Unicare Patient Service Ltd.

Unicare Patient Service Ltd. অসুস্থ্য মানুষের সাথে সর্বত্র আমরা

🏓  নিয়োগ বিজ্ঞপ্তি➡️ জব প্লেসমেন্ট অফিসার ➡️ পদসংখ্যা - ০২ জন➡️ কর্মস্থল: ঢাকা ➡️ শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ের  উপর ...
20/06/2024

🏓 নিয়োগ বিজ্ঞপ্তি
➡️ জব প্লেসমেন্ট অফিসার
➡️ পদসংখ্যা - ০২ জন
➡️ কর্মস্থল: ঢাকা
➡️ শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ের উপর মাস্টার্স
➡️ বেতন : ২৫,০০০ টাকা (টিএ আলাদা)
➡️ CBT&AM করা ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন।
➡️ আবেদনের শেষ সময়: ২৭-০৬-২০২৪
➡️ বায়োডাটা পাঠাতে হবে: uhtti.barishal@gmail.com এই মেইলে।

"স্বপ্ন যদি হয় নার্সিং পড়ার, তাহলে চলে আসুন আমাদের ফ্রী সেমিনারে"➡️ আপনি যদি ডিপ্লোমা/ বিএসসি নার্সিং পড়তে না চান অথবা আ...
07/05/2024

"স্বপ্ন যদি হয় নার্সিং পড়ার, তাহলে চলে আসুন আমাদের ফ্রী সেমিনারে"
➡️ আপনি যদি ডিপ্লোমা/ বিএসসি নার্সিং পড়তে না চান অথবা আপনার পড়ার সুযোগ না থাকে অথবা নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স না পেয়ে থাকেন, তাহলে আপনার নার্সিং পড়ার স্বপ্ন যেনো বৃথা না যায়,তাই আমরা আছি আপনার সাথে।
➡️ একবার এসেই দেখুন আমাদের এই ফ্রী সেমিনারে, আশা করি আপনার স্বপ্ন পূরণের সহযোগী বন্ধু আমরা হতে পারবো।
➡️ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক ০১ বছর মেয়াদি কেয়ারগিভিং (সহকারী নার্স) কোর্সটি আমরা পরিচালনা করে থাকি।
➡️ কোর্স শেষে হাসপাতাল, ক্লিনিকে নার্স হিসেবে চাকরির ব্যবস্থা করে দেয়া হবে।
➡️ মোট কোর্স ১ বছরের (NTVQF/BNQF লেভেল-২, ৩, ৪ একসাথে) এবং কোর্সের শেষ ০৩ মাস শেরেবাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে ইন্টার্ণশীপ রয়েছে।
➡️ ভর্তির যোগ্যতা: সর্বোনিম্ন এসএসসি পাস। তবে যে সকল শিক্ষার্থী নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদেরকে ভর্তির জন্য অগ্রাধিকার দেয়া হবে।
➡️ আসন সংখ্যা: মাত্র ২০টি (১৬ জন মেয়ে, ৪ জন ছেলে)। ভর্তির ক্ষেত্রে কোনো ধরনের সুপারিশ গ্রহনযোগ্য নয়।
➡️ ক্লাস শুরু : ২০ মে ২০২৪. (৩৬ ও ৩৭ তম ব্যাচ)
➡️ যোগাযোগ: ইউনিকেয়ার হেলথ এন্ড টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট, বরিশাল (প্রধান ক্যাম্পাস)।
হোল্ডিং নং-১১৩৬, শরীফ ম্যানসন (৪র্থ তলা), কাশিপুর সুরভি পেট্রোল পাম্প সংলগ্ন, নথুল্লাবাদ, বরিশাল।
➡️ যেকোনো প্রয়োজনে ফোন করুন:
০১৩১৪-১৯০৭৩৩ (পাবলিক রিলেশন অফিসার)
০১৭৯৪-৩০০৩৯৮ (প্রশিক্ষক)

আমরা দিচ্ছি দক্ষ ও অভিজ্ঞ কেয়ারগিভার এবং নার্স যারা বাসায় বা হাসপাতালে অবস্থান করে আপনার প্রিয়জনের প্রয়োজনীয় যত্ন ও সেব...
06/04/2024

আমরা দিচ্ছি দক্ষ ও অভিজ্ঞ কেয়ারগিভার এবং নার্স যারা বাসায় বা হাসপাতালে অবস্থান করে আপনার প্রিয়জনের প্রয়োজনীয় যত্ন ও সেবা নিশ্চিত করবে দক্ষতার সাথে, আর আপনি থাকবেন নিশ্চিন্তে।

আমাদের বিশেষ সেবাসমূহঃ
✅ ডিমেনশিয়া/পারকিনসন্স কেয়ার
✅ কিডনি/ক্যান্সার/স্ট্রোক পেশেন্ট কেয়ার
✅ ট্রাকিওস্ট্রোমি/কোলোস্টোমি কেয়ার
✅ এনজি টিউব ফিডিং কেয়ার
✅ পোস্ট অপারেটিভ কেয়ার
✅ বেসিক ফিজিওথেরাপি
✅ হাসপাতাল পরবর্তী সেবা
✅ হাসপাতাল ভিজিট এসিসটেন্স
✅ হাসপাতাল এটেনডেন্ট
✅ কম্প্যানিয়নশিপ / দৈনন্দিন সেবাসঙ্গী

একজন কেয়ারগিভার/নার্স এর দৈনন্দিন সেবার মধ্যে রয়েছে- ডাক্তারের সাথে পরামর্শ করা, পেশেন্টকে খাবার খাওয়ানো, গোসল করানো, প্রেসক্রিপশন দেখে ওষুধ খাওয়ানো, ডায়াবেটিস পরীক্ষা করা, ইনসুলিন দেয়া, ভাইটাল সাইন (ব্লাড প্রেশার, পালস, রেসপিরেশন, টেম্পেরেচার) দেখা, ডায়াপার পরিবর্তন করা, হাইজিন বজায় রাখা, বিভিন্ন ধরনের ব্যায়াম করানো, গল্প করা, সুন্দর সময় কাটানো ইত্যাদি।

বিস্তারিত জানতে কল করুনঃ 01314-190733

➡️ আপনার প্রিয়জন কি অসুস্থ্য? আপনি কি তাকে হাসপাতাল, ক্লিনিক কিংবা বাসায় রেখে চিকিৎসা করাতে চাচ্ছেন? চিন্তিত হচ্ছেন, সাথ...
24/03/2024

➡️ আপনার প্রিয়জন কি অসুস্থ্য? আপনি কি তাকে হাসপাতাল, ক্লিনিক কিংবা বাসায় রেখে চিকিৎসা করাতে চাচ্ছেন? চিন্তিত হচ্ছেন, সাথে কে থাকবে সেটি নিয়ে?

সকল চিন্তার অবসান করাতে আমরা আছি ইউনিকেয়ার পরিবার। একবার আমাদেরকে আপনার প্রিয়জনের সেবা করার সুযোগ করে দিয়েই দেখুননা, আমরা কতটুকু করতে পারি।

➡️ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ অনুমোদিত ইউনিকেয়ার হেলথ এন্ড টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে রয়েছ অসংখ্য দক্ষ কেয়ারগিভার। সার্বক্ষণিক আপনার প্রিয়জনের সাথে আমরা থাকবো?

➡️ আমাদের রয়েছে ১ বছরের প্রশিক্ষণ প্রাপ্ত ৫০০ জনেরও অধিক কেয়ারগিভারস বা সহকারী নার্স। যাদেরকে আপনার প্রিয়জনের সুস্থ্যতার জন্য হাসপাতাল, ক্লিনিক, এমনকি বাসায় রেখেও সর্বোনিম্ন ১ ঘন্টা থেকে আনলিমিটেড সময়ের জন্য সহযোগিতা নিতে পারেন।

প্রিয়জনের অসুস্থ্যতায় ফোন করুন আমাদেরকে- 01314190733

➡️ ভীষণ কর্মব্যস্ত জীবনে বাড়ীতে অবস্থানরত বৃদ্ধ বাবা-মা অথবা আপনজন এর খেয়াল রাখা অনেক চ্যালেঞ্জিং হয়ে উঠে। তাই তাদের সেব...
14/03/2024

➡️ ভীষণ কর্মব্যস্ত জীবনে বাড়ীতে অবস্থানরত বৃদ্ধ বাবা-মা অথবা আপনজন এর খেয়াল রাখা অনেক চ্যালেঞ্জিং হয়ে উঠে। তাই তাদের সেবায় আমরা দিচ্ছি প্রশিক্ষনপ্রাপ্ত ও অভিজ্ঞ কেয়ারগিভার যারা আপনার প্রিয়জনের প্রয়োজনীয় যত্ন ও সেবা নিশ্চিত করবে দক্ষতার সাথে, আর আপনি থাকবেন নিশ্চিন্তে।

আমাদের কেয়ারগিভিং সেবাসমূহঃ
• ডিমেনশিয়া/পারকিনসন্স কেয়ার
• কিডনি/ক্যান্সার/স্ট্রোক পেশেন্ট কেয়ার
• পোস্ট অপারেটিভ কেয়ার
• বেসিক ফিজিওথেরাপি
• হাসপাতাল পরবর্তী সেবা
• হাসপাতাল ভিজিট এসিসটেন্স
• কম্প্যানিয়নশিপ/দৈনন্দিন সেবাসঙ্গী

একজন কেয়ারগিভার যেভাবে সেবা দিয়ে থাকেন- ডাক্তারের সাথে পরামর্শ করা, পেশেন্টকে খাবার খাওয়ানো, গোসল করানো, প্রেসক্রিপশন দেখে ওষুধ খাওয়ানো, ডায়াবেটিস পরীক্ষা করা, ইনসুলিন দেয়া, ভাইটাল সাইন (প্রেশার, সুগার, পালস) দেখা, ডায়াপার পরিবর্তন করা, হাইজিন বজায় রাখা, বিভিন্ন ধরনের ব্যায়াম করানো, গল্প করা, সুন্দর সময় কাটানো ইত্যাদি।

বিস্তারিত জানতে কল করুনঃ 01314-190733

➡️ কর্মরত মা’দের ছোট সোনামণির যত্ন নিয়ে দুশ্চিন্তার শেষ নেই। আজকালকার ছোট পরিবারে বিশ্বস্ত লোকের অভাবে ও কর্মব্যস্ততার ক...
12/03/2024

➡️ কর্মরত মা’দের ছোট সোনামণির যত্ন নিয়ে দুশ্চিন্তার শেষ নেই। আজকালকার ছোট পরিবারে বিশ্বস্ত লোকের অভাবে ও কর্মব্যস্ততার কারণে মায়েরা চাইলেও সোনামণিদের প্রয়োজন মত সময় দিতে পারে না। আর তাই সেই সকল মায়েদের সমস্যা সমাধানে আমরা দিচ্ছি প্রফেশনাল ও বিশ্বস্ত ন্যানী সার্ভিস। আমাদের দক্ষ ন্যানীরা অত্যন্ত যত্ন ও মমতার সাথে আপনার ছোট বাবুর সার্বোক্ষণিক দেখাশোনা ও স্বাস্থ্যসুরক্ষার দায়িত্ব নিবে এবং আপনি থাকবেন নিশ্চিন্তে। সরকার থেকে প্রশিক্ষণ পাওয়া আমাদের ন্যানীরা আপনার ছোট বাবুকে নিয়মিত খাওয়ানো, গোসল করানো, ডায়াপার পরিবর্তন করা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তার সাথে খেলাধুলা করা, বিভিন্ন ধরনের ব্রেইন গেমস এর মাধ্যমে মানসিক বিকাশে সহায়তা করা ও সামাজিক আচরণ শেখানোর কাজ সম্পন্ন করবে।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন: 01314-190733

08/03/2024

➡️ ⚕️হঠাৎ কেউ স্ট্রোক করলে কি করবেন ?⚕️

🟢১. প্রথম কাজ হবে ওই ব্যক্তির বিশ্রামের ব্যবস্থা করা।

🔵২. রোগীকে নড়াচড়া করা যাবে না। কারণ, মস্তিষ্কে রক্তক্ষরণ বিস্ফোরিত হতে পারে।

🟢৩. সেলাই সুই কয়েক সেকেন্ড আগুনের শিখার উপরে রেখে গরম করে নিয়ে সুঁচটি জীবানুমুক্ত করে সুচ দিয়ে রোগীর হাতের ১০টি আঙুলের ডগার নরম অংশে ছোট ক্ষত করতে হবে, এমনভাবে করুন যাতে প্রতিটি আঙুল থেকে রক্তপাত হয়। এরপর কয়েক মিনিট অপেক্ষা করুন, দেখবেন রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে।

🛑৪. যদি আক্রান্ত ব্যক্তির মুখ বিকৃত হয় তাহলে তার কানে ম্যাসেজ করতে হবে। এমনভাবে ম্যাসেজ করতে হবে যাতে রোগীর কান লাল হয়ে যায়। লাল হলে বুঝতে হবে কানে রক্ত পৌঁছেছে।

➡️ আপনার প্রয়োজনীয়তা বুঝে সঠিক কেয়ার প্ল্যানের মাধ্যমে দক্ষ কেয়ারগিভার দ্বারা সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। মা...
07/03/2024

➡️ আপনার প্রয়োজনীয়তা বুঝে সঠিক কেয়ার প্ল্যানের মাধ্যমে দক্ষ কেয়ারগিভার দ্বারা সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। মানসম্মত সেবা নিশ্চিত করার লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আপনার প্রিয়জনের সেবায় ইউনিকেয়ার আছে আপনার পাশে।

যে কোনো প্রয়োজনে ফোন করুন- 01314-190733

➡️ চিন্তা করুন তো একবার!আপনার মা, বাবা অথবা প্রিয়জন কিডনী অথবা আরো অন্যান্য জটিলতায় আক্রান্ত, কিন্তু কর্মব্যস্ততায় আপনি ...
06/03/2024

➡️ চিন্তা করুন তো একবার!

আপনার মা, বাবা অথবা প্রিয়জন কিডনী অথবা আরো অন্যান্য জটিলতায় আক্রান্ত, কিন্তু কর্মব্যস্ততায় আপনি অথবা পরিবারের অন্যান্য সদস্যরা পাশে থেকে তাদের যত্ন নিতে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন।

চিন্তার কোন কারণ নেই! আমরা, ইউনিকেয়ার, আপনার প্রিয়জনের সেবার জন্য দক্ষ এবং অভিজ্ঞ কেয়ারগিভার প্রদান করছি। আমাদের কেয়ারগিভার আপনার প্রিয়জনের প্রয়োজনীয় সেবা প্রদান ও দৈনন্দিন কাজকর্মে সকল ধরনের সহযোগিতা প্রদান করবে। যেমনঃ

• নিয়মিত ওষুধ গ্রহণে সহায়তা
• ভাইটাল সাইন (প্রেশার, সুগার, পালস) দেখা
• ডায়াপার পরিবর্তন করা
• ডায়েট অনুযায়ী খাওয়ানো
• ডায়ালাইসিসের সময় সহযোগীতা করা
• মানসিকভাবে সমর্থন দেওয়া
• টয়লেটে নিয়ে যাওয়া
• গোসল করানো ও হাইজিন বজায় রাখা
• কম্প্যানিয়নশিপ
• বিভিন্ন ধরনের ব্যয়াম করানো

➡️ যদি আপনার প্রিয়জনের জন্য কেয়ারগিভার প্রয়োজন হয়, তাহলে এখনি আমাদের কল করুন: 01314190733.

Address

1136, Sharif Mansion (3rd Floor), Near Kashipur Surovi Petrol Pump, Notullahbad
Barishal
8200

Alerts

Be the first to know and let us send you an email when Unicare Patient Service Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Unicare Patient Service Ltd.:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram