Asthma, Maintenance Health Guide

Asthma, Maintenance Health Guide হাঁপানি বা শ্বাসকষ্ট এবং এর্লাজির স্থায়ীভাবে সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ

08/12/2022
শ্বা,স কষ্ট এবং এলা র্জি বিষয়ক সমস্যার লক্ষ্মণ গুলো একেকজন এর ক্ষেত্রে একেকরকম।তাই আপনার বিস্তারিত সমস্যা এবং নাম্বার ইন...
08/12/2022

শ্বা,স কষ্ট এবং এলা র্জি বিষয়ক সমস্যার লক্ষ্মণ গুলো একেকজন এর ক্ষেত্রে একেকরকম।তাই আপনার বিস্তারিত সমস্যা এবং নাম্বার ইনবক্সে প্রদান করুন। আমাদের স্পেশালিষ্ট আপনার সাথে সরাসরি যোগাযোগ করবে!

ঘরে বসে কোন অগ্রিম পেমেন্ট ছাড়া দেশের যেকোন প্রান্তে হোম ডেলিভারি সুবিধা। ২-৩ দিনে মধ্যে ক্যাশ অন হোম ডেলিভারি।বিস্তারিত...
08/12/2022

ঘরে বসে কোন অগ্রিম পেমেন্ট ছাড়া দেশের যেকোন প্রান্তে হোম ডেলিভারি সুবিধা।
২-৩ দিনে মধ্যে ক্যাশ অন হোম ডেলিভারি।

বিস্তারিত জানতে ইনবক্সে যোগাযোগ করুন অথবা মেসেজ অপশনে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার সঠিকভাবে প্রদান করুন - ০১৮৭৯৭৫০১২৩

এ্যাজমার আক্রমণ থেকে বাঁচার উপায়ধুলাবালি এড়িয়ে চলতে হবে। বাসায় এমন পশু-পাখি না রাখা যেগুলো থেকে এ্যালার্জির প্রকোপ বাড়তে...
08/12/2022

এ্যাজমার আক্রমণ থেকে বাঁচার উপায়

ধুলাবালি এড়িয়ে চলতে হবে। বাসায় এমন পশু-পাখি না রাখা যেগুলো থেকে এ্যালার্জির প্রকোপ বাড়তে পারে। ধূমপান ছাড়ুন, ধূমপায়ীর আশপাশে থাকবেন না। বাইরে গেলে মুখে মাস্ক ব্যবহার করতে হবে। ঠা-া পরিহার করতে হবে। কিছু ব্যায়াম আছে যা এ্যাজমা বাড়ায়। সেগুলো থেকে নিজেকে বিরত রাখুন। এলার্জি জাতীয় খাবার খাওয়া যাবে না। পশমি জামা কাপড়, কম্বল ব্যবহার করা যাবে না। কড়া গন্ধের প্রসাধনী এড়িয়ে চলুন। সপ্তাহে একবার বিছানার চাদর, বালিশের কাভার বদলান। শীতে বাইরে বেরনোর সময় পর্যাপ্ত গরম কাপড় ব্যবহার করুন। নিয়মিত ইনহেলার নিতে হবে। নিয়মিত ওষুধ খেতে হবে। অরিতিক্ত ওজন কমাতে হবে।

শীতকাল অ্যাজমা রোগীদের জন্য বেশ কষ্টকর একটা সময়। বছরের অন্যান্য সময়ের থেকে এই সময়টায় অ্যাজমা রোগীদের একটু বেশি সাবধানে চ...
08/12/2022

শীতকাল অ্যাজমা রোগীদের জন্য বেশ কষ্টকর একটা সময়। বছরের অন্যান্য সময়ের থেকে এই সময়টায় অ্যাজমা রোগীদের একটু বেশি সাবধানে চলতে হয়। সারা বিশ্বের প্রায় ১৫ কোটিরও বেশি মানুষ অ্যাজমাতে আক্রান্ত হন। বাংলাদেশে প্রতি বছর ৫০ হাজার লোক এই রোগে আক্রান্ত হয়। যাদের অ্যাজমা আছে তাদের সঙ্গে সাধারণত ইনহেলার থাকে। আবার অনেকে ইনহেলার ছাড়াই নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেন।

শীতে অ্যাজমা বেড়ে যাওয়ার প্রধান কারণগুলো হলো- এই সময়ে ঠাণ্ডা, জ্বর, শুষ্ক বাতাস যা শ্বাসতন্ত্র সংকুচিত করে, শীতে বেড়ে যাওয়া ধুলাবালু ও ধোঁয়ার পরিমাণ, কুয়াশা ও বদ্ধ গুমোট পরিবেশ ইত্যাদি।

হাঁ"পানি কি?আমাদের ফুসফুসে রয়েছে সরু সরু অনেক নালী পথ যার মাধ্যমে আমদের দেহে ফুস্ফুস থেকে সারা শরীরে অক্সিজেন বাহিত হয়। ...
08/12/2022

হাঁ"পানি কি?

আমাদের ফুসফুসে রয়েছে সরু সরু অনেক নালী পথ যার মাধ্যমে আমদের দেহে ফুস্ফুস থেকে সারা শরীরে অক্সিজেন বাহিত হয়। তবে ধুলা-বালি, অ্যালা র্জেন বা অন্যান্য কারণে যদি শ্বাসনালীর পেশি ফুলে যায় তাহলে অক্সিজেনবাহী এই নালীসমুহের পথগুলি সঙ্কুচিত হয়ে যায়। এর ফলে আমাদের শরীরে পর্যাপ্ত অক্সিজেনের অভাব ঘটে এবং শুরু হয় নিঃশ্বাসের কষ্ট-সহ নানা শারীরিক সমস্যা যাকে আমরা হাঁ"পানির সমস্যা বলে থাকি।

হাঁ"পানির কারণ সমূহ

অ্যা"জমা বা হাঁ"পানি হচ্ছে শ্বাসনালির প্রদাহজনিত দীর্ঘমেয়াদি একটি রোগ। মুলত এটি একটি বংশগত রোগ হলেও ইদানীং সময়ে মাত্রাতিরিক্ত পরিবেশ দূষণের জন্য বেড়ে যাচ্ছে এই সমস্যাটি। এই রোগের কারণে প্রদাহের জন্য শ্বাসনালি ফুলে যায় এবং তা অতিমাত্রায় সংবেদনশীল হয়ে পড়ে। নিম্নে রোগটির কিছু কারণ দেওয়া হলো।

হাঁ"পানির অন্যতম প্রধান কারণ হচ্ছে অ্যা"লার্জি। বাতাসে ভেসে বেড়ানো ধুলো-বালি, ধোঁয়া, পশু-পাখির লোম, তুলোর আঁশ, রান্নাঘর বা বিছানার ধুলা কিংবা বাতাসে ভেসে বেড়ানো ফুলের রেণু ইত্যাদি শ্বাসনালীতে প্রবেশ করে সমস্যাটি সৃষ্টি করে। এইসব অ্যা"লার্জেন ‘অ্যা"জমা অ্যা"টাক’-এর ঝুঁকিকে অনেকগুণ বাড়িয়ে দেয়।

বিভিন্ন প্রকার রাসা"য়ানিকের উগ্র গন্ধ বা গ্যাস হাঁ"পানির সমস্যাকে অনেক বাড়িয়ে দিতে পারে।

কিছু ও"ষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণেও অ্যা"জমার সমস্যা হতে পারে।

ধূমপান করা এই রোগের জন্য অনেকটা ঝুঁকিপুর্ণ। ধূমপান প্রত্যক্ষ কিংবা পরোক্ষ উভয়ই হাঁ"পানির সমস্যাকে অনেকটা জটিল করে তুলতে পারে। বিশেষকরে সন্তানসম্ভবা কোনও মহিলা ধূমপান করলে বা ধূমপানের সংস্পর্শে আসলে তাঁর গর্ভের শিশুর হাঁ"পানিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক বেড়ে যায়।

ঋতু পরিবর্তনের জন্য জ্বর, সর্দি-কাশির জটিলতা সহ হাঁ"পানির প্রবণতা অনেকটাই বেড়ে যেতে পারে।

পরিবারে অন্য কারও হাঁ"পানির সমস্যা থাকলে অন্যদের এই অসুখের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়।

যারা অতিরিক্ত ফাস্ট ফুড ও জাঙ্ক ফুড খাওয়া, ঠান্ডা পানি বা ঠান্ডা পানীয় খাবার অভ্যাস হাঁপানির সমস্যা অনেকটাই বাড়িয়ে দেয়।

এছাড়া অতিরিক্ত মানসিক চাপ ও অবসাদ হাঁপানির সমস্যা অনেকটাই বাড়িয়ে দেয়।

হাঁপানি বা শ্বাসকষ্ট একটি মারাত্মক রোগ। দিন দিন  এই সময় বেড়েই  চলছে।  অনেকের আবার এই সমস্যা বংশগত হয়ে থাকে এই  মারাত্মক ...
08/12/2022

হাঁপানি বা শ্বাসকষ্ট একটি মারাত্মক রোগ। দিন দিন এই সময় বেড়েই চলছে। অনেকের আবার এই সমস্যা বংশগত হয়ে থাকে
এই মারাত্মক রোগ টা ও কিন্তু চাইলে নিরাময় করা সম্ভব । ফুড সাপ্লিমেন্ট সেবন করার মাধ্যমে
বিস্তারিত জানতে ইনবক্সে আপনার নাম্বার দিন আমাদের বিশেষজ্ঞ প্যানেল খুব শীগ্রই আপনার সাথে যোগাযোগ করবে!

Address

Chittagong
4444

Alerts

Be the first to know and let us send you an email when Asthma, Maintenance Health Guide posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Asthma, Maintenance Health Guide:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram