11/10/2025
ঘুমের মান কেন এত গুরুত্বপূর্ণ। স্লিপ এপ্নিয়া রুগীর জানতে হবে:
স্লিপ অ্যাপনিয়ার সবচেয়ে বড় সমস্যা হলো এটি ঘুমের মান নষ্ট করে দেয়। খারাপ ঘুম মস্তিষ্কের অকাল বার্ধক্য ঘটায় এবং হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ওজন বৃদ্ধিসহ নানা শারীরিক সমস্যার ঝুঁকি বাড়ায়।
তাই প্রতিটি স্লিপ অ্যাপনিয়া রোগীর উচিত CPAP ব্যবহারের পাশাপাশি ঘুমের মান উন্নত করার দিকে মনোযোগ দেওয়া।
ঘুমের মান বাড়ানোর সবচেয়ে কার্যকর উপায় হলো ভালো "স্লিপ হাইজিন" বজায় রাখা।
ভালো স্লিপ হাইজিন মানে এমন অভ্যাস গড়ে তোলা যা শরীরকে প্রাকৃতিকভাবে ও গভীরভাবে ঘুমাতে সাহায্য করে।
এতে অন্তর্ভুক্ত:
✅ প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানো ও জাগা
✅ ঘরকে শান্ত, অন্ধকার ও ঠান্ডা রাখা
✅ ঘুমের আগে কফি, চা, অ্যালকোহল ও ধূমপান এড়ানো
✅ ঘুমানোর অন্তত এক ঘণ্টা আগে স্ক্রিন (মোবাইল/টিভি) বন্ধ রাখা
✅ দিনে নিয়মিত ব্যায়াম ও সূর্যের আলোতে থাকা
স্লিপ অ্যাপনিয়ার রোগীদের জন্য এসব অভ্যাস খুবই গুরুত্বপূর্ণ।
এগুলো ঘুমের মান উন্নত করে, দিনের ক্লান্তি কমায় এবং CPAP থেরাপির কার্যকারিতা বাড়াতে সাহায্য করে।
ভালো অভ্যাস → ভালো ঘুম → ভালো স্বাস্থ্য
Tags: Sleep Apnea, স্লিপ এপ্নিয়া, স্লীপ এপ্নিয়া