Falaq Hijama Center ; Treatment & Training

Falaq Hijama Center ; Treatment & Training Barisal Hijama & Ruqyah center. বরিশাল হিজামা এন্ড রুকইয়া সেন্টার। Hijama Treatment
2 Hijama Training
3. Fire Cupping
4. Message Cupping
5.

সুন্নাহ বাস্তবায়নই আমাদের মূল লক্ষ্য।
ফালাক হিজামা সেন্টার বরিশাল, স্বাস্থ্যসম্মত ও গুণগত সেবা প্রদান করছে। হিজামা একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি। রাসূল সঃ এর অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত ও দেখানো পদ্ধতি। আমরা সকল হাদীসগুলোকে সামনে রেখেই হাদিসের ভাষ্য অনুযায়ী সমস্যা ও স্থান নির্ধারণ করে হিজামা করে থাকি। রাসুল সঃ ও তার সাহাবীরা যে সমস্যার জন্য হিজামা করেছেন বা যে স্থানগুলো তে হিজামা করেছেন তা হাদিসে স্পষ্ট উল্লেখ রয়েছে। আমরা সে সমস্যা গুলোর জন্য হাদিসে দেখানো নির্ধারিত স্থান নির্বাচন করে হিজামা করিয়ে থাকি।
বরিশাল শহরে আমরাই প্রথম সুন্নাহ পদ্ধতি হিজামা চিকিৎসা ও ট্রেনিং এর ব্যবস্থা করেছি। বরিশালে হিজামা চিকিৎসা আমাদের কাছ থেকে নিয়ে অসংখ্য মানুষ সুস্থ হয়েছেন। বরিশালে হিজামা চিকিৎসা ও হিজামা ট্রেনিং নিতে আমাদের সাথে যোগাযোগ করুণ।

আমাদের সেবা সমূহ
1. Dry Cupping & Surgery

6. Polypus treatment and training


যোগাযোগঃ
উস্তাদ তানজিল আহমেদ
01719 855 800
ফালাক হিজামা সেন্টার বরিশাল
বরিশাল সদর, বরিশাল।

11/12/2025

ব্ল্যাক ম্যাজিকের হিজামা চলছে

08/12/2025

08/12/2025

ফায়ার কাপিং কী?

07/12/2025

মাত্র ৪১ দিনের বিশেষ চ্যালেঞ্জ। আসন সংখ্যা সীমিত।

07/12/2025

হিজামার পরে দেখতে কেমন হয়।

07/12/2025

ডায়াবেটিস, থাইরয়েড ও পেরেশারের জন্য সম্পূর্ণ বডি ডিটক্স হচ্ছে

কবরে পুতে রাখার যাদুর লক্ষণসূহ(১) প্রায় সময় বা মাঝেমধ্যে খোঁচানো বা বিদ্ধ করার আকারে খুব তীব্র মাথাব্যথা(২) ঘুমের সময় দম...
06/12/2025

কবরে পুতে রাখার যাদুর লক্ষণসূহ
(১) প্রায় সময় বা মাঝেমধ্যে খোঁচানো বা বিদ্ধ করার আকারে খুব তীব্র মাথাব্যথা
(২) ঘুমের সময় দম বন্ধ হয়ে যায়।
(৩) স্বপ্নে কবর এবং প্রচুর পরিমাণে মৃত মানুষ দেখা।(৪) শরীর সাধারণ দুর্বল লাগা, কাজকর্ম করতে অক্ষমতা অনুভব করা।
(৫) কাজকর্মে ভুল করা, কোনো কাজ বেশিক্ষণ সময় ধরে করতে না পারা, অমনোযোগীতা, মনোযোগ ধরে রাখতে না পারা।
(৬) ঘুমের মধ্যে স্বপ্নে একফ জায়গা থেকে অন্য জায়গায় উড়তে দেখা।
(৭) ঘুমের মধ্যে খুব উঁচু জায়গা থেকে পড়ে যাওয়া এবং পড়ার জন্য নিচে কোনো জিনিস না পাওয়া।
(৮) কঙ্কাল, মাথার খুলি এবং প্রেতাত্মা বা জ্বিন ভুতের প্রচুর স্বপ্ন দেখা।
(৯) চোখ বন্ধ করলেই বা ঘুমের মধ্যে বিভিন্ন ভয়ংকর আকৃতি চোখের সামনে ভেসে ওঠা।
(১০) শরীরের বাম বা ডান দিকের কোনও একটি সাইটে লম্বালম্বি ব্যথা বা অসাড়তা অনুভব করা।
(১১) চোখের পাতা বা শরীরের বিভিন্ন জায়গায় গোশত লাফানো।
(১২) কোনো কারণ ছাড়াই বা অযৌক্তিক তীব্র ভয় ভয় লাগা।
(১৪) মাথার পিছনে বা চোখের সাথে কপালে মাথা ব্যথা।
(১৩) মৃত্যুর সংবাদ শুনলে ভয় লাগা।
(১৪) মাথার পিছনে বা চোখের সাথে কপালে মাথা ব্যথা।
(১৫) পছন্দনীয় জিনিস গুলো অপছন্দ লাগা, সেগুলো থেকে বিরত থাকা।
(১৬) মাছ খেতে অপছন্দ ও ঘৃণা করা। কখনো কখনো কেবল মাছের গন্ধ অসহ্য লাগা এবং মাছের গন্ধ লাগলেই বমি হওয়া।
(১৭) ধ্বংসস্তূপ ও নির্জন জায়গার প্রচুর স্বপ্ন দেখা।(১৮) কারণ ছাড়াই বুকে সংকীর্ণতা ও কষ্ট অনুভব করা।
(১৯) নিঃসঙ্গতা, একাকীত্বতা, গুটিয়ে ও লুকিয়ে থাকতে পছন্দ করা, ভালো লাগা।
(২০) মাথা ব্যথা এবং চোখে ঝাপসা দেখা।
(২১) প্রায়শই দুর্গন্ধ পাওয়া।
(২২) শরীরের কোনো এক পার্শ ঘামা।
(২৩) খুব বেশি ভুলে যাওয়া।
(২৪) পা ভারি ভারি লাগা।
(২৫) পিঠে এবং কাঁধে ব্যথা।
(২৬) যে কোনো বিষয়ে চরম একঘেয়েমি।

এই যাদু যা দিয়েই করা হোক উদ্দেশ্য থাকে দাফন করা নিয়ে। তাই এই যাদু দাফন বা পুতে রেখে করা হয়।

এই ধরনের যাদু বিচ্ছেদের জন্য, পাগল বানানোর জন্য এবং অসুস্থ বানিয়ে রাখার জন্য সবচেয়ে বেশি প্রয়োগ করা হয়। এই যাদুর ফলে একে অপরের মধ্যে বিচ্ছেদের প্রবণতা অধিক হারে বেড়ে যায়, অসুস্থতা লেগেই থাকে এবং এই যাদু প্রভাব যখন বেশী মাত্রায় পৌঁছে যায় ব্যক্তি পাগল হয়ে

06/12/2025

🔥 দীর্ঘদিনের Joint Pain & Rheumatic Pain থেকে মুক্তি—হিজামা (Cupping Therapy) এখন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত একটি কার্যকর থেরাপি!

বাত ব্যথা, Arthritis, Tendon Inflammation, Ligament Stiffness, Muscle Spasm, Nerve Irritation—
এই সব ধরনের ব্যথার মূল কারণ হলো রক্তসঞ্চালনের দুর্বলতা, টক্সিন জমা হওয়া ও প্রদাহ (Inflammation) বৃদ্ধি পাওয়া।

🔬 Hijama Wet Cupping Therapy শরীরের ডিপ টিস্যু পর্যন্ত ব্লকেজ খুলে দেয়, Inflammatory toxins বের করে শরীরকে স্বাভাবিক Healing Process-এ ফিরিয়ে আনে।
ফলাফল:
✔ Joint Pain সম্পূর্ণভাবে উপশম
✔ Muscle Tension Release
✔ Blood Circulation উন্নত
✔ Chronic Pain থেকে স্থায়ী মুক্তি

💬 আমাদের অসংখ্য রোগী বছরের পর বছর ধরে হওয়া ব্যথা থেকে আরাম পেয়েছেন। তাদের রিয়েল রিভিউ ভিডিও এই পোস্টে যুক্ত করা হয়েছে।

যারা দিনের পর দিন ব্যথা কমানোর জন্য Painkiller খেয়ে যাচ্ছেন—
👉 মাত্র ২০–৩০ মিনিটের ক্লিনিক্যাল Hijama Therapy আপনাকে দিতে পারে দীর্ঘস্থায়ী আরাম।

---

📌 যেসব সমস্যায় হিজামা সবচেয়ে দ্রুত কাজ করে

Rheumatoid Pain (বাত ব্যথা)

Osteoarthritis

Frozen Shoulder

Neck & Back Pain

Sciatica

Muscle Cramp

Tendon & Ligament Pain

---

📍 আমাদের ঠিকানা

Falaq Hijama Center
২৩৫, কাউনিয়া মেইন রোড, বরিশাল সদর।

📞 মোবাইল: 01719-855800
(আপনার নম্বর বসিয়ে নিন)

---

✨ সুস্থতা আপনার হাতে—একবার হিজামা করেই পার্থক্য উপলব্ধি করুন!

06/12/2025

শীতের সময় ব্যথা তীব্র হওয়ার কারণ কি হতে পারে?

🕌 কালো জাদু, বদনজর ও অদৃশ্য ক্ষতি থেকে বাঁচার ইসলামী দোয়া ও আমলঅনেকেই জীবনে অদৃশ্য কষ্ট, মানসিক অস্থিরতা, অশান্তি, দুঃস...
04/12/2025

🕌 কালো জাদু, বদনজর ও অদৃশ্য ক্ষতি থেকে বাঁচার ইসলামী দোয়া ও আমল

অনেকেই জীবনে অদৃশ্য কষ্ট, মানসিক অস্থিরতা, অশান্তি, দুঃস্বপ্ন বা হঠাৎ সমস্যা-বিপদের মুখোমুখি হন। ইসলাম আমাদের এসব ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য স্পষ্ট দিকনির্দেশনা দিয়েছে—দোয়া, সুরা তেলাওয়াত ও নিয়মিত আমল।

কুরআন ও হাদিসে বর্ণিত কিছু গুরুত্বপূর্ণ আমল যেমন:
✔ সূরা ফালাক ও সূরা নাস
✔ আয়াতুল কুরসি
✔ সূরা বাকারা’র শেষ দুই আয়াত
✔ কুলশরিফ (রোগ-নিরাময়ের দোয়া)
✔ কালো জাদু থেকে মুক্তির দোয়া

এগুলো নিয়মিত পড়লে আল্লাহর রহমতে যে কোনো শারীরিক-মানসিক কষ্ট, বদনজর ও জাদুর প্রভাব থেকে রক্ষা পাওয়া যায়।

---

✨ কেন এসব আমল করা জরুরি?

🔸 ঘর-পরিবারের শান্তি বজায় থাকে
🔸 মানসিক চাপ ও অস্থিরতা কমে
🔸 অদৃশ্য ক্ষতি বা আল্লাহর নাফরমানি থেকে বাঁচায়
🔸 আল্লাহর নিকটত্ব বৃদ্ধি করে
🔸 নিজের ও পরিবারের নিরাপত্তা প্রতিষ্ঠা করে

---

📌 গুরুত্বপূর্ণ পরামর্শ

👉 প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজের সাথে এ দোয়াগুলো পড়ুন
👉 ঘুমানোর আগে আয়াতুল কুরসি ও তিন কুল পড়ুন
👉 সকাল-সন্ধ্যায় নিয়মিত মাসনুন দোয়া পড়ুন
👉 আল্লাহর ওপর ভরসা রাখুন—কারণ শিফা শুধু তাঁর হাতে

---

🌙 আল্লাহ আমাদের সকল প্রকার অদৃশ্য কষ্ট ও জাদু-বদনজর থেকে হেফাজত করুন। আমিন।

Address

এ কাদের স্কুল গেট, কাউনিয়া প্রধান সড়ক
Barishal
8200

Alerts

Be the first to know and let us send you an email when Falaq Hijama Center ; Treatment & Training posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Falaq Hijama Center ; Treatment & Training:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram