29/10/2025
“অনলাইন নারী - পুরুষের সম্পর্কের মনস্তত্ব: কে কি নিয়ে চিন্তিত? "
নারী ও পুরুষের মনে এই বিষয়ে উদ্বেগের কারণ এক নয়। এটি “S*x-differentiated mating psychology” নামের তত্ত্ব থেকে বোঝা যায়...
নারীরা সম্পর্কের ক্ষেত্রে নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা (safety & authenticity) নিয়ে বেশি চিন্তিত,
পুরুষরা চিন্তিত থাকে বিশ্বাসঘাতকতা ও এককত্ব (fidelity & exclusivity) নিয়ে।
1. Buss, D. M. (1989).
S*x differences in jealousy: Evolution, physiology, and psychology.
— Psychological Science, 1(4), 251–255.
Buss দেখিয়েছেন: পুরুষরা “sexual infidelity”-তে বেশি ভয় পান,
আর নারীরা “emotional infidelity” বা মানসিক প্রতারণা নিয়ে বেশি ভীত।
2. Buss, D. M., & Schmitt, D. P. (1993).
S*xual Strategies Theory: An Evolutionary Perspective on Human Mating.
— Psychological Review, 100(2), 204–232.
এখানে ব্যাখ্যা করা হয়েছে, নারীরা evolutionary ভাবে এমন সঙ্গী বেছে নেয়, যিনি নিরাপত্তা ও দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি দিতে সক্ষম।
আর পুরুষরা বেছে নেয় যিনি এককভাবে তাদের প্রতি বিশ্বস্ত।
3. Toma, C. L., & Hancock, J. T. (2010).
Looks and lies: The role of physical attractiveness in online dating self-presentation and deception.
— Communication Research, 37(3), 335–351.
এই গবেষণায় দেখা যায়, অনলাইন সম্পর্কে নারীরা ভয় পান প্রোফাইলের “বাস্তবতা” নিয়ে (authenticity concern),
আর পুরুষদের ভয় থাকে “she might be chatting with other men” — অর্থাৎ fidelity concern।
4. Guadagno, R. E., Okdie, B. M., & Kruse, S. A. (2012).
Dating deception: Gender, online dating, and exaggerated self-presentation.
— Computers in Human Behavior, 28(2), 642–647.
নারীরা অনলাইন সম্পর্কের ক্ষেত্রে ব্যক্তিগত নিরাপত্তা ও সম্ভাব্য প্রতারণা নিয়ে বেশি উদ্বিগ্ন।
পুরুষরা চিন্তিত “exclusive attention” ও প্রতিদ্বন্দ্বিতা (competition) নিয়ে।
সংক্ষেপে বলা যায়:
নারী ভাবে “সে আসলেই যেমন বলছে তেমন কি? নিরাপদ তো?”
পুরুষ ভাবে “সে কি শুধু আমার সাথেই কথা বলছে?”
এ দুটো ভয়–ই evolutionary ভাবে স্বাভাবিক ও পর্যবেক্ষণযোগ্য পার্থক্য।
Gender-based cognitive and emotional difference ৩