AR Health care

AR Health care Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AR Health care, Medical and health, Cumilla.

হালাল মুদারাবা ও অনলাইন বিজনেস প্লাটফর্ম। বিশ্বস্ততা ও আমানতের সাথে হালাল পন্য বিক্রয় কেন্দ্র।
এ আর অর্গানিক মধু ঘর। ইউনানী আয়ুর্বেদ অর্গানিক যে কোনো প্রডাক্ট পাইকারি ও খুচরা নিতে পারেন।

পন্য ক্রয় করতে, অর্ডার করুন :
0️⃣1️⃣8️⃣1️⃣0️⃣4️⃣4️⃣3️⃣4️⃣5️⃣3️⃣ এ আর হেলথ কেয়ার (AR Health Care)

এখানে পাওয়া যায় প্রাকৃতিক ও স্বাস্থ্যকর ইউনানী ও আয়ুর্বেদিক মেডিসিন। আমরা প্রাচীন চিকিৎসা পদ্ধতির শক্তিকে কাজে লাগিয়ে আপনাদের স্বাস্থ্যের যত্নে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য হল সঠিক ও মানসম্মত মেডিসিন সরবরাহের মাধ্যমে স্বাস্থ্যসচেতন মানুষের পাশে থাকা।

আমাদের বিশেষত্ব:

ইউনানী ও আয়ুর্বেদিক পণ্য
প্রাকৃতিক ও নিরাপদ মেডিসিন
স্বাস্থ্য ও ত্বকের যত্নের সমাধান
গ্রাহকের পরামর্শ ও সহায়তা
যোগাযোগে থাকুন এবং স্বাস্থ্যসম্মত জীবন যাপন করুন।

24/11/2025

"সুন্দরবনের খাঁটি মধু ও প্রাকৃতিক চাকের মধু – প্রকৃতির আশীর্বাদ আপনার ঘরে!
💯 ভেজালমুক্ত মধুর গ্যারান্টি, প্রমাণে পুরো টাকা ফেরত!
সুস্বাস্থ্য ও প্রকৃতির বিশুদ্ধতা এখন হাতের নাগালে।

✅ সুন্দরবনের বন্য প্রকৃতির খাঁটি মধু
✅ প্রাকৃতিক চাকের সুমিষ্ট মধু

অর্ডার করুন নিশ্চিন্তে – সারা বাংলাদেশে হোম ডেলিভারি 🚚
আজই অর্ডার দিন, আপনার প্রিয়জনের জন্য সেরা পছন্দ!"

🌹 মধুর উপাদান
মধুতে প্রায় ৪৫টি খাদ্য উপাদান থাকে। ফুলের পরাগের মধুতে থাকে ২৫ থেকে ৩৭ শতাংশ গ্লুকোজ, ৩৪ থেকে ৪৩ শতাংশ ফ্রুক্টোজ, ০.৫ থেকে ৩.০ শতাংশ সুক্রোজ এবং ৫ থেকে ১২ শতাংশমন্টোজ। আরও থাকে ২২ শতাংশ অ্যামাইনো অ্যাসিড, ২৮ শতাংশ খনিজ লবণ এবং ১১ শতাংশএনকাইম। এতে চর্বি ও প্রোটিন নেই। ১০০ গ্রাম মধুতে থাকে ২৮৮ ক্যালরি

🌹 খাওয়ার নিয়ম
সকালে মধু খাওয়ার নিয়ম অনুযায়ী, প্রতিদিন সর্বোচ্চ ১ থেকে ২ চা চামচ মধু সরাসরি খেতে পারবেন। কিন্তু, রোজ সকালবেলা হালকা গরম পানির সাথে ১ থেকে ২ চা চামচ হালকা লেবুর রস মিশিয়ে খালি পেটে পান করলে ব্যথাসহ আরও নানা স্বাস্থ্য ঝুঁকি থেকে বাঁচা যাবে। শিশুদের জন্য ১ টেবিল চামচ মধু দিবেন।

🚻যারা আমাদের কাছ থেকে সবময় মধু নিয়ে থাকেন তাদের জন্য আমরা আবারো মধু নিয়ে এসেছি খুচরা ও পাইকারি দিয়ে থাকি।
যাদের লাগবে শুধু তারা যোগাযোগ করবেন অন্যথায় বিরক্ত করবেন্না।
🤙01810443453/01603548400

16/11/2025

আমাদের হানিনাট কোয়ালিফাই আপনারা আমাদের কাছ থেকে ভালো হানিনাট নিতে চাইলে যোগাযোগ করুন।
আমাদের হানিনাটে আমরা যে মধুটা দিয়ে থাকি সে মধুটা হলো সুন্দর বনের খলিসা ফুলের মধু। যার কারনে আমাদের হানিনাটের দামটাও একটু বেশি। আপনি যদি ভালো জিনিস নিতে চান তাহলে অবশ্যই একটু দাম বেশি দিয়ে নিতে হবে।
অর্ডার করতে যোগাযোগ করুন=01810443453/01603548400

"সুন্দরবনের খাঁটি মধু ও প্রাকৃতিক চাকের মধু – প্রকৃতির আশীর্বাদ আপনার ঘরে!💯 ভেজালমুক্ত মধুর গ্যারান্টি, প্রমাণে পুরো টাক...
12/11/2025

"সুন্দরবনের খাঁটি মধু ও প্রাকৃতিক চাকের মধু – প্রকৃতির আশীর্বাদ আপনার ঘরে!
💯 ভেজালমুক্ত মধুর গ্যারান্টি, প্রমাণে পুরো টাকা ফেরত!
সুস্বাস্থ্য ও প্রকৃতির বিশুদ্ধতা এখন হাতের নাগালে।

✅ সুন্দরবনের বন্য প্রকৃতির খাঁটি মধু
✅ প্রাকৃতিক চাকের সুমিষ্ট মধু

অর্ডার করুন নিশ্চিন্তে – সারা বাংলাদেশে হোম ডেলিভারি 🚚
আজই অর্ডার দিন, আপনার প্রিয়জনের জন্য সেরা পছন্দ!"

🌹 মধুর উপাদান
মধুতে প্রায় ৪৫টি খাদ্য উপাদান থাকে। ফুলের পরাগের মধুতে থাকে ২৫ থেকে ৩৭ শতাংশ গ্লুকোজ, ৩৪ থেকে ৪৩ শতাংশ ফ্রুক্টোজ, ০.৫ থেকে ৩.০ শতাংশ সুক্রোজ এবং ৫ থেকে ১২ শতাংশমন্টোজ। আরও থাকে ২২ শতাংশ অ্যামাইনো অ্যাসিড, ২৮ শতাংশ খনিজ লবণ এবং ১১ শতাংশএনকাইম। এতে চর্বি ও প্রোটিন নেই। ১০০ গ্রাম মধুতে থাকে ২৮৮ ক্যালরি।

🌹 মধুর উপকারিতা
শক্তি প্রদায়ী : মধু ভালো শক্তি প্রদায়ী খাদ্য। তাপ ও শক্তির ভালো উৎস। মধু দেহে তাপ ও শক্তি জুগিয়ে শরীরকে সুস্থ রাখে।

🚹হজমে সহায়তা: এতে যে শর্করা থাকে, তা সহজেই হজম হয়। কারণ, এতে যে ডেক্সট্রিন থাকে, তা সরাসরি রক্তে প্রবেশ করে এবং তাৎক্ষণিকভাবে ক্রিয়া করে। পেটরোগা মানুষের জন্য মধু বিশেষ উপকারী।

🚹কোষ্ঠকাঠিন্য দূর করে: মধুতে রয়েছে ভিটামিন বি-কমপ্লেক্স। এটি ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য দূর করে। ১ চা–চামচ খাঁটি মধু ভোরবেলা পান করলে কোষ্ঠবদ্ধতা এবং অম্লত্ব দূর হয়।

🚹শক্তি প্রদায়ী : মধু ভালো শক্তি প্রদায়ী খাদ্য। তাপ ও শক্তির ভালো উৎস। মধু দেহে তাপ ও শক্তি জুগিয়ে শরীরকে সুস্থ রাখে।

🚹রক্তশূন্যতায়: মধু রক্তের হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে বলে এটি রক্তশূন্যতায় বেশ ফলদায়ক। কারণ, এতে থাকে খুব বেশি পরিমাণে কপার, লৌহ ও ম্যাঙ্গানিজ।

🚹ফুসফুসের যাবতীয় রোগ ও শ্বাসকষ্ট নিরাময়ে: বলা হয়, ফুসফুসের যাবতীয় রোগে মধু উপকারী। যদি একজন অ্যাজমা (শ্বাসকষ্ট) রোগীর নাকের কাছে মধু ধরে শ্বাস টেনে নেওয়া হয়, তাহলে সে স্বাভাবিক এবং গভীরভাবে শ্বাস টেনে নিতে পারবে। অনেকে মনে করে, এক বছরের পুরোনো মধু শ্বাসকষ্টের রোগীদের জন্য বেশ ভালো।

🚹অনিদ্রায়: মধু অনিদ্রার ভালো ওষুধ। রাতে শোয়ার আগে এক গ্লাস পানির সঙ্গে দুই চা–চামচ মধু মিশিয়ে খেলে এটি গভীর ঘুম ও সম্মোহনের কাজ করে।

🚹যৌন দুর্বলতায়: পুরুষদের মধ্যে যাঁদের যৌন দুর্বলতা রয়েছে, তাঁরা যদি প্রতিদিন মধু ও ছোলা মিশিয়ে খান, তাহলে বেশ উপকার পাবেন।

🚹প্রশান্তিদায়ক পানীয়: হালকা গরম দুধের সঙ্গে মিশ্রিত মধু একটি প্রশান্তিদায়ক পানীয়।

🚹পাকস্থলীর সুস্থতায়: মধু পাকস্থলীর কাজকে জোরালো করে এবং হজমের গোলমাল দূর করে। এর ব্যবহার হাইড্রোক্রলিক অ্যাসিড ক্ষরণ কমিয়ে দেয় বলে অরুচি, বমিভাব, বুকজ্বালা এগুলো দূর করা সম্ভব হয়।

🚹তাপ উৎপাদনে: শীতের ঠান্ডায় এটি শরীরকে গরম রাখে। এক অথবা দুই চা–চামচ মধু এক কাপ ফুটানো পানির সঙ্গে খেলে শরীর ঝরঝরে ও তাজা থাকে।

🚹পানিশূন্যতায়: ডায়রিয়া হলে এক লিটার পানিতে ৫০ মিলিলিটার মধু মিশিয়ে খেলে দেহে পানিশূন্যতা রোধ করা যায়।

🚹দৃষ্টিশক্তি বাড়াতে: চোখের জন্য ভালো। গাজরের রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে দৃষ্টিশক্তি বাড়ে।

🚹রূপচর্চায়: মেয়েদের রূপচর্চার ক্ষেত্রে মাস্ক হিসেবে মধুর ব্যবহার বেশ জনপ্রিয়। মুখের ত্বকের মসৃণতা বৃদ্ধির জন্যও মধু ব্যবহৃত হয়।

🌹 খাওয়ার নিয়ম
সকালে মধু খাওয়ার নিয়ম অনুযায়ী, প্রতিদিন সর্বোচ্চ ১ থেকে ২ চা চামচ মধু সরাসরি খেতে পারবেন। কিন্তু, রোজ সকালবেলা হালকা গরম পানির সাথে ১ থেকে ২ চা চামচ হালকা লেবুর রস মিশিয়ে খালি পেটে পান করলে ব্যথাসহ আরও নানা স্বাস্থ্য ঝুঁকি থেকে বাঁচা যাবে। শিশুদের জন্য ১ টেবিল চামচ মধু দিবেন।

🚻যারা আমাদের কাছ থেকে সবময় মধু নিয়ে থাকেন তাদের জন্য আমরা আবারো মধু নিয়ে এসেছি খুচরা ও পাইকারি দিয়ে থাকি।
যাদের লাগবে শুধু তারা যোগাযোগ করবেন অন্যথায় বিরক্ত করবেন্না।
🤙01810443453/01603548400

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when AR Health care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to AR Health care:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram