The Al-Razi Diagnostic Center

The Al-Razi Diagnostic Center An accurate diagnosis center with state-of-the-art computerized equipment and experienced technologists through specialist doctors.

09/07/2022

#জরুরী_নিয়োগ_বিজ্ঞপ্তি📣

ব্রাহ্মণবাড়িয়া শহরে পুরাতন জেল রোড, কুমাড়শীল মোড়ে অবস্থিত স্বনামধন্য প্রতিষ্ঠান "দি আল-রাজি ডায়াগনস্টিক সেন্টার" নিমোক্ত শূন্য পদের বিপরীতে লোক নেয়া হবে।

👉পদের নামঃ
১। ল্যাব টেকনেশিয়ান (০২ জন পুরুষ)
ক। ডিপ্লোমা টেকনেশিয়ান একজন।
খ। অভিজ্ঞতা সম্পন্ন সহকারী একজন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
*ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি।
*কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে।

২। এক্স-রে টেকনেশিয়ান (০২জন পুরুষ)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
*একজন ডিপ্লোমা এবং একজন সহকারীকে
অবশ্যই পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।

৩। ব্লাড কালেকশনিষ্ট (০১ জন মহিলা)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
*এসএসসি ও সমমান পাস সহ সংশ্লিষ্ট কাজে
নূন্যতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৪। আয়া (০২ জন মহিলা)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
অক্ষর এবং স্বাক্ষর জ্ঞান সম্পন্নদের অগ্রাধিকার দেয়া হবে।

👉 বেতন আলোচনা সাপেক্ষে।

👉বিঃ দ্রঃ
➠ সকল প্রকার সার্টিফিকেট এর মূল কপি প্রদশর্ন করতে হবে।
(১, ২ ও ৩নং এর জন্য প্রযোজ্য)।
➠ কাজের প্রতি দায়িত্বশীল হতে হবে।

👉আগ্রহী প্রার্থীগণ অবশ্যইঃ
*সিভি
*সাটিফিকেট এর ফটোকপি (সত্যায়িত)।
*ভোটার আইডি বা জন্ম নিবন্ধনের ফটোকপি
*এক কপি সদ্য তোলা ছবি।

👉সিভি জমা দেওয়ার শেষ তারিখঃ ২৪ জুলাই ২০২২।
👉 বাছাইকৃতদের ভাইবা'র তারিখঃ ২৭ জুলাই ২০২২।

👉যোগাযোগের ঠিকানাঃ
দি আল-রাজি ডায়াগনস্টিক সেন্টার,
পুরাতন জেল রোড, ব্রাহ্মণবাড়িয়া।
মোবাইলঃ ০১৯১১-৩৯৬০৫৩, ০১৭১১০৭৫২২৪।

 #শোক_সংবাদদি আল-রাজি ডায়াগনস্টিক সেন্টারের অধ্যাপক ডাঃ সৈয়দ মনোয়ার আলী'র স্যারের বাবা অদ্য ভোর ৬.৪৫ মিনিটে আয়েশা মেমোরি...
27/06/2022

#শোক_সংবাদ

দি আল-রাজি ডায়াগনস্টিক সেন্টারের অধ্যাপক ডাঃ সৈয়দ মনোয়ার আলী'র স্যারের বাবা অদ্য ভোর ৬.৪৫ মিনিটে আয়েশা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন।

তাঁর মৃত্যুতে আমরা সকলেই গভীর শোকাহত।

03/06/2022
02/06/2022

#জরুরী_নিয়োগ_বিজ্ঞপ্তি।

ব্রাহ্মণবাড়িয়া শহরে পুরাতন জেল রোড, কুমাড়শীল মোড়ে অবস্থিত স্বনামধন্য প্রতিষ্ঠান "দি আল-রাজি ডায়াগনস্টিক সেন্টার" নিমোক্ত শূন্য পদে লোক নেয়া হবে।

👉পদের নামঃ
১। ল্যাব টেকনোলজিস্ট (০১ জন)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি।

২। ব্লাড কালেকশনিষ্ট (০২জন)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
এইচএসসি পাস সহ সংশ্লিষ্ট কাজে
নূন্যতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৩। আয়া (০২ জন)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
অক্ষর এবং স্বাক্ষর জ্ঞান সম্পন্নদের অগ্রাধিকার দেয়া হবে।

👉 বেতন আলোচনা সাপেক্ষে

বিঃ দ্রঃ
➠ সকল প্রকার সার্টিফিকেট এর মূল কপি প্রদশর্ন করতে হবে।
(১ ও ২ নং এর জন্য প্রযোজ্য)।
➠ কাজের প্রতি দায়িত্বশীল হতে হবে (৩নং এর জন্য প্রযোজ্য)।

👉আগ্রহী প্রার্থীগণ অবশ্যইঃ
*সিভি
*সাটিফিকেট এর ফটোকপি।
*ভোটার আইডি বা/জন্ম নিবন্ধনের ফটোকপি
*এক কপি সদ্য তোলা ছবি।

👉অফিসের ঠিকানাঃ
দি আল-রাজি ডায়াগনস্টিক সেন্টার
পুরাতন জেল রোড, ব্রাহ্মণবাড়িয়া।
মোবাইলঃ ০১৯১১-৩৯৬০৫৩

Address

Brahmanbaria
Brahmanbaria

Telephone

+8801911396053

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Al-Razi Diagnostic Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram