05/04/2025
★ওষুধের ডোজ
#৪ধরনের যেমন, Bextram gold, Bextram silver, Bextram Teen HM, Bextram Teen HR কোনটা কাকে দিবো?
পর্ব ৮০
Tab.Bextram gold
বা, Multivitamin and multimineral A-Z
◽কার্যকারিতা বা নির্দেশনা
১৮ বছরের উপরে যাদের মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেল এর ঘাটতি আছে তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। যেমন, দূর্বলতা, শারীরিক ও মানসিক চাপ দীর্ঘমেয়াদী রোগ, সংক্রমণ জনিত রোগ,হাড়ের ক্ষয় রোগ, হজম ক্ষমতা কম, বার্ধক্য,ওজন কম, রুচি কম এই ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়।
◽সেবনব্যধি
১টি ট্যাবলেট দিনে ১বার (২-৩ মাস)
◽পার্শ্বপ্রতিক্রিয়া
সাধারাণত তেমন কোনো সাইড ইফেক্ট নাই, তবে কিছু কিছু ক্ষেত্রে হতে পারে যেমন, ডায়রিয়া, পরিপাকতন্ত্রের সমস্যা হতে পারে
◽৪ ধরনের যেমন, Bextram gold, silver, Teen HM, Teen HR কোনটা কাকে দিবো
gold --এটি ১৮-৪৫বছর পর্যন্ত পুরুষ ও মহিলাদের দেওয়া হয়।
Silver ---৪৫ বছরের উপরে মহিলা ও পুরুষদের দেওয়া হয়
Teen HR--এটি ১৩- ১৮ বছর পর্যন্ত তরুণীদের(মেয়ে) দেওয়া হয়।
Teen HM ---এটি ১৩-১৮ বছর পর্যন্ত তরুণদের (ছেলে) দেওয়া হয়।
◽গর্ভবস্থায় দেওয়া যাবে কি?
উত্তরঃসেই সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি যদি দিতে হয় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দিতে হবে
◽এটি আর কি কি নামে পাওয়া যায়?
gold
gold
gold
32
gold
gold
ইত্যাদি নামে পাওয়া যায়
◽সতর্কতা
এই পোস্টটি শুধু মেডিকেল পারসনদের জন্য, নন মেডিকেল পারসনদের জন্য নয় তাই আপনারা নিজে নিজে এটি ব্যবহার করবেন না।
◽পোস্টের উদ্দেশ্য
এই পোস্টের উদ্দেশ্য হলো, ঔষুধটির সব তথ্য তুলে ধরা এর অর্থ এই নয় যে এটি আপনি নিজে নিজে সেবন করবেন , তাতে আপনার নিজেরই ক্ষতি হবে, তাই এটি একজন রেজিস্টার্ড চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে
বিঃদ্রঃ টাইপিং জনিত ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন দয়া করে কপি করবেন না পারলে শিয়ার করেন