Claim your Health

Claim your Health আপনাদের সঠিক সেবা দেওয়ায় আমাদের মুল উদ্দেশ্য

নিজের জিবনকে রোগমুক্ত করুন 💪নিয়ম গুলো মেনে রোগমুক্ত থাকুন💪👉রাত্রে তাড়াতাড়ি ঘুমান👈👉সকালে তাড়াতাড়ি উঠুন।👈👉নামাজ পড়ুন।👈👉সকা...
05/11/2022

নিজের জিবনকে রোগমুক্ত করুন 💪
নিয়ম গুলো মেনে রোগমুক্ত থাকুন💪

👉রাত্রে তাড়াতাড়ি ঘুমান👈
👉সকালে তাড়াতাড়ি উঠুন।👈
👉নামাজ পড়ুন।👈
👉সকালে খালি পেটে পানি পান করুন👈
👉কিছু সময় হাটুন👈
👉নিয়মিত হাটুন।👈

বেগুনে আছে উচ্চমাত্রার আঁশ-জাতীয় খাদ্য উপাদান। যা বদ হজম দূর করে। বেগুন আছে ভিটামিন এ, বি, সি, শর্করা, চর্বি, আমিষ, আয়...
05/11/2022

বেগুনে আছে উচ্চমাত্রার আঁশ-জাতীয় খাদ্য উপাদান। যা বদ হজম দূর করে। বেগুন আছে ভিটামিন এ, বি, সি, শর্করা, চর্বি, আমিষ, আয়রন। বেগুন এর উদ্ভিজ্জ আমিষ শরীরের হাড়কে শক্তিশালী এছাড়াও আছে ভিটামিন বি ১, বি ৬, বি ৩, সি, কে।তাহলে আসুন দেখেনিন বেগুন খেলে কী কী উপকার পাওয়া যায়।

বেগুনের উপকারিতা:-

১:ঘা প্রতিরোধ করতে সাহায্য করে:-

জ্বর হওয়ার পর মুখ ও ঠোঁটের কোণের ঘা, জিহ্বার ঘা হয় এই ঘা সাধারণত রিব্লোফ্ল্যাভিন অভাব থাকলে হয়।এছাড়া জ্বর জ্বর ভাব দূর করতে সাহায্য করে।এই রিব্লোফ্ল্যাভিন বেগুনে আছে।তাই বেগুন খেলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন।

২:কোষ্ঠ্যকাঠিন্য দূর ও হজমে সাহায্য করে:-

খাবার হজমে সাহায্য করে এবং কোষ্ঠ্যকাঠিন্য দূর করে।কারণ বেগুনে আছে প্রচুর পরিমাণ আঁশ।এর ফাইবার শরীরের খাদ্য পাকস্থলীতে পরিপাক রসের উৎপাদন বাড়ায় এবং পুষ্টি উপাদান শোষণে সাহায্য করে।

৩:রক্তের মাত্রা বৃদ্ধি করে:-

যাদের রক্ত স্বল্পতা সমস্যা আছে তারা বেগুন খান।কারণ বেগুনে আছে আয়রন।যা শরীরে রক্তের বৃদ্ধি করতে সাহায্য করে।

৪:রক্ত চলাচলে সাহায্য করে:-

যা দেহের রক্ত জমাট বাঁধতে বাধা সৃষ্টি করে না।যার ফলে রক্ত চলাচলের কাজ ঠিক রাখে।কারণ বেগুনে আছে প্রচুর পরিমাণ ভিটামিন ‘ই’ এবং ‘কে’।

৫:জিংকের অভাব দূর করে:-

যাদের ডায়রিয়ার হয় তাদের শরীরে জিংকের অভাব দেখা দিতে পারে।ডায়রিয়া ভালো হয়ে যাওয়ার পর বেগুন খেলে এই জিংকে অভাব পূরণ করবে।
বিস্তারিত জানতে ইনবক্সে মেসেজ দিন অথবা কল করুন এই নাম্বারেঃ০১৮৭৮৯০৬৬৭৮

কাঁচা অবস্থায় পেঁপে সবজি আর পাকা অবস্থায় ফল। এই জন্য পেঁপেকে ফলের রাজা বলা হয়। পেঁপেতে প্রচুর পরিমাণ মিনারেল, অ্যানটিঅ...
29/10/2022

কাঁচা অবস্থায় পেঁপে সবজি আর পাকা অবস্থায় ফল। এই জন্য পেঁপেকে ফলের রাজা বলা হয়। পেঁপেতে প্রচুর পরিমাণ মিনারেল, অ্যানটিঅক্সিডেন্ট এবং ভিটামিন রয়েছে যা স্বাস্থ্যের জন্য উপকারী। শুধু তাই নয়, পেঁপেকে ভিটামিনের স্টোর বলা হয়।জেনে নিন পেপের উপকারিতা গুলো।

১.ব্রণ ও কালো দাগ তুলতে

পাকা পেঁপে কালো দাগ দূর করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। পাকা এক টুকরো পেঁপে নিয়ে আক্রান্ত স্থানে ভালো করে ঘষে দিন। আধা ঘণ্টা রাখুন, তারপর পানি দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে ৩/৪ বার এভাবে করতে থাকেন। পেঁপেতে থাকা প্যাপিন মরা কোষ দূর করে ত্বকের রঙ উজ্জ্বল করে তোলে।

২.হজমশক্তি বাড়াতে

হজমের গোলমাল একটি ব্যাপক সমস্যা। হজমশক্তি কমে গেলে অম্বল হয়ে যায়, মুখে চোকা ঢেকুর ওঠে, পেট ব্যথা শুরু হয়। কখনো চিনচিনে ব্যথা, কখনো ভয়ঙ্কর ব্যথা হয়। কখনো কোষ্ঠ পরিষ্কার হয় না আর কখনো পেট খারাপ হয়। শরীর দুর্বল হয়ে পড়ে, শরীরে অবসাদ দেখা দেয়। পেঁপেতে প্রচুর পরিমাণে এনজাইম আছে যা খাবার হজমে সহায়তা করে থাকে। এছাড়াও প্রচুর পানি ও দ্রবণীয় ফাইবার আছে। যার ফলে হজমের সমস্যায় যে সকল মানুষ ভুগে থাকেন তাঁরা নিয়মিত পাকা বা কাঁচা পেঁপে খেতে পারেন। এক্ষেত্রে পেঁপে খুব উপকারি।

বিস্তারিত জানতে ইনবক্সে মেসেজ দিন অথবা কল করুন এই নাম্বারেঃ০১৮৭৮৯০৬৬৭৮

বাজারে এখন রক্ত-বেগুনি রঙের আঙুরের মতো একধরনের ফল দেখতে পাবেন। শহুরে জীবনে অপরিচিত হলেও দেশের দক্ষিণাঞ্চলের একটি জনপ্রিয়...
25/10/2022

বাজারে এখন রক্ত-বেগুনি রঙের আঙুরের মতো একধরনের ফল দেখতে পাবেন। শহুরে জীবনে অপরিচিত হলেও দেশের দক্ষিণাঞ্চলের একটি জনপ্রিয় ফল কাঁটাবহরী বা বঁইচি। বরিশাল অঞ্চলে এটিকে পায়লা বলা হয়।

জ্যৈষ্ঠ মাস থেকে ফল পাকতে শুরু করে। কাঁচা ফল গোলাকার সবুজ। পাকলে রক্ত-বেগুনি রং ধারণ করে। গোলাকার আঙুরের মতো বঁইচি খেতে অম্ল ও মিষ্টি স্বাদযুক্ত। গ্রামেগঞ্জে সাধারণত খেতের পাশে ঝোপঝাড়ে বঁইচি বেশি জন্মায়। অনেক সময় পাহাড়ের ঢালেও জন্মে।

আর্থরাইটিস প্রতিরোধ করে
এতে প্রচুর ফসফরাস, ক্যালসিয়াম, খনিজ ও জিংক আছে, যা আর্থরাইটিস প্রতিরোধে কাজ করে।

রক্তাল্পতা দূর করে
বঁইচির মতো ফল নিয়মিত খেলে এতে থাকা আয়রন রক্তের পরিমাণ বাড়ায়। নারীদের জন্য এ ফল খাওয়া ভালো।

সর্দি-কাশির উপকার
সর্দি-কাশি সারাতে দারুণ উপকার করে বঁইচি ফল। এতে প্রচুর ভিটামিন এ, সি ও রিবোফ্লোবিন রয়েছে।

ডায়রিয়া প্রতিরোধে
ডায়রিয়া প্রতিরোধ দারুণ কাজ করে এটি

বিস্তারিত জানতে ইনবক্সে মেসেজ দিন অথবা   কল করুন এই নাম্বারেঃ০১৮৭৮৯০৬৬৭৮
25/10/2022

বিস্তারিত জানতে ইনবক্সে মেসেজ দিন অথবা কল করুন এই নাম্বারেঃ০১৮৭৮৯০৬৬৭৮

Address

Muradpor, Police Chekpost Area
Chittagong
4210

Alerts

Be the first to know and let us send you an email when Claim your Health posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Claim your Health:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram