মেডি ক্যাম্পাস- Medi Campus

মেডি ক্যাম্পাস-  Medi Campus ডাক্তার রা সব সময় মানুষের সেবায় নিয়োজিত, তাই তো পৃথিবীতে ডাক্তারী পেশা এখনো ১ নম্বর পেশা ।

পরীক্ষা স্থগিতের নিউজ দেখে সাথে সাথেই বাসের টিকেট কিনে ধরা খেয়েছি, এখন শুনি এটা নাকি ভুয়া ছিলো..আমার  ৬৫০ টাকা পানিতে গে...
10/07/2025

পরীক্ষা স্থগিতের নিউজ দেখে সাথে সাথেই বাসের টিকেট কিনে ধরা খেয়েছি, এখন শুনি এটা নাকি ভুয়া ছিলো..আমার ৬৫০ টাকা পানিতে গেল😂😂

মাশাআল্লাহ এক জন চিকিৎসকের লিখা অনেক সুন্দর।
09/07/2025

মাশাআল্লাহ এক জন চিকিৎসকের লিখা অনেক সুন্দর।

একটি আধুনিক আল্ট্রাসাউন্ডের গল্প এবং চলতি ভাইরাস  টপিক ... 😎
24/01/2024

একটি আধুনিক আল্ট্রাসাউন্ডের গল্প
এবং চলতি ভাইরাস টপিক ... 😎

তার নাম ইয়াহিয়া মোহাম্মাদ আমিন। সাইকোলজিতে তার কোনো ডিগ্রী নাই। পড়াশুনা করেছে আহ্সান উল্লাহ্ বেসরকারী বিশ্ববিদ্যালয়ে ইলে...
21/01/2024

তার নাম ইয়াহিয়া মোহাম্মাদ আমিন। সাইকোলজিতে তার কোনো ডিগ্রী নাই। পড়াশুনা করেছে আহ্সান উল্লাহ্ বেসরকারী বিশ্ববিদ্যালয়ে ইলেক্ট্রনিক্স এন্ড ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে। সে আহ্সান উল্লাহয় ভর্তি হয়েছিলো ২০০৮ সালে আর বিএসসি পাশ করেছে ২০২০ সালে। সে বিরাট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সেজে চেম্বার খুলে নিয়মিত রোগী দেখছে, ওষুধ দিচ্ছে। তার ফি ঘণ্টায় ১০ হাজার টাকা! ইউটিউবে তার সাবস্ক্রাইবার ছয়লাখের উপর। ভাবতে পারেন? এটা দেখার বাংলাদেশে কেউই নাই।

আসলে কি সত্যি?কেউ কি বিস্তারিত জানেন?

Collected

MBBS শেষ করে BCS করবো, তারপর FCPS করবো, তারপর একটা ১৮ বছরের মেয়ে খুজে বিয়ে করবো, এটাই আমার জীবনের বর্তমান লক্ষ্য
14/01/2024

MBBS শেষ করে BCS করবো, তারপর FCPS করবো, তারপর একটা ১৮ বছরের মেয়ে খুজে বিয়ে করবো, এটাই আমার জীবনের বর্তমান লক্ষ্য

আমার এক্সপেরিয়েন্স শেয়ার করলাম-সাধারণ জনগন আপনারা অসুস্থ  হলে কোথায় যান??হাসপাতালে না কসাইখানায়?ডাক্তাররা যদি কসাই না হয়...
17/12/2023

আমার এক্সপেরিয়েন্স শেয়ার করলাম-
সাধারণ জনগন আপনারা অসুস্থ হলে কোথায় যান??
হাসপাতালে না কসাইখানায়?
ডাক্তাররা যদি কসাই না হয় কসাই আসলে কারা??
আমি এক হসপিটালে নাইট ডিউটি ডাক্তার হিসাবে ছিলাম,রাত নয় টায় একজন স্টোকের রোগী আসলো।আমি দৌড়ায়ে গিয়ে দেখলাম।ট্রিটমেন্ট শুরু করলাম,সাথে কিছু দরকারী পরীক্ষা নিরীক্ষা দিলাম।রাত ১১:৩০ মিনিটে হসপিটাল কর্তৃপক্ষ অন্য হসপিটাল থেকে মেডিসিন এর ১ জন ডাক্তার কল করে আনলো।ভালো, স্যার দেখে আর ও কিছু ঔষধ দিলো।আর আমার দেওয়া প্রয়োজনীয় পরীক্ষা গুলোই করাইতে বলছে,স্যার রোগী দেখে বাহির হওয়ার সময় সিস্টার আমার কাছ থেকে কলম নিয়ে সিড়ির কাছে গিয়ে স্যারকে বাধ্য করেন আর ও কিছু পরীক্ষা -নিরীক্ষা দিতে,পরে স্যার বাধ্য হয়ে আরও কিছু পরীক্ষা দেন।কারণ না হয় স্যারকে অন কলে ডাকবে না আর।তখন স্যার সিস্টারকে বলেন মালিক তা হলে আর এক জন বাড়ছে, সিস্টার তখন হাসি দিয়ে বলে আমরা তা হলে কিভাবে বাচঁবো।তাই সাধারণ জনগন কে বলি, যে হাসপাতালে আপনার রোগের বিশেষজ্ঞ ডাক্তার বসে না। ঐ হাসপাতালে কখনো রোগী নিয়ে যাবেন না,যাইলে আপনাকে বিভিন্ন দিক দিয়ে জবাই করে দিবে, হসপিটাল কর্তৃপক্ষ। আর দোষ দিবেন ডাক্তারদের কে।ধন্যবাদ সবাই কে, সুস্থ থাকুন ভালো থাকুন।

★★★★★★  একটি শোক সংবাদ  ★★★★★★ , ঢাকার ইউনাইটেড হসপিটালের আইসিইউতে ভর্তি কুমিল্লায় সন্ত্রাসী   হামলায় মারাত্নক আহত শিশুর...
23/10/2023

★★★★★★ একটি শোক সংবাদ ★★★★★★ , ঢাকার ইউনাইটেড হসপিটালের আইসিইউতে ভর্তি কুমিল্লায় সন্ত্রাসী হামলায় মারাত্নক আহত শিশুরোগ বিশেষজ্ঞ কুমিল্লা মেডিকেল কলেজের ৬ ষষ্ঠ ব্যাচ এর প্রাক্তন ছাত্র ডাঃ মো: জহিরুল হককে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ আজ (২৩/১০/২৩) সোমবার সকাল ৬-৩০ মিনিটে " মৃত" ঘোষণা করেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহপাক তাঁকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন। আমিন।দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি করছি।

(Collected)

18/07/2023

সেন্ট্রাল হাসপাতালের ২ ডাক্তারের জামিনের খবরটা সস্তিদায়ক নয় , আনন্দেরও নয় !
ডাক্তারদের এটুকুতে সন্তুষ্ট হলে চলবে না। সুরক্ষা আইন না হওয়া পর্যন্ত সরকার এক্সিকিউটিভ অর্ডার জারি করতে পারে যে ডাক্তারদের বিরুদ্ধে বিএমডিসি কর্তৃক দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত কোন ডাক্তারের বিরুদ্ধে মামলা করা যাবে না, গ্রেফতার করা তো দূরের কথা। চিকিৎসকেরা ঐক্যবদ্ধ থাকলে সে দাবী আদায় যে সম্ভব সেটা এই অর্ডারেই বোঝা গেছে।
তাদের খুঁজে বের করুন যারা এই জামিন দেওয়া যাবে না বলে হম্বি তম্বি করেছে। তারা কখনো হাসপাতালে এলে কি কি পরীক্ষা করতে পারেন সেটা কিছুদিন আগের পোস্টেই লিখেছি ।
নেতা চেনা যায় শুধু দুঃসময়ে । বিএমএর বর্তমান সাধারণ সম্পাদক ভবিষ্যতে সরকারী দক্ষিণায় পদ পেতেই পারেন, কিন্তু চিকিৎসকদের মনে যে জায়গা তিনি হারিয়েছেন, সেটা আর কখনো ফিরে পাবেন বলে মনে হয় না।
Collected

22/06/2023

ডেঙ্গি হেমোরেজিক ফিভারে আক্রান্ত হয়ে ৩৯ তম বিসিএসের কর্মকর্তা ডা. এম আরিফুর রহমান আজ ভোরে ঢাকা মেডিকেলের আইসিইউতে মারা গেছেন। ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ হয়েছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

তিনি কুমিল্লা মেডিকেল কলেজের ১৬ তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

বিসিএসে যোগদান করে তিনি জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল কর্মকর্তা হিসেবে কাজ করেছেন।

তিনি ঢাকা মেডিকেল কলেজে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে এমডি ফেইজ-এ-তে অধ্যয়নরত ছিলেন।

আল্লাহ উনাকে জান্নাতুল ফিরদাউস দান করুন।

আমরা গভীরভাবে শোকাহত।

collected

আমার ড্রাইভারের বেতন এই তিন মাসে তিনবার বাড়িয়েছি,কাজের মহিলারাও একই অবস্থা, তারপরও ঘ্যানঘ্যান, একটাই কথা চলতে পারি না।আম...
14/06/2023

আমার ড্রাইভারের বেতন এই তিন মাসে তিনবার বাড়িয়েছি,কাজের মহিলারাও একই অবস্থা, তারপরও ঘ্যানঘ্যান, একটাই কথা চলতে পারি না।
আমি হিসাব করে দেখলাম আমার ড্রাইভার এর বেতন ১৭,০০০+(৩০/৩১×২০০)+ উপরি+প্রতিমাসে মিটিং হলে প্রতি মিটিং এ ২০০ টাকা করে পায়,মাঝে মাঝে খাবার পায়,শুক্রবার সারাদিন থাকলে ৫০০ পায়,সব মিলিয়ে ও পায় ২৫০০০+।
আর পোস্ট গ্রাজুয়েশন করতে আসা আমার পোলাপান পাচ্ছে মাসে ২০,০০০ টাকা,আর আমার ছেলের মাসিক পড়াশোনার খরচ যে কিনা এভারেজ লেবেলের একটা স্কুলে পড়ে তাও ২০,০০০ এর উপরে,তাহলে ছেলে মেয়ে বাবা-মা নিয়ে এসব বুড়ো ছাত্রদের কেমনে চলবে?
একদিন এক রেসিডেন্ট দুপুরে ছুটি চাইল,কোথায় যাও? স্যার ক্রেডিট কার্ডের বিল দিব,পরে জানতে পারলাম সংসার চালানোর জন্য ওরা দুই জন রেসিডেন্ট স্বামী স্ত্রী ক্রেডিট কার্ডের উপর নির্ভরশীল, আর এর কিস্তি দিতে মাসের শুরুতে এদের হিমসিম খেতে হয়।
ওরা আজ এসেছিল এই কাগজ নিয়ে ডিপার্টমেন্টে, আমি বললাম তোমাদের দাবী ন্যায় সংগত,আমার তো ক্ষমতা নেই, ফেসবুকে একটা পোস্ট দিয়ে দিতে পারি।
এদের ন্যায় সংগত সম্নানী কত হওয়া উচিত এটা বিচারের ভার আপনাদের উপরেই,আশা করি বিবেচনা করবেন।

আন্দোলনরত পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষার্থীরা বিসিপিএস এর সেক্রেটারির নিকট লিখিত স্মারকলিপি পেশ করে এই মুহূর্তে বিসিবিএস ক্...
12/06/2023

আন্দোলনরত পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষার্থীরা বিসিপিএস এর সেক্রেটারির নিকট লিখিত স্মারকলিপি পেশ করে এই মুহূর্তে বিসিবিএস ক্যাম্পাসে অপেক্ষা করছে।

বিসিবিএস এর সম্মানিত সেক্রেটারি আন্দোলনরত চিকিৎসকদের আশ্বস্ত করেছেন আজ দুপুর একটা থেকে বিসিপিএস, বিএসএমএমই এবং স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিরা মিটিং করবেন এবং ফলাফল জানাবেন।

এফসিপিএস পার্ট ওয়ান  পরীক্ষার আগে বাfcps part 2 পরীক্ষা দিয়ে এভাবে পরীক্ষার্থীদের অপেক্ষা করতে দেখা যায়। দীর্ঘদিনের ক...
11/06/2023

এফসিপিএস পার্ট ওয়ান পরীক্ষার আগে বা
fcps part 2 পরীক্ষা দিয়ে এভাবে পরীক্ষার্থীদের অপেক্ষা করতে দেখা যায়।
দীর্ঘদিনের কষ্টের সফলতা হাতে পাওয়ার অধীর প্রতীক্ষার পর পাশের সুখবরটা খুশবু ছড়ালে মরা কান্নার মত আনন্দ কান্নার সেই হাউমাউ আওয়াজ আমার কানে এখনো বাজছে। সে আনন্দ সে তৃপ্তি ব্যক্তিবিশেষই জানে।

কিন্তু বৃদ্ধ পিতা-মাতার সন্তানের নিজেদের পেট চালানোর- চুলা জ্বালানোর কষ্ট নিবারণের জন্য ভাতা বৃদ্ধির দাবি নিয়ে এভাবে বসে থাকতে হবে তা আমাদের কল্পনায়ও ছিল না।

যেখানে আছে শুধু লজ্জা, বিরম্বনা, হতাশা আর অনুকম্পা।
স্বাধীনতার 52 বছর পর পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনী চিকিৎসকদের অধিকার আদায়ের জন্য রাস্তায় রাস্তায় ঘুরতে হবে এটা কি আমাদের জানা ছিল?

দেখার কি কেউ নেই??

(Collected)

Address

Comilla
3570

Telephone

+8801630150606

Website

Alerts

Be the first to know and let us send you an email when মেডি ক্যাম্পাস- Medi Campus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to মেডি ক্যাম্পাস- Medi Campus:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram