20/10/2025
🩺✨ জনকল্যাণ হোমিও ক্লিনিকের সফল চিকিৎসা প্রতিবেদন
বিষয়: হাতে-পায়ে অতিরিক্ত ঘাম (Hyperhidrosis) রোগে সফল চিকিৎসা
🧒 রোগীর বিবরণ:
একজন ১০ বছর বয়সী ছেলে, যার হাতে ও পায়ে অতিরিক্ত ঘাম হওয়ার কারণে পড়ালেখায় অত্যন্ত কষ্ট হতো। বিশেষ করে বই, খাতা, কলম ইত্যাদি ধরতে গেলেই ঘামে ভিজে যেতো। দীর্ঘদিন ধরে হাতে-পায়ের অতিরিক্ত ঘাম (Hyperhidrosis) সমস্যায় ভুগছিল সে। তার অভিভাবক বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েও আশানুরূপ ফল পাননি। প্রতিদিন হাত-পা ভিজে থাকায় শিশুটির পড়াশোনা, দৈনন্দিন কাজকর্ম ও সামাজিক জীবনে মারাত্মক অসুবিধা দেখা দেয়।
🌿 চিকিৎসার ফলাফল:
আলহামদুলিল্লাহ! নিয়মিত চিকিৎসা ও পর্যবেক্ষণের মাধ্যমে
রোগী এখন সম্পূর্ণভাবে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরেছে।
হাতে-পায়ের অতিরিক্ত ঘাম একেবারে স্বাভাবিক মাত্রায় ফিরে এসেছে,
ফলে সে এখন আত্মবিশ্বাসের সঙ্গে পড়াশোনা ও অন্যান্য কাজ করতে পারছে।
📣 জনসচেতনতা ও আহ্বান:
জনকল্যাণ হোমিও ক্লিনিক-এ প্রতি জুমা বার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাত্র ৩০ টাকা নামমাত্র রেজিস্ট্রেশন ফি নিয়ে রোগী দেখা হয়,
এবং ঔষধ ও ডাক্তার উভয় সেবা সম্পূর্ণ ফ্রি প্রদান করা হয়।
“এমন জটিল বা দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন যারা,
তাঁরা যেন নির্ভরযোগ্য হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণের জন্য
জনকল্যাণ হোমিও ক্লিনিক-এর সাথে যোগাযোগ করেন।”
এখানে রোগ নির্ণয়ে বৈজ্ঞানিক বিশ্লেষণ, মায়াজমিক মূল্যায়ন
ও অভিজ্ঞ হোমিও চিকিৎসকদের সেবায় বহু জটিল রোগীর সফল আরোগ্য অর্জিত হয়।
📍 যোগাযোগ:
জনকল্যাণ হোমিও ক্লিনিক
বিশ্বস্ত হোমিও চিকিৎসা সেবা কেন্দ্র
📞 মোবাইল: ০১৫৫৯৭২৭০৭০
🏠 ঠিকানা: আদর্শ গ্রাম, জনকল্যাণ হোমিও ক্লিনিক,
৪ নং ওয়ার্ড, মাটিরাংগা পৌরসভা, মাটিরাংগা,
খাগড়াছড়ি পার্বত্য জেলা।
🌐 ফেসবুক আইডি: [জনকল্যাণ হোমিও ক্লিনিক