Dr. Mamun Miazi

Dr. Mamun Miazi If U've any question about health or disease,
just knock me, i'll try my best to give you a better solution.. BE WELL

For better life style and living standards..
15/10/2025

For better life style and living standards..


With The Lancet – I just got recognized as one of their top fans! 🎉
14/10/2025

With The Lancet – I just got recognized as one of their top fans! 🎉

Bismillahir Rahmanir Raheem
27/09/2025

Bismillahir Rahmanir Raheem

ইউরোপের যে দেশগুলো স্বীকৃতি দেবে বলে বলেছে, তারা স্বীকৃতি দিলে আর বাকি থাকবে ৪০-৪১টা ইনশাআল্লাহ
29/08/2025

ইউরোপের যে দেশগুলো স্বীকৃতি দেবে বলে বলেছে, তারা স্বীকৃতি দিলে আর বাকি থাকবে ৪০-৪১টা ইনশাআল্লাহ

আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দান করেন, আমীন।
আর মাত্র ক'টা দেশ বাকি, যারা অনেক শক্তিশালী 😔
এতো ক্ষতির পরেও, টিকে আছে তারা, যারা ঈমানদার

(আপনি চাইলে ফিলিস্তিনের পতাকা কমেন্ট না করে 🍉 চিহ্ন লিখুন। তরমুজ প্রতীক এর মানে হলো, অনেক দেশে ফিলিস্তিনের পতাকা আকা বা প্রদর্শন নিষিদ্ধ! তাই এই 🍉 ইমোজি দেখলেই বুঝবেন এটা ফিলিস্তিনের পতাকা।
আপনিও চেষ্টা করুন।)
🍉❤️🇧🇩

🎉 Just completed level 3 and I'm so excited to continue growing as a creator on Facebook! Love and Respect 😇💝🫡
29/08/2025

🎉 Just completed level 3 and I'm so excited to continue growing as a creator on Facebook!

Love and Respect
😇💝🫡

08/04/2025

চুল পড়া রোধে কিছু ঘরোয়া সমাধান:

শুধু নারীরা নন, চুল পড়া সমস্যা নিয়ে
জর্জরিত নারী পুরুষ নির্বিশেষে
সবাই। একটা সময় আমরা দেখেছি যে
আমাদের নানি দাদীরা তাদের
শেষ বয়সে এসেও মাথা ভর্তি চুল
নিয়ে ঘুরে বেড়িয়েছেন, আর এখন
এইসব অনেকটা গাল গল্পের মতো
শোনায়। বর্তমান সময়ে দেখা যায়
অনেক কম বয়সী ছেলে মেয়েরাই এই
চুল পড়া সমস্যা নিয়ে বিব্রত। অল্প
বয়সে মাথায় টাক পড়ে যাওয়ার
মতো লজ্জাজনক আর কিচ্ছু হয়না।

চুল পড়ে যাওয়ার জন্য একক
কোন কারণকে দায়ী করা যায়না।
বিভিন্ন কারণে চুল পড়ে যেতে
পারে,
যেমন- পরিবেশ দূষণ, পানি সমস্যা,
খাবারের সমস্যা, অতিরিক্ত
কেমিক্যাল হেয়ার প্রোডাক্ট ব্যবহার করা,
শারীরিক অসুস্থতা ও চুলের সঠিক যত্ন
না করা। কথা হল সমস্যা যেমন থাকে
তেমন তার সমাধানও থাকে,
আমাদের কেবল জানতে হয় সঠিক
সমাধান প্রক্রিয়া ও প্রয়োগ।

আসুন আজ দেখি কোন কেমিক্যাল বা
বাজারজাত হেয়ার প্রোডাক্ট
ব্যবহার না করেই ঘরোয়া ভাবে
আপনি আপনার চুল পড়া সমস্যার
সমাধান করতে পারবেন।

**নারিকেলের দুধ-

নারিকেলের দুধ চুলের জন্য একটি
উচ্চমানের পুষ্টি উপাদান যা মাথার
ত্বক নারিশ করে চুলের গ্রোথ
বাড়িয়ে তোলে। চুল পড়া রোধে
আপনি নারিকেল থেকে দুধ বের করে
সেটা চুলের গোঁড়ায় ম্যাসাজ করলে
চুল পড়া রোধ হয়। এটি চুল পড়া বন্ধ
করার একটি অন্যতম সহজ ও কার্যকরী
উপাদান।

** অ্যালোভেরা-

অ্যালোভেরা জেল সরাসরি নিয়ে
বা অ্যালোভেরা জুস বানিয়ে
আপনি আপনার মাথার ত্বকে
লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন। এক
থেকে দুই ঘণ্টা রেখে দিন পরে
হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
অ্যালোভেরার প্রাকৃতিক ভেষজ
উপাদান মাথার ত্বক সুস্থ রাখে এবং
ড্রাই মাথার ত্বক স্বাভাবিক করে
যার ফলে চুল পড়া প্রায় অনেকটাই
কমে আসে।

** অয়েল ম্যাসাজ-

আজকাল অনেকেই চুলে তেল দেওয়া
একদম পছন্দ করেন না। কিন্তু
স্বাস্থ্যোজ্জ্বল চুল ও চুল পড়া বন্ধ
করতে তেলের বিকল্প হয়না। আপনি
যদি প্রতিদিন না সম্ভব হলেও
সপ্তাহে কমপক্ষে ৩ টা দিন রাতে
ঘুমাতে যাওয়ার আগে হালকা গরম
তেল আপনার মাথার ত্বকে ম্যসাজ
করেন তাতে মাথার ত্বকে রক্ত
চলাচল স্বাভাবিক হয়ে চুল পড়া রোধ
করে চুলের বৃদ্ধি বাড়িয়ে তুলবে।

এক্ষেত্রে নারিকেল তেল সবচেয়ে
ভালো কাজ করে, তবে আপনি
চাইলে অলিভ অয়েল, জোজোবা,
মাস্টারড, কাস্টার ও অ্যালমন্ড
অয়েলও ব্যবহার করতে পারেন।

** নিমপাতা-

নিম গাছ হল বিধাতা প্রদত্ত প্রকৃতির
এক অনন্য উপকারী এমন এক আশীর্বাদ
যাতে প্রয়োজনীয় সব উপাদান স্তরে
স্তরে সাজানো রয়েছে। এটিতে
অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-
ফাংগাল, অ্যান্টি-ভাইরাল,
অ্যান্টি-সেপটিক, অ্যান্টি-
ডায়াবেটিক ও সেডাটিভ
প্রাকৃতিকভাবেই বিদ্যমান। চুল পড়া
কমাতে এই নিম পাতার কোন তুলনা
হয়না।

আপনি নিমপাতা পরিমাণ
মতো নিয়ে তাতে পানি মিশিয়ে
জ্বালাতে থাকুন যতক্ষণ পানি কমে
অর্ধেক আকার ধারণ নয়া করে। এবার
এই পানি ঠাণ্ডা করে আপনার মাথা
ধুয়ে ফেলুন। প্রতি সপ্তাহে একবার
এটি ব্যবহার করলেই আপার চুল পড়া
কমে আসবে।

**আমলা-

কিছু শুকনা আমলা নিয়ে নারিকেল
তেলের মধ্যে দিয়ে জ্বালাতে
থাকুন যতক্ষণ নয়া তেল কালো হয়ে
যায়। এবার এই তেল আপনার মাথার
ত্বকে ম্যাসাজ করুন দেখবেন চুল পড়া
বন্ধ হবে। আবার আপনি চাইলে আমলা
বেটে এর সাথে শিকাকাই
মিশিয়ে পেস্ট করে তা মাথায়
লাগাতে পারেন, এটাও চুল পড়া
কমাতে খুব কাজে দেয়।

বিঃদ্রঃ যাদের চুল ড্রাই তারা
শিকাকাই ব্যবহার করবেন না।

** গ্রিন টি-

চুল পড়া রোধে আপনি নিশ্চিন্তে
গ্রিনটি ব্যবহার করতে পারেন। দুইটি
গ্রিনটি ব্যাগ নিয়ে এক কাপ
পানিতে ফুটিয়ে সেই পানি
ঠাণ্ডা করে মাথায় ও চুলে লাগান।
এটি এক ঘণ্টা আপনার চুলে রেখে
পরে ধুয়ে ফেলুন।

**মেহেদী -

চুলের যত্নে মেহেদির ব্যবহার সেই
প্রাচীন কাল থেকে হয়ে আসছে।
আপনি চুল পড়ে যাওয়া কমাতে
মেহেদিও ব্যবহার করতে পারেন।
অনেকের ধারণা বেশি বেশি
শ্যাম্পু করলে চুল পড়ে যায় আর এই
ধারণা থেকে তারা ঠিকঠাক চুল
পরিষ্কার করা থেকে বিরত থাকেন।
যার ফলাফল নোংরা ও অপরিষ্কার
চুল থাকার ফলে এমনিতেই চুল পড়তে
শুরু করে। তাই সব সময় চুল পরিষ্কার
পরিচ্ছন্ন রাখুন।

শেয়ার করে আপনার বন্ধুকেও
জানিয়ে দিন। ধন্যবাদ।


06/02/2025

কোষ্ঠকাঠিন্য সমাধানঃ

কোষ্ঠকাঠিন্য একটি প্রচলিত সমস্যা। বিভিন্ন কারণে কোষ্ঠকাঠিন্য হয়। অনেক সময় এটি থেকে ক্যানসারও হতে পারে। তবে খাদ্যাভ্যাস ও জীবনযাপনের ধরন পরিবর্তন করে কোষ্ঠকাঠিন্য ঠিক করা যায়।

প্রশ্ন : কোষ্ঠকাঠিন্য বলতে আমরা কী বুঝি?

উত্তর : কোষ্ঠকাঠিন্য শব্দটা শুনতে একটু কঠিন। এর মানে শক্ত পায়খানা হওয়া বা প্রতিদিন পায়খানা না হওয়া। একেই সাধারণত আমরা কোষ্ঠকাঠিন্য বলে জানি।

পায়খানার অভ্যাসটা আসলে সবার একরকম নয়। অনেকের একবার বা দুবার বাউয়েল নড়াচড়া করে। অনেকের দুদিন পর বাউয়েল নড়ে। অনেক দেশে এমনও আছে যে সপ্তাহে একদিনও নড়ে। এটা মানুষের খাদ্যতালিকা বা খাদ্যাভ্যাস আবহাওয়া, জিনগত কারণ- অনেক কিছুর ওপরই নির্ভর করে।

তবে আমাদের দেশে আমরা সাধারণভাবে যে খাবার খেয়ে অভ্যস্ত, সেগুলোতে প্রতিদিন পায়খানা হওয়াটাই স্বাভাবিক। এটা যদি না হয় অথবা খুব কঠিন হয়, শক্ত হয়, যেটা রোগীর জন্য সমস্যা তৈরি করে। একেই সাধারণ ভাষায় কোষ্ঠকাঠিন্য বলি।

প্রশ্ন : সাধারণত কী কী কারণে পায়খানা এমন শক্ত হয়?

উত্তর : সচেতন হলে এই রোগটি অনেকটা প্রতিরোধ করা যায়। তবে মূল সমস্যা হলো খাদ্যাভ্যাস। আমাদের যে খাদ্যাভ্যাস সেখানে যদি আঁশযুক্ত খাবার কম হয়ে যায়, পানির পরিমাণ কম হয়ে যায়, সেই সব ক্ষেত্রে দেখা যায় একটি কোষ্ঠকাঠিন্যের প্রবণতা তৈরি হয়। এর সঙ্গে যদি কেউ উচ্চ পরিশোধিত খাবার খায়, যেমন শুকনো খাবার খায়, আবার এখন যেটি প্রচলিত অভ্যাস হয়ে যাচ্ছে- জাংক ফুড খায়, মাংস বেশি খায় (যেটা আমরা ছোট বাচ্চাদের ক্ষেত্রে খুব বেশি পাই) -এ থেকে সমস্যা হয়। প্রতিটি পরিবারেই মনে হয় এটি একটি সমস্যা যে শিশুরা মাংস বেশি খাচ্ছে, শাক সবজি এগুলো খাচ্ছে না।

আমাদের ঐতিহ্যগত খাবারগুলো থেকে বেরিয়ে বাচ্চারা অনেক বেশি বার্গার, শুষ্ক খাবার বিশেষ করে মাংস বেশি খাচ্ছে। মুরগির মাংস বা গরুরু মাংস- এগুলোর দিকে বেশি ঝুঁকে যাচ্ছে।

একটি বাচ্চার খাদ্যাভ্যাস তো আসলে ছোটবেলা থেকে গড়ে ওঠে। দেখা যায়, অনেক তরুণরাও কিন্তু এখন সবজি খাচ্ছেন না। বেশির ভাগই জাংক ফুড খাচ্ছে। এটি একটি বড় কারণ। খাদ্যতালিকার মধ্যে অবশ্যই প্রতিদিন শাক অথবা সবজি থাকতে হবে এবং একটি নির্দিষ্ট পরিমাণ পানি পান করতে হবে।

আরো একটি বিষয় রয়েছে, দেখা যায় যে কিছু মানুষের একটি বিশেষ ধরনের খাবারে পায়খানাটা শক্ত হয়ে যাচ্ছে। একেকজনের একেকটি খাবারে এমন সমস্যা হয়। কারো একটু হয়তো হজমে সমস্যা হচ্ছে। একটু পাতলা পায়খানা হয়ে যায় আবার অনেকের পায়খানা শক্ত হয়ে যায়। কেউ যদি একটু সচেতনভাবে খেয়াল করে, যে এই খাবারটি খেলে ওনার একটু সমস্যা হয় ওটাকে একটু এড়িয়ে যেতে হবে। এটি একটি বড় কারণ।

আরেকটি কারণ রয়েছে। কিছু ওষুধ আমাদের খেতে হয়। আমরা প্রেসক্রাইব করি, কিছু অ্যান্টিবায়োটিক- এগুলোতেও অনেক সময় পায়খানা শক্ত হয়।

প্রশ্ন : কোষ্ঠকাঠিন্য হলে আর কী কী সমস্যা হয়?

উত্তর : এনাল ফিসার হয় (মলদ্বার ছিঁড়ে রক্ত পড়া)। পায়খানা যখন দীর্ঘমেয়াদি শক্ত হয়, আমাদের একটি প্রবণতা থাকে, ওষুধ খাওয়া। কিছু সিরাপ পাওয়া যায় এগুলো সারাতে। সাধারণভাবে ধারণা হলো, ‘এটি খেলাম নরম হয়ে গেল’। তবে আসলে এটি কিন্তু সমাধান নয়। কারণ, আপনি দেখেন একসময় ওষুধটি বন্ধ করবেন। বন্ধ করলে দেখা যায় আবার শক্ত হয়ে গেল। যখন বারবার এভাবে ছিঁড়ে যেতে থাকে, তখন ছেঁড়া চামড়াটা একটু বেরিয়ে যায়। সেখানে অস্বস্তি হয়।

অনেক সময় দীর্ঘস্থায়ী ঘা থাকতে থাকতে এখানে ফোড়ার মতো হয়। এই ফোড়া অনেক সময় ফেটে গিয়ে ফিস্টুলা হয়ে যায়। জটিলতার দিকে যায়।

আবার যদি দীর্ঘমেয়াদি কোষ্ঠকাঠিন্য থাকে সেই ক্ষেত্রে হেমোরয়েড হয়। একে আমরা পাইলস বলেও জানি।

আমাদের মলদ্বারের ভেতরে কিছু, গুচ্ছ গুচ্ছ রক্ত শিরা থাকে। সে গুচ্ছ রক্তশিরা ফুলে ওঠে। সেখান থেকে রক্তপাত হয়। একে আমরা হেমোরয়েড বলছি।

আর সবচেয়ে বড় সমস্যা হলো কোষ্ঠকাঠিন্য দীর্ঘদিন থাকলে কোলন ক্যানসার হওয়ার ঝুঁকি বেশি হয়। কোষ্ঠকাঠিন্যকে ছোট করে দেখার উপায় একেবারেই নেই।

প্রশ্ন : কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে আপনাদের পরামর্শ কী থাকে?

উত্তর : ছোটবেলা থেকেই খাদ্যাভ্যাসের দিকে নজর দিতে হবে। বড় যিনি হয়ে গিয়েছেন, কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন, তাঁদেরও খেয়াল করে দেখতে হবে আমার খাদ্যাভ্যাসটা কেমন। অনেক সময় দেখা যায় যে স্বাভাবিক খাবার খেয়েও কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে। তখন আমরা পরামর্শ দিই, ইসবগুলের ভুষি খেতে। এটি প্রধান পরামর্শ। এরপর পায়খানা নরম হয়ে গেল বলে যে খাদ্যাভ্যাসটা ছেড়ে দিতে হবে তা কিন্তু নয়। এটা সব সময় মেনে চলতে হবে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে ইসবগুলের ভূসি খুব ভালো প্রাকৃতিক উপাদান।

এ ছাড়া কিছু মেডিকেশন আছে যেগুলো সাময়িকভাবে পায়খানা নরম করে। সেগুলো দিই। কিছু সিনথেটিক আঁশও পাওয়া যায় এখন। এগুলোকে আমরা খাওয়ার পরামর্শ দিই। বাউয়েল অভ্যাসটা পরিবর্তন হতেও সময় লাগে। ওই সময়ের জন্য আমরা পায়খানা নরম করার ওষুধ দিই।

খুব চাপযুক্ত জীবন, অনেক রাত জেগে থাকা, ঘুম ঠিকমতো না হওয়া, পানি বেশি না খাওয়া- এ রকম সমস্যাগুলো থাকলে বের করে সমাধান করলে প্রায় ৯৯ ভাগ রোগী কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে পারে।

প্রশ্ন : কোষ্ঠকাঠিন্যের জন্য এনাল ফিসার হলে আপনারা এর চিকিৎসা কীভাবে করে থাকেন?

উত্তর : এনাল ফিসারের ক্ষেত্রে প্রথমে আমরা পায়খানা নরম করতে বলি। পায়খানা নরম হলে বেশির ভাগ এনাল ফিসার ঠিক হয়ে যায়। পায়খানা ঠিকমতো হতে থাকলে এটি শুকনো অবস্থায় থাকে। পায়খানা হয়তো একটু শুকানো অবস্থায় থাকে, তবে এতে কোনো সমস্যা হয় না। সারা জীবন কোনো সমস্যা না করেই থাকতে পারে।

তবে এমন যদি হয় কোনো রোগীর ক্ষেত্রে পায়খানা নরম হওয়ার পরও এনাল ফিসারটি নিরাময় হচ্ছে না, ওখানে জ্বালাপোড়া হচ্ছে, বা পায়খানা করতে অসুবিধা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা একটি অস্ত্রোপচার করি। খুবই সাধারণ ছোট একটি অস্ত্রোপচার। তবে এতে রোগী ভালো হয়ে যায়। পাশাপাশি তার কোষ্ঠকাঠিন্যও ঠিক হয়ে যাবে।

সৌজন্যে:
Health Tips - স্বাস্থ্য বার্তা

Metabolism and Hypothalamus- The relation
08/01/2025

Metabolism and Hypothalamus- The relation

27/04/2024

ক্রিকেট খেলায় কোনও কনফিউশান থাকলে, থার্ড আম্পায়ারকে কল করা হয়।

তিনি একশান রিপ্লে দেখেন!

ক্যামেরা আসার পর, এই সুবিধাটা হয়েছে..

মাঠে থাকা আম্পায়ার আঙুল দিয়ে একটা চারকোণা বায়বীয় বক্স এঁকে দেখান...
সাথে সাথে থার্ড আম্পায়ার কাজে নেমে পড়েন!

"এই উপজেলা নির্বাচনে যেই জয়ী হোক, আশা করি আমাদের বর্তমান মিডিয়া থার্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন!

জাস্ট একটু একশান রিপ্লে দেখিয়ে; উনাকে মনে করিয়ে দিবেন, উনি নির্বাচনের আগে কি ছিলেন :P

❝কারণ, সব লেভেলের প্রার্থীকেই দেখলাম ভোটের জন্য রাস্তায় রাস্তায় সবার সাথে হাত মিলাচ্ছেন...
ময়লা ঝাড়ু দিচ্ছেন ...
রিকশাচালকদের বুকে টেনে নিচ্ছেন...
একজনকে দেখলাম, তার পাশ দিয়ে যাওয়া ঠেলাগাড়িটা কিছুটা ঠেলে চালকের কষ্ট কমিয়ে দিচ্ছে!❞

আরেকজনকে দেখলাম রাস্তায় পাশের চা এর দোকানে বসে রং চা খাচ্ছেন...
খাওয়া শেষে জোর করে চা ওয়ালাকে চা এর দাম দিলেন...
যাওয়ার সময় কেতলি থেকে নিজেই গরম পানি নিয়ে চায়ের কাপটাও ধুয়ে দিলেন!❞
..চোখে পানি এসে যাওয়ার মতো অভূতপূর্ব দৃশ্য!”

নির্বাচনের তারিখ আর কয়েকটা দিন পিছালে; এদের নিজ হাতে ঝাড়ু দেয়া, ডাস্টবিনে উঁকি দেয়া...
তথা এদের অমায়িকতার ঠ্যালায়, দেশ ঝকঝকে তকতকে হয়ে যেত!!

কিন্তু আফসোস...
খুব দ্রুত নির্বাচন সম্পন্ন করতে হবে!

আর ভোটের পরে কি দৃশ্য হবে তা কম বেশী সবাই আমরা জানি :P

❝ইসস... কোনও প্রার্থী, ৫ বছরের জন্য নির্বাচিত না হওয়ার পরেও যদি প্রতি প্রার্থীকে প্রতি বছর তার জনপ্রিয়তা রিনিউ করতে হতো, তখন কি মজাটাই না হতো!

আমাদের তো প্রতি বছর; ‘ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট রিনিউ করতে হয়’... ‘গাড়ির ফিটনেস রিনিউ করতে হয়’; তবে কি জনপ্রতিনিধিদেরও ফিটনেস/গ্রহণযোগ্যতা রিনিউ করার ব্যবস্থা থাকা উচিত না ??❞

“যে দেশে; প্রতি বছরই চা-ওয়ালারা জন প্রতিনিধিদের কাছ থেকে চায়ের দাম পাবে, রিকশাওয়ালারা ঝাপ্পি পাবে, ঠেলাওয়ালা জায়গা মতো ঠেলা পাবে...
সেই দেশে, আর যাই হোক, ক্ষুধা পেটে কেউ মরবে না!"

কিন্তু এটা তো একটা আকাশকুসুম কল্পনা...
জনপ্রিয়তা রিনিউ করার সিস্টেম এতো সহজে দেশে আসবে না! 😔

'আর তাই, মিডিয়ার কাছে যেহেতু সব রেকর্ড আছে, আশা করি থার্ড আম্পায়ারের দায়িত্ব তারাই পালন করে যাবে'

বা, কোনও প্রার্থী বেলাইনে চলে যাচ্ছে দেখতে পেয়ে, তার দিকে তাকিয়ে আঙুল দিয়ে একটা চারকোণা বায়বীয় বক্স এঁকে অন্তত দেখাই!

আকাল্মান্দকে লিয়ে, ইশারাই কাফি হ্যা..

© Arif R Hossain
একটু কাটাকুটিঃ Dr. Mamun Miazi

আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দান করেন, আমীন। আর মাত্র ক'টা দেশ বাকি, যারা অনেক শক্তিশালী 😔 এতো ক্ষতির পরেও, টিকে আছে...
27/04/2024

আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দান করেন, আমীন।
আর মাত্র ক'টা দেশ বাকি, যারা অনেক শক্তিশালী 😔
এতো ক্ষতির পরেও, টিকে আছে তারা, যারা ঈমানদার

(আপনি চাইলে ফিলিস্তিনের পতাকা কমেন্ট না করে 🍉 চিহ্ন লিখুন। তরমুজ প্রতীক এর মানে হলো, অনেক দেশে ফিলিস্তিনের পতাকা আকা বা প্রদর্শন নিষিদ্ধ! তাই এই 🍉 ইমোজি দেখলেই বুঝবেন এটা ফিলিস্তিনের পতাকা।
আপনিও চেষ্টা করুন।)
🍉❤️🇧🇩

পবিত্র কুরআন শরীফে আছে,"মানুষ কি ভেবেছে আমি তার অস্থিসমুহ একত্র করতে পারব না? অবশ্যই আমি সক্ষম এমনকি তার আঙ্গুলের আগাকেও...
01/04/2024

পবিত্র কুরআন শরীফে আছে,
"মানুষ কি ভেবেছে আমি তার অস্থিসমুহ একত্র করতে পারব না? অবশ্যই আমি সক্ষম এমনকি তার আঙ্গুলের আগাকেও পূণরায় সৃষ্টি করতে।"
আজ থেকে প্রায় সাড়ে চৌদ্দশত বছর আগের লোকেরা ফিঙ্গার প্রিন্ট সম্পর্কে খুব কমই জানত। তবে কেন আল্লাহ কোরআন এ ফিঙ্গার প্রিন্ট এর তুলনা দিয়েছেন?

আসুন একটু জেনে নিই।
১৮৭৫সালে জেন জিন্সেন নামক এক ইংলিশ বিজ্ঞানি আবিস্কার করেন যে আঙ্গুলের ছাপ একটি অসাধারন বিষয়। এর রেখার ধরন একটি আরেকটির চেয়ে ভিন্ন এবং সম্পূর্ণ আলাদা। এবং আপনি যা কিছু ছোঁবেন তাতেই আপনার আঙ্গুলের ছাপ বসে যাবে, এটা সবারই জানা কথা।
তবে ১৪০০বছর আগের লোকেরা এ ব্যাপারে খুব কম জানতেন!
এই আঙ্গুলের আগার রেখার গঠন এবং গড়ন মাতৃগর্ভের প্রথম তিন মাসে হয়।
এর অনেক ব্যাখ্যা রয়েছে।
একটি হল মানুষের সকল চারিত্রিক বৈশিষ্ট্য এই আঙ্গুলের ছাপে এনকোডেড রয়েছে।
সুতরাং আমাদের পুনরুত্থান এর সময় আল্লাহ আমাদের শরীর পুরাপুরি ফিরিয়ে দিবেন এবং আমাদের বিচার করবেন, আর শুধু আঙ্গুলির মাথার ছাপ দিয়েই আমাদের সকল চারিত্রিক বৈশিষ্ট্য জানা সম্ভব।

আঙ্গুলের আগাকে এক কথায় ডাটা ব্যাংক বলা জেতে পারে।
নিশ্চয় ডিএনএ একটি অতি মূল্যবান আবিষ্কার।
ডিএনএ আবিস্কার হবার পর এই ধারনা বদলে গেছে যে, কোষ তার অবস্থিত এলিমেন্ট নিয়ে একটি সাধারন সৃষ্টি নয়।
আরও বিস্তারিত গবেষণায় এর জটিলতা প্রকাশ পেয়েছে!
মানুষের একটি ডিএনএ কোটি কোটি কোড সম্বলিত হয়!
আমাদের চুলের রঙ থেকে শুরু করে নখ পর্যন্ত সকল তথ্য এই কোড এ থাকে!
আঙ্গুলের আগার একটি ডিএনএ এর কোড ছাপালে লক্ষ পৃষ্ঠার হাজার কপি বই হবে।
আর আঙ্গুলের আগার একটি ডিএনএ দিয়ে যে কারো সকল তথ্য জানা সম্ভব।
আল্লাহর আবিস্কারের কোন তুলনা হয়না!
বিজ্ঞানীরাও এখন আর এই সাহস করেন না, এবং মেনে নিতে বাধ্য হয়েছেন যেঃ
"আল্লাহ্ এক এবং অদ্বিতীয়।"

#ইসলাম
#জ্ঞান
#ফিঙ্গারপ্রিন্ট
#জীবন
#ইসলামেরকথা
#ডাক্তারমামুন
#সুস্থথাকুন
#সুস্থ_থাকুন
#মামুন_মিয়াজী

যেমন প্রশ্ন, তেমন উত্তর!
30/03/2024

যেমন প্রশ্ন, তেমন উত্তর!

Address

Chouddagram
Chouddagram
3550

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Mamun Miazi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category