04/08/2022
ছবি দেখে কবিতা লিখি।
বিষয়ঃ জীবন পথে।
শিরোনামঃ গরিবের জীবন যুদ্ধ।
কলমেঃ ডাঃ বিদেশ কান্তি শর্মা।
তাং ০৪/০৮/২০২২ ইং।
কষ্ট যাদের জীবন সাথী ক্যমনে বুঝবে সুখ,
জন্ম সূত্রে দারিদ্র নিয়ে দিন মজুরি দুখ।
বৃদ্ধা বয়সে কষ্ট করে পেটের দায়ে মাঠে,
জীবিকা নির্বাহে রোজী করে বেলা শেষে হাটে।
হাড়ভাঙ্গা পরিশ্রমের টাকায় শান্তি খুঁজে নীড়ে,
কতো বেলা উপোস থাকে কেউ চায়না ফিরে।
রাতের বেলায় কাজের সন্ধান সকালে যায় চলে,
রোদ বৃষ্টি মাথার উপর স্বস্তি নাহি মিলে।
রোগ নাহি দেহের মাঝে কষ্টে নাহি শোক,
ধার কর্জ চিন্তা মুক্ত হাসিতে থাকে মুখ।
ধনদৌলত দালানকোঠা রুচি নাই তার মনে,
কেটে খাওয়া গরিব মানুষ স্রষ্টা আছে সনে।
বৃদ্ধার সম্বল কোদাল টুকরি মাটি কেটে খায়,
সন্ধ্যা হলে বাাড়ি ফিরে সুখের দিন যায়।
লোভ লালসা খুন খারাপি চরিত্রে নাহি দাগ,
মানবতা নাই বড়লোকের নিতে কষ্টের ভাগ।ছবি দেখে কবিতা লিখি।
বিষয়ঃ জীবন পথে।
শিরোনামঃ গরিবের জীবন যুদ্ধ।
কলমেঃ ডাঃ বিদেশ কান্তি শর্মা।
তাং ০৪/০৮/২০২২ ইং।
কষ্ট যাদের জীবন সাথী ক্যমনে বুঝবে সুখ,
জন্ম সূত্রে দারিদ্র নিয়ে দিন মজুরি দুখ।
বৃদ্ধা বয়সে কষ্ট করে পেটের দায়ে মাঠে,
জীবিকা নির্বাহে রোজী করে বেলা শেষে হাটে।
হাড়ভাঙ্গা পরিশ্রমের টাকায় শান্তি খুঁজে নীড়ে,
কতো বেলা উপোস থাকে কেউ চায়না ফিরে।
রাতের বেলায় কাজের সন্ধান সকালে যায় চলে,
রোদ বৃষ্টি মাথার উপর স্বস্তি নাহি মিলে।
রোগ নাহি দেহের মাঝে কষ্টে নাহি শোক,
ধার কর্জ চিন্তা মুক্ত হাসিতে থাকে মুখ।
ধনদৌলত দালানকোঠা রুচি নাই তার মনে,
কেটে খাওয়া গরিব মানুষ স্রষ্টা আছে সনে।
বৃদ্ধার সম্বল কোদাল টুকরি মাটি কেটে খায়,
সন্ধ্যা হলে বাাড়ি ফিরে সুখের দিন যায়।
লোভ লালসা খুন খারাপি চরিত্রে নাহি দাগ,
মানবতা নাই বড়লোকের নিতে কষ্টের ভাগ।