েতে অদৃশ্য বাধা
সব ঠিক আছে—ছেলে-মেয়ে সুন্দর, চরিত্রবান, শিক্ষিত–কিন্তু বিয়েতে একের পর এক ব্যর্থতা।
সব ঠিক থাকলেও শেষ মুহূর্তে ভেঙে যায় সম্পর্ক!

আপনি ভাবছেন— “এটা হয়তো কপাল বা তাকদির।”
কিন্তু না, অনেক সময় এটাই ‘সিহরুত তা’তীল আলান নিকাহ’ (বিয়েতে বাধার যাদু)।
এমন যাদু মানুষকে অজান্তেই জড়িয়ে ধরে এবং জীবনের পথ বন্ধ করে দেয়।

🤰 বন্ধ্যাত্ব বা সন্তানহীনতার গোপন কারণ
স্বামী-স্ত্রী দুজনই চিকিৎসা নিয়েছেন, রিপোর্ট নরমাল—তবুও বছর যায়, সন্তান আসে না। আবার আসে গর্ভপাত বা মিসক্যারেজ হয়ে যায়।

আপনি ভাবছেন— “এটা হয়তো পরীক্ষা বা ভাগ্য।”
কিন্তু বাস্তবে হতে পারে ‘সিহরুল আরহাম’ — অর্থাৎ গর্ভ নষ্ট বা সন্তান জন্মে বাধা দেয়ার যাদু।

💢 আচরণগত পরিবর্তন
যে মানুষ সবসময় নম্র, শান্ত ও দয়ালু —
হঠাৎ সে বদলে গেছে! কারণ ছাড়াই রেগে যায়, ঝগড়া করে, কথা বললেই অপমান করে।

আপনি ভাবছেন— “হয়তো মানসিক টেনশন।”
কিন্তু না, এটা হতে পারে ‘সিহরুত তাফরীক’ — অর্থাৎ স্বামী-স্ত্রীর মাঝে ঘৃণা ও বিবাদ সৃষ্টির যাদু।

📖 বাস্তব সত্য:
জ্বীন, যাদু, বদনজরের প্রভাব শুধু শরীরেই নয়, প্রভাব ফেলে পরিবার, রিজিক, সম্পর্ক ও চিন্তায়।
এগুলো মানুষকে ধীরে ধীরে ধ্বংসের পথে নিয়ে যায় — অথচ মানুষ ভাবে, “এটা তো সাধারণ সমস্যা!”

🩺 রুকইয়াহ’র প্রয়োজন
যখন চিকিৎসা করেও আরাম পাওয়া যায় না,
যখন পরিবারে বারবার অশান্তি বা ব্যর্থতা ফিরে আসে —
তখন বুঝে নিন, সময় এসেছে রুকইয়াহ শরইয়াহ’র মাধ্যমে মূল কারণটি জানার।

দেরি না করে অভিজ্ঞ রাকির নিকট রুকইয়াহ ডায়াগনোসিস সেশন-এর মাধ্যমে জেনে নিন —আপনার সমস্যা আধ্যাত্মিক নাকি শারীরিক।

⏳ যত দেরি করবেন, তত শয়তান তার অবস্থান আরও শক্ত করবে।
আজই সিদ্ধান্ত নিন — সত্য জানুন, আল্লাহর কিতাব ও সুন্নাহর মাধ্যমে আরোগ্য খুঁজুন।

⚠️ সতর্কতা:
কোনোভাবেই জ্বীন হুজুর, ফকির, কবিরাজ বা তাবিজ–কবজের আশ্রয় নেবেন না।
যে ব্যক্তি বলে —

> “তোমার নাম, মায়ের নাম, জন্মতারিখ, ছবি দাও — আমি দেখে বলে দেব কী হয়েছে!”

জেনে রাখুন — সে আল্লাহভীরু রাকী নয়, বরং যাদুকর বা শয়তানের দাস।
তাদের চিকিৎসা পদ্ধতি শিরক, কুফরি ও হারাম, যা আপনার ঈমান ও জীবনের জন্য ভয়ংকর ধ্বংস ডেকে আনবে।

প্রকৃত রুকইয়াহ হলো আল্লাহর কালামের মাধ্যমে চিকিৎসা,
যেখানে কোনো জ্বীনের সাহায্য নয়, বরং আল্লাহর সাহায্যই একমাত্র নির্ভরতা।

তাই সমস্যার সমাধান খুঁজুন কুরআন ও সহীহ সুন্নাহর আলোকে
এবং অভিজ্ঞ শরিয়তসম্মত রাকির পরামর্শ নিয়ে চিকিৎসা শুরু করুন।
হয়তো এটিই হবে আপনার জীবনের নতুন মোড়, ইনশাআল্লাহ।

📞 সিরিয়াল নিতে সরাসরি কল করুনঃ ✆ 01991-663988 কল ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে।

👉 Quranic Cure (M.1)
👉 নববী চিকিৎসা রুকইয়াহ্ সাপোর্ট বিডি,Nawabi treatment Rukiyah support bd

#রুকইয়াহচিকিৎসা #জিনযাদু #বদনজর
#বিয়েতেবাধা #রিজিকেবাধা

11/09/2025

حسبنا الله ونعم الوكيل.

12/04/2025

আজকে 'মার্চ ফর গাজা' তে আমরা আসছি। আপনিও আসুন!

20/03/2025

রুকইয়াহ্ চিকিৎসা সেবা এবারের যাত্রা ওয়াসা দামপাড়া চট্টগ্রাম

Address

Barisal
RAYHAN30645

Alerts

Be the first to know and let us send you an email when Quranic Cure posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Quranic Cure:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram