09/07/2022
#জরুরী_নিয়োগ_বিজ্ঞপ্তি📣
ব্রাহ্মণবাড়িয়া শহরে পুরাতন জেল রোড, কুমাড়শীল মোড়ে অবস্থিত স্বনামধন্য প্রতিষ্ঠান "দি আল-রাজি ডায়াগনস্টিক সেন্টার" নিমোক্ত শূন্য পদের বিপরীতে লোক নেয়া হবে।
👉পদের নামঃ
১। ল্যাব টেকনেশিয়ান (০২ জন পুরুষ)
ক। ডিপ্লোমা টেকনেশিয়ান একজন।
খ। অভিজ্ঞতা সম্পন্ন সহকারী একজন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
*ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি।
*কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে।
২। এক্স-রে টেকনেশিয়ান (০২জন পুরুষ)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
*একজন ডিপ্লোমা এবং একজন সহকারীকে
অবশ্যই পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
৩। ব্লাড কালেকশনিষ্ট (০১ জন মহিলা)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
*এসএসসি ও সমমান পাস সহ সংশ্লিষ্ট কাজে
নূন্যতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৪। আয়া (০২ জন মহিলা)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
অক্ষর এবং স্বাক্ষর জ্ঞান সম্পন্নদের অগ্রাধিকার দেয়া হবে।
👉 বেতন আলোচনা সাপেক্ষে।
👉বিঃ দ্রঃ
➠ সকল প্রকার সার্টিফিকেট এর মূল কপি প্রদশর্ন করতে হবে।
(১, ২ ও ৩নং এর জন্য প্রযোজ্য)।
➠ কাজের প্রতি দায়িত্বশীল হতে হবে।
👉আগ্রহী প্রার্থীগণ অবশ্যইঃ
*সিভি
*সাটিফিকেট এর ফটোকপি (সত্যায়িত)।
*ভোটার আইডি বা জন্ম নিবন্ধনের ফটোকপি
*এক কপি সদ্য তোলা ছবি।
👉সিভি জমা দেওয়ার শেষ তারিখঃ ২৪ জুলাই ২০২২।
👉 বাছাইকৃতদের ভাইবা'র তারিখঃ ২৭ জুলাই ২০২২।
👉যোগাযোগের ঠিকানাঃ
দি আল-রাজি ডায়াগনস্টিক সেন্টার,
পুরাতন জেল রোড, ব্রাহ্মণবাড়িয়া।
মোবাইলঃ ০১৯১১-৩৯৬০৫৩, ০১৭১১০৭৫২২৪।