Quranic Health: Ruqyah & Hijama Centre - Khilgaon Branch

Quranic Health: Ruqyah & Hijama Centre - Khilgaon Branch জ্বীন,জাদু,বদনজর,হাসাদ,ওয়াসওয়াসা এবং এগুলোর প্রভ সৃষ্ট শারীরিক মানসিক সমস্যার নববী সমাধান ও পরামর্শ

বদনজর হাসাদ একজন পুরুষের জীবন জীবিকা ধ্বংস করে দেয়। বদনজর হাসাদ মানুষকে ধ্বংসের যেই তলানিতে নিয়ে যায়, খুব কম মানুষই স...
18/11/2025

বদনজর হাসাদ একজন পুরুষের জীবন জীবিকা ধ্বংস করে দেয়। বদনজর হাসাদ মানুষকে ধ্বংসের যেই তলানিতে নিয়ে যায়, খুব কম মানুষই সেখান থেকে পুরোপুরি ফিরে আসতে পারে। বদনজর হাসাদের বিষ থেকে যদি নিজেকে হেফাজত করতে চান তাহলে ফজরের নামাজ যথাযথ ভাবে আদায় করবেন, সকাল সন্ধ্যার আমল করবেন,নেক আমল করতে না পারলেও গুনাহ কিছুতে যেনো না হয় চেষ্টা করবেন, পজিটিভ চিন্তা ও কাজে লেগে থাকবেন। তাহলে আল্লাহ তায়ালাই আপনাকে রক্ষা করবেন এবং আপনার জীবন সুন্দর হবে ইনশাআল্লাহ।

ছবি: কুরআনিক হেলথ রুক‌ইয়াহ এন্ড হিজামা সেন্টার খিলগাঁও ব্রাঞ্চ

08/02/2024
08/02/2024
08/02/2024
30/01/2024

রুক‌ইয়াহ শর‌ঈয়্যাহ নিয়ে এক সন্ধ্যায় প্রাণবন্ত আলোচনা । শুনে ফেলুন।অনেক কিছুই জানা হবে ইনশাআল্লাহ।

21/01/2024

ইনশাআল্লাহ আসছে .....

18/12/2023

পেটে জাদু থাকলে পেটে সমস্যা লেগেই থাকে। ঘুটঘুট পুটপুট করে। প্রচুর গ্যাস হয়।যারা স্বপ্নে খেতে দেখেন ,তারা ক্ষতিকারক জিনিস খেয়ে থাকেন।স্বপ্নে জিনেরা জাদু খাওয়ায়।

10/07/2023

প্রকৃত মানুষ রূহ দিয়ে, দেহ দিয়ে নয়।
পাখি যেমন খাঁচা থেকে ছুটতে পারলে মুক্ত হয়ে যায়, মুমিন তেমনি মরতে পারলে মুক্ত হয়ে যায়। পিঞ্জিরা পাখির জন্য ভালো জিনিস না। তেমনি মুমিনের জন্য এই দুনিয়া ভালো নয়।সুখের নয়।
আমাদের রূহটা আসলে এই জগতের জিনিস না। একটা উর্ধ্ব জগতের জিনিস।
এর যাত্রা ক্ষমতা আরশে আজিম পর্যন্ত।
হারাম সন্দেহজনক খাবার একে দুর্বল করে দেয়, উড়ার ক্ষমতা নষ্ট করে দেয়।
ঈগল মরা প্রাণীর গোস্ত খায় না সে যদি সেটা খায় তাহলে সে আর উচ্চতায় উড্ডয়ন করতে পারবেনা।

এই দুনিয়ার জীবন খেল তামাশা ছাড়া আর কিছুই না। ছোট বাচ্চারা যেমন ঝোলাপাতি খেলে, পিছামিছি খাবার দাবারের অভিনয় করে। ধুলাবালি মাটি ও কাঁঠাল পাতা দিয়ে। আসলে সেগুলো হাকিকতে কিছুই না। দুনিয়ার জীবনটা এমনই। আসল জীবন আখেরাত।

আসল রান্নাবান্নার তুলনায় বাচ্চাদের ওই ঝোলাপাতি খেলাটা যেমন, পরকালের তুলনায় জান্নাতের তুলনায় এই দুনিয়ার খাবার-দাবার সুখ শান্তি জীবন যাপন সব এমনই মিছামিছি খেলা ধুলা।

আল্লাহর প্রেমিকারা দুনিয়াতে থাকা পছন্দ করে না থাকা লাগবে ফায়সালা তাই থাকতেছে।

পাখির ডানা ভার হয়ে গেলে দুর্বল হয়ে গেলে পাখি উড়তে পারে না।
তেমনি হারামের কারনে নফসিয়াতের কারণে আমাদের রুহের উডেন ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। ডানায় কাদা লাগলে উড্ডয়ন করার জন্য সেই ডানা শুকাতে হয়। আমাদের হৃদয়ের ডানায় লাগা কাঁদা মুজাহাদার সাধনার রোদে শুকাতে হবে।
শুকিয়ে গেলে কাদামাটি পড়া যাবে। তখন ডানা হালকা হলে উড়াল দেওয়া যাবে।

#তাযকিয়া
#আত্মশুদ্ধি
#পরকালের পথে যাত্রা।

গতকাল আমাদের এই পেশেন্টকে জিন ব্রেইন কন্ট্রল নিয়ে মেরে ফেলতে চেয়েছিল। হায়াত আছে তাই আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন। ম...
19/06/2023

গতকাল আমাদের এই পেশেন্টকে জিন ব্রেইন কন্ট্রল নিয়ে মেরে ফেলতে চেয়েছিল। হায়াত আছে তাই আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন। মৃত্যুর সময় নির্ধারিত। এক মুহুর্ত আগেও হবে না পরেও হবে না।
শয়তান সাময়িক কষ্ট দিতে পারে এতটুকুই।
অবস্থাটা কল্পনা করুন! কতো ভয়াবহ !
ঐ ভাইটি কিন্তু এটা মেনে নিয়েছেন । তিনি সাধ্যমত তার স্ত্রীকে সুস্থতার জন্য সাহায্য করতেছেন। জিনের রোগীদের কষ্টগুলো রব ছাড়া কেউ জানে না।
এমন ঘটনা আপনার স্ত্রীর হলে মেনে নিতেন ?

18/06/2023

আমরা রুক‌ইয়াহ করে কয়জনকে আর কুফর শিরক থেকে বাঁচাইতেছি ? ঐদিকে হাজার হাজার মানুষ হুমড়ি খেয়ে অনলাইন থেকে জাদুর ব‌ই কিনতেছে । আফসোস!

18/06/2023

নগ্ন ছবি আঁকা জাদুর ব‌ইয়ের এডে অনেক হুজুর কেনার জন্য লাইন ধরেছে।জাদুকরদেরকে প্রাপ্য শাস্তি দেয়া ছাড়া শুধু রুকইয়াহ করে কুফর শিরক দূর করা পসিবল না।

Address

Gini House 101 Northgoran
Cumilla
1219

Alerts

Be the first to know and let us send you an email when Quranic Health: Ruqyah & Hijama Centre - Khilgaon Branch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Quranic Health: Ruqyah & Hijama Centre - Khilgaon Branch:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram