প্রাণের টানে রক্তদান PTR

প্রাণের টানে রক্তদান PTR মানবতার সেবায় করব দান, প্রতিটি প্রাণ ই মূল্যবান

প্রয়োজনে যোগাযোগ করুন
18/10/2025

প্রয়োজনে যোগাযোগ করুন

With Khan Muhammad Millat – I just got recognised as one of their top fans! 🎉
11/04/2024

With Khan Muhammad Millat – I just got recognised as one of their top fans! 🎉

29/03/2024

এখানে বিখ্যাত ব্যক্তিদের রক্তদান নিয়ে কয়েকটি উক্তি দেওয়া হলো।

📌রক্ত দান করা হলো আমাদের অমূল্য উপহার এবং এটি কাউকে জীবন দেওয়ার সুন্দর উপায়। মাদাম মেরি কিউরি

📌রক্তদান একটি মানবতার প্রতি সমর্পণ এবং সেবা। মাদার তেরেসা

📌যে কেউ রক্তদান করতে পারে, সে সেবা করতে পারে। মাহাত্মা গান্ধী

📌রক্তদান একটি শ্রেষ্ঠ উপহার, এটি জীবন রক্ত করে। ওয়াল্ট ডিজনি

📌রক্তদান একটি সময়, একটি প্রয়াস, একটি জীবন সহায়তা। জ্যাকি চ্যান

📌রক্তদান একটি মহান অবদান, এটি আমাদের ব্যক্তিগত সুখের উপর ভারি দায়িত্ব প্রদান করে। মাহাত্মা গান্ধী

📌রক্তদানের প্রতি একটি নবাগত মন সহ যে সেবা করে, সে সেরা মানবিক প্রয়াস করে। মার্টিন লুথার কিং জুনিয়র

📌রক্ত দান করে অন্যদের জীবন বাঁচাতে সাহায্য করা হলো অত্যন্ত মানবিক উদাত্ততা। প্যাউল ওয়াকার

📌রক্তদান দেওয়া মানবতার সর্বোত্তম রূপটি এবং এটি প্রয়োজনীয় যত্ন এবং প্রেমে সম্পর্কিত। রবিন শারমা

📌আমরা সবাই এক বার মৃত্যু ঘটে যাওয়া আগে আমরা যা আমাদের জীবনে করতে পারি, তা দেখাতে পারি। আলবার্ট আইনস্টাইন

📌রক্তদান আমাদের সমাজের একটি মহান জীবন্ত সংস্থা গঠন করে, এটি একটি আদর্শ মানবিক অবদান। নেলসন ম্যান্ডেলা

📌রক্তদান করে আপনি কাউকে সহানুভূতি এবং প্রেম দেওয়ার একটি সুন্দর উপায় প্রদান করেন। ওপ্রাহ উইনফ্রি

31/03/2023

রক্তদানে বেশ কিছু উপকারও পাওয়া যায়। যেমন-

• একবার ভাবুন আপনার এক ব্যাগ রক্তদানে একসংগে তিনজন মানুষের জীবন বেঁচে উঠছে। সে মুহূর্থে আপনার যে মানবিক তৃপ্তি তাকে কখনোই অন্য কোন কিছুর সংগে তুলনা করা সম্ভব নয়।

• রক্তদাতা রক্তদান করলে জানতে পারেন তিনি কোনো সংক্রামক রোগে ভূগছেন কি না

• নিয়মিত রক্তদান করলে রক্তদাতার হার্ট ভালো থাকে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়।

• নিয়মিত রক্তদানে রক্তে কোলেষ্টরেলের মাত্রা কমে যায়। ফলে রক্তদাতার হার্ট এ্যাটাক, স্ট্রোক, উচ্চ রক্তচাপ ইত্যাদির ঝুঁকি কমে যায়।

• রক্তদানের মাধ্যমে মানুষের প্রতি মানুষের মমত্ববোধ বাড়ে।

• শরীরে রক্তকণিকা তৈরির কারখানা হলো অস্থিমজ্জা। নিয়মিত রক্তদান করলে অস্থিমজ্জা থেকে নতুন কণিকা তৈরির চাপ থাকে। ফলে অস্থিমজ্জা সক্রিয় থাকে। এতে যে কোন দুর্ঘটনা বা অন্য কোন কারণে হঠাৎ রক্তক্ষরণ হলেও শরীর খুব সহজেই তা পূরণ করতে পারে।

আরিফ আজাদ
28/12/2022

আরিফ আজাদ

প্রতিটি মানুষকে মানবতার শিক্ষা দেওয়া প্রয়োজন, তা না হলে এই সমাজে অপকর্মের অবসান হবে না।
24/12/2022

প্রতিটি মানুষকে মানবতার শিক্ষা দেওয়া প্রয়োজন, তা না হলে এই সমাজে অপকর্মের অবসান হবে না।

প্রানের টানে রক্তদান,নলছিটি গ্রুপের পক্ষে শামসুন্নাহার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন কে সন্মাননা স্মারক প্র...
05/12/2022

প্রানের টানে রক্তদান,নলছিটি গ্রুপের পক্ষে শামসুন্নাহার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন কে সন্মাননা স্মারক প্রদান।

Address

নলছিটি বাসস্ট্যান্ড
Barishal
8420

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রাণের টানে রক্তদান PTR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category