নিরাপদ হোক রক্তদান, আমার রক্তে বাঁচুক প্রাণ

  • Home
  • নিরাপদ হোক রক্তদান, আমার রক্তে বাঁচুক প্রাণ

নিরাপদ হোক রক্তদান, আমার রক্তে বাঁচুক প্রাণ রক্ত সংগ্রহ করা ও নতুন নতুন রক্তযোদ্ধ?

বাংলাদেশে প্রতিবছর প্রায় ৯ লক্ষ ব্যাগ রক্তের প্রয়োজন পড়ে, স্বেচ্ছায় রক্তদাতা ও রক্তদান সম্পর্কে সচেতনতা আগের তুলনায় বৃদ্ধি পেলেও তা প্রয়োজনের তুলনায় যথেষ্ঠ নয়, প্রায়ই মুমূর্ষ রুগীর জন্য সময় মতো রক্তদাতা খুজে পাওয়া দূষ্কর হয়ে ওঠে। তাই ফেসবুকের এই ভার্চুয়াল জগতকে কাজে লাগিয়ে রক্তদাতা ও গ্রহিতার মধ্যে যোগাযোগ ঘটানোর লক্ষ্যে আমাদের এই পেইজের সৃষ্টি। কোন উদ্দেশ্য সাধন বা পুরুষ্কার লাভের আশায় নয়, মানবতার কল্যানে মুমূর্ষ রুগীর জন্য স্বেচ্ছায় রক্তদাতার ব্যবস্থা করার লক্ষ্যে শুধুমাত্র স্বেচ্ছায় রক্তদাতাদের নিয়ে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

23/12/2020

আসসালামু আলাইকুম?

#একটি_মানবিক_আবেদন:
#আমার_বাবার_জন্য
💁রোগীর সমস্যাঃ রক্ত শূন্যতা
🔴রক্তের গ্রুপঃ AB+
💉রক্তের পরিমাণঃ 2 Bag
📆রক্তদানের তারিখঃ24/12/2020
⌚রক্তদানের সময়ঃযত দ্রুত সম্বভ
আগামীকালকে সকাল 10 টায় মধ্যে
🏥রক্তদানের স্থানঃ তাছলিমা মেটানিটি এন্ড ফাটিলিটি কেয়ার সেন্টার , ঝাউতলা, কুমিল্লা ।

☎যোগাযোগ: 01860591061

♥রক্তদিন জীবন বাঁচান♥
♥মানবতার পাশে থাকুন

11/12/2020

খুব খুব জরুরি রক্তের প্রয়োজন।
সাভারে একজন মুমূর্ষু মায়ের জীবন বাচাঁতে দুই ব‍্যাগ বি পজিটিভ (B+ positive) রক্তের দরকার সকাল 7 টার মধ‍্যেই।
সাভার বাজার বাসস্ট‍‍্যান্ডে ইসলামিয়া হসপিটাল।

যোগাযোগ মোবাইল: 01646493216 (রোগীর আত্মীয়)

02/11/2020

একজন মুমূর্ষু রোগি কে বাঁচাতে এগিয়ে আসুন।
তিন জন রক্ত দাতা খুবই জরুরি প্রয়োজন।

(ও +) ও পজিটিভ তিন ব‍্যাগ রক্তের প্রয়োজন।

আগামীকাল সকাল 10:00 টার মধ‍্যে।

আসগর আলী হাসপাতাল।

গেন্ডারিয়া ধুপখোলার পাশের ডিস্টিলারি রোড, ঢাকা- 1204

যোগাযোগ করুন: 01782384942

04/09/2020

#ইমার্জেন্সী

নারায়ণগঞ্জ খানপুর তল্লা বড় মসজিদে এসি ব্লাস্ট হয়ে আগুনে ঝলসে গেছেন শতাধিক মানুষ।

প্রচুর রক্তের প্রয়োজন, ঢাকা মেডিকেলে সকল রক্তদাতা ও প্লাটিলেট দাতারা সাড়া দিন।
অনেক রক্ত এবং প্লাটিলেট প্রয়োজন স্বেচ্ছাসেবী ভাই এবং রক্তযোদ্ধা ভাইরা সবাই একটু খেয়াল রাখেন ,
সবাইকে ঢাকা মেডিকেল এ নিয়ে আসা হয়েছে।

রক্তদাতাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। প্লাটিলেট ও রক্ত জরুরি প্রয়োজন!
01623842006
01629905736
01620686145

14/06/2020

একজন ক্যান্সার আক্রান্ত পথশিশুর নাক, মুখ দিয়ে ব্লিডিং হচ্ছে৷

ডা. আজ রাতের মধ্যেই ১ ব্যাগ ও+ ম্যানেজ করে রাখতে বলেছে। আগামীকাল সকাল ৮ টার মধ্যেই লাগবে।

ঢাকা মেডিকেল হসপিটাল।
যোগাযোগ:01709102791
প্লিজ সবাই চেষ্টা করুন।

27/05/2020

যারা প্লাজমা দিচ্ছেন তাদের জন্য কিছু জরুরী কথা:

প্লাজমা ডোনেশন খুবই সহজ ও নিরাপদ একটি প্রক্রিয়া। এ পদ্ধতিতে ডোনারের শরীর থেকে সংগ্রহীত রক্ত sterile tube এর মাধ্যমে সেন্ত্রিফিউজ মেশিনে যায়। Plasmapheresis পদ্ধতিতে রক্ত থেকে প্লাজমা আলাদা হয়ে একটি প্লাজমা ব্যাগ এ জমা হয়। আর রক্ত পুনরায় ডোনারের শরীরে দিয়ে দেওয়া হয়। সময় লাগে ৬০-৯০ মিনিট। ডোনারের কিছু মেডিক্যাল টেস্ট ও বিনামূল্যে করে দেওয়া হয়।

প্লাজমার ৯০% ই পানি। তাই, কেউ প্লাজমা দান করলে ২৪-৪৮ ঘণ্টার মধ্যে শরীর তা পূরণ করে ফেলে। স্বাভাবিক খাবার আর যথেষ্ট পরিমাণে পানি পান করলেই চলবে।

ডাক্তাররা শরীরের ডোনারের শরীরের ওজন এর হিসাবে ১০ মিলি লিটার/প্রতি কেজি প্লাজমা নিয়ে থাকেন। আপনার ওজন যদি ৫০ কেজি হয়, তবে মাত্র ৫০০ মিলি প্লাজমা নেওয়া হবে।

আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের মতে, একজন ব্যাক্তি প্লাজমা দান করার ৪৮ ঘণ্টা পর পুনরায় প্লাজমা দান করতে পারেন। অর্থাৎ সপ্তাহে ২ বার চাইলেই আপনি প্লাজমা দিতে পারেন নিরাপদে। এজন্য শুধু বেশি করে পানি আর স্বাভাবিক খাবার দাবার খেতে হবে। তারপরও যদি কেউ আশঙ্কিত থাকেন, অন্তত প্রতি সপ্তাহে ১ বার তো প্লাজমা ডোনেট করতেই পারেন।

Remeber! Everyone who got coronavirus is a SUPERHERO!

There is not WINNER or LOSER. Who lost their lives died fighting very hard. They are not losers, they are winners too! চলেন আরেকটা মুক্তিযুদ্ধ করি, এবার করোনার বিরুদ্ধে!!

You can keep saving lives daily.
2 donation in 6 days.
Saves 1 life Everyday!

আপনি প্লাজমা ডোনেশনের উপযোগী হলে হ্যাশট্যাগ ব্যাবহার করে পোস্ট করুন নিজের wall এ। আপনার availability সবাইকে জানান। হ্যাশট্যাগ সার্চ করে সবাই সহজেই আপনাকে খুঁজে পাবে।

বাকিরা পোস্ট যত খুশি শেয়ার করুন!

Courtesy: Salma Hoque Binthe

05/12/2019

জরুরী।
ঢাকা এবং রাজশাহীর (বি পজেটিভ) ডোনারা এগিয়ে আসুন প্লিজ।

ছোট একটি বাচ্চার হার্টের অপারেশনের জন্য শনিবারের মধ্যে ৫ ব্যাগ B(+) ব্লাড প্রয়োজন।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল, মিরপুর।
ফোন: 01617787878 ( Adil Mojumdar - বাচ্চার বাবা)

এবং অন্য আরেক রোগীর জন্য ১ ব্যাগ বি পজিটিভ রক্তের দরকার।আজকে সন্ধার মধ্যে।
রাজশাহী মেডিকেল কলেজ হসপিটাল।
মোবাইল ০১৭১১০৩৬৫১৫

রক্ত দিন জীবন বাঁচান

30/11/2019

কাকরাইল ইসলামী ব্যাংক হসপিটালে মুমূর্ষ এক রোগীর জন্য
চার ব্যাগ ও পজিটিভ রক্তের দরকার ।
রোগী আইসিইউতে আছে অবস্থা আশংকাজনক ।

দয়া করে কেউ রক্তদান করে রোগীর জীবন বাঁচাতে সহায়তা করুন ।
যোগাযোগ : 01716162611 রোগীর আত্মীয়
ইসলামি ব্যাংক হসপিটাল

কপি পেস্ট শেয়ার করে ডোনার পেতে সহায়তা করুন ।

#রক্তদিন_জীবন_বাচান

05/09/2019

রাত থেকে ব্লিডিং হচ্ছে! ব্লাড না পাওয়ায় সিজার করা যাচ্ছে না৷

এক বোনের জন্য আজ
যত দ্রুত সম্ভব [O-ve ওনেগেটিভ] রক্ত লাগবে।

সিজার হবার কথা ছিলো ২৬ তারিখে। কিন্তু শারীরিক অবস্থা হঠাৎ খারাপ হয়ে যাওয়ায় যত দ্রুত সম্ভব সিজার করতে হবে। হিমোগ্লোবিন ৮ এ নেমে গেছে।
(রোগীর হাজব্যান্ড বাইকে করে ডোনারকে বাসা থেকে হাসপাতালে নিয়ে যেতে পারবে।)
(ইমার্জেন্সি বিভাগ)
স্থান : রয়েল জেনারেল হাসপাতাল,শনিরআখড়া
যোগাযোগ : +8801633401358 ( রোগীর ভাই)

রক্ত দিন জীবন বাঁচান, কপি পেস্ট শেয়ার করে ডোনার পেতে সহায়তা করুন ।

23/05/2019

একটি মানবিক সাহায্যের আবেদন কেউ এড়িয়ে যাবেননা প্লিজ ,,,,,

ঢাকা মেডিকেল হসপিটালে একজন অপারেশনের রোগীর জন্য
খুব খুব খুবই জরুরী এক ব্যাগ বি পজিটিভ রক্তের প্রয়োজন ।

যে যেভাবে পারেন সাহায্য করুন ।
রোগী পুরাতন বিল্ডিং ওয়ার্ড - ১০৯ সিট -২ ভর্তি আছেন ।

কপি পেস্ট শেয়ার করে ডোনার পেতে সহায়তা করুন ।

মোবাইল : 01747683717 ( রোগিনীর ছেলে )

রক্ত দিতে ভয় পান ?কথা দিলাম ফোন দিবনা আপনাকে।বলবনা এক জন মা মারা যাচ্ছে রক্তের অভাবে।রক্ত নিবনা আপনার থেকে,ভয় পাবেন না,ব...
20/05/2019

রক্ত দিতে ভয় পান ?

কথা দিলাম ফোন দিবনা আপনাকে।
বলবনা এক জন মা মারা যাচ্ছে রক্তের অভাবে।

রক্ত নিবনা আপনার থেকে,
ভয় পাবেন না,

ব্লাড গ্রুপ টি চেক করে রাখুন।
যেই মা মৃত্যু যন্ত্রণা কে ভয় না পেয়ে
জন্ম দিয়েছিল আপনাকে।

সেই মায়ের জন্য যদি কখনো রক্ত লাগে ??

তখন কি করবেন ??

আমরা আছি আপনার পাশে।
ভয় পাবার কিছু নাই।
রক্ত দিন জিবন বাঁচান

এখনো একবারো রক্তদান করেননি এমনকি এই মহান মাসে রক্তদান করতে ইচ্ছুক এমন কেউ আছেন?

বয়স ১৮+,ওজন কমপক্ষে ৫০ কেজি এবং সুস্থ দেহের অধিকারী হলে এখনি জানান আমাদের।
আপনার রক্তদানের জন্য রোগী খুঁজে দেয়া আমাদের দায়িত্ব এবং কর্তব্য।

আপনি আপনার তথ্যগুলো আমাদের দিয়ে আমাদের সাহায্য করুণ।অবশ্যই বাংলা লিখবেন।

আপনার রক্তের গ্রুপ...??
-
আপনি আগে কি কখনও রক্তদান করেছেন..??
-
আপনার রক্তদানের শেষ তারিখ..??
-
আপনার রক্তদানের সময় হইছে কিনা..??
-
আপনি কোথায় রক্ত দান করতে চান..??
-
আপনার মোবাইল নাম্বার..?? সমস্যা হলে ইনবক্সে দিতে পারেন..
আপনার পাশে আছি সবসময়

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when নিরাপদ হোক রক্তদান, আমার রক্তে বাঁচুক প্রাণ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to নিরাপদ হোক রক্তদান, আমার রক্তে বাঁচুক প্রাণ:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram