Rx Treatment Physiotherapy Center

Rx Treatment Physiotherapy Center Physiotherapy manually, Ex,SWD,MWD,UST,IFT,IRR,TENS,EST,wax bath,Anodyne therapy, Heating pad etc

ভর্তি থেকে ও ফিজিওথেরাপি নিতে পারবেন।
প্রয়োজনে বাসায় গিয়েও ফিজিওথেরাপি সেবা দেওয়া হয় পুরুষ -মহিলা আলাদাভাবে।
এ ছাড়াও রয়েছে বি,এস,সি ও ডিপ্লোমা ফিজিওথেরাপিস্টদের দক্ষতার সাথে ফিজিওথেরাপি সেবা দেওয়ার অঙ্গিকার।

⭕মরচে পড়া লোহায় কী এমন থাকে যে তাতে পা কেটে গেলে টিটেনাস ইনজেকশন দিতে হয়?⭕▫️মরচে পড়া লোহায় মরিচার সাথে আরও থাকতে পারে ময়...
03/06/2021

⭕মরচে পড়া লোহায় কী এমন থাকে যে তাতে পা কেটে গেলে টিটেনাস ইনজেকশন দিতে হয়?⭕

▫️মরচে পড়া লোহায় মরিচার সাথে আরও থাকতে পারে ময়লা আবর্জনা এবং বিভিন্ন ধরণের জীবাণু। এই জীবাণু গুলোই আমাদের জন্য বেশি ক্ষতিকর।

▫️একপ্রকার ব্যাকটেরিয়া Clostridium tetani যা সাধারণত মাটি, আবর্জনা ও নোংরা স্থানে পাওয়া যায়। এই ব্যাকটেরিয়ার স্পোর যখন তীক্ষ্ণ পেরেক বা ওইজাতীয় জীবাণু বাহিত বস্তু দ্বারা চামড়া ভেদ করে শরীরের মাংসপেশিতে প্রবেশ করে তখন সেগুলো বংশবিস্তারের মাধ্যমে এক প্রকার টক্সিন (tetanospasmin) তৈরি হয়। এ টক্সিন মানবদেহের মোটর নিউরনে আক্রমন করে যা মাংসপেশির সন্ঞ্চালন নিয়ন্ত্রণ করে।

▫️সংক্রমণ বৃদ্ধি পেলে পেশী খিঁচুনি ক্রমশ চোয়ালেও পরিলক্ষিত হয়, ফলে এই রোগের একটি সাধারণ নাম হল দাঁতকপাটি । এই রোগের অন্যান্য লক্ষণগুলি হল পেশীর অনমনীয়তা, গিলে খেতে অসুবিধা এবং দেহের অন্যান্য অংশে খিঁচুনি। শরীরের পেছনের মাংসপেশিগুলো সংকুচিত হয় বলে পুরো শরীর ধনুকের মতো বেঁকে যায়। এই কারণে এই রোগকে (ধনুঃ + টঙ্কার) ধনুষ্টংকার বলে।

কাঁঠালের পুষ্টি ও ঔষধি গুণ:👉 হাড় মজবুত ও শক্ত করে।👉 শরীরের ওজন কমায়।👉 রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।👉 চোখ ভালো রাখে।👉 কোষ...
03/06/2021

কাঁঠালের পুষ্টি ও ঔষধি গুণ:

👉 হাড় মজবুত ও শক্ত করে।
👉 শরীরের ওজন কমায়।
👉 রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
👉 চোখ ভালো রাখে।
👉 কোষ্ঠকাঠিন্য দূর করে।
👉 দেহের রক্তাল্পতা দূর করে।
👉 কাঁঠাল হজম শক্তি বাড়ায়।
👉 কাঁঠাল ত্বকের জন্য ভালো।
👉 কাঁঠাল ক্যান্সার প্রতিরোধ এবং ক্যান্সারের ঝুঁকি কমায়।
👉 উচ্চ রক্তচাপ স্বাভাবিক রাখে এবং হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায়।
👉 কাঁঠাল হাঁপানি প্রতিরোধ করে।
👉 কাঁঠাল থাইরয়েড নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
👉 পাইলসের ঝুঁকি কমাতে সাহায্য করে।
👉 রাতকানা রোগ প্রতিরোধ করে।
👉 সর্দি-কাশি রোগের সংক্রমণ থেকে রক্ষা করে।
👉 টেনশন এবং নার্ভাসনেস কমাতে কাঁঠাল বেশ কার্যকরী।
👉 দুগ্ধদানকারী মা তাজা পাকা কাঁঠাল খেলে দুধের পরিমাণ বৃদ্ধি পায়।
👉 প্রতিদিন ২০০ গ্রাম তাজা পাকা কাঁঠাল খেলে গর্ভবতী মহিলা ও তার গর্ভধারণকৃত শিশুর সব ধরনের পুষ্টির অভাব দূর হয়।
👉 গর্ভবতী মহিলারা কাঁঠাল খেলে তার স্বাস্থ্য স্বাভাবিক থাকে এবং গর্ভস্থসন্তানের বৃদ্ধি স্বাভাবিক হয়।
👉 দাঁতের মাড়িকে শক্তিশালী করে।
👉 আলসার এবং বার্ধক্য প্রতিরোধে সক্ষম।
👉 বদহজম রোধ করে কাঁঠাল।
👉 কাঁঠাল রক্তে শর্করা বা চিনির পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে।
👉 রক্ত সংকোচন প্রক্রিয়া সমাধানেও ভূমিকা রাখে।

 #হার্ট_অ্যাটাক!!  আমি মনে করি এই পদ্ধতিটি বৌ, বাচ্চা, বৃদ্ধ সবার জানা/শিখা বাধ্যতামূলক। হার্ট অ্যাটাক হলে  রোগীকে ডাক্ত...
31/05/2021

#হার্ট_অ্যাটাক!!

আমি মনে করি এই পদ্ধতিটি বৌ, বাচ্চা, বৃদ্ধ সবার জানা/শিখা বাধ্যতামূলক।

হার্ট অ্যাটাক হলে রোগীকে ডাক্তার বা হাসপাতালে নিতে নিতেই যা হওয়ার বেশির ভাগ তাই হয়!! একটা তাজা প্রাণ অকালেই ঝড়ে পরে। তাই এই পদ্ধতিটি ৫ মিনিট সময় নিয়ে শিখে নিন, এখন কম বেশি অনেকেরই হার্টে সমস্যা আপনার আপনজনের প্রাণ বাচাতে এটা কাজে লাগতে পারে।

#কিভাবে_বুঝবেন_হার্ট_অ্যাটাক_হয়েছে?

★হঠাৎ করে সুস্থ মানুষ অথবা অসুস্থ বুক চেপে ধরে মুহুর্তের মধ্যে মাটিতে পরে গেছে বা সেখানেই বসে পরেছে।
★বুকে প্রচন্ড চাপ মনে হচ্ছে শ্বাস প্রশ্বাস নিতে পারছে না।
★কথা বলার ক্ষমতা ততক্ষানিক হারিয়ে ফেলতে পারে। কিন্তুু কিছু বলার চেষ্টা করছে।
★শ্বাস-প্রশ্বাস, পালস সব থেমে যেতে পারে এমন অবস্থায়ও ৫-৭ মি. এর মধ্যে যদি এই পদ্ধতি ফলো করেন (CPR) তাহলেও উপকার হলেও হতে পারে।
( সোজা কথা অনেকেই বাংলা মুভি দেখেন অানোয়ার হোসেন এর প্রায় প্রতিটি মুভিতে হার্টঅ্যাটাক হয় এমন লক্ষন পেলেই বুঝবেন)

অনেকেই হার্টঅ্যাটাক ও স্টোক গুলিয়ে ফেলে। হার্ট অ্যাটাক হার্টের স্বাভাবিক কাজ থামিয়ে দেয় এবং স্টোক হচ্ছে প্রেসার বেড়ে গিয়ে ব্রেইনের রক্ত নালী গুলো ফেটে ব্রেইনে রক্তক্ষরন করে।

#হার্ট_অ্যাটাক_হলে_আপনার_করনীয়

★এ্যাম্বুলেন্স বা ডাক্তারকে কল করুন।

১। মুখ, নাকে কোন ময়লা, থু থু আছে কিনা বা জিহ্বা উলটে গিয়েছে কিনা দেখে নিন। থাকলে হাতের কাছে যাই পান (কাপড়) দিয়ে পরিস্কার করে দিন, জিহ্বা উল্টে থাকলে মুখে আঙ্গুল ঢুকিয়ে তা সোজা করে দিন। এরপর দুই চোয়ালের মাঝে দুই দিকে চাপ দিয়ে মুখ খোলা অবস্থায় মুখ দিয়ে ফু দিতে থাকুন (আর্টিফিসিয়াল ব্রিদিং=মাউথ টু মাউথ)।

২। একই সাথে বুকের ঠিক মাঝখানে একটু বায়ে (যেখানে হার্ট থাকে) হাতের তালুর গোড়ালি দিয়ে একটু ধাক্কা (ব্লো) দিন। এরপর ডান হাতের উপর বা হাত রেখে ১-২-৩.... ১-২-৩ এভাবে চাপ দিতে থাকুন। এটা মিনিটে ৭২ বারের মত করতে হয়। অর্থাৎ ঘড়ির কাটার টিক টিক এর চেয়ে একটু বেশি। যা CPR নামে পরিচিত। প্রয়োজনে Youtube এর এই লিং থেকে প্রাকটিকাল ভিডিও টি দেখে নিন। https://youtu.be/4sV56foodCw

৩। ১ ও ২ নম্বর পদ্ধতি ৫/৭ মিনিটের মত করে পালস, হার্ট সাউন্ড (যদি সম্ভব হয়), শ্বাস প্রশ্বাস দেখুন। যদি ফিরে আসে তবে বন্ধ করুন। আর ফিরে না এলে আবার ১ ও ২ রিপিট করুনl
৪। হাত, পা, শরীর হালকা দিতে পারেন।

৫। এতক্ষণে এ্যামবুলেন্স বা ডাক্তার চলে আসবে প্রাথমিক চিকিৎসা ফল আল্লাহর রহমত

নিরাপদ থাকুন, সুস্থ্ থাকুন!!!
শেয়ার করে সবাইকে জানতে সাহায্য করুন।

Rx ট্রিটমেন্ট ফিজিওথেরাপি সেন্টার

#হার্ট_অ্যাটাক!! আমি মনে করি এই পদ্ধতিটি বৌ, বাচ্চা, বৃদ্ধ সবার জানা/শিখা বাধ্যতামূলক। হার্ট অ্যাটাক হলে রোগীকে ডাক....

Planter fascitis (প্ল্যান্টার ফ্যাসাইটিস) বা পায়ের গোড়ালির ব্যাথা :Planter fascia হলো জালের মত বিস্তৃত পুরু একটি লিগামেন...
29/05/2021

Planter fascitis (প্ল্যান্টার ফ্যাসাইটিস) বা পায়ের গোড়ালির ব্যাথা :

Planter fascia হলো জালের মত বিস্তৃত পুরু একটি লিগামেন্ট (সোজা বাংলায় রগ) যা আমাদের গোড়ালি কে সামনের আঙুল গুলোর সাথে যুক্ত করে। এটি পায়ের শক এবজরবার হিসেবে কাজ করে এবং পায়ের বাঁক বা Arch of foot কে সাপোর্ট করে, যা আমাদের হাঁটতে সাহায্য করে। কোনো কারণে এই লিগামেন্টে চিড় ধরলে বা ছিঁড়ে গেলে তাকে Planter Fascitis বলে যা খুব কমন একটি অর্থোপেডিক কমপ্লেইন।

কারণ :

নির্দিষ্ট কোন কারণ নেই তবে অধিক ওজন, অতিরিক্ত হাঁটা বা দৌড়ানো, feet overuse , মহিলাদের উঁচু হিল পড়া, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কাজ করা, খেলাধুলার সময় দূর্ঘটনা ইত্যাদি রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে।

উপসর্গ:

১. সকালে ঘুম থেকে উঠার পর বা অনেকক্ষণ বসার পর পা ফেলতে গেলেই ব্যথা শুরু হয়। কিছুক্ষণ হাঁটাহাঁটি করলে ব্যথা আস্তে আস্তে কমে আসে। বিশ্রাম অবস্থায় ব্যথা থাকে না।

২. অনেক সময় ব্যথা এত তীব্র হয় যে, পায়ে ভর দেয়া যায় না।

৩. ব্যথা পায়ের নিচে হয়ে থাকে, অনেক সময় অবশ্য অবশ্য লাগে।
পায়ের গোড়ালিতে মাঝারি থেকে তীব্র ব্যথা হয়।অনেকের ব্যথা সারাদিনই সমানভাবে অনুভূত হয়।

৪. সকালে বিছানা থেকে নেমে হাঁটতে গেলে গোড়ালিতে ছুরি দিয়ে খোঁচানোর মত তীক্ষ্ণ একধরণের ব্যাথা হয় যা কিছুক্ষণ পর ভালো হয়ে যায়।

৫. পায়ের পাতা বা গোড়ালির মাংসপেশি শক্ত হয়ে যায়।

৬. দৌড়ালে বা লাফালাফি করলে ব্যাথা হতে পারে।

৭. অনেকক্ষণ দাড়িয়ে কাজ করলে বা অনেকক্ষণ বসে থাকার পর উঠতে গেলে গোড়ালিতে ব্যাথা হয়।

পায়ের গোড়ালিতে ব্যথা হলে প্রাথমিক ভাবে ৪-৫ দিন ব্যথার জায়গায় বরফ দিন এবং বিশ্রাম নিন ৷ খালি পায়ে হাঁটা বন্ধ করুন। নরম জুতা পরুন, শক্ত জুতা পরিহার করুন। ৭ দিন পরেও ব্যথা না কমলে বিপিটি/বিএসপিটি করা ফিজিওথেরাপিস্ট এর শরনাপন্ন হোন।

Rx ট্রিটমেন্ট ফিজিওথেরাপি সেন্টার
মাদার এন্ড চাইল্ড কেয়ার হাসপাতাল
বডপুল, আগ্রাবাদ এক্সেস রোড, হালিশহর, চট্টগ্রাম।
যোগাযোগ ঃ 01833921011
01831558375

28/05/2021
আপনার কি পায়ের গোড়ালী তে ব্যথা?হাটতে,  চলতে, ঘুম থেকে উঠলে অসয্যকর ব্যথা অনুভব করেন? ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিকেল শ...
28/05/2021

আপনার কি পায়ের গোড়ালী তে ব্যথা?হাটতে, চলতে, ঘুম থেকে উঠলে অসয্যকর ব্যথা অনুভব করেন?
ডাক্তারের পরামর্শ অনুযায়ী
মেডিকেল শোজুতা আর সেন্ডেল কিনতে লাগে
১০-২০০০০ হাজার টাকা।
অপরদিকে তা না করে মেডিসিনের পাশাপাশি

সঠিক পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপি চিকিৎসা সেবা নিন, মাত্র ২-৫০০০ টাকার মধ্যে অল্প সময়ে সুস্থ হবেন ইন্সাল্লাহ।

Rx ট্রিটমেন্ট ফিজিওথেরাপি সেন্টার
মাদার এন্ড চাইল্ড কেয়ার হাসপাতাল

বডপুল, আগ্রাবাদ এক্সেস রোড,হালিশহর, চট্টগ্রাম।
মহিলাদের কে মহিলা ফিজিওথেরাপিস্ট দ্বারা সেবা দেওয়ার ব্যবস্থা আচে।

যোগাযোগ :01833921011. .......... :01831558375

"ইচ্ছেমাফিক নাপা খেতে নেই"©চেম্বারে রুগী এসেছে , আমিঃ জিজ্ঞাসা করলাম, কি সমস্যা?? রুগীঃ স্যার কিডনি ডেমেজ, সেরাম ক্রিয়েট...
15/04/2021

"ইচ্ছেমাফিক নাপা খেতে নেই"©

চেম্বারে রুগী এসেছে ,
আমিঃ জিজ্ঞাসা করলাম, কি সমস্যা??
রুগীঃ স্যার কিডনি ডেমেজ, সেরাম ক্রিয়েটিনিন ১৪
হিমোগ্লোবিন ৮.৪
আমিঃ কবে থেকে সমস্যা??
রুগীঃ স্যার ১ মাস হলো ধরা পরছে।
আমিঃ ধরেই ১৪ হয়ে গেলো কি করে? আগে টের পান নি??
রুগীঃ না স্যার,বুমী ভাব, পা গুলা ফুলা লাগায় ডাক্তার এর কাছে গেলে ডাক্তার সেরাম ক্রিয়েটিনিন লেভেল পরীক্ষা করে দেখে ১৪। এটা দেখে ডাক্তার সাহেব বলছে ডায়লাইসিস করার জন্য।
আমিঃ আচ্ছা আপনি কি কখনো নাপা, নাপা এক্সটা,পেরাসিট্যামল,ব্যাথার ঔষধ অনেক দিন খেয়েছেন??
রুগীঃ জি স্যার, নাপা খাইতাম একটু শরীর খারাপ লাগলেই।
আমিঃ আহ, কি ক্ষতিটাই না করলেন। কে বলছে আপনাকে কথায় কথায় নাপা, নাপা এক্ট্রা খাইতে??
রুগীঃ স্যার, এগুলাতো অনেকেই খায় তাই আমিও খাইতাম।
আমিঃ আমি আমার এইটুকু বয়সে যতো রুগী দেখেছি তার মধ্যে ৭০% কিডনী ডেমেজ এর রুগী, এবং এই সকল কিডনি রুগী গনের মধ্যে ৭০-৮০% হয় কিছু দিন ব্যাথার ঔষধ খেয়েছে, না হয় নাপা, নাপা এক্সট্রা, প্যারাসিটামল খেয়েছে না হয় এলার্জির ঔষধ দীর্ঘ দিন খেয়েছে।
রুগীঃ আগে জানলে কি আর খাইতাম ?? স্যার এই কথা বলার মানুষ পাই নাই, তাই জানতাম ও না।

"সময় থাকতে বুঝলে ভালো, না হয় যখন বুঝবেন অনেক দেরি হয়ে যাবে। আল্লাহ পাক আপনাদের রক্ষা করুন।"

সুত্রঃ Dr. Syed Golam Gous Ashrafi.

11/04/2021

Address

Chittagong

Telephone

+8801833921011

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rx Treatment Physiotherapy Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Rx Treatment Physiotherapy Center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram