Humans of Brahmanbaria Medical College

Humans of Brahmanbaria Medical College Contact Details:
Phone: 01950758533. Email: bbariamedicalco
llege@gmail.com ; bbmch757@gmail. com;

আমি এও দেখেছি পা থেকে জুতো খুলে দিতে নিজের বাচ্চার আরেকটি অনাথ কাজের মেয়ে নামের যে বাচ্চাটি থাকে তাকে দিয়ে। আর আমরা মুসল...
25/02/2020

আমি এও দেখেছি পা থেকে জুতো খুলে দিতে নিজের বাচ্চার আরেকটি অনাথ কাজের মেয়ে নামের যে বাচ্চাটি থাকে তাকে দিয়ে। আর আমরা মুসলমান অহংকার করি।একবার চা বাগানে গেছি বড় বয়সে (internee time) আব্বার সাথে।জাফ্লং চা বাগান।আব্বা বড় অফিসার ব্যংক থেকে বাগান দেখতে এসেছেন। দুজন লোক এসে বাগানের মালিক এর জুতো খুলে নিলো।আমি অবাক ভাবছিলাম উনি নিজের জুতার ফিতা খুলতে পারেন না এতো বড় হয়েও?😀এরপর আমার জুতো খুলে দিবে বলে যেই এলো আমি তো বাঁধা দিলাম। জোর করছিলো। পারেনি। রাত এ আমাদের অনেক খাবার দিলো। আমার মাথায় একটা ব্যাপার ঘুরছে।জুতো খুলে দেয়া। সবাই রুমে চলে গেলো আমি আমার রুম থেকে বের হলাম। নিরবতা আমাকে টানে। সামনের বারান্দায় বসে আছি আর পাতার শব্দ,দুএকবার করকশ স্বরে কে ডাকছে হয়তবা রাতজাগা কোনো পাখি।অনেক রাত না তবে চা বাগান বলে গভীর রাত মনে হচ্ছিলো। তখন তো হেডফোন ছিলো না তাই প্রকৃতির আওয়াজটাই শুনতে পাচ্ছিলাম।সেই জন্য এখন ধন্য মনে করি নিজেকে।কানে এলো টুং টাং শব্দ আর নিচুস্বরে কথা। আশপাশ টা তো খোলা। আওয়াজ টা কোথা থেকে আসছে চেষ্টা করছি বুঝার।সময়টা ছিলো এই মাসেই। পাতা ঝরার শব্দ খুব বেশি শোনা যায় খুব নিরবতায়। কিন্তু এ শব্দ তো অন্যরকম। উঠে শব্দ অনুসরণ করে হাটছি।আলো খুব বেশি না। একটা হারিকেন এর আলোর মত।দেখলাম হল ঘর এর পাশ থেকেই আসছে। ঢুকলাম সেখানে। পার হলাম। আমাকে দেখে সব হা হা করে উঠলো। আমি কেনো ওদের ডাক দেয়নি আমার কি লাগবে। এখন তো বড়বাবু রাগ করবেন।কেনো আমি কষ্ট করে এতো টা এলাম।এইসব আর কি।বল্লাম পানি খাবো যদিও রুম এ পানি দেয়া ছিলো। যা দেখলাম তা তে আমাদের শিক্ষিত আর মুসলমান বলে নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে করছিলো। ওরা যেনো মানুষ না।আমরাই মানুষ!! ওদের পাতে তো ভালো খাবার জুটবেনা। ওরা খাবে চা পাতার ভরতা বা আলুভর্তা। এটা ১৯৯১ সন এর কথা।আজও যখন দেখি আমাদের শহরের ধনী বাচ্চাদের জুতো খুলে দেয় অন্য একটি গরিব বাচ্চা আর খাবার এর পাতে জুটে ধনী বাচ্চার না খাওয়া খাবার খুব বেশি হলে একটা হাড্ডি বা মাছ এর টুকরা! আমার মনে পড়ে সেই দিনের কথা। আমাদের ধর্ম কি শিক্ষা দিয়েছে আমাদের। আমাদের শিক্ষা কি আলো দিয়েছে।আমি জানতে চাই না আর। বলতে চাই এবার।

Prof. Afroza Momen
Head of the department,
Department of Pharmacology,
Brahmanbaria Medical College.

যে মেয়েটা আপনার বুকে ঘুমায়,  সে আপনার কন্যা।যে মেয়েটা আপনার পাশে ঘুমায়, সে আপনার বউ।যে মেয়েটা আপনার পাশের রুমে ঘুমায়, সে...
03/12/2018

যে মেয়েটা আপনার বুকে ঘুমায়, সে আপনার কন্যা।
যে মেয়েটা আপনার পাশে ঘুমায়, সে আপনার বউ।
যে মেয়েটা আপনার পাশের রুমে ঘুমায়, সে আপনার আদরের ছোট বোন।
আর যে মেয়েটা আপনার ঘুমের জন্য, নিজের ঘুম নষ্ট করে, সে আপনার পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মমতাময়ী মা।
তাহলে রাস্তার পাশ দিয়ে হেটে যাওয়া মেয়েটা মাল হয় কিভাবে ????
তাই কোন মেয়েকে দেখে আবেগে বাজে মন্তব্য বা বাজে কথা না বলি।
কিছু বলার আগে বিবেক দিয়ে চিন্তা করুন, কারন আপনি আপনার ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করছেন।
Dr. Mehedi Al Masum
Lecturer, Department of Microbiology
Brahmanbaria Medical College

30/08/2018

আমার পরিচিত এক ব্যক্তি অপর এক ব্যক্তির সন্তান হচ্ছিল না বলে আড়ালে তার পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলেছিল। পরবর্তীতে সেই ব্যক্তিকেও আল্লাহতায়ালা সন্তানহীন রেখেছিলেন।

আরেক ব্যক্তি অপর এক ব্যক্তির বিয়ের সময় তার স্ত্রীর মেধাগত যোগ্যতা নিয়ে হাসিঠাট্টা করেছিল। পরবর্তী জীবনে তার ভাগ্যে জুটেছিল তারচেয়েও মেধাহীন স্ত্রী।

এমনকি আমার নিজের জীবনেও ঘটেছে একইরকম ঘটনা। মেডিকেল ফার্স্ট ইয়ারে থাকতে বেসিক সাবজেক্টের আমার এক শিক্ষক ক্লাসে বলেছিলেন- "আমি ডাক্তারি করিনা, আমি ডাক্তার তৈরি করি।"
আমি মনে মনে তাকে উপহাস করে বলেছিলাম- "ডাক্তারি না পেরে তো শেষপর্যন্ত হয়েছেন ডাক্তারদের শিক্ষক..!"
ঘটনার পরিক্রমায় আমিও শেষপর্যন্ত হয়েছি সেই ডাক্তারদের শিক্ষকই..!!!

তাই অহংকার করবেন না। কখনই অন্যকে ছোট করবেন না। এর পরিণাম শুধু পরকালে নয়, দুনিয়াতেও ভোগ করতে হয়।

ডা. আরিফুর রহমান মাসুম
সহযোগী অধ্যাপক,
মাইক্রোবায়োলজি বিভাগ
ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ

১৭ই জানুয়ারি, ২০১৪ খ্রিস্টাব্দরিকশাচালক আমাকে রসুলবাগ রিক্সা স্ট্যান্ড এর সামনে নামিয়ে দিয়ে বলল ও আর সামনে যাবে না । মেজ...
12/04/2018

১৭ই জানুয়ারি, ২০১৪ খ্রিস্টাব্দ
রিকশাচালক আমাকে রসুলবাগ রিক্সা স্ট্যান্ড এর সামনে নামিয়ে দিয়ে বলল ও আর সামনে যাবে না । মেজাজ তখন সপ্তাকাশে , বললাম যাবা না মানে ?......
উত্তর নাই , উদাস উদাস মুখ করে এদিক ওদিক তাকাচ্ছে ।
আমি বললাম , সামনে যাও ব্যাটা ...... কাজ আছে। ঝাড়ি তে কাজ হল।
রিকশাচালক আর আমি এখন ভুট্টার হোটেল এর সামনে দাঁড়িয়ে চা খাচ্ছি , চালক সাহেব কাপ এ পরিতৃপ্তির চুমুক দিচ্ছেন, চোখে কৃতজ্ঞতা ।
ওকে বাসার নীচে দাড় করিয়ে রেখে বাসায় ঢুকে একটা পুরনো শার্ট বের করে দিলাম, ও সাথে সাথে শতছিন্ন শার্ট টি খুলে রেখে আমার দেয়া টা পড়ে ফেললো ...... এরপর হাত তুলে দোয়া করার চেষ্টা করল,
আমি বললাম কি কর ? ...
দোয়া স্যার ।
আমি বললাম ......তুমি নিজের জননে সাহায্য চাও ...... আমারটা আমি বুঝবো ...তোমার দোয়া লাগবে না। চালক মন খারাপ করে চলে গেল।
হাটতে হাটতে বটতলায় গিয়ে দাঁড়ালাম,আনিস কে বললাম একটা মিষ্টি পান দিতে। কোত্থেকে যেন ... বেদেনীদের একটা দল আমাকে ঘিড়ে দাঁড়াল , ...... টাকা চায়, ... বেলাল্লাপনা শুরু করে দিল ।
আমি বললাম এক টাকাও দিব না তোমাদের ...... যাও ভাগো। কুৎসিত কিছু কথা বলে ওরা প্রস্থান করল। আমার গায়ে লাগল না। গায়ের চামড়া মোটা হয়ে গেছে।
রাস্তায় গড়াগড়ি করে ভিখিরির দল যাচ্ছে , মন খারাপ করা দৃশ্য। একজন বৃদ্ধ দেখলাম ঠেলাগাড়ি তে করে মালপত্র টেনে নিয়ে যাচ্ছে। কোথায় যেন একটা ছন্দপতন ...... মেলে না ঠিক।
আমরা দেখি আবার দেখি না ...... দেখলেও ভুলে যাবার চেষ্টা করি। দিন গুনি .....ভাল দিনের খোঁজে থাকি , ফন্দি-ফিকির করে খাই .... আর দুঃখ জমাই ।
ডা. মুশফিকুর রহমান বাপ্পি
সহকারী অধ্যাপক,
ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ।

প্রতিবারের মতো এবারেও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী শ্রী শ্রী সরস্বতীপূজায় ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ।আগামী ২২শে জানুয়ারি, ২...
20/01/2018

প্রতিবারের মতো এবারেও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী শ্রী শ্রী সরস্বতীপূজায় ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ।
আগামী ২২শে জানুয়ারি, ২০১৮ ইং রোজ সোমবার কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে -
"শ্রী শ্রী সরস্বতীপূজা - ১৪২৪ বঙ্গাব্দ"।
পূজা উপলক্ষ্যে পূজাবিধি ব্যতীত সন্ধ্যায় থাকছে ছাত্র-শিক্ষক সবার উপস্থিতি এবং অংশগ্রহণে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। কলেজের পক্ষ থেকে উক্ত অনুষ্ঠানে সকলের আমন্ত্রণ রইলো।

হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,সিংহল-সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয়-সাগরে!! #জীবনানন্দ_দাশ!
12/11/2017

হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,
সিংহল-সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয়-সাগরে!!

#জীবনানন্দ_দাশ!

On a sunny day!The Main Building...
23/09/2017

On a sunny day!
The Main Building...

18/08/2017

গুড গভার্নন্যান্স এন্ড হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির জুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসা সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি সুরূপ ইন্দিরা গান্ধী স্বর্ণপদক-২০১৭ ও সনদ গ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব ডাঃ মোঃ আবু সাঈদ স্যার।।
------------
জনাব ডাঃ মোঃ আবু সাঈদ স্যারকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ এবং হাসপাতালের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। 🌹🌹🌹

23/07/2017

২৩ জুলাই,রবিবার ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ “মেডিসিন ক্লাব” এর আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ার স্বনামধন্য ৩ টি কলেজের প্রায় ৬৫০ জন ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে ব্লাড গ্রুপিং করা হয়েছে।এখানে অংশগ্রহণ করে প্রায় ৪০ জন মেডিসিন ক্লাব সদস্য।কলেজ সমূহ হচ্ছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল এন্ড কলেজ,আইডিয়াল রেসিডেন্সিয়াল…

20/07/2017
26/06/2017

ব্রামেক'র পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের প্রীতি ও শুভেচ্ছা।
পবিত্র ঈদ ছড়িয়ে দিক জাতীয় জীবনে শান্তি আর সমৃদ্ধি, খুলে দিক শত সম্ভাবনার দুয়ার! পরিবারের সকলকে নিয়ে খুব ভালো কাটুক আপনার ঈদ!
:D

Address

Ghatura
Brahmanbaria
3400

Alerts

Be the first to know and let us send you an email when Humans of Brahmanbaria Medical College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Humans of Brahmanbaria Medical College:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram