04/04/2025
আসসালামু আলাইকুম
এই পেজের সকল সদস্য কে আমার পক্ষ থেকে অনেক অভিনন্দন। একটু জানাতে দেরি হয়েছে, সেজন্য দুঃখিত।
সকলের অবগতির জন্য আমি জানাতে চাই যে অত্যন্ত সৎ উদ্দেশ্য নিয়ে সকলের মঙ্গল কামনায়, আমি এই পেজটি খুলেছিলাম মূলত আমার পরিচিত এবং বান্ধবীদের হালাল উপায়ে বিবাহের সাক্ষী হওয়ার জন্য।
কিন্তু বিশেষ কিছু দিক বিবেচনা করে আমার পক্ষে এই কাজটি চালিয়ে যাওয়া সম্ভব নয় এবং এটি আমি সিরিয়াসলি শুরু করে ও সেটি বন্ধ করছি।
কিন্তু এই পেজটিকে আমি চালিয়ে রাখতে চাই মানুষে মানুষের বন্ধন তৈরির জন্য, বন্ধুর সাথে বন্ধুর বন্ধন বজায় রাখার জন্য, মানুষে মানুষের সম্পর্ক টিকিয়ে রাখার জন্য। এটাও এক ধরনের ম্যাট্রিমনি তবে সেটি সকল মানুষের সাথে সকলের সম্পর্ক গড়ার প্রত্যয়ে। তাই আমি আমার নিজস্ব কিছু চিন্তাভাবনা এবং কিছু অভিজ্ঞতা শেয়ার করে কিংবা উপদেশ মূলক কিছু মনে হলে সেটা শেয়ার করে নিতে চাই। এই পেজের সকল কিছুই আমার একান্ত ব্যক্তিগত ধ্যান-ধারণা চিন্তা চেতনা থেকেই আমি পোস্ট করব এবং সেটি কাউকে আঘাত দিয়ে নয়।
এতে কিছু প্রাপ্তির গল্প হতাশার গল্প আশার গল্প আঘাতের গল্প এবং টক ঝাল মিষ্টি সবকিছুই থাকবে ইনশাআল্লাহ।
আমি আবারও আমার সকল শুভাকাঙ্ক্ষী বান্ধবীদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং প্রার্থনা করছি তারা যেন সকলেই তাদের মনের মত পরিশ্রমী, সৎ, নিষ্ঠাবান জীবন সঙ্গী পায়।