Comilla Doctors Help

Comilla Doctors Help If you are sick, Knock me. I will Help you dear.

17/07/2025

আবারো এক্টিভ হবো এই পেইজে। সময়ের অভাবে এক্টিভ ছিলাম না এতোদিন।

02/02/2024
15/04/2021

পেয়ে যাচ্ছেন ঘরে বসে আপনার প্রয়োজনীয় ঔষধ, হ্যাঁ ঠিকি পড়েছেন ঔষধ!🤗

আমাদের কার্যক্রম তাদের জন্য
যাদের মার্কেট এ যেয়ে ঔষধ আনতে অসুবিধা হয়,
যাদের বাবা মা অনেক দূরে
যারা বাহিরে আছেন
আর অনেকেই আছেন সময় নষ্ট করতে চায় না🤗

আজ আমার খুবি লক্ষি কাস্টমার ১৪২ টাকার ঔষধ নিয়েছেন ৫০ টাকা চার্জ দিয়ে। কারন ওনার ঔষধ আনার লোক ছিল না। আমাদের পেজের পারফেক্ট কাস্টমার❤️🥰। আর উনি হাতে পেয়ে খুব খুশিও হয়েছেন❤️
এভাবেই একটু একটু করে আগাবো। খুব দ্রুত একটা ডেলিভারি বয় ঠিক করবো। অনেকের রাতে ইমারজেন্সি ঔষধ লাগছে। ❤️ আপনার ঘরের ঔষধ এর দ্বায়িত্ব টা আমাদের দিতেই পারেন,আশা করি নিরাশ হবেন না😊
পেইজঃ অনিকা মেডিকেল হল

06/02/2020

আপনারা হেল্প পাবেন আশা করি।
লাইক দিয়ে পাশে থাকবেন আশা করি।
https://www.facebook.com/Medicine-Shop-108247320744758/

ঘরে বসে প্রয়জনীয় ওষুধ পেতে নক দিন ইনবক্সে প্রেশক্রিপশন সহো।

20/02/2019

বর্তমান যুগ অতি আধুনিক। তাই সেই আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলতে অনেকেই চলে যায় ভুল পথে । অনেকে হয়ে যায় মাদকাসক্ত । তাই আপনার আশেপাশে বা আপনার পরিচিত বা আপনার কোন আত্মীয়, যদি থেকে থাকে তাকে রিহ্যাবে দিয়ে দিন। নিচে কুমিল্লার কয়েকটি রিহ্যাব সেন্টারের নাম দিলাম। ভর্তির সময় যোগাযোগ করবেন ।।যত টাকা কম রাখা যায় আমরা অনুরোধ করব।এবং সেবার মান নিশ্চিত করবো।
১।অন্তর রিহ্যাব সেন্টার
২।স্বপ্ন রিহ্যাব সেন্টার
৩।জাগরন রিহ্যাব সেন্টার
৪।আদর রিহ্যাব সেন্টার
৫। দর্পণ রিহ্যাব সেন্টার
ধন্যবাদ

20/02/2019

আপনারা যে সকল হসপিটালে গেলে আমাদের থেকে সাহায্য পাবেন সেই সকল হসপিটাল এর লিস্ট নিচে দেয়া হল ।
১। সিডি পাথ হসপিটাল
২। মুক্তি হসপিটাল
৩। মেডি কম্প্লেক্স
৪।সান মেডিকেল সার্ভিস
৫।ভিক্টোরিয়া হসপিটাল
৬। মেডিকেয়ার হসপিটাল
৭। নাভানা হসপিটাল
৮।মিশন হসপিটাল
৯। হিউম্যান হসপিটাল
১০। ল্যাব ওয়ান ডায়াগনস্টিক সেন্টার
১১।পপুলার হসপিটাল
১২।রেটিনাল ডায়গনস্টিক সেন্টার
১৩। এশিয়া মেডিকেল সার্ভিস
১৪। ডি এইচ হসপিটাল
১৫। হলি ফ্যামিলি হাসপাতাল
১৬। হলি এইড হসপিটাল
১৭।ল্যাব সিটি ডায়াগনস্টিক

20/02/2019

আমার হাজব্যান্ড একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট । ওনার কুমিল্লা অনেক প্রাইভেট হসপিটাল এর মালিকের সাথে বন্ধুত্ব আছে । তাই আমি চাচ্ছি যে আপনারা যারা হসপিটালে যেয়ে সুযোগ-সুবিধা ঠিকমতো পান না তাদের জন্য কিছু করব ।এমনকি যাদের টাকা পয়সার অনেক সমস্যা থাকে তাদেরকেউও যাতে কিছু সাহায্য করতে পারি সেই চেষ্টা করব। আমার হাজব্যান্ড যেটা বন্ধু হিসাবে কমিশন পাবে সেটা আপনাদের দিয়ে দিব । আপনাদের সাহায্য করতে পারলে আমি খুশী হবো। রোগীদের থেকে টাকা পেলে এতদিন দান করে দিতাম। কিন্তু ভাবলাম যদি অন্য ভাবে এখন থেকে কাউকে সাহায্য করতে পারি খুশি হব... আমার হাজবেন্ডের যে সকল হাসপাতাল এর সাথে লিংক আছে সেই সকল হাসপাতালের লিস্ট নিচে দিয়ে দিব আপনারা দেখে নিবেন । ইভেন আপনাদের যখন কোন স্পেশালিস্ট ডক্টর লাগবে যেমন এস সি পি এস ডক্টর । আমরা তখন হাসপাতালে মালিকদের ফোন করে জেনে নিবো ।কখন কোন ডাক্তার ,কটার সময়্কো‌ন হাসপাতালে বসবে । তার পরে আপনাদেরকে জানিয়ে দিব । আমাদের ফোন নাম্বার থাকবে। ফোন নাম্বার পাবলিক করতে চাচ্ছি না। আপনারা ইনবক্স করবেন ,আপনাদের সমস্যার কথা লিখে। আমরা দ্রুত আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। ভালো থাকবেন যে কোন প্রয়োজনে যখন তখন ইনবক্সে নক করবেন। আপনারা একটু উপকার পেলে আমি ভীষণ খুশি হব,
ধন্যবাদ

20/02/2019

কেমন আছেন সবাই?

Address

Cumilla
Chittagong
3500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Comilla Doctors Help posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram