05/10/2025
পুরনো দিনের প্রেম মানে ছিল চিঠি, অপেক্ষা আর ধৈর্য।
নতুন প্রজন্মের প্রেম মানে ইন্সট্যান্ট রিপ্লাই, ভিজিবিলিটি আর অনলাইন অ্যাক্টিভিটি।
পার্থক্যটা কেবল মাধ্যমের নয়, ধৈর্যেরও। আগের প্রজন্ম যেখানে দীর্ঘসময় ধরে সম্পর্ককে গড়ে তুলতে অভ্যস্ত ছিল, আজকের প্রজন্ম চায় দ্রুত উত্তর আর তাত্ক্ষণিক নিশ্চিততা।
ভালোবাসা কিন্তু বদলায়নি বদলেছে প্রকাশের ধরন।
হয়তো আমাদের এখন শেখার দরকার, দ্রুতগতির এই প্রেমেও একটু ধীরতা আনার কৌশল।
© Dr. Munmun Jahan