Dr.Mohammad Abdul Mannan

Dr.Mohammad Abdul Mannan General And Endo-laparoscopic Center

নিরাপদ সার্জারি সেবা খুঁজছেন?--------------------------------------------------------------------ল্যাপারোস্কপি, লেজার‌, ...
01/09/2025

নিরাপদ সার্জারি সেবা খুঁজছেন?
--------------------------------------------------------------------
ল্যাপারোস্কপি, লেজার‌, লংগো, এন্ডোস্কোপি, কোলনস্কোপি সহ সকল অত্যাধুনিক সার্জারি সেবা এখন আপনার দোরগোড়ায়!

পাইলস-ফিশার-ফিস্টুলা, পিত্তে পাথর, ব্রেস্ট, হার্নিয়া সহ সকল ধরনের জেনারেল ও ক্যান্সার সার্জারি পেতে আজই যোগাযোগ করুন:

ডাঃ মোঃ আব্দুল মান্নান
জেনারেল ও এন্ডো-ল্যাপারোস্কপিক সার্জন
(পাইলস-ফিশার-ফিস্টুলা, পিত্তে পাথর, হার্নিয়া, স্তন টিউমার, বার্ন, ট্রমা,
ডায়াবেটিক ফুট ও ক্যান্সার সার্জারি ব্যবস্থাপনায় উচ্চতর প্রশিক্ষনপ্রাপ্ত)

নিম্নোক্ত বিষয়ে বিশেষজ্ঞ সেবা প্রদান করে চলেছেনঃ
 পেটে ব্যথা, ক্ষুধামন্দা, বদহজম, গ্যাস্ট্রিক আলসার
 খাদ্যনালী এবং পাকস্থলী টিউমার বা ক্যান্সার
 জন্ডিস, পিত্তে পাথর, পিত্তনালীর প্রদাহ ও টিউমার
 মলদ্বারের ফিশার/ ফিস্টুলা/ পাইলস, টিউমার এবং কোলন ক্যান্সার
 স্তনে ব্যথা/ফোঁড়া/চাকা অথবা স্তন ক্যান্সার
 হার্নিয়া, অণ্ডকোষ ব্যাথা, ফুলে যাওয়া ও অণ্ডকোষের টিউমার
 লিভার, প্যানক্রিয়াজ, স্প্লিন এর প্রদাহ ও টিউমার
 মলদ্বারে ঘা/ জ্বালা-পোরা/ মলের সাথে রক্তপাত
 চামড়ার ফোঁড়া/ চর্বির টিউমার/ ত্বকের দাগ জনিত সমস্যা
 পিঠ ও কোমরের ব্যথা
 খৎনা/ মুসলমানি
 প্লাস্টিক ও কসমেটিক সার্জারি
 ডায়াবেটিস জনিত পায়ের ক্ষত বা ফুট আলসার
 কাঁটা- ছেঁড়া, অ্যাকসিডেন্ট ও পোড়া জনিত সমস্যা

এছাড়াও তিনি দক্ষ ও অভিজ্ঞ হাতে নিম্নোক্ত অপারেশন করে থাকেনঃ
 পাইলস রোগে মেশিনের মাধ্যমে রক্তপাতহীন লংগো অপারেশন
 মলদ্বারের ফিশার ও ফিশ্তুলা অপারেশন
 পাকস্থালি ও খাদ্যনালীর টিউমার বা ক্যান্সার অপারশন
 পিত্ত্যে পাঁথরের জন্য অত্যাধুনিক ল্যাপারোস্কপিক পদ্ধতিতে পেট না কেটে ছিদ্র করে অপারেশন
 চামড়া ও পেটের সকল টিউমার ও ক্ষতের অপারেশন
 এপেনডিকস, হার্নিয়া এবং ভেরিকোসিল অপারেশন
 সকল ধরনের ট্রমা, এক্সিডেন্ট ও পোড়া জনিত ড্রেসিং এবং অপারেশন
 পেটের তীব্র ব্যথা, ফুলে যাওয়া বা পায়খানা বন্ধ হওয়া জনিত সকল ধরনের ইমারজেন্সি অপারেশন
 ক্যান্সার অপারেশন.
----------------------------------------------










আলহামদুলিল্লাহ আরেকটি পেরিএনাল অ্যাবসেস (পায়খানার রাস্তায় ফোড়া )অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে.
26/08/2025

আলহামদুলিল্লাহ আরেকটি পেরিএনাল অ্যাবসেস (পায়খানার রাস্তায় ফোড়া )অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে.

আলহামদুলিল্লাহ আরো একটি  স্তনের টিউমারের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে.
25/08/2025

আলহামদুলিল্লাহ আরো একটি স্তনের টিউমারের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে.

24/08/2025

বাংলাদেশে মহিলাদের মধ্যে স্তন ক্যান্সারের প্রবণতা বেশি দেখা যায়।
সচেতনতার মাধ্যমে প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করে উপযুক্ত চিকিৎসায় সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব।
স্তন ক্যান্সারের লক্ষণগুলির মধ্যে রয়েছে:
স্তনে ব্যথামুক্ত চাকা,
স্তন বোটার পরিবর্তন বা রস ক্ষরণ,
স্তনের আকার ও আকৃতির পরিবর্তন,
বগলে চাকা,
স্তনের চামড়া লাল হওয়া,
ছোট গর্ত বা ঘা দেখা দেওয়া।

18/08/2025

আসসালামু আলাইকুম,চকরিয়াবাসীর জন্য সুসংবাদ আপনাদের সেবায় নিয়োজিত আছি প্রতিদিন সকাল-বিকাল রোগী দেখছি চকরিয়া ম্যাক্স হসপিটালে.

18/08/2025

আলহামদুলিল্লাহ ল্যাপারোস্কপি মেশিনের সাহায্যে না কেটে পিত্তথলির পাথরের অপারেশন সম্পূর্ণ হয়েছে.

11/08/2025

পেরিএনাল এবসেস এক ধরনের রোগ যাহা পায়খানার রাস্তার পাশে হয়ে থাকে. আমরা নন মেডিকেল ভাষায় বলি পায়খানার রাস্তার পোড়া. উপসর্গগুলো হল -১.তীব্র পায়খানার রাস্তায় ব্যথা ২.জ্বর আসা ৩. বসতে না পারা. ৪. সাথে পায়খানার রাস্তার পাশে ফুলা থাকবে. এই রোগ হলে ইমার্জেন্সি অপারেশন করতে হয়.

08/08/2025

আসসালামু আলাইকুম, মলদ্বারের যেকোনো সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন.

08/08/2025

অপারেশনের পূর্বে ভিডিও

গতরাতে ১১ টার সময় আমার কাছে একটা নয় বছরের বাচ্চা রোগীকে কোলে করে আনা হলো. রোগীর  মাতা পিতা আতঙ্কিত অবস্থায় ছিলএবং বাচ...
08/08/2025

গতরাতে ১১ টার সময় আমার কাছে একটা নয় বছরের বাচ্চা রোগীকে কোলে করে আনা হলো. রোগীর মাতা পিতা আতঙ্কিত অবস্থায় ছিলএবং বাচ্চার পুরো লুঙ্গি রক্তে ভিজা ছিল.গ্রামে ফার্মেসিতে সুন্নতে খতনা করতে গিয়ে রক্তকরণ বন্ধ হচ্ছে না. আলহামদুলিল্লাহ আমরা কিছু পরীক্ষা করে তারপর রোগীকে অবশ করে অবেদনবিদের উপস্থিতিতে সফলভাবে অপারেশনটা সম্পূর্ণ করেছি. আলহামদুলিল্লাহ বাচ্চা ভালো আছে. সুতরাং এ হতে আমরা বলতে পারি যে, কোন অপারেশন এর ক্ষেত্রে আগেই প্রিপারেশন নিতে হবে এবং কিছু পরীক্ষা আছে পরীক্ষাগুলা সম্পন্ন করতে হবে এবং সার্জন দ্বারা অপারেশন থিয়েটার সুন্নতে খতনা করা উচিত.
অপারেশনের পূর্বের ও পরের ছবি দেওয়া হল ভিডিও সহ.

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরেকটি পিত্তথলির পাথরের অপারেশন ল্যাপারোস্কোপি মেশিনের সাহায্যে সফলভাবে সম্...
27/05/2024

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরেকটি পিত্তথলির পাথরের অপারেশন ল্যাপারোস্কোপি
মেশিনের সাহায্যে সফলভাবে সম্পূর্ণ হয়েছে চকরিয়া ম্যাক্স হাসপাতালে,
অপারেশন টিমে ছিলেন ডা:মোঃ আব্দুল মান্নান. এমবিবিএস. এম সি পি এস. এম এস (সার্জারি)
এসিস্ট্যান্ট হিসেবে ছিলেন ডাঃ মামদুহা রহমান, এমবিবিএস. ডিজি ও. এবং শাহীন.
এনস্তিসিওলজিস্ট হিসেবে ছিলেন ডা:শোভন দত্ত. এমবিবিএস. ডি এ.
উন্নত সেবা নিতে আপনারা চকরিয়া ম্যাক্স হাসপাতালে যোগাযোগ করতে পারেন. বিশেষ দ্রব্য চকরিয়া ম্যাক্স হাসপাতালে ল্যাপারোস্কোপি মেশিনের সাহায্যে সর্বপ্রথম অপারেশন শুরু হয়েছে.

Address

Cox's Bazar

Telephone

+8801883829982

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Mohammad Abdul Mannan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Mohammad Abdul Mannan:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category