ড্যাফোডিল স্পেশালাইজ্ড হাসপাতাল

  • Home
  • Bangladesh
  • Belkuchi
  • ড্যাফোডিল স্পেশালাইজ্ড হাসপাতাল

ড্যাফোডিল স্পেশালাইজ্ড হাসপাতাল Daffodil Specialized Hospital provides health service to people by specialized Doctors. Open 24 hour
(1)

26/11/2025
ড্যাফোডিল স্পেশালাইজড হাসপাতালে (বেতিল, এনায়েতপুর)  চিকিৎসা সেবা প্রদান করেন নিম্নোক্ত ডাক্তার বৃন্দ ....
15/11/2025

ড্যাফোডিল স্পেশালাইজড হাসপাতালে (বেতিল, এনায়েতপুর) চিকিৎসা সেবা প্রদান করেন নিম্নোক্ত ডাক্তার বৃন্দ ....

15/11/2025

🌟 পুরুষের ত্বকচর্চা🧴
পুরুষের ত্বকের যত্ন নিয়ে কথা বলতে গেলে একটা মজার সত্য ধরা দেয়—দীর্ঘদিন ধরে প্রচলিত ধারণা ছিল ত্বকের যত্ন শুধুই নারীদের বিষয়। এই পুরোনো ধারণার পরিবর্তন ঘটেছে। শহরের ব্যস্ত রাস্তায়, জিমের লকার রুমে, এমনকি হাসপাতালে ডাক্তারদের কফি বিরতিতে—পুরুষেরা ক্রমেই অনুভব করছেন যে স্বাস্থ্য মানে শুধু শরীর নয়, ত্বকও। ত্বক আসলে শরীরের সবচেয়ে বড় অঙ্গ, আর এতে যত্ন না দিলে সময় তার নিজের খাতা খুলে ধরে।
স্কিনকেয়ার বিশ্বের ঝলমলে বোতল আর বিজ্ঞাপনের ভাষা পুরুষের কাছে প্রায়ই দূরের ব্যাপার মনে হয়। ইতিহাসের অনেকটা সময় জুড়ে স্কিনকেয়ার এমনভাবে বাজারজাত হয়েছে যেন তা নরম রঙ, কোমল ভাষা এবং নারীদের জন্য সংরক্ষিত এক অঞ্চল।
কিন্তু সত্যি বলতে, অতি বেগুনি রশ্মি (UV) পুরুষ ও নারীকে কিন্তু আলাদা করে দেখে না, বার্ধক্য বিশেষ কারো ত্বক বেছে নেয় না, দূষণের মাইক্রোস্কোপিক কণাগুলোর কোনো লিঙ্গ পরিচয় নেই। ত্বকের পরিচর্যা লিঙ্গ ভেদে একই। তবে পুরুষের ত‌্বকের যত্নের রুটিন সাধারণত সরলতাকে প্রাধান্য দেয়া হয়।

🌤️ সকালের যত্ন:
👉সকালে মুখ ধোয়ার মাধ্যমে শুরু। ঘুমের মধ্যে জমে থাকা তেল ও ঘাম ছিদ্র বন্ধ করে রাখে, যা ব্রণ ডেকে আনতে পারে। তাই সাবানের বদলে ক্লিনজার (cleanser) দিয়ে মুখ ধোয়া বুদ্ধিমানের কাজ। আর দিনের আসল ঢাল হলো সানস্ক্রিন।
👉সূর্যের আলোক ছুরি থেকে নিজেকে বাঁচানোর বিজ্ঞান—সানস্ক্রিন। আমাদের অঞ্চলের সূর্য খুবই উদার, কিন্তু তার উদারতা ত্বকে দাগ, বলিরেখা, রঙের গভীর অসাম্য আর কোষের ক্ষয় ডেকে আনে। SPF 40-এর সানস্ক্রিন তাই শুধু প্রসাধনী নয়, ত্বকের দীর্ঘমেয়াদি বিনিয়োগ। প্রায় অদৃশ্য এক ঢাল, যা প্রতিদিন কয়েক মুহূর্তে ত্বকের ভবিষ্যৎ রক্ষা করে।
👉ময়েশ্চারাইজার সহ সানস্ক্রিন ব্যবহার করলে আরো ভালো ফলাফল পাওয়া যায়।

🌙 রাতের রুটিন:
👉দিনশেষের ধুলাবালি, ঘাম আর সানস্ক্রিন ক্লিনজার দিয়ে ধুয়ে ফেলার পর শুরু হয় ত্বকের রসায়ন। রেটিনল ক্রিম বা সেরাম মেখে নিতে হয়।
👉রেটিনল সাধারণ ত্বক সমস্যার বেশিরভাগ সমাধান দিতে পারে। রেটিনল ত্বকে কোলাজেন উৎপাদন বাড়িয়ে দেয় এবং কোষ নবায়নের গতি বাড়ায়—ফলে ত্বক হয়ে ওঠে নতুন, মসৃণ, উজ্জ্বল আর সমান টোনের।

রেটিনলের ক্ষেত্রে নিয়ম হলো— শুরুতে এক মটরদানা পরিমাণ ক্রিম বা সেরাম ব্যবহার করা, কয়েকদিন ব্যবহার করে ত্বককে ধীরে ধীরে মানিয়ে নেওয়ার সুযোগ দেওয়া। ত্বক যখন সহজে সামলাতে শেখে, তখন প্রেসক্রিপশনে ব্যবহৃত রেটিনয়েড ব্যবহার করা যায়—যা প্রসাধনী বাজারের রেটিনলের চেয়ে কার্যকর, এমনকি দামে সস্তাও হয়।
👉রাতের শেষ ছোঁয়া হলো ময়েশ্চারাইজার। এটি যেন ত্বকের কাছে রাতের উষ্ণ কম্বল—শুষ্কতা ঠেকায়, রেটিনলের তাপ কমায় এবং ত্বককে সকালে নতুন ভোরের জন্য প্রস্তুত করে।

🌱 ত্বকচর্চা: বিলাসিতা নয়, স্বাস্থ্যবিজ্ঞান-
পুরুষের স্কিনকেয়ার কোনো ফ্যাশন নয়—এটি স্বাস্থ্য ও আত্মসম্মানের শান্ত চর্চা। একটু মনোযোগ, একটু নিয়ম, আর একটু ধৈর্য—এটাই ত্বককে দীর্ঘদিন তরতাজা, প্রাণবন্ত আর আত্মবিশ্বাসী রাখার সহজ বিজ্ঞান।

🌈 অভ্যাসের শক্তি: ছোট যত্নে বড় পরিবর্তন-
ত্বকের যত্ন একদিনে বিস্ময় ঘটায় না, কিন্তু সময়ের সঙ্গে নিজেরই আরও উজ্জ্বল ও পরিষ্কার সংস্করণে পৌঁছে দেয়। এই যাত্রা যতটা বাহ্যিক, ভেতরেও ঠিক ততটাই আলো এনে দেয়।

Child Specialist Dr Sakila Haque Chamber Time : Every Friday 9.00 AM to 2.00 PM
13/11/2025

Child Specialist Dr Sakila Haque
Chamber Time : Every Friday 9.00 AM to 2.00 PM

31/10/2025
ড্যাফোডিল স্পেশালাইজড হাসপাতালে (বেতিল, এনায়েতপুর)  চিকিৎসা সেবা প্রদান করেন নিম্নোক্ত ডাক্তার বৃন্দ ....
14/10/2025

ড্যাফোডিল স্পেশালাইজড হাসপাতালে (বেতিল, এনায়েতপুর) চিকিৎসা সেবা প্রদান করেন নিম্নোক্ত
ডাক্তার বৃন্দ ....

আমাদের ড্যাফোডিল স্পেশালাইজড হাসপাতাল এনায়েতপুরে আগামী শুক্রবার বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করবেন। নতু...
08/10/2025

আমাদের ড্যাফোডিল স্পেশালাইজড হাসপাতাল এনায়েতপুরে আগামী শুক্রবার বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করবেন। নতুন নবজাতক রোগ বিশেষজ্ঞ ডা‌ শাকিলা হক ও গ্যাস্ট্র লিভার ডাক্তার আবু বক্কর সিদ্দিক শুক্রবার চিকিৎসা সেবা প্রদান করবেন।

Child Specialist Doctor Shakila Huq
30/09/2025

Child Specialist Doctor Shakila Huq

আজ শনিবার  ড্যাফোডিল স্পেশালাইজ্ড  হাসপাতালে এ ডাক্তার বৃন্দ চিকিৎসা সেবা প্রদান করবেন।
19/09/2025

আজ শনিবার ড্যাফোডিল স্পেশালাইজ্ড হাসপাতালে এ ডাক্তার বৃন্দ চিকিৎসা সেবা প্রদান করবেন।

Address

Betil Bus-stand
Belkuchi

Telephone

+8801329626133

Website

Alerts

Be the first to know and let us send you an email when ড্যাফোডিল স্পেশালাইজ্ড হাসপাতাল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ড্যাফোডিল স্পেশালাইজ্ড হাসপাতাল:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category