Dr. Sujan Ahmed

  • Home
  • Dr. Sujan Ahmed

Dr. Sujan Ahmed ▫️
Servant of Allahﷻ
Homoeopathic Physician | Entrepreneur | Traveler

21/11/2025

সর্দিকাশি থেকে মুক্তির ঘরোয়া সমাধান!

ঋতু পরিবর্তনের কারণে আমরা সর্দি কাশিতে ভুগছি। তবে আমরা অনেকেই চাচ্ছি, যেন ঔষধ সেবন না করে ঘরোয়া পদ্ধতিতে ভেষজের মাধ্যমে সর্দি কাশি থেকে পরিত্রাণ পেতে পারি।

এই উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি।

খুব সহজ এবং সহজলভ্য একটি ফর্মুলা দেওয়া হয়েছে। আশা করি সকলেই উপকৃত হবেন ইনশাল্লাহ।

দারুচিনি — ১০ গ্রাম
লবঙ্গ — ১০ গ্রাম
মৌরি — ১০ গ্রাম
যষ্টিমধু — ১০ গ্রাম
তুলসী পাতা — ১০ গ্রাম

৫০০ ml পানিতে এগুলোকে জাল দিতে হবে। পানি যখন শুকিয়ে চার ভাগের এক ভাগ হয়ে যাবে তখন তুলে ফেলতে হবে। ছেকে নিতে হবে।

দৈনিক তিনবেলা দুই থেকে তিন চামচ করে খেতে হবে।

#সর্দিকাশি #ঘরোয়া_টিপস
01763 582438

ধনী হওয়ার নববী ফর্মুলা — সকালের এহতেমাম; আর আমাদের সকাল শুরুই হয় ন’টা-দশটা থেকে।সাখর আল-ঘামিদির সূত্রে বর্ণিত রাসূলুল্লা...
07/11/2025

ধনী হওয়ার নববী ফর্মুলা — সকালের এহতেমাম; আর আমাদের সকাল শুরুই হয় ন’টা-দশটা থেকে।

সাখর আল-ঘামিদির সূত্রে বর্ণিত রাসূলুল্লাহ (ﷺ) বলেন, "হে আল্লাহ্! আমার উম্মাহর ভোরের পাখিদের তুমি বারাকাহ দান করো।" কোনো অভিযান বা সেনাবাহিনী পাঠানোর সময় তিনি (ﷺ) সবসময় দিনের শুরুতেই তাঁদের প্রেরণ করতেন। সাখর নিজে একজন ব্যবসায়ী ছিলেন এবং তিনি ভোরবেলাতেই তাঁর ব্যবসায়িক কাজকর্ম শুরু করতেন। ফলে, একসময় তিনি অস্বাভাবিক রকমের ধনী ব্যক্তিতে পরিণত হন।

পানিফল বা সিঙ্গরা — উপকারিতা জানলে বাজার থেকে কিনে আনতে মনে চাইবেই চাইবে ইনশাআল্লাহ...▪️নারীদের জন্য —ত্বক উজ্জ্বল আর সত...
31/10/2025

পানিফল বা সিঙ্গরা — উপকারিতা জানলে বাজার থেকে কিনে আনতে মনে চাইবেই চাইবে ইনশাআল্লাহ...

▪️নারীদের জন্য —
ত্বক উজ্জ্বল আর সতেজ রাখতেও পানিফল অনবদ্য। পটাশিয়াম, জিঙ্ক, ভিটামিন বি, ভিটামিন ই ভরপুর পানিফল চুল ভালো রাখে।

▪️পুরুষদের জন্য —
'Flavonoids' যা রক্তসঞ্চালন উন্নত করে। 'Bio-alkaloids' যা স্নায়ু ও মস্তিষ্ককে উদ্দীপিত করে।
যৌনশক্তি বৃদ্ধিতে সহায়ক, প্রস্রাবের জ্বালাপোড়া কমায়, শুক্রাণু বৃদ্ধি ও গুণমান উন্নত করে — এতে রয়েছে জিঙ্ক, আয়রন, ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা শুক্রাণুর সংখ্যা ও কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে।

▪️তাছাড়াও দামে কম দেশীয় এই ফলটি বেশ উপকারী —
শরীর থেকে টক্সিন দূর করে, মানে ডিটক্স করতে এই ফল অনবদ্য।
অ্যান্টিঅক্সিডেন্টের খনিজ বলা চলে পানিফলকে। অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল গুণ রয়েছে এই ফলের।
এমনকি অ্যান্টিক্যান্সার হিসেবেও কাজ করে পানিফল।
পটাশিয়াম থাকায় রক্তচাপ নিয়ন্ত্রণে ভালো কাজ করে পানিফল।

ইউনানী আয়ুর্বেদিক ঔষধ তৈরিতে এই ফলটি বেশ চর্চিত। ইউনানী পরিভাষায় একে সিঙ্গারা বলা হয়। মাজুনে সিঙ্গারা নামে ফর্মুলেশনও তৈরি হয়।

আর দেরি কেন! মাত্র ৪০/৫০ টাকা কেজি দরে কিনে খাওয়া শুরু করুন দেশীয় — পানিফল।

- Dr. Sujan Ahmed

#পানিফল #সিঙ্গরা

বিষয়টা আমরা খেয়ালই করি না!ধীরে ধীরে শরীরটা ভারী হয়, ক্লান্তি বাড়ে, মেদভুঁড়ি, ডায়াবেটিস,ফ্যাটি লিভার— একে একে সবাই হাজির!...
24/10/2025

বিষয়টা আমরা খেয়ালই করি না!
ধীরে ধীরে শরীরটা ভারী হয়, ক্লান্তি বাড়ে, মেদভুঁড়ি, ডায়াবেটিস,ফ্যাটি লিভার— একে একে সবাই হাজির!
অথচ সত্যিটা বড় সহজ- একটু সচেতনতা, একটু নড়াচড়া, আর কিছু শৃঙ্খলিত অভ্যাস জীবনটাকে কতইনা বদলে দিতে পারে...!

আমাদের প্রধান লক্ষ্য থাকে - কিভাবে মানুষকে ঔষধমুক্ত, সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায়। মাঝেমধ্যে কিছু মানুষ আসেন, ...
21/10/2025

আমাদের প্রধান লক্ষ্য থাকে - কিভাবে মানুষকে ঔষধমুক্ত, সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায়। মাঝেমধ্যে কিছু মানুষ আসেন, যাদের আদতে কোনো রোগই নেই। তাদেরকে অবশ্য Hypochondriasis বা আত্মরোগপ্রবণতাগ্রস্ত রোগীও বলা যাবে না।
এই বিষয়ে দুটি মজার ঘটনা বলছি—

১.
বাচ্চা বিছানায় প্রস্রাব করে, এজন্য চিকিৎসা প্রয়োজন। তথ্য নিয়ে বুঝতে পারলাম, আহামরি কোনো সমস্যা নেই। জাস্ট রাতে পানি-টানি খেয়ে ঘুমিয়ে পড়ে।
বাচ্চার বাবাকে বললাম, 'মাঝরাতে বাচ্চাকে একবার উঠিয়ে প্রস্রাব করিয়ে নিন, তাহলেই তো হলো।' ব্যাস, সহজ সমাধান! বাচ্চার বাবা যদিও বারবার ঔষধ নিতে চাচ্ছিলেন, কিন্তু কোনো ঔষধেরই প্রয়োজন হয়নি, আলহামদুলিল্লাহ!

যেহেতু এই বিষয়ে বললাম, তাই চলুন অল্প করে কিছু তথ্যও জেনে নিই—
বাচ্চাদের ঘুমের মধ্যে বিছানায় প্রস্রাব করাকে কিতাবি ভাষায় 'Nocturnal Enuresis' বলে।
বাচ্চা যদি ৫ বছরের নিচে হয়, তাহলে তেমন সমস্যা নয়। কিন্তু ৫ বছর পার হওয়ার পরও নিয়মিত বিছানায় প্রস্রাব করলে সেটি রোগ হিসেবে ধরা হয়।

শারীরিক ও মানসিক নানা কারণে এই সমস্যা হতে পারে। সাধারণত ঘুমানোর আগে বাচ্চাকে প্রস্রাব না করানো, রাতে অতিরিক্ত পানি বা দুধ পান করানো, টয়লেট ট্রেনিং ঠিকভাবে না হওয়া — এসব কারণ খেয়াল রাখতে হবে।
এসব ঠিক থাকলেও যদি সমস্যা অব্যাহত থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

কখন চিকিৎসা প্রয়োজন —
যদি বয়স ৫ বছরের বেশি হয়, সপ্তাহে ২–৩ বার বা তার বেশি ঘটে, দিনে ও রাতে প্রস্রাব ধরে রাখতে না পারে, কিংবা প্রস্রাবের সময় ব্যথা, জ্বালা বা ঘন ঘন প্রস্রাবের প্রবণতা থাকে— তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

২.
এক ভাই বিয়ে করবেন— খুব ভয় পাচ্ছেন। বুঝতেই পারছেন, কিসের ভয়! বন্ধুরা ভয় দেখিয়েছে, আর আমাদেরই স্বজাতীয় একজন চিকিৎসক সেই ভয়কে পুঁজি করে 'পুরুষ থেকে মহাপুরুষ' তৈরির চিকিৎসা চালাচ্ছেন।

সব শুনে বুঝলাম— উনার আসলে কোনো সমস্যাই নেই, শুধু শুধু ভয় পাচ্ছেন। আমি বললাম, আপনি তো পানিতে না নেমেই ডুবে যাওয়ার ভয় পাচ্ছেন! তাহলে কিভাবে হবে? নাকি আপনার আগে সাঁতরানোর অভিজ্ঞতা আছে?
তিনি বললেন, না না, ওরকম কিছু নাই।

সবকিছু বুঝিয়ে বললাম, কিছু দিকনির্দেশনাও দিলাম।
বিয়ের কিছুদিন পর তিনি হাদিয়া নিয়ে চেম্বারে এলেন, খুব সম্ভবত মিষ্টি ছিল। মুখে আনন্দের ঝিলিক!
কারণ, তিনি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করছিলেন। আলহামদুলিল্লাহ।

ভালো কথা, এমন ভাইদের কথা কিন্তু মোটেও কম নয়। একটু সাহস ও সু পরামর্শই যথেষ্ট তাদের জন্য।

লেখার কলেবর বড় হয়ে যাওয়া এবং পাঠকের ধৈর্যচ্যুতির আশঙ্কায় ভার্চুয়াল কলম এখানেই থামিয়ে দিচ্ছি।

- Dr. Sujan Ahmed

চেম্বার:
আরোগ্যকানন হোমিও ক্লিনিক
কান্দিপাড়া, সদর ব্রাহ্মণবাড়িয়া।
01763 58 24 38 (WhatsApp)

আপনারা হয়তো জানেন, আমাদের চেম্বার AroggoKanon - আরোগ্যকানন-এ বহুদিন ধরেই হোমিও চিকিৎসার পাশাপাশি নববী চিকিৎসা 'হিজামা' ক...
20/10/2025

আপনারা হয়তো জানেন, আমাদের চেম্বার AroggoKanon - আরোগ্যকানন-এ বহুদিন ধরেই হোমিও চিকিৎসার পাশাপাশি নববী চিকিৎসা 'হিজামা' কার্যক্রম চালু আছে।
আজ একটু ভিন্ন কারণে কথাগুলো বলছি।

যখন শুনি কেউ রোগাক্রান্ত, আবার আমাদের পদ্ধতির চিকিৎসা নিতে আগ্রহী, অথচ অর্থাভাবে সে চিকিৎসা নিতে পারছে না — তখন নিজেকে খুব ছোট মনে হয়।

আমি আমার জায়গা থেকে টাকা-পয়সার ব্যাপারে সবসময়ই খুব ফ্লেক্সিবল। নিরিবিলি কেউ যদি অর্থসঙ্কটের কথা জানায়, আমি সর্বোচ্চ সম্মান রেখে তাঁকে যথাসম্ভব ছাড় দেওয়ার চেষ্টা করি—এমনকি ক্ষেত্রবিশেষে...! (কিছু কথা না বলাই থাক)।

আজ একজন প্রফেসর সাহেব চিকিৎসা নিতে এসে জানালেন, তাঁর পরিচিত একজন অর্থাভাবে চিকিৎসা নিচ্ছেন না। আমি যেন কিছুটা ছাড় দিই। এ কারণেই বহুদিন পর হিজামা নিয়ে একটু বলা।

প্রিয় ভাইয়েরা, আপনারা নিশ্চিন্তে আসুন।
আপনাদের পরিচিত কেউ যদি আর্থিকভাবে অস্বচ্ছল হয় এবং আমাদের চিকিৎসা (হোমিওপ্যাথি ও হিজামা) সেবা নিতে চান — তাহলে নির্দ্বিধায়, নিঃসংকোচে তাঁকে আসতে বলুন।

আপনাদের ভাই,
- Dr. Sujan Ahmed

চেম্বার:
আরোগ্যকানন হোমিও ক্লিনিক
কান্দিপাড়া, সদর ব্রাহ্মণবাড়িয়া।
01763 58 24 38 (WhatsApp)

19/10/2025

রুকইয়াহ কিভাবে হয়? সুস্থতার নিয়তে মনোযোগ দিয়ে শুনুন।

রুকইয়াহ শারঈয়্যাহ কি? কিভাবে হয়? এতো এতো তাবিজ-কবজ, শিরক-কুফরির মাঝে সঠিক শরঈ চিকিৎসা কি আদৌ হতে পারে!!!

এমন অনেক প্রশ্ন জনসাধারণের মনে ঘুরপাক খায়। কিন্তু হ্যাঁ, শারঈ রুকইয়্যাহ আমাদের দেশেও প্রাক্টিস হচ্ছে, আলহামদুলিল্লাহ। এর একটা নমুনা এখানে-এই ভিডিওতে প্রকাশ করা হলো।

রুকইয়াহ সম্পর্কে জানুন, মানসিক শারীরিক বিভিন্ন সমস্যার জন্য রুকইয়াহ করুন। গতানুগতিক চিকিৎসা গ্রহণের পাশাপাশিও কিন্তু রুকইয়াহ করা যায়।

মুসলিম হিসেবে আমাদের অন্তত বেসিক রুকইয়াহর ইলম থাকা চাই। এর আগেও রুকইয়াহর বই নিয়ে কথা বলেছিলাম। আপনারা চাইলে যে কোন একটি অথেনটিক রুকইয়াহর বই সংগ্রহে রাখতে পারেন।

নিজের রুকইয়াহ নিজে করতে পারলে ভালো। নিজে অপারগ হলে শারঈ পর্দা মেনে; অভিজ্ঞ, দ্বীনদার, ভালো আলমের দ্বারাও করানো যেতে পারে।

রুকইয়াহ শারইয়্যাহ শুধু চিকিৎসার মধ্যেই সীমাবদ্ধ না। একজন রাক্বী ভালো একজন দাঈ ও বটে। রাক্বী চাইলে রুকইয়াহর পাশাপাশি খুব সুন্দর ভাবে সুকৌশলে দ্বীনের দাওয়াত পৌঁছাতে পারেন।

মাসনুন আমলের পাশাপাশি নামাজ, পর্দা, হালাল-হারাম মেনে চলা, হেলদি লাইফস্টাইল মেনটেইন সহ বিভিন্ন বিষয়ে সতর্ক করতে পারেন। এটা একজন রাক্বীর জন্য সুবর্ণ সুযোগ। কারণ সে সময়ে মানুষের মন থাকে নরম।

আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে যদি একজনও উপকৃত হোন, আর আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা যদি কবুল করে নেন—এটাই আমাদের প্রাপ্তি।

রুকইয়াহ করছেন মাওলানা জুবায়ের আহমাদ।

সকলের মানসিক শারীরিক সুস্বাস্থ্য কামনা করছি।

ডা. সুজন আহমেদ

#রুকইয়াহ

17/10/2025

প্রায় ৮-১০ বছর আগে জামিয়া ইউনুছিয়ায় মুফতি মুহসিনুল কারীম (হাফি.) সাহেবের ইসলাহী মাজলিসে একটি ঘটনা শুনেছিলাম।

যতদূর মনে পড়ে—
এক বিখ্যাত পীর সাহেবের জীবনকাহিনী, যিনি নারীর সৌন্দর্যে মোহিত হয়ে ইসলাম ধর্ম থেকে বিচ্যুত হয়েছিলেন এবং পরবর্তীতে আল্লাহর রহমতে আবার ইসলামে ফিরে আসেন।

ঘটনাটা মাথায় ঘুরপাক খেতো। তাই আজকে অনলাইনে খুঁজলাম, অতপর যেটা পেলাম - খুব সম্ভবত এটাই। শেয়ার করছি, অনেক কিছুই শেখার আছে।

'এই ঘটনা মূলত ফারিদ উদ্দিন আত্তারের বিখ্যাত সুফি কাব্যগ্রন্থ "মন্তিকুত তায়র" (The Conference of the Birds)-এর একটি অংশ, যেখানে শেখ সান'আন নামক এক সুফি সাধকের কাহিনী বর্ণিত হয়েছে।

শেখ সান'আনের কাহিনী:

শেখ সান'আন ছিলেন এক প্রবীণ ও অত্যন্ত ধার্মিক সুফি সাধক। তিনি প্রায় পঞ্চাশ বছর ধরে কাবা শরীফে অবস্থান করে হজ্ব করেছেন, রোজা রেখেছেন, ইবাদত-বন্দেগী করেছেন এবং যাঁর ছিলো বহু মুরিদ। একদিন তিনি স্বপ্নে দেখেন যে, তিনি রূমে অবস্থান করছেন এবং মূর্তির পূজা করছেন। এই স্বপ্নটি একাধিকবার দেখে তিনি তার মুরিদদের নিয়ে রূমে যান।

রূমে গিয়ে তিনি এক খ্রিস্টান যুবতীর সৌন্দর্যে মোহিত হন এবং তার প্রেমে পড়েন। যুবতী তাকে চারটি শর্ত দেন: (১) মূর্তির পূজা করা, (২) কুরআন পো'ড়া'নো, (৩) মদ পান করা, এবং (৪) ইসলাম ধর্ম ত্যাগ করা। শেখ সান'আন এই শর্তগুলো মেনে নেন এবং এক বছর ধরে তার পশু পালন করেন যুবতীর জন্য মোহর পরিশোধ করতে। তার মুরিদরা হতাশ হয়ে ফিরে যান।

একজন মুরিদ, যিনি প্রথমে তার সঙ্গে ছিলেন না, ৪০ দিন ধরে দোয়া করেন। এক রাতে তিনি স্বপ্নে নবী মুহাম্মদ ﷺ-কে দেখেন, যিনি তাকে শেখ সান'আনের ফিরে আসার সুসংবাদ দেন। পরবর্তীতে, যুবতীও স্বপ্নে দেখেন সূর্য তাকে শেখ সান'আনের সঙ্গে যাওয়ার নির্দেশ দেয়। যুবতী ইসলাম গ্রহণ করেন এবং শেখ সান'আনও তার মুরিদদের সঙ্গে ফিরে আসেন।'

ঘটনাটা থেকে আমাদের শিক্ষা হলো — নারীর ফিতনায় শুধু আমরা পড়ছি তা কিন্তু না, শত-হাজার বছর পূর্বেও নারী ফিতনা ছিলো। শুধু কম আমলী মানুষ না, বুজুর্গরাও পড়তে পারেন।
যে যত বড় বুজুর্গ-দ্বীনদারই হোক না কেন, যতই ইলমী ব্যাক্তি হোক না কেন — যে কোন মুহুর্তে পা ফসকাতে পারে। তাই সদাসর্বদা নিজের ঈমানের যত্ন নিতে হবে। তা-ও সতর্কতার সাথে।

- Dr. Sujan Ahmed

12/10/2025

আমি রাক্বী হলে যা করতাম...!

রুকইয়াহ শারইয়্যাহ শুধু চিকিৎসার মধ্যেই সীমাবদ্ধ না। একজন রাক্বী ভালো একজন দাঈ ও বটে। রাক্বী চাইলে রুকইয়াহর পাশাপাশি খুব সুন্দর ভাবে সুকৌশলে দ্বীনের দাওয়াত পৌঁছাতে পারেন।

মাসনুন আমলের পাশাপাশি নামাজ, পর্দা, হালাল-হারাম মেনে চলা, হেলদি লাইফস্টাইল মেনটেইন সহ বিভিন্ন বিষয়ে সতর্ক করতে পারেন। এটা একজন রাক্বীর জন্য সুবর্ণ সুযোগ। কারণ সে সময়ে মানুষের মন থাকে নরম।

এই যেমন আমাদের মাওলানা জুবায়ের আহমাদ ভাই রুকইয়াহ শেষে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিচ্ছেন।

#রুকইয়াহ

10/10/2025

রুকইয়াহ সম্পর্কে জানুন, মানসিক শারীরিক বিভিন্ন সমস্যার জন্য রুকইয়াহ করুন। গতানুগতিক চিকিৎসা গ্রহণের পাশাপাশিও কিন্তু রুকইয়াহ করা যায়।

নিজের রুকইয়াহ নিজে করতে পারলে ভালো। নিজে অপারগ হলে শারঈ পর্দা মেনে; অভিজ্ঞ, দ্বীনদার, ভালো আলমের দ্বারাও করানো যেতে পারে।

#রুকইয়াহ

কাছের কেউ মাদকাসক্ত হলে এই পোস্টটি আপনার জন্য — আমরা জানি মাদক প্রচুর পরিমানে ডোপামিন রিলিজ করে। একদম সহজে বলছি — এই যেম...
10/10/2025

কাছের কেউ মাদকাসক্ত হলে এই পোস্টটি আপনার জন্য —

আমরা জানি মাদক প্রচুর পরিমানে ডোপামিন রিলিজ করে। একদম সহজে বলছি — এই যেমন ধরুন একজন মদ খেলো, ব্রেইন তখন Dopamine ও Serotonin রিলিজ করবে।
এর ফলে কি হবে? Euphoria হয়, এর মানে প্রচুর খুশি খুশি লাগবে।
এর মাঝে আবার কিছু নিউরন endorphin রিলিজ করে, যা Euphoria এর সাথে যুক্ত হয়, যাতে মনের খুশি খুশি লাগা আরো বাড়তে থাকে। এ যেন এক আনন্দের খেলা।

মাদকের কারণে ইউফোরিয়া খুব দ্রুত, কিন্তু কৃত্রিমভাবে আসে। ফলে মস্তিষ্ক ভাবে — এই অনুভূতি আবার চাই।
এভাবেই আসক্তি তথা 'addiction' তৈরি হয়। কারণ পরের বার একই অনুভূতি পেতে আরও বেশি ডোজ লাগে। এভাবে প্রয়োজন বাড়তেই থাকে, আর ছাড়তে গেলে কষ্ট।

এই খুশি খুশি লাগা তো আমরা ভিন্ন ভাবেও পেতে পারি, নাকি! কিভাবে?
আমরা কিন্তু চাইলে ব্যায়াম, নামাজ, ধ্যান করা, ভালো কাজ করা, ভালোবাসা (বৈধ), পর্যাপ্ত ঘুম... - এগুলোর মাধ্যমে প্রাকৃতিক ভাবেই ডোপামিন বৃদ্ধি করতে পারি — ইউফোরিয়া পেতে পারি।

মাদকের কারণে আমাদের দেহে কি হচ্ছে জানেন?
মাদকের কারণে সরাসরি Neuron গুলো ড্যামেজ হতে থাকে, হার্ট, লিভার, লাঙ্গস মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়। শারিরীক - মানসিক নানান সমস্যা দেখা দেয়, এমনকি যৌন সমস্যা পর্যন্ত শুরু হয়। শেষ পর্যন্ত তা মৃত্যুও ডেকে আনতে পারে।

মাদকাসক্তি বা সহজ ভাষায় বললে 'নেশা' মানুষকে কি করতে পারে, জীবনটাকে কিভাবে ধ্বংস করতে পারে তা আমরা মোটামুটি সবাই জানি। একটা পরিবারকে ধ্বংস করার জন্য একজন মাদকাসক্তই যথেষ্ট।

একটা মজার ঘটনা বলছি, আমার একজন পেশেন্ট একদিন জানালেন — তিনি হিজামা নিলে মাদকের ক্রেভিংস অনেক কম হয়। নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে। এজন্য কয়েকমাস উনি একটানা হিজামা নিয়েছেন।

আমাকে বলছিলেন টুকটাক মাংসপেশির ব্যাথার জন্য এবং সুন্নাহ হিসেবে হিজামা নিচ্ছেন। কিন্তু কয়েকমাস পর উনার এই বিষয়টা আমাকে জানালেন। সাথে উনার আরো কয়েকজন বন্ধুকেও চিকিৎসা করিয়েছেন। আমি যতদূর জানি, বর্তমানে তিনি পুরোপুরি মাদক ছাড়তে পেরেছেন।

❝নিশ্চয়ই হিজামায় শিফা (রোগ মুক্তি) আছে❞ — সহীহ বুখারী : ৫৬৯৭

আর হ্যাঁ, আমাদের হোমিওপ্যাথিতেও মাদক নিরাময়ের জন্য বেশ ভালো চিকিৎসা আছে। সরাসরি এসব মাদক থেকেই তো তৈরি কিছু রেমিডি আছে, এই যেমন: O***m - আ'ফিম থেকে, Coca - কো'কেন থেকে, Cannabis Indica - গাঁ'জা থেকে, Tabacum - তা'মাক থেকে... ইত্যাদি।

মাদক ছাড়তে একটাবার পাক্কা নিয়ত করুন এবং সর্বোচ্চ চেষ্টা করুন। আল্লাহ তায়ালা সহজ করে দিবেন ইনশাআল্লাহ।

Dr. Sujan Ahmed

আহ! শেষ হয়ে গেল...! — পাঠশেষে এই একটাই অনুভূতি।রেইনড্রপস টিম নবী (ﷺ)-এর জীবনীকে অত্যন্ত সাবলীলভাবে উপস্থাপন করেছেন। জেনা...
09/10/2025

আহ! শেষ হয়ে গেল...! — পাঠশেষে এই একটাই অনুভূতি।

রেইনড্রপস টিম নবী (ﷺ)-এর জীবনীকে অত্যন্ত সাবলীলভাবে উপস্থাপন করেছেন। জেনারেল পড়ুয়াদের জন্য এই সীরাহ গ্রন্থটি হাইলি রেকমেন্ডেড।

বই: সীরাহ মুহাম্মাদ ﷺ
প্রকাশনী: রেইনড্রপস

Address

Power House Road, Kandipara

3400

Telephone

+8801763582438

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Sujan Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram