Dr. B K Sharma

Dr. B K Sharma Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. B K Sharma, Doctor, Ramkot, Ramu, Cox's Bazar.

18/02/2024

নীল দিগন্তে
ছন্দ মালা কবিতা প্রতিযোগিতা।
শিরোনামঃ ফাগুন দিনে।
কলমেঃ ডাঃ বিদেশ কান্তি শর্মা।
স্বরবৃত্ত ছন্দেঃ ৪+৪+৪+২
ছন্দ বিন্যাসঃ কখকখ।
তাং ১৮/০২/২০২৪ ইং।

খুকুমণি রান্নাঘরে
জিজ্ঞেস করে মা'কে,
ফাগুন মাসে কুহু স্বরে
কোকিল কেন ডাকে।
প্রদত্ত
এলো মেলো বাতাস বহে
ঝড়ো হাওয়ার মত,
গাছের পাতা জীর্ণ দেহে
মাটির মাঝে কত।

প্রকৃতি রূপ নতুন সাজে
সবুজ বৃন্তে মুকুল,
প্রভাত কালে ফুলের মাঝে
ভ্রমর গুঞ্জন ব্যাকুল।

16/11/2022

15/11/2022
15/08/2022

সাপ্তাহিক কবিতা প্রতিযোগিতা পর্ব ৬৭
বিষয়ঃ আগস্টের নির্মমতা।
শিরোনামঃনির্মম হত্যা যজ্ঞ।
কলমেঃ ডাঃ বিদেশ কান্তি শর্মা।
তাং ১৪/০৮/২০২২ইং।

ঊনিশ শত পঁচাত্তর সালে
পনেরোই আগস্ট মাস,
বাঙালি জাতির কলঙ্কিত অধ্যায়
চির স্বরণীয় ইতিহাস।

নির্মম হত্যা যজ্ঞ কালোরাত
স্বপরিবার মৃত্যুর লাশ,
রাইফেলের গুলিতে রক্তে রঞ্জিত
ধানমন্ডির বাসায় ব্রাশ।

রাষ্ট্র দ্রোহী পশুর তুল্য
শত্রু সেনার গ্রাস,
নিষ্পাপ শিশু রাসেল সহ
জাতির মাথা নাশ।

দাবা খেলার ঘোড়ার চেকে
শেখ মুজিবের বুকে,
কুচক্রী মহল সুপরিকল্পিত ভাবে
হত্যা করে ডুকে।

আকাশ বাতাস কাক পক্ষি
কান্দে বাঙালি জাতি,
অশ্রু জলে শক্ত পাথর
রাখেনি বংশের বাতি।

সোনার বাংলার রঙিন স্বপ্ন
ধূলো মিশে গেলো,
বর্বর হামলার জাতির পিতা
চির বিদায় নিলো।

টুঙ্গিপাড়ার মুজিব নেতা
আর আসবেনা ফিরে,
পনরোই আগস্ট শোক দিবস
সোনার বাংলা জুড়ে।

04/08/2022

ছবি দেখে কবিতা লিখি।
বিষয়ঃ জীবন পথে।
শিরোনামঃ গরিবের জীবন যুদ্ধ।
কলমেঃ ডাঃ বিদেশ কান্তি শর্মা।
তাং ০৪/০৮/২০২২ ইং।

কষ্ট যাদের জীবন সাথী ক্যমনে বুঝবে সুখ,
জন্ম সূত্রে দারিদ্র নিয়ে দিন মজুরি দুখ।

বৃদ্ধা বয়সে কষ্ট করে পেটের দায়ে মাঠে,
জীবিকা নির্বাহে রোজী করে বেলা শেষে হাটে।

হাড়ভাঙ্গা পরিশ্রমের টাকায় শান্তি খুঁজে নীড়ে,
কতো বেলা উপোস থাকে কেউ চায়না ফিরে।

রাতের বেলায় কাজের সন্ধান সকালে যায় চলে,
রোদ বৃষ্টি মাথার উপর স্বস্তি নাহি মিলে।

রোগ নাহি দেহের মাঝে কষ্টে নাহি শোক,
ধার কর্জ চিন্তা মুক্ত হাসিতে থাকে মুখ।

ধনদৌলত দালানকোঠা রুচি নাই তার মনে,
কেটে খাওয়া গরিব মানুষ স্রষ্টা আছে সনে।

বৃদ্ধার সম্বল কোদাল টুকরি মাটি কেটে খায়,
সন্ধ্যা হলে বাাড়ি ফিরে সুখের দিন যায়।

লোভ লালসা খুন খারাপি চরিত্রে নাহি দাগ,
মানবতা নাই বড়লোকের নিতে কষ্টের ভাগ।

04/08/2022

ছবি দেখে কবিতা লিখি।
বিষয়ঃ জীবন পথে।
শিরোনামঃ গরিবের জীবন যুদ্ধ।
কলমেঃ ডাঃ বিদেশ কান্তি শর্মা।
তাং ০৪/০৮/২০২২ ইং।

কষ্ট যাদের জীবন সাথী ক্যমনে বুঝবে সুখ,
জন্ম সূত্রে দারিদ্র নিয়ে দিন মজুরি দুখ।

বৃদ্ধা বয়সে কষ্ট করে পেটের দায়ে মাঠে,
জীবিকা নির্বাহে রোজী করে বেলা শেষে হাটে।

হাড়ভাঙ্গা পরিশ্রমের টাকায় শান্তি খুঁজে নীড়ে,
কতো বেলা উপোস থাকে কেউ চায়না ফিরে।

রাতের বেলায় কাজের সন্ধান সকালে যায় চলে,
রোদ বৃষ্টি মাথার উপর স্বস্তি নাহি মিলে।

রোগ নাহি দেহের মাঝে কষ্টে নাহি শোক,
ধার কর্জ চিন্তা মুক্ত হাসিতে থাকে মুখ।

ধনদৌলত দালানকোঠা রুচি নাই তার মনে,
কেটে খাওয়া গরিব মানুষ স্রষ্টা আছে সনে।

বৃদ্ধার সম্বল কোদাল টুকরি মাটি কেটে খায়,
সন্ধ্যা হলে বাাড়ি ফিরে সুখের দিন যায়।

লোভ লালসা খুন খারাপি চরিত্রে নাহি দাগ,
মানবতা নাই বড়লোকের নিতে কষ্টের ভাগ।ছবি দেখে কবিতা লিখি।
বিষয়ঃ জীবন পথে।
শিরোনামঃ গরিবের জীবন যুদ্ধ।
কলমেঃ ডাঃ বিদেশ কান্তি শর্মা।
তাং ০৪/০৮/২০২২ ইং।

কষ্ট যাদের জীবন সাথী ক্যমনে বুঝবে সুখ,
জন্ম সূত্রে দারিদ্র নিয়ে দিন মজুরি দুখ।

বৃদ্ধা বয়সে কষ্ট করে পেটের দায়ে মাঠে,
জীবিকা নির্বাহে রোজী করে বেলা শেষে হাটে।

হাড়ভাঙ্গা পরিশ্রমের টাকায় শান্তি খুঁজে নীড়ে,
কতো বেলা উপোস থাকে কেউ চায়না ফিরে।

রাতের বেলায় কাজের সন্ধান সকালে যায় চলে,
রোদ বৃষ্টি মাথার উপর স্বস্তি নাহি মিলে।

রোগ নাহি দেহের মাঝে কষ্টে নাহি শোক,
ধার কর্জ চিন্তা মুক্ত হাসিতে থাকে মুখ।

ধনদৌলত দালানকোঠা রুচি নাই তার মনে,
কেটে খাওয়া গরিব মানুষ স্রষ্টা আছে সনে।

বৃদ্ধার সম্বল কোদাল টুকরি মাটি কেটে খায়,
সন্ধ্যা হলে বাাড়ি ফিরে সুখের দিন যায়।

লোভ লালসা খুন খারাপি চরিত্রে নাহি দাগ,
মানবতা নাই বড়লোকের নিতে কষ্টের ভাগ।

01/08/2022

ছবির ভাবনায় কবিতা পর্ব- ০৫
বিষয়ঃ ক্ষুধা ও অপুষ্টির দুনিয়া।
শিরোনামঃ অভাব।
কলমেঃ ডাঃ বিদেশ কান্তি শর্মা।
তাং ২৯/০৬/২০২২ ইং।

গরিব দুঃখী পাহাড়ি শিশু
অপুষ্টিতে অনেক ভোগে,
অভাব অনটনে দিনাতিপাত
আক্রমণ নানা রোগে।

রাস্তা ঘাটে দেখতে পাই
ভিক্ষার থালা হাতে,
ভয়ভীতি নাই ওদের মনে
স্রষ্টা আছে সাথে।

দেখার মতো মানুষ কোথায়
ইচ্ছা মতো চলে,
কারো মনে দয়া হলে
ভাতের কথা বলে।

কতো বেলা উপোস থাকে
কেউবা কি দেখে,
ক্ষুধার জ্বালায় পড়ে থাকে
ধুলাবালি গায়ে মেখে।

গরিব দুঃখী স্বপ্ন দেখে
ধনীর মতো ভবে,
অভাব তাদের নিত্য সাথী
যায়না দুঃখ তবে।

জন্ম সূত্রে অভাব ঘরে
স্বভাব যায়না ভুলে,
কর্মের ফসল স্রষ্টার লীলা
কপাল নাহি খুলে।

01/08/2022

সাপ্তাহিক কবিতা প্রতিযোগিতা পর্ব-৬৬
বিষয়ঃ শ্রাবণ ধারা।
শিরোনামঃ পাগল ধরা।
কলমেঃ ডাঃ বিদেশ কান্তি শর্মা।
তাং ২২/০৭/২০২২ইং।

শ্রাবণ মাসে গগন জুড়ে
কালো ধূসর মেঘে,
অঝোর ধারায় বৃষ্টি ঝরে
উঠছে চাষি জেগে।

শ্রাবণ ধারা বজ্র বৃষ্টি
পাগলপারা ধরা,
নদী নালা খালে বিলে
অথৈ জলে ভরা।

বাদলা দিনে মন উদাসীন
যাই অজানা দেশে,
কদম তলায় প্রেমের ছোঁয়ায়
বৃষ্টি ভিজি মিশে।

থৈথৈ করে জল রাশি
উপচিয়ে যায় কূল,
এমন দিনে প্রিয়তমা নাই
ভালোবাসা ছিল ভুল।

রিমিঝিমি নুপুর তালে
এক নাগাড়ে বৃষ্টি,
শৈশব কালের স্মৃতি ভাসে
হৃদয়ে বুদবুদ সৃষ্টি।

প্রকৃতি সাজে সবুজ রঙে
পরিপূর্ণ সজীবতা,
শ্রাবণ ধারা ঋতুর খেলা
বাহির হলে ছাতা।

শ্রাবণ ধারায় বন্যা প্লাবিত
কৃষক মনে কষ্ট,
দু-কূল উপচিয়ে জমির ফসল
হয়ে যায় নষ্ট।

30/07/2022

সাপ্তাহিক কবিতা প্রতিযোগিতা পর্ব- ৬৯
কবিতা উন্মুক্ত।
শিরোনামঃ নারীর প্রতারণা।
কলমেঃ ডাঃ বিদেশ কান্তি শর্মা।
তাং ২৯/০৭/২০২২ ইং।

ঘরের গৃহিণী বধূ নিত্য সাজতে চান,
টাকার অভাবে স্বামী নির্যাতনে যান।

অবুঝ গৃহিণী বধূ বুঝতে নাহি পান,
লক্ষ টাকা যৌতুক দিয়ে পুনরায় কি চান।

স্বামী বলে হালের বলদ কভু নাহি হবো,
লক্ষ টাকা পেয়ে আমি সুখ নাহি পাবো।

উচ্চ বিলাসী নারী যারা স্বামী নাহি মানে,
বর্তমানে সমান অধিকার ভয় করেনা মনে।

বিধির লিখা আছে বলে বিয়ে হলো ছলে,
ধর্ম কর্ম বাদ দিয়ে নিজের ইচ্ছে চলে।

ডিজিটাল যুগে ফ্যাশন জগৎ হরেক রকম বস্ত্র,
পর্দার বাঁধন ছিড়ে তারা নারী নামে অস্ত্র।

কাঁধে ব্যাগ কানে মোবাইল কতো লোকের ফোন,
যথা ইচ্ছা গমন নারী অনেকের হয় বোন।

বাঁধা দিলে জ্বলে উঠে তুমি বলবে কেন,
আমার ইচ্ছায় আমি চলবো স্বাধীন রাষ্ট্র যেন।

সুখের সংসারে আগুন জ্বেলে পর পুরুষের সাথী,
ক্ষণিকের সুখ দেহ শান্তি ভোগ বিলাসিতায় মাতি।

রূপের বড়াই আমোদ ফুর্তি ইহকালে মাঝে তাজা,
পরকালে যাই জবাব নাহি নরক কুন্ডে সাজা।

এই ধরনের নারী যদি কারো জুটে ভবে,
চির জীবন ভুলের মাসুল দিতে হবে তবে।

সুখের সংসার স্বামী স্ত্রী দুইজন মিলে হয়,
দোষে গুনে সংসার টিকে শাস্ত্রে প্রমান রয়।

24/07/2022

ছবির ভাবনায় কবিতা পর্ব-০৭
শিরোনামঃ অনাথ শিশু।
কলমেঃ ডাঃ বিদেশ কান্তি শর্মা।
তাং ১৩/০৭/২০২২ইং।

অনাথ শিশুর ভিক্ষার জীবন
টিক ঠিকানা নাই,
স্রষ্টাই তাদের বাঁচার ভরসা
জীবন যুদ্ধে যাই।

সন্ধ্যা হলে আশ্রয় খুঁজে
ধনীর সিঁড়িতে ঘুমায়,
কোথায় পাবে থাকার জায়গা
পিতামাতা হীন ধরায়।

জন্ম সূত্রে ফুটপাতে ঠাঁই
সর্বহারা জীবন পথে,
ভাইবোন মিলে ভিক্ষা খুঁজে
দ্বারে দ্বারে রথে।

সুখে দুখে দেখার মানুষ
নেইতো তাদের কেহ,
নিজের স্বার্থে সবাই ব্যস্ত
মানবতা হীন দেহ।

রোদ বৃষ্টি শীতের কাঁপন
সহ্য করে ভবে,
অতি কষ্টে জীবন যাপন
অনাথ শিশু সবে।

মাতৃ স্নেহে বড় করে
বড় ভাই জনি,
কোলে পিটে সঙ্গের সাথী
ছোট বোন মনি।

Address

Ramkot, Ramu
Cox's Bazar
4730

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. B K Sharma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category