Dr Md Abul Bashar

Dr Md Abul Bashar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr Md Abul Bashar, Surgeon, Islami Bank Hospital Agrabad, Chittagong.

Dr. Md Abul Bashar, ENT specialist at National Hospital Chattogram with prior experience in Chittagong,
Senior Consultant ENT at 250 Bedded General Hospital Chattagram

কানে ঘণ্টা বাজা বা ভোঁ ভোঁ শব্দ? এটি সাধারণ নয়!“Tinnitus” নামের এই সমস্যা অনেক সময় হঠাৎ শুরু হয়—কখনো শব্দদূষণ, কখনো কানে...
03/12/2025

কানে ঘণ্টা বাজা বা ভোঁ ভোঁ শব্দ? এটি সাধারণ নয়!

“Tinnitus” নামের এই সমস্যা অনেক সময় হঠাৎ শুরু হয়—কখনো শব্দদূষণ, কখনো কানের ইনফেকশন, আবার কখনো BP বা Thyroid জনিত কারণে।
অনেকেই এটাকে অবহেলা করেন, কিন্তু দীর্ঘদিন চলতে থাকলে শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে।
👉 কয়েকদিন ধরে কানে আওয়াজ শুনলে দ্রুত ENT বিশেষজ্ঞ দেখান।

চিকিৎসা নিন সময়মতো, সুস্থ থাকুন সবসময়।
চেম্বার —
চেম্বার ১: ন্যাশনাল হসপিটাল এন্ড সিগমা ল্যাব
📍 ১৪/১৫, মেহেদিবাগ, চট্টগ্রাম
🕔 সময়: শনি – বৃহস্পতি বিকাল ৫টা – সন্ধ্যা ৭টা
📞 সিরিয়াল: 01712109668
চেম্বার ২: ইসলামি ব্যাংক হসপিটাল
📍 ৩, শেখ মুজিব রোড (বনানী কমপ্লেক্স বিপরীতে), আগ্রাবাদ, চট্টগ্রাম
🕖 সময়: শনি – বৃহস্পতি সন্ধ্যা ৭টা – রাত ১০টা
ঠিকানাঃ ১৫/এ রোড–২, কাতালগঞ্জ পাটারি পাড়া, পাঁচলাইশ, চট্টগ্রাম।📞 সিরিয়াল: 01830575892
চেম্বার ৩ :ইবনে সিনা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার , চট্টগ্রাম
পরামর্শের জন্য–হটলাইন : ০৪৬৩০০০৮৬২৬,
📍সময় : বিকাল ৪টা থেকে বিকাল ৫.৩০টা (শনি থেকে বৃহস্পতিবার)
আপনার সমস্যার সমাধান একটি অভিজ্ঞ ডাক্তারের হাতে দিন। সঠিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন!

নাকে বারবার সর্দি জমে? কারণ হতে পারে অ্যালার্জি, অবহেলা করবেন নাঅনেকেই ভাবে সর্দি মানেই ঠান্ডা লেগেছে—কিন্তু বেশিরভাগ ক্...
02/12/2025

নাকে বারবার সর্দি জমে? কারণ হতে পারে অ্যালার্জি, অবহেলা করবেন না

অনেকেই ভাবে সর্দি মানেই ঠান্ডা লেগেছে—কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটি হয় অ্যালার্জির কারণে। বারবার নাকে সর্দি জমা, হাঁচি, চোখ চুলকানো—এগুলো প্রায়ই “Allergic Rhinitis”-এর সাইন। সময়মতো চিকিৎসা না নিলে সাইনাস ইনফেকশন, মাথাব্যথা, ঘুমের সমস্যা পর্যন্ত দেখা দিতে পারে।
👉 দীর্ঘদিনের সর্দি-কাশি সারাতে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।
ডাঃ মোহাম্মদ আবুল বশর
নাক, কান, গলা রোগ বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন
সিনিয়র কনসালট্যান্ট (ইএনটি), চট্টগ্রাম জেনারেল হাসপাতাল
চিকিৎসা নিন সময়মতো, সুস্থ থাকুন সবসময়।
চেম্বার —
চেম্বার ১: ন্যাশনাল হসপিটাল এন্ড সিগমা ল্যাব
📍 ১৪/১৫, মেহেদিবাগ, চট্টগ্রাম
🕔 সময়: শনি – বৃহস্পতি বিকাল ৫টা – সন্ধ্যা ৭টা
📞 সিরিয়াল: 01712109668
চেম্বার ২: ইসলামি ব্যাংক হসপিটাল
📍 ৩, শেখ মুজিব রোড (বনানী কমপ্লেক্স বিপরীতে), আগ্রাবাদ, চট্টগ্রাম
🕖 সময়: শনি – বৃহস্পতি সন্ধ্যা ৭টা – রাত ১০টা

ঠিকানাঃ ১৫/এ রোড–২, কাতালগঞ্জ পাটারি পাড়া, পাঁচলাইশ, চট্টগ্রাম।📞 সিরিয়াল: 01830575892
চেম্বার ৩ :ইবনে সিনা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার , চট্টগ্রাম
পরামর্শের জন্য–হটলাইন : ০৪৬৩০০০৮৬২৬,
📍সময় : বিকাল ৪টা থেকে বিকাল ৫.৩০টা (শনি থেকে বৃহস্পতিবার)

আপনার সমস্যার সমাধান একটি অভিজ্ঞ ডাক্তারের হাতে দিন। সঠিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন!

02/12/2025
02/12/2025
29/11/2025

বাচ্চার কানে জীবিত অনেকগুলো জীবিত পোকা। কানের তীব্র ব্যথা অস্থির।কানের ভিডিও endoscopy এর মাধ্যমে ধারণকৃত ভিডিও।

নাক দিয়ে প্রায় সময় রক্ত যায়, অনেক পরীক্ষা নিরীক্ষা করছে কিন্তু কিছুই ধরা পড়ে না। চেম্বার  এএন্ডোস্কোপি পদ্ধতিতে দেখ...
24/11/2025

নাক দিয়ে প্রায় সময় রক্ত যায়, অনেক পরীক্ষা নিরীক্ষা করছে কিন্তু কিছুই ধরা পড়ে না। চেম্বার এএন্ডোস্কোপি পদ্ধতিতে দেখার পরে দেখা যায় টিউমার সদৃশ mass.
তাই কোন কিছু অবহেলা করা উচিত নয়।

আগামীকাল শুক্রবার সকাল ৯ টা থেকে ইউনিক হাসপাতালে রোগী দেখব ইনশাআল্লাহ।
20/11/2025

আগামীকাল শুক্রবার সকাল ৯ টা থেকে ইউনিক হাসপাতালে রোগী দেখব ইনশাআল্লাহ।

16/10/2025

আসসালামু আলাইকুম,
আগামীকাল ভিডিও সকাল ৯ টা থেকে বারোটা পর্যন্ত চকরিয়া ইউনিক হাসপাতালে রোগী দেখবো ইনশাল্লাহ।
প্রয়োজনে ০১৮৭৯৭৪০০২৭

অযথা কান খোঁচাখুঁচি করার পরিণাম :কানে অনাকাঙ্ক্ষিত  শব্দ, কান  ভারি ভারি মনে হয়, মনে হয় যেন কানটা বন্ধ হয়ে আছে। অনেক ...
30/09/2025

অযথা কান খোঁচাখুঁচি করার পরিণাম :

কানে অনাকাঙ্ক্ষিত শব্দ,
কান ভারি ভারি মনে হয়, মনে হয় যেন কানটা বন্ধ হয়ে আছে। অনেক সময় কানের শ্রবণশক্তি দিন দিন কমতে থাকে। এই সমস্যাগুলো নিয়ে রোগী উপস্থাপন করার পর আমি কানের এন্ডোসকপি পরীক্ষার মাধ্যমে দেখতে পাই গানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ গানের পর্দা টাই ছিদ্র করে ফেলছে। জিজ্ঞাসা করে জানলাম কারণে অকারনে কান খোঁচাখুঁচি করার অভ্যাস আছে। যার ফলে কানের পর্দা ছিদ্র হয়ে গেছে।

থাইরয়েড কী?থাইরয়েড হলো গলার সামনের দিকে অবস্থিত একটি প্রজাপতির মতো দেখতে হরমোন উৎপাদনকারী গ্রন্থি। এটি শরীরের বিপাকক্রিয়...
14/08/2025

থাইরয়েড কী?
থাইরয়েড হলো গলার সামনের দিকে অবস্থিত একটি প্রজাপতির মতো দেখতে হরমোন উৎপাদনকারী গ্রন্থি। এটি শরীরের বিপাকক্রিয়া, ওজন, তাপমাত্রা, হৃদস্পন্দন, ঘুম ও মনোভাবের ওপর নিয়ন্ত্রণ রাখে।
থাইরয়েডের প্রধান হরমোন:
▪️ T3 (Triiodothyronine)
▪️ T4 (Thyroxine)
এই হরমোন দুটি শরীরকে সচল রাখে—অর্থাৎ কতটা শক্তি তৈরি হবে, কতটা দ্রুত শরীর কাজ করবে, তা নির্ধারণ করে।
থাইরয়েডের দুই প্রধান সমস্যা:
১. হাইপোথাইরয়েডিজম (Hypothyroidism)
যখন থাইরয়েড কম হরমোন তৈরি করে
লক্ষণ:
ক্লান্তিভাব
ওজন বেড়ে যাওয়া
ঠাণ্ডা লাগা
চুল পড়া ও ত্বক শুষ্ক হওয়া
মনোযোগে ঘাটতি ও বিষণ্নতা
মূল কারণ:
হ্যাশিমোটো ডিজিজ
আয়োডিনের ঘাটতি
থাইরয়েডের আংশিক অপসারণ
২. হাইপারথাইরয়েডিজম (Hyperthyroidism)
যখন থাইরয়েড অতিরিক্ত হরমোন তৈরি করে
লক্ষণ:
ঘাম হওয়া ও গরম লাগা
দ্রুত হৃদস্পন্দন
ওজন কমে যাওয়া
নার্ভাসনেস বা উদ্বিগ্নতা
ঘুমের সমস্যা
মূল কারণ:
গ্রেভস ডিজিজ
থাইরয়েড নডিউল
অতিরিক্ত আয়োডিন
থাইরয়েড সমস্যা নির্ণয়ের উপায়:
TSH, T3 ও T4 রক্ত পরীক্ষা
থাইরয়েড স্ক্যান ও আলট্রাসোনোগ্রাফি
অ্যান্টিবডি টেস্ট (Autoimmune সমস্যা শনাক্তে)
চিকিৎসা:
▪️ হাইপোথাইরয়েডিজমে: হরমোন রিপ্লেসমেন্ট ওষুধ (যেমন লেভোথাইরক্সিন)
▪️ হাইপারথাইরয়েডিজমে: অ্যান্টিথাইরয়েড ওষুধ, রেডিওআইডিন থেরাপি বা অপারেশন
যা মনে রাখা জরুরি:
১. থাইরয়েড সমস্যা থাকলে আজীবন নজরদারি দরকার।
২.নিয়মিত রক্তপরীক্ষা করে চিকিৎসকের পরামর্শে চলা উচিত।
৩.নিজের মতো করে ওষুধ শুরু বা বন্ধ করা বিপজ্জনক হতে পারে।
৪.স্বাস্থ্যকর জীবনযাপন ও মানসিক চাপ নিয়ন্ত্রণ রাখতে হবে।
৫.একটি সুস্থ জীবন শুরু হয় সঠিক জ্ঞান ও সচেতনতায়।
থাইরয়েডকে অবহেলা নয়—জেনে রাখুন, যত্ন নিন!
সংগৃহীত।।
এ বিষয়ে অভিজ্ঞ:
ডাঃ মোহাম্মদ আবুল বশর
নাক, কান, গলা রোগ বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন
সিনিয়র কনসালট্যান্ট (ইএনটি), চট্টগ্রাম জেনারেল হাসপাতাল
চিকিৎসা নিন সময়মতো, সুস্থ থাকুন সবসময়।
চেম্বার —
চেম্বার ১: ন্যাশনাল হসপিটাল এন্ড সিগমা ল্যাব
📍 ১৪/১৫, মেহেদিবাগ, চট্টগ্রাম
🕔 সময়: শনি – বৃহস্পতি বিকাল ৫টা – সন্ধ্যা ৭টা
📞 সিরিয়াল: 01712109668
চেম্বার ২: ইসলামি ব্যাংক হসপিটাল
📍 ৩, শেখ মুজিব রোড (বনানী কমপ্লেক্স বিপরীতে), আগ্রাবাদ, চট্টগ্রাম
🕖 সময়: শনি – বৃহস্পতি সন্ধ্যা ৭টা – রাত ১০টা
📞 সিরিয়াল: 01830575892
আপনার সমস্যার সমাধান একটি অভিজ্ঞ ডাক্তারের হাতে দিন। সঠিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন!

Address

Islami Bank Hospital Agrabad
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Md Abul Bashar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category