19/06/2022
আজ বিশ্ব বাবা দিবস। অবশ্য আমার কাছে প্রতিদিনই বাবা দিবস। কারণ বাবা হচ্ছে একটি পরিবারের বটবৃক্ষ। একটি পরিবারের আনন্দ, বেদনা, সুখ, দুঃখ সবকিছুর সাথেই জড়িয়ে আছে বাবা নামক শব্দটি। আজ বাবা আমাদের কাছ থেকে অনেক দূরে। তাই যাদের বাবা আছে তাদেরকে অনুরোধ করবো বাবাকে শ্রদ্ধা করুন, ভালোবাসুন। বাবা দিবসে সকল বাবা'র প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা এবং অভিবাদন। ভালো থাকুক জগতের সকল বাবা। ধন্যবাদ।