Skin Specialist Dr.Shilpy Akter

Skin Specialist Dr.Shilpy Akter Giving primary advice to the patients of skin and venereal diseases & academic case diagnosis,discuss

Severe nodulocystic acne (অর্থাৎ গুরুতর সিস্টিক ব্রণ) হলো এমন একধরনের ব্রণ যেখানে গভীর, ব্যথাযুক্ত, একাধিক সিস্ট ও নডিউল...
27/10/2025

Severe nodulocystic acne (অর্থাৎ গুরুতর সিস্টিক ব্রণ) হলো এমন একধরনের ব্রণ যেখানে গভীর, ব্যথাযুক্ত, একাধিক সিস্ট ও নডিউল থাকে এবং এগুলো দাগ (scar) ফেলে যেতে পারে। এ রোগের চিকিৎসা দীর্ঘমেয়াদি ও ধৈর্যনির্ভর। পর্যায়ক্রমে ধাপে ধাপে চিকিৎসা করলে প্রত্যাশিত ফলাফল পাওয়া যায়। নিচের রোগীটির এখন দাগের চিকিৎসা করতে হবে।

দাউদের চিকিৎসায় স্টেরয়েড(Combicid/dermomix/combo4/Aristoderm/dicot/pevison/pevitin) মলম লাগালে দাউদের দামি দামি ওষুধ খেয়...
27/10/2025

দাউদের চিকিৎসায় স্টেরয়েড(Combicid/dermomix/combo4/Aristoderm/dicot/pevison/pevitin) মলম লাগালে দাউদের দামি দামি ওষুধ খেয়ে লাভ হবে না।প্রায় প্রতিটা পেশেন্ট এর ওষুধের পটলা থেকে এই রকমের মলম বের হয়। যখন পেশেন্ট এসে বলে এতদিন ওষুধ খাচ্ছি তাও ভাল হচ্ছেনা তখন তার ওষুধের পটলা দেখতে হবে অথবা আর কি ওষুধ খায় জানতে হবে।

আজকে চেম্বার এ গোলাপ ফুল😍 🖤 She never asked for roses. She wanted time that didn’t run out. ডা:শিল্পী আক্তার চর্ম ও যৌনর...
22/10/2025

আজকে চেম্বার এ গোলাপ ফুল😍
🖤 She never asked for roses. She wanted time that didn’t run out.
ডা:শিল্পী আক্তার
চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ, বগুড়া
এমডি,এমসিপিএস (চর্ম ও যৌন)
এফসিপিএস (চর্ম ও যৌন)
চেম্বার পপুলার ডায়াগনস্টিক বগুড়া
নতুন ভবন ২, রুম ৩১৫
সিরিয়াল নাম্বার
০১৫৪০০৮৬৪০৭

Believe in yourself, Confidence is your ultimate strength and beauty.ডা:শিল্পী আক্তার চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ, বগুড়া এমডি...
20/10/2025

Believe in yourself, Confidence is your ultimate strength and beauty.
ডা:শিল্পী আক্তার
চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ, বগুড়া
এমডি,এমসিপিএস (চর্ম ও যৌন)
এফসিপিএস (চর্ম ও যৌন)
চেম্বার পপুলার ডায়াগনস্টিক বগুড়া
নতুন ভবন ২, রুম ৩১৫
সিরিয়াল নাম্বার
০১৫৪০০৮৬৪০৭

সাবধান। এই ক্রিম  ভুলেও ব্যবহার করবেন না। বাজারে এসেছে নতুন কালপ্রিট 😭 ছবিতে দেখা যাচ্ছে Clop-G Cream (Clobetasol Propio...
14/10/2025

সাবধান। এই ক্রিম ভুলেও ব্যবহার করবেন না। বাজারে এসেছে নতুন কালপ্রিট 😭
ছবিতে দেখা যাচ্ছে Clop-G Cream (Clobetasol Propionate & Gentamicin Sulphate Cream)।
এটি একটি স্টেরয়েড ও অ্যান্টিবায়োটিক যুক্ত ওষুধ, যা ত্বকের প্রদাহ, অ্যালার্জি, একজিমা, ডার্মাটাইটিস চিকিৎসার জন্য ডাক্তাররা ব্যবহার করেন।
⚠️ কিন্তু এটি ফর্সা হওয়ার জন্য ব্যবহার করা একদমই নিরাপদ নয়

এই ক্রিমে থাকা Clobetasol Propionate হলো একটি শক্তিশালী স্টেরয়েড, যা ফর্সা বা দাগ কমানোর জন্য ব্যবহার করলে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে।
💢ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া:
1. ত্বক পাতলা হয়ে যাওয়া (Skin thinning)
2. ফাটা দাগ (Stretch marks/Striae) — যেটা আপনি বলেছেন ইতিমধ্যেই হয়েছে
3. ত্বক লাল হয়ে যাওয়া, জ্বালা বা বার্নিং সেনসেশন
4. স্থায়ী কালচে দাগ বা হালকা সাদা দাগ
5. হরমোনাল পার্শ্বপ্রতিক্রিয়া — দীর্ঘদিন লাগালে শরীরে স্টেরয়েড শোষিত হয়ে হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে
6.ফেসে ব্যবহার করলে মুখে ফুসকুড়ি, ফোলাভাব বা “steroid acne” হতে পারে

✅ করণীয়:
এখনই ক্রিমটি বন্ধ করুন, বিশেষ করে মুখ বা গলায় ব্যবহার করলে।

ত্বক বিশেষজ্ঞ (Dermatologist) দেখিয়ে নিন — তারা ত্বকের ক্ষতি কতটা হয়েছে তা দেখে চিকিৎসা দেবেন।

সাধারণত ত্বক পুনরুদ্ধারে ময়েশ্চারাইজার, সানস্ক্রিন ও কখনও স্টেরয়েড উইথড্রয়াল চিকিৎসা লাগে।

ফাটা দাগ বা দাগ হালকা করতে retinoid, vitamin E, বা laser/chemical peel চিকিৎসা প্রয়োজন হতে পারে — কিন্তু ডাক্তারি পরামর্শেই।

14/10/2025

পটেন্ট স্টেরয়েড মেখে মানুষ ফর্সা হতে চায়, আগে ফেসে লাগাতো, এখন বডিতেও লাগায়। দেখুন Clop-G নামক পটেন্ট স্টেরয়েড শরীরে মেখে চামড়া কি পরিমাণ ফেটে পাতলা হয়েছে যেটা সহজে ভালো হয়না ও ত্বক পূর্বের অবস্থায় ফিরেনা। তাই ফর্সা ত্বকের চেয়ে সুস্থ ত্বকই সুন্দর।

13/10/2025

🩺 টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন ২০২৫

🇧🇩 একসাথে গড়ব টাইফয়েডমুক্ত বাংলাদেশ!

🦠 টাইফয়েড কী?

টাইফয়েড একটি বিপজ্জনক জ্বর, যা Salmonella Typhi নামের জীবাণু দ্বারা হয়।
এটি দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায়।

👉 চিকিৎসা না পেলে এটি অন্ত্র ফেটে যাওয়া, রক্ত সংক্রমণসহ মারাত্মক জটিলতা তৈরি করতে পারে।

💉 ভ্যাকসিন কেন দরকার?

✅ শিশুদের টাইফয়েড থেকে রক্ষা করে
✅ সংক্রমণ ছড়ানো কমায়
✅ অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু থেকে সুরক্ষা দেয়
✅ দীর্ঘমেয়াদে স্বাস্থ্য খরচ কমায়

👶 কে টিকা নেবে?

🧒 ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সব শিশু ও কিশোর
💉 মাত্র একবার টিকা — কোনো বুস্টার প্রয়োজন নেই

🛡️ ভ্যাকসিন কি নিরাপদ?

হ্যাঁ!
🔹 বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর অনুমোদিত
🔹 পার্শ্বপ্রতিক্রিয়া খুবই হালকা —
সামান্য ব্যথা, হালকা জ্বর বা ক্লান্তি, যা ১–২ দিনের মধ্যে সেরে যায়

🌍 কেন এখনই জরুরি

বাংলাদেশে প্রতি বছর হাজারো শিশু টাইফয়েডে আক্রান্ত হয়।
ভ্যাকসিনই একমাত্র নিরাপদ প্রতিরোধের উপায়!

❤️ অভিভাবকদের প্রতি অনুরোধ:

📅 নির্ধারিত তারিখে আপনার সন্তানের টাইফয়েড টিকা দিন
🏥 নিকটস্থ টিকা কেন্দ্র / স্কুল ক্যাম্পে যোগাযোগ করুন
👩‍⚕️ স্বাস্থ্যকর্মীর পরামর্শ অনুযায়ী টিকা দিন ও রেজিস্ট্রেশন সম্পন্ন করুন

টাইফয়েড টিকা দিন — সুস্থ বাংলাদেশ গড়ুন!
💚 আপনার সচেতনতা, আপনার সন্তানের সুস্থতা।

কাশবনে যেতে পারিনি, তাতে কি কাশফুল তো আমার চেম্বারে এসেছে।ডা:শিল্পী আক্তার চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ, বগুড়া এমডি,এমসিপিএস (...
10/10/2025

কাশবনে যেতে পারিনি, তাতে কি কাশফুল তো আমার চেম্বারে এসেছে।
ডা:শিল্পী আক্তার
চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ, বগুড়া
এমডি,এমসিপিএস (চর্ম ও যৌন)
এফসিপিএস (চর্ম ও যৌন)
চেম্বার পপুলার ডায়াগনস্টিক বগুড়া
নতুন ভবন ২, রুম ৩১৫
সিরিয়াল নাম্বার
০১৫৪০০৮৬৪০৭

অ্যানথ্রাক্স কি?অ্যানথ্রাক্স প্রাণীবাহিত একটি গুরুতর সংক্রামক রোগ, যা ব্যাসিলাস অ্যানথ্রাসিস নামক ব্যাকটেরিয়ার সংক্রমণে ...
10/10/2025

অ্যানথ্রাক্স কি?
অ্যানথ্রাক্স প্রাণীবাহিত একটি গুরুতর সংক্রামক রোগ, যা ব্যাসিলাস অ্যানথ্রাসিস নামক ব্যাকটেরিয়ার সংক্রমণে হয়।

অ্যানথ্রাক্স কিভাবে ছড়ায়?
মূলত গরু, ছাগল, ভেড়া—এ ধরনের প্রাণী অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়। অ্যানথ্রাক্সের জীবাণু ছোট গুটি আকারের, যেটিকে স্পোর বলে। এই স্পোর মাটিতে অনুকূল পরিবেশে অনেক বছর, দীর্ঘসময় ধরে টিকে থাকতে সক্ষম। সুস্থ গবাদিপশু ঘাস খেতে যায় মাঠে, সেখানে যদি অ্যানথ্রাক্সের স্পোর থাকে এবং ঘাস খাওয়ার সময় মুখের কোণায় কেটে গেলে সেখান দিয়ে অ্যানথ্রাক্সের জীবাণু অনুপ্রবেশ করতে পারে। আর এভাবে গবাদিপশু অ্যানথ্রাক্সে আক্রান্ত হয় এবং পরবর্তীতে অসুস্থতার লক্ষণ প্রকাশ পায়।

অ্যানথ্রাক্স আক্রান্ত প্রাণীর সংস্পর্শে গেলে মানুষও আক্রান্ত হতে পারে। এছাড়া গবাদিপশু অ্যানথ্রাক্সে আক্রান্ত হলে অর্থনৈতিক ক্ষতি কমানোর জন্য অনেকে জবাই করে মাংস বিক্রি করতে চায়, সেক্ষেত্রে আক্রান্ত পশু জবাই করার পর মাংস, রক্ত, চামড়ার সংস্পর্শ থেকে মানুষের মধ্যে অ্যানথ্রাক্স ছড়াতে পারে। মানুষ থেকে মানুষে অ্যানথ্রাক্স ছড়ায় না, আক্রান্ত প্রাণী থেকে মানুষে ছড়ায়।
বিভিন্ন ধরনের এনথ্রাক্স :
১. কিউট্যানিয়াস বা ত্বকের অ্যানথ্রাক্স—সবচেয়ে বেশি দেখা যায় কিউট্যানিয়াস বা ত্বকের অ্যানথ্রাক্স। অ্যানথ্রাক্স আক্রান্ত পশুর সংস্পর্শে গেলে এবং ত্বক কেটে গেলে বা ক্ষতের মাধ্যমে অ্যানথ্রাক্স স্পোর মানুষের শরীরে প্রবেশ করলে মানুষের ত্বক অ্যানথ্রাক্স আক্রান্ত হতে পারে।
কিউট্যানিয়াস অ্যানথ্রাক্সে আক্রান্ত হলে জ্বর হয়, ত্বকে ফোস্কা, ফুসকুড়ির মতো দেখা দেয়, ফুলে যায়, কিছু দিন পর ত্বকের ক্ষত বা ঘা কালো আকার ধারণ করে, ব্যথার অনুভূতি হয়।

২. গ্যাস্ট্রোইনটেস্টিনাল বা পরিপাকতন্ত্রের অ্যানথ্রাক্স—পেটের ভেতরে অ্যানথ্রাক্সে জীবাণু প্রবেশ করলে বিরল এই গ্যাস্ট্রোইনটেস্টিনাল বা পরিপাকতন্ত্রের অ্যানথ্রাক্স হয়। আক্রান্ত পশুর কাঁচা মাংস, আধা সেদ্ধ মাংস খেলে পেটের ভেতরে পরিপাকতন্ত্রের অ্যানথ্রাক্স হতে পরে। এর ফলে পেট ব্যথা, বমি, বমি বমি ভাব, জ্বর, ডায়রিয়া, রক্তবমিও হতে পারে।

৩. পালমোনারি বা শ্বাসজনিত অ্যানথ্রাক্স—ট্যানারিতে কাজ করার সময়, অ্যানথ্রাক্স আক্রান্ত প্রাণীর চামড়া প্রক্রিয়াজাত করার সময় অ্যানথ্রাক্সের স্পোর শ্বাস-প্রশ্বাসের মধ্য দিয়ে শ্বাসতন্ত্রে প্রবেশ করলে পালমোনারি বা শ্বাসজনিত অ্যানথ্রাক্স হতে পারে। শ্বাসকষ্ট, বুকে ব্যথাসহ গুরুতর জটিলতা দেখা দিতে পারে। এই ধরনটি খুবই বিরল, কিন্তু ভয়াবহ।
এনথ্রাক্স এর চিকিৎসা :
অ্যানথ্রাক্স চিকিৎসার গাইডলাইন তৈরি করেছে আইইডিসিআর। সেই অনুযায়ী আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়। রোগীর পরিস্থিতি অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা করে অ্যান্টিবায়োটিক ও ব্যথানাশক ওষুধ দেওয়া হয়। আক্রান্ত স্থানে লাগানোর জন্য মলম, ওষুধ দেওয়া যেতে পারে। অ্যানথ্রাক্সের ধরন বুঝে রোগীকে গাইডলাইন অনুযায়ী চিকিৎসা দিতে হবে। সময়মতো চিকিৎসা না করলে রোগের জটিলতা বাড়বে।

এনথ্রাক্স প্রতিরোধে করণীয়:
রংপুরসহ দেশের কিছু জায়গায় অ্যানথ্রাক্স শনাক্ত হয়েছে। এতে উদ্বেগের কিছু নেই। তবে এটি প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে।

১. অ্যানথ্রাক্স আক্রান্ত গবাদিপশু এবং এ রোগে মৃত পশুর সংস্পর্শ এড়িয়ে চলতে হবে।

২. অ্যানথ্রাক্স আক্রান্ত পশু জবাই বন্ধ করতে হবে।

৩. অ্যানথ্রাক্স আক্রান্ত পশুর মাংস বিক্রি এবং খাওয়া যাবে না।

৪. আক্রান্ত ও অসুস্থ পশুর চিকিৎসার জন্য প্রাণীসম্পদ চিকিৎসকের কাছে যেতে হবে।
৫. যারা পশুশ্রমিক, কসাই নিয়মিত তাদের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে।

৬. পশুদের নিয়মিত অ্যানথ্রাক্সের টিকা দিতে হবে।

৭. এছাড়া উপদ্রুত বা যে এলাকায় অ্যানথ্রাক্স শনাক্ত হবে তার ১০ কিলোমিটারের মধ্যে সব চার-পেয়ে প্রাণীকে অ্যানথ্রাক্সের টিকা দিতে হবে।

৮. অ্যানথ্রাক্স আক্রান্ত পশু মারা গেলে পুড়িয়ে ফেললে সবচেয়ে ভালো। সেটি সম্ভব না হলে মাটিতে গভীর গর্ত করে পুঁতে ফেলতে হবে।

৯. সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অসুস্থ গরু বিক্রি ও জবাই করে মাংস কাটার ওপর নজরদারি বাড়াতে হবে। নিয়মিত মাংসের দোকান পরিদর্শন করতে হবে এর গুণগত মান যাচাইয়ের জন্য।

21/09/2025

A Golden Girl Story :
এ স্যাড স্টোরি অফ গোল্ডেন গার্ল🥲
গোল্ডেন গার্ল নাইট ক্রিম/যেকোনো নাইট ক্রিম এ কি কি সমস্যা হয় রোগী নিজেই বলছেন, সাবধান নাইট ক্রিম /স্টেরয়েড ক্রীম ব্যবহার করলে ব্রন,লোম বৃদ্ধি, ত্বক পাতলা,লাল,সেনসেটিভ ও এলার্জিক হয়, সময়মতো চিকিৎসা নিলে এই সমস্যা ভালো হতে পারে, অনেক সময় এই পরিবর্তন গুলো এতো বেশি হয় যে আর কোন ওষুধ ত্বকে কাজ করেনা। সুতরাং ত্বকের যত্নে এই ধরনের রং ফর্সাকারী ক্রিম ব্যবহারে বিরত থাকুন।
#ত্বকসচেতন
ডা:শিল্পী আক্তার
চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ, বগুড়া
এমডি,এমসিপিএস (চর্ম ও যৌন)
এফসিপিএস (চর্ম ও যৌন)
চেম্বার পপুলার ডায়াগনস্টিক বগুড়া
নতুন ভবন ২, রুম ৩১৫
সিরিয়াল নাম্বার
০১৫৪০০৮৬৪০৭

18/09/2025

দাদের চিকিৎসায় সচেতনতা।
Fungal Disease Awareness Week (FDAW),from 15-19 September
দাদ রোগের চিকিৎসা জটিল ও ভয়াবহ হয় যদি স্টেরয়েড ইনজেকশন/মলম/ওষুধ নেয়া হয়। তাই দাদ হলে প্রথমেই বিশেষজ্ঞ চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী ঔষধ ব্যবহার করবেন।

ডা:শিল্পী আক্তার
চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ, বগুড়া
এমডি,এমসিপিএস (চর্ম ও যৌন)
এফসিপিএস (চর্ম ও যৌন)
চেম্বার পপুলার ডায়াগনস্টিক বগুড়া
নতুন ভবন ২, রুম ৩১৫
সিরিয়াল নাম্বার
০১৫৪০০৮৬৪০৭

Address

Jalosshoritola
Bogura

Alerts

Be the first to know and let us send you an email when Skin Specialist Dr.Shilpy Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Skin Specialist Dr.Shilpy Akter:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram