15/11/2025
#ফ্রি_মেডিকেল_ক্যাম্প
চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
আমি থাকছি:
#প্রধান পুষ্টিবিদ মোঃ সাইফুল্লাহ ফারুকী।
চীফ ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এন্ড নিউট্রিশনিস্ট
চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড ।
ডায়েট কনসালটেন্ট ও স্থূলতা ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ।
স্থান: আব্দুল হালকম রোড, তত্ত্বার পুল, কালামিয়া বাজার, ১৪ নং পূর্ব বাকলিয়া,চট্টগ্রাম।
তারিখ: ১৫ নভেম্বর,২০২৫ খ্রি, শনিবার
সময়: দুপুর ২টা থেকে বিকাল ৫ টা।