Falaq Hijama Center ; Treatment & Training

Falaq Hijama Center ; Treatment & Training Barisal Hijama & Ruqyah center. বরিশাল হিজামা এন্ড রুকইয়া সেন্টার। Hijama Treatment
2 Hijama Training
3. Fire Cupping
4. Message Cupping
5.

সুন্নাহ বাস্তবায়নই আমাদের মূল লক্ষ্য।
ফালাক হিজামা সেন্টার বরিশাল, স্বাস্থ্যসম্মত ও গুণগত সেবা প্রদান করছে। হিজামা একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি। রাসূল সঃ এর অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত ও দেখানো পদ্ধতি। আমরা সকল হাদীসগুলোকে সামনে রেখেই হাদিসের ভাষ্য অনুযায়ী সমস্যা ও স্থান নির্ধারণ করে হিজামা করে থাকি। রাসুল সঃ ও তার সাহাবীরা যে সমস্যার জন্য হিজামা করেছেন বা যে স্থানগুলো তে হিজামা করেছেন তা হাদিসে স্পষ্ট উল্লেখ রয়েছে। আমরা সে সমস্যা গুলোর জন্য হাদিসে দেখানো নির্ধারিত স্থান নির্বাচন করে হিজামা করিয়ে থাকি।
বরিশাল শহরে আমরাই প্রথম সুন্নাহ পদ্ধতি হিজামা চিকিৎসা ও ট্রেনিং এর ব্যবস্থা করেছি। বরিশালে হিজামা চিকিৎসা আমাদের কাছ থেকে নিয়ে অসংখ্য মানুষ সুস্থ হয়েছেন। বরিশালে হিজামা চিকিৎসা ও হিজামা ট্রেনিং নিতে আমাদের সাথে যোগাযোগ করুণ।

আমাদের সেবা সমূহ
1. Dry Cupping & Surgery

6. Polypus treatment and training


যোগাযোগঃ
উস্তাদ তানজিল আহমেদ
01719 855 800
ফালাক হিজামা সেন্টার বরিশাল
বরিশাল সদর, বরিশাল।

31/10/2025

ব্যথাজনিত যে কোন সমস্যায় হিজামা হতে পারে আপনার ঔষধবিহীন চিকিৎসা।

29/10/2025

#হিজামা বরিশাল

28/10/2025
রুকইয়াহ চলছে.....
28/10/2025

রুকইয়াহ চলছে.....

27/10/2025

#হিজামা #বরিশাল

27/10/2025

শরীরে যেকোনো ধরনের ব্যাথা এলার্জি বা নানা রকম চর্ম রোগ, মাথা ব্যথা, চুল পরা, সাইনোসাইটিজ, নাক বন্ধ, হাচি-কাশি, এজমা, ঘুমের সমস্যা ইত্যাদি এমন অবস্থার সমাধান কি?

যদি অনেক চেষ্টার পরেও সুস্থতা অর্জনের লক্ষ্য অর্জিত না হয়, তাহলে চলে আসুন আমাদের ফালাক হিজামা সেন্টারে।

সুদীর্ঘ ৮ বছর হিজামা নিয়ে গবেষণা ও চিকিৎসা করছি। আলহামদুলিল্লাহ মানুষের অনেক বড় বড় রোগ ভালো হচ্ছে, যা আমাদের ৮ বছর আগে কল্পনার বাহিরে ছিল।

তাই অভিজ্ঞতা অনেক বেশি দরকার হিজামায় ভালো রেজাল্ট পাওয়ার ক্ষেত্রে।

(এ হাদিসের বাস্তব রূপ পরিলক্ষিত)
রাসূল স: বলেন, মানুষ যে সকল পদ্ধতিতে চিকিৎসা গ্রহণ করে হিজামা তার মধ্যে সর্বোত্তম ( সহি মুসলিম- ৩৯৩০)

উল্লেখযোগ্য কিছু রোগের নাম দেয়া হলো:
ব্যাক পেইন, উচ্চ রক্তচাপ, পায়ে ব্যথা,
হাঁটুর ব্যথা, মাথাব্যথা (মাইগ্রেইন),
ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা,
জয়েন্টে পেইন, আর্থ্যাইটিজ,
যাদু, বাত, ঘুমের ব্যাঘাত,
থাইরয়েড ব্যঘাত,
জ্ঞান এবং স্মৃতিশক্তিহীনতা,
ত্বকের বর্জ্য পরিষ্কার,
অতিরিক্ত স্রাব নিঃসরণ বন্ধ করা,
অর্শ, অন্ডকোষ ফোলা,
পাঁচড়া, ফোঁড়া ইত্যাদি প্রতিরোধ হয়।

চেম্বারঃ
ফালাক হিজামা সেন্টার
এ কাদের স্কুল গেট, কাউনিয়া প্রধান সড়ক, বরিশাল।
যোগাযোগঃ 01719855800

27/10/2025

জেনারেল শিক্ষিত মানুষদের উপযোগী করে, সাজানো লাইভ কুরআন ক্লাস।

26/10/2025

Cupping Therapy

Hijama or cupping therapy is an ancient medical procedure,
where cups are placed on specific areas of the body to draw out bad blood.

This procedure was also performed by the Prophet ﷺ and its benefits are mentioned in many hadiths.

It is believed to —
• Improve blood circulation
• Reduce pain and toxins
• Bring physical and mental peace

26/10/2025

যারা সহজে কুরআন শিখতে চান, তানজিল আহমেদ স্যারের লাইভ কোর্সে যুক্ত হয়ে যান।

যারা কুরআন শিক্ষতে আগ্রহী তাদের জন্য ://youtu.be/P59KyXCJL6I?si=CTGrjDQnt2x7sXEo
24/10/2025

যারা কুরআন শিক্ষতে আগ্রহী তাদের জন্য
://youtu.be/P59KyXCJL6I?si=CTGrjDQnt2x7sXEo

🎓 এখনই সময়—আল্লাহর আদেশ পালনের।আর এজন্যই Darul Iman Academy নিয়ে এসেছে— "Easy Quran Live Course"যা জেনারেল শিক্ষিত ভাই-বোনদের জন্য সাজা.....

24/10/2025

মেরুদণ্ড ব্যাথার জন্য হিজামা করুন

Address

এ কাদের স্কুল গেট, কাউনিয়া প্রধান সড়ক
Barishal
8200

Alerts

Be the first to know and let us send you an email when Falaq Hijama Center ; Treatment & Training posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Falaq Hijama Center ; Treatment & Training:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram