Dr. Saikat Hasan Arif

Dr. Saikat Hasan Arif Medicine, Diabetes & Child-health
serial: 01759420768
01973437247(whatsapp)

21/11/2025

Max Point Diagnostic Center,Boalkhali, CTG

20/11/2025

এগারোটি দেশের ১৭টি গবেষণার পর্যালোচনায় বিড়াল পোষা এবং সিজোফ্রেনিয়ার ঝুঁকির মধ্যে একটি সম্পর্ক পাওয়া গেছে। গবেষণায় দেখা গেছে যে, বিড়ালের সংস্পর্শে আসা ব্যক্তিদের সিজোফ্রেনিয়া হওয়ার সম্ভাবনা প্রায় দ্বিগুণ, বিশেষ করে যারা অল্প বয়সে বিড়ালের সাথে ঘনিষ্ঠ সংস্পর্শে ছিলেন। এর মূল কারণ হিসেবে 'টক্সোপ্লাজমা গন্ডি' নামক পরজীবীর ভূমিকা উল্লেখ করা হয়েছে, যা বিড়ালের মাধ্যমে ছড়াতে পারে।

—Prof. Dr. Saifuddin Ekram

19/11/2025

নেবুলাইজেশন — ভয় নয়, জীবন রক্ষাকারী চিকিৎসা ❤️

আমাদের দেশে এখন এমন একটা অবস্থা —
বাড়িতে ছোট বাচ্চা থাকলে, বাসার আশেপাশের সবাই “নিজে নিজে শিশু ডাক্তার”!

ডাক্তার নেবুলাইজ করতে বললেই শুরু হয় নানা ভয়, নানা কথা —
❌ “নেবুলাইজ করলে নাকি অভ্যাস হয়ে যাবে!”
❌ “নেবুলাইজ করলে নাকি হার্ট দুর্বল হয়ে যাবে!”
❌ “নেবুলাইজ দিলে নাকি বাচ্চা আরো অসুস্থ হয়ে যায়!”

ফলাফল? 😔
মা–বাবা ভয় পেয়ে দেন না, আর বাচ্চার অবস্থা আরও খারাপ হয়।
শ্বাসকষ্ট বাড়ে, বুক ভরে ওঠে না, অনেক সময় হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয়।

🌿 আসলে নেবুলাইজেশন কী?

এটা কোনো ভয় পাওয়ার বিষয় না —
নেবুলাইজেশন হলো একধরনের ইনহেলড মেডিসিন থেরাপি, যেখানে ওষুধ সরাসরি ফুসফুসে পৌঁছে যায়,
শ্বাস নিতে তাৎক্ষণিক আরাম দেয়।

🌼 নেবুলাইজেশনের উপকারিতা:

✅ শ্বাসনালী খুলে দেয়, শ্বাস নিতে সহজ করে
✅ কাশি, হুইজিং, কফ জমে থাকা দ্রুত কমায়
✅ ওষুধ সরাসরি ফুসফুসে যায়, তাই দ্রুত কাজ করে
✅ মুখে খাওয়ার ওষুধের তুলনায় পার্শ্বপ্রতিক্রিয়া অনেক কম
✅নিউমোনিয়া, হাঁপানি, ব্রঙ্কিওলাইটিস, কফ জমে শ্বাস নিতে কষ্ট — এসব ক্ষেত্রে জীবনরক্ষাকারী

মনে রাখবেন ✅ ডাক্তার যখন নেবুলাইজ করতে বলেন, সেটা কোনো “অভ্যাস” নয় — সেটা চিকিৎসা।
সময় মতো সঠিক চিকিৎসা দিলে শিশুর শ্বাসনালী, ফুসফুস ও জীবন—সবই নিরাপদ থাকে।

সংগৃহীত

15/11/2025
03/08/2025

✅ মেডিসিন সকল সমস্যা, গ্যাস্ট্রিক, আলসার, লিভার ও পেঠের সমস্যা, বাত ব্যথা ও বাতজ্বর, অ্যাজমা (হাঁপানি) বা শ্বাসকষ্ট, প্রেসার ও ডায়াবেটিস, বুকে ব্যথা, জন্ডিস ও লিভার, বুক ধড়পড় করা, অল্প পরিশ্রমে ক্লান্ত হাওয়া।

✅ নবজাতক ও শিশুরোগ : শিশুদের সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্ট, এলার্জি ও চুলকানি, মুখে ঘা ও জন্ডিস, খাবার খেতে চাই না ও পুষ্টিহীনতা ইত্যাদি।

✅ সাক্ষাত: প্রতি শনি ও সোমবারbসন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত।

✅ প্রতিদিন বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারবৃন্দ নিয়মিত চিকিৎসা সেবা দিচ্ছেন। আপনি এবং আপনার সন্তানদের সুস্থতার জন্য সাশ্রয়ী মূল্যে, মানসম্মত চিকিৎসা সেবা সহ সকল প্রকার পরীক্ষা ও প্যাথলজি সেবা নিতে নিশ্চিন্তে চলে আসুন ম্যাক্স পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার।

☎️ অ্যাপয়েন্টমেন্ট এর জন্য ফোন করুন : 01887800955 , 01901-633800
🏫 ঠিকানা : আলী কমপ্লেক্স (২য় তলা), গোমদন্ডী ফুলতল, বোয়ালখালী পৌরসভা, চট্টগ্রাম ।
📌Google Map:https://shorturl.at/PrPkP

সুখবর!!!       সুখবর!!!অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সরকার দেশব্যাপী টাইফয়েড জ্বর প্রতিরোধে একটি গুরু...
20/07/2025

সুখবর!!! সুখবর!!!

অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সরকার দেশব্যাপী টাইফয়েড জ্বর প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। আগামী ১ থেকে ১৮ সেপ্টেম্বর (সম্ভাব্য তারিখে) সারাদেশে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য টাইফয়েড ভ্যাকসিন (টিসিভি) প্রদান করা হবে।

🔹 ভ্যাকসিনের নাম: TCV (Typhoid Conjugate Vaccine)
🔹 ডোজ: মাত্র ১টি (০.৫ মি.লি), যা মাংসপেশীতে দেওয়া হবে
🔹 কারা পাবে: ৯ মাস বয়সী শিশু থেকে নবম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থী
🔹 কোথায় দেওয়া হবে:
◾ স্কুলের শিক্ষার্থীদের নিজ নিজ বিদ্যালয়ে
◾ অন্যদের স্থানীয় টিকা কেন্দ্রে
যাবে।

✅ এই টিকাটি নিরাপদ, কার্যকর এবং আপনার সন্তানকে টাইফয়েড জ্বর ও তার জটিলতা থেকে সুরক্ষা দেয়।

পোস্টটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন।জানিয়ে দিন।

Address

Fultol, Boalkhali Powrashaba, Chattogram
Boalkhali
4366

Telephone

+8801759420768

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Saikat Hasan Arif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Saikat Hasan Arif:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram