10/07/2023
প্রকৃত মানুষ রূহ দিয়ে, দেহ দিয়ে নয়।
পাখি যেমন খাঁচা থেকে ছুটতে পারলে মুক্ত হয়ে যায়, মুমিন তেমনি মরতে পারলে মুক্ত হয়ে যায়। পিঞ্জিরা পাখির জন্য ভালো জিনিস না। তেমনি মুমিনের জন্য এই দুনিয়া ভালো নয়।সুখের নয়।
আমাদের রূহটা আসলে এই জগতের জিনিস না। একটা উর্ধ্ব জগতের জিনিস।
এর যাত্রা ক্ষমতা আরশে আজিম পর্যন্ত।
হারাম সন্দেহজনক খাবার একে দুর্বল করে দেয়, উড়ার ক্ষমতা নষ্ট করে দেয়।
ঈগল মরা প্রাণীর গোস্ত খায় না সে যদি সেটা খায় তাহলে সে আর উচ্চতায় উড্ডয়ন করতে পারবেনা।
এই দুনিয়ার জীবন খেল তামাশা ছাড়া আর কিছুই না। ছোট বাচ্চারা যেমন ঝোলাপাতি খেলে, পিছামিছি খাবার দাবারের অভিনয় করে। ধুলাবালি মাটি ও কাঁঠাল পাতা দিয়ে। আসলে সেগুলো হাকিকতে কিছুই না। দুনিয়ার জীবনটা এমনই। আসল জীবন আখেরাত।
আসল রান্নাবান্নার তুলনায় বাচ্চাদের ওই ঝোলাপাতি খেলাটা যেমন, পরকালের তুলনায় জান্নাতের তুলনায় এই দুনিয়ার খাবার-দাবার সুখ শান্তি জীবন যাপন সব এমনই মিছামিছি খেলা ধুলা।
আল্লাহর প্রেমিকারা দুনিয়াতে থাকা পছন্দ করে না থাকা লাগবে ফায়সালা তাই থাকতেছে।
পাখির ডানা ভার হয়ে গেলে দুর্বল হয়ে গেলে পাখি উড়তে পারে না।
তেমনি হারামের কারনে নফসিয়াতের কারণে আমাদের রুহের উডেন ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। ডানায় কাদা লাগলে উড্ডয়ন করার জন্য সেই ডানা শুকাতে হয়। আমাদের হৃদয়ের ডানায় লাগা কাঁদা মুজাহাদার সাধনার রোদে শুকাতে হবে।
শুকিয়ে গেলে কাদামাটি পড়া যাবে। তখন ডানা হালকা হলে উড়াল দেওয়া যাবে।
#তাযকিয়া
#আত্মশুদ্ধি
#পরকালের পথে যাত্রা।