03/04/2023
#ডোনার_নম্বরঃ_২৫৫
📌"যদি হই রক্তদাতা,
জয় করবো মানবতা"🥰
ব্যাক্তিগত ভাবে এটা ছিল তার ১৩ তম রক্তদান, এবং এর পক্ষ থেকে ছিল তার ১ম তম রক্তদান।
🙎ডোনারের নামঃ মোঃ মনজুরুল ইসলাম
💁রোগীর সমস্যাঃ সিজার
🩸রক্তের গ্রুপঃ B+
💉রক্তের পরিমাণঃ ১ ব্যাগ
📆রক্তদানের তারিখঃ ০৩ই এপ্রিল,২০২৩
🏥রক্তদানের স্থানঃ মমতা হাসপাতাল, বরিশাল
❤️রক্তের অভাবে ঝরবেনা
আর কোন প্রান,
আমরা হাজারো তরুন তরুণী
করবো স্বেচ্ছায় রক্ত দান❤
সবাই রক্তদাতা ও গ্রহিতার জন্য দোয়া করবেন।
😍আমার রক্তে যদি বাঁচে একটি প্রান
তাহলে কেন করবো না রক্ত দান।🤩
💜আলহামদুলিল্লাহ💜
শুভ কামনা রইলো আমাদের সকল রক্তযোদ্ধাদের প্রতি।❤️
জয় হোক মানবতা,জয় হোক রক্তদাতার,জয় হোক Barishal Polytechnic Institute Blood Donet Group. এর💖