Rainbow maternity clinic

Rainbow maternity clinic Aimed to ensure high quality of care maternity | services to all pregnant women and their newborn baby | Ensure Safe Motherhood | Infertility Treatment

ছবির শিশুটির নাম ট্রেভর ফ্রোলিক (Trevor Frolek)। যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটায় জন্ম নেওয়া এই শিশুটি মাত্র ২৩ সপ্তাহে—অর্থা...
03/12/2025

ছবির শিশুটির নাম ট্রেভর ফ্রোলিক (Trevor Frolek)। যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটায় জন্ম নেওয়া এই শিশুটি মাত্র ২৩ সপ্তাহে—অর্থাৎ গর্ভের মাত্র পাঁচ মাস পেরোতেই—দুনিয়ায় আসে। জন্মের সময় তার ওজন ছিল মাত্র ১ পাউন্ড ৬ আউন্স (প্রায় ৬০০ গ্রাম)। এত কম ওজনে জন্মানো শিশুর ক্ষেত্রে বাঁচার সম্ভাবনা অত্যন্ত কম থাকে। তাই চিকিৎসকরা প্রথমদিকে খুব বেশি আশাবাদী ছিলেন না—শিশুটির শরীর এতটাই দুর্বল ছিল যে সাধারণ ইনকিউবেটরের সাপোর্টও যথেষ্ট হচ্ছিল না।

ঠিক সেই সময়েই দৃঢ় হয়ে দাঁড়ান ট্রেভরের বাবা, বো ফ্রোলিক (Bo Frolek)। তিনি সিদ্ধান্ত নেন—শিশুকে শুধু মেশিনের ওপর ছেড়ে দেওয়া হবে না। তিনি ব্যবহার করেন ক্যাঙ্গারু কেয়ার বা স্কিন-টু-স্কিন কনটাক্ট, যেখানে নবজাতককে সরাসরি বাবা বা মায়ের বুকে চামড়ার সাথে চামড়া লাগিয়ে রাখা হয়।

অনেকে ভেবে থাকেন, ক্যাঙ্গারু কেয়ার কেবল মা-ই দিতে পারেন, কিন্তু চিকিৎসাবিজ্ঞান পরিষ্কারভাবে জানায়—বাবারাও এ পদ্ধতিতে সমান কার্যকর। ট্রেভরকে যখন বাবার বুকের সাথে রাখা হয়, তখন বাবার স্বাভাবিক শরীরের উষ্ণতা শিশুটির তাপমাত্রা ঠিক রাখতে সহায়তা করে। বাবার হৃদস্পন্দনের ছন্দ শিশুটির অনিয়মিত হৃদস্পন্দন ও শ্বাসপ্রশ্বাসকে ধীরে ধীরে স্থিতিশীল করে তোলে। এমন স্কিন-টু-স্কিন কন্টাক্ট প্রিম্যাচিউর শিশুর মস্তিষ্কের বিকাশ, ইমিউন সাপোর্ট এবং ওজন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আজকের ছবিতে দেখা যায়—জন্মের সময় যেখানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা সেই শিশু আজ কতটা সুস্থ, সবল ও প্রাণবন্ত। তার প্রথম ‘লাইফ সাপোর্ট’ কোনো আধুনিক যন্ত্র নয়—ছিল বাবার বুকের উষ্ণতা আর নিঃশর্ত ভালোবাসা।

বাবা-মায়ের স্নেহই সন্তানের জীবনের সবচেয়ে শক্তিশালী চিকিৎসা।

Reference:
Fox News, ABC News & Daily Mail – Reports on the survival story of Trevor Frolek at Essentia Health, North Dakota.

কম খরচে, শতভাগ নির্ভরতায় , পরিবারের মতো আন্তরিকতায় রেইনবো মেটার্নিটি ক্লিনিক।
03/12/2025

কম খরচে, শতভাগ নির্ভরতায় , পরিবারের মতো আন্তরিকতায়
রেইনবো মেটার্নিটি ক্লিনিক।

দুটি সিজারের পর নরমাল ডেলিভারি কেন ঝুঁকিপূর্ণ? — একটি ব্যাপারে জানতে চেয়ে অনেকেই মেসেজ করেছেন। দুটো সিজার এর পর নরমাল ড...
02/12/2025

দুটি সিজারের পর নরমাল ডেলিভারি কেন ঝুঁকিপূর্ণ? —

একটি ব্যাপারে জানতে চেয়ে অনেকেই মেসেজ করেছেন। দুটো সিজার এর পর নরমাল ডেলিভারি করাতে পারবেন কিনা?

দুটি সিজারিয়ান ডেলিভারির পর নরমাল প্রসবের চেষ্টা (TOLAC) চিকিৎসাবিজ্ঞানে উচ্চঝুঁকিপূর্ণ প্রসব হিসেবে বিবেচিত হয়। কারণগুলো খুবই স্পষ্ট এবং বৈজ্ঞানিক |

১. জরায়ুর দাগ দুর্বল হয়ে যাওয়া (Risk of Uterine Rupture)

প্রতি সিজারের সময় জরায়ুর নিম্নাংশে একটি কাট দেওয়া হয় এবং পরে সেলাই করা হয়।
দুটি সিজারের পর এই দাগের স্থায়িত্ব তুলনামূলক দুর্বল থাকে। প্রসব ব্যথার সময় জরায়ুতে যে শক্তিশালী সংকোচন সৃষ্টি হয়, তা সেলাইয়ের স্থানে অতিরিক্ত চাপ ফেলে।

এই অবস্থায় জরায়ু ফেটে যাওয়া (uterine rupture)-এর সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এটি একটি জীবনঘাতী জটিলতা—

মা হঠাৎ মারাত্মক রক্তক্ষরণে পড়তে পারেন,

বাচ্চার অক্সিজেন সরবরাহ ব্যাহত হয়ে দ্রুত বিপদ তৈরি হতে পারে।

এ অবস্থায় কয়েক মিনিটের ভেতর জরুরি সিজার না হলে মা–শিশু উভয়ের জীবনঝুঁকি তৈরি হয়।

২. প্লাসেন্টা–সম্পর্কিত জটিলতা

দুটি পূর্ববর্তী সিজারের পর পরবর্তী গর্ভধারণে প্লাসেন্টা নিচু হয়ে আসা বা অতিরিক্তভাবে জরায়ুর সাথে লেগে থাকার প্রবণতা (placenta previa/placenta accreta) উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

এগুলো থাকলে নরমাল ডেলিভারি একেবারেই নিরাপদ নয়, কারণ:

অপ্রতিরোধ্য রক্তক্ষরণ হতে পারে,

জরুরি অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে,

কখনো কখনো হিস্টেরেকটমি (জরায়ু অপসারণ) পর্যন্ত লাগতে পারে।

৩. প্রসবকালীন অতিরিক্ত রক্তক্ষরণের ঝুঁকি (Postpartum Hemorrhage)

দুটি সিজারের দাগযুক্ত জরায়ু প্রসব ব্যথার চাপ সামলাতে পারে না। ফলে প্রসব দীর্ঘায়িত হলে বা শিশু নামতে দেরি হলে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার ঝুঁকি থাকে, যা মা ও শিশুর জন্য দ্রুত জটিলতা তৈরি করতে পারে।

৪. শিশুর অক্সিজেনের ঘাটতি ও প্রসবকালীন সংকট

যদি জরায়ুর দাগ টান ধরা বা ব্যথার সময় ক্ষতিগ্রস্ত হতে থাকে, বাচ্চার হৃদস্পন্দন খুব দ্রুত অস্বাভাবিক হয়ে যেতে পারে। এই অবস্থায় তাৎক্ষণিক সিজার ছাড়া কোনো বিকল্প থাকে না।
এ ঘটনা পূর্বাভাস দেওয়া কঠিন—তাই এটি চিকিৎসকদের জন্যও অত্যন্ত উচ্চঝুঁকির পরিস্থিতি।

৫. প্রয়োজনীয় অবকাঠামো সর্বত্র না থাকা

দুটি সিজারের পর নরমাল ডেলিভারির চেষ্টা করার জন্য প্রয়োজন:

২৪/৭ অভিজ্ঞ অবস্টেট্রিক দল,

তাৎক্ষণিক অপারেশন থিয়েটার প্রস্তুতি,

এনেস্থেশিয়া টিম,

নবজাতকের রিসাসিটেশন সুবিধা।

বাংলাদেশের অধিকাংশ হাসপাতালে এই পূর্ণসময়ের প্রস্তুতি রাখা সম্ভব হয় না। তাই নরমাল ডেলিভারির চেষ্টা করলে ঝুঁকি আরও বৃদ্ধি পায়।

তারপরও অনেকের ক্ষেত্রেই দুটো সিজারের পর নরমাল ডেলিভারি হয়ে থাকে। অবশ্যই আপনার চিকিৎসকের টাচে
থাকুন। এবং মনে রাখবেন নরমাল ডেলিভারির চিন্তা করলে
মা বোনদের First Choice "Rainbow Maternity Clinic"

গর্ভাবস্থায় এই লক্ষন গোলো ঝুঁকিপূর্ণ .. চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না ।
02/12/2025

গর্ভাবস্থায় এই লক্ষন গোলো ঝুঁকিপূর্ণ ..
চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না ।

সচেতনতা সবার জন্য, জ্বরকে 'সাধারণ জ্বর' ভেবে ভুল করবেন না ,বর্তমানে কুমিল্লাসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি বেশ উদ্বেগজনক। ...
01/12/2025

সচেতনতা সবার জন্য, জ্বরকে 'সাধারণ জ্বর' ভেবে ভুল করবেন না ,বর্তমানে কুমিল্লাসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি বেশ উদ্বেগজনক। শিশু থেকে শুরু করে বয়স্ক—কেউই এখন ঝুঁকিমুক্ত নয়। ভয়ের বিষয় হলো, এবারের ডেঙ্গুর ধরণ কিছুটা ভিন্ন। অনেকেই শুরুর দিকে লক্ষণ বুঝতে পারছেন না, ফলে হাসপাতালে পৌঁছাতে দেরি হয়ে যাচ্ছে এবং ঝুঁকি বাড়ছে।
আপনার পরিবারের সুরক্ষায় ডেঙ্গু সম্পর্কে এই জরুরি তথ্যগুলো জেনে রাখুন এবং মেনে চলুন।

🛑 লক্ষণসমূহ (Symptoms):
জ্বর হলেই নিচের লক্ষণগুলো মিলিয়ে দেখুন:
১. হঠাৎ তীব্র জ্বর (১০৩-১০৪ ডিগ্রি ফারেনহাইট)।
২. প্রচণ্ড মাথাব্যথা ও চোখের পেছনে ব্যথা।
৩. শরীরের হাড়, জয়েন্ট বা মাংসপেশিতে তীব্র ব্যথা (যাকে হাড়ভাঙ্গা জ্বর বলা হয়)।
৪. বমি বমি ভাব বা খাবারে অরুচি।
৫. শরীরে লালচে র‍্যাশ বা দানা ওঠা।

শিশুদের ক্ষেত্রে: অকারণে কান্না করা, খেতে না চাওয়া বা অতিরিক্ত নিস্তেজ হয়ে যাওয়া।

🔸প্রাথমিক ভাবে যা করবেন:
লক্ষণ দেখা দিলে আতঙ্কিত না হয়ে বাসায় এই নিয়মগুলো মানুন:
রোগীকে সম্পূর্ণ বিশ্রামে রাখুন। দৌড়াদৌড়ি বা পরিশ্রম একদম নিষেধ।
সাধারণ পানির পাশাপাশি প্রচুর ডাবের পানি, ওলাইন, ফলের জুস এবং স্যুপ খাওয়ান।
জ্বরের জন্য শুধুমাত্র প্যারাসিটামল ব্যবহার করুন। শরীর বারবার কুসুম গরম পানি দিয়ে মুছে দিন।
চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যাসপিরিন বা অন্য কোনো পেইনকিলার ভুলেও খাওয়াবেন না। এতে রক্তক্ষরণের ঝুঁকি বাড়ে।

সবচেয়ে জরুরি: বিপদচিহ্ন (Warning Signs)
অনেকেই ভাবেন জ্বর কমে গেলেই রোগী সুস্থ। কিন্তু মনে রাখবেন, জ্বর কমে যাওয়ার পরবর্তী ৪৮ ঘণ্টা রোগীর জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় (Critical Phase)।
এই সময়ে নিচের যেকোনো একটি লক্ষণ দেখা দিলে এক মুহূর্ত দেরি না করে হাসপাতালে ভর্তি হন:
১. প্রচণ্ড পেট ব্যথা ও ক্রমাগত বমি হওয়া।
২. দাঁতের মাড়ি, নাক বা বমির সাথে রক্ত পড়া।
৩. প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া বা দীর্ঘ সময় প্রস্রাব না হওয়া।
৪. রোগী অতিরিক্ত দুর্বল হয়ে পড়া বা হাত-পা ঠান্ডা হয়ে যাওয়া।
৫. শ্বাসকষ্ট হওয়া।

প্রতিরোধেই সুরক্ষা:
* দিনে ও রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন।
* শিশুদের ফুল হাতা জামা-প্যান্ট পরিয়ে রাখুন।
* বাড়ির আঙিনা বা ছাদ পরিষ্কার রাখুন, যেন কোথাও পানি জমে না থাকে।
সামান্য সচেতনতাই বাঁচাতে পারে একটি মূল্যবান প্রাণ। নিজে জানুন, অন্যকে জানান।
জনস্বার্থে:
রেইনবো মেটার্নিটি ক্লিনিক, কুমিল্লা
সুস্থ থাকুক আপনার পরিবার, নিরাপদ থাকুক আগামী প্রজন্ম।





01/12/2025
সম্মানিত রোগী ও শুভাকাঙ্ক্ষী এবং সর্বসাধারণের সম্মানের সাথে জানচ্ছি যে, পূর্বের ন্যায় রেইনবো মেটারনিটি ক্লিনিকের সকল সেব...
30/11/2025

সম্মানিত রোগী ও শুভাকাঙ্ক্ষী এবং সর্বসাধারণের সম্মানের সাথে জানচ্ছি যে,
পূর্বের ন্যায় রেইনবো মেটারনিটি ক্লিনিকের সকল সেবা ও সার্ভিস সম্পূর্ণরূপে চালু রয়েছে।
যেসব রোগীর সিজার বা নরমাল ডেলিভারির তারিখ পূর্বনির্ধারিত, অনুগ্রহ করে নিয়মিত যোগাযোগ বজায় রাখুন। আমরা সর্বোচ্চ আস্থা, যত্ন ও পেশাদারিত্বের সাথে আপনাদের চিকিৎসা সেবা প্রদান করতে সর্বদা প্রস্তুত।
বিনীত,
রেইনবো মেটারনিটি ক্লিনিক
৩৬৩/ক, অজন্তা টাওয়ার, ঝাউতলা, কুমিল্লা।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
📱 WhatsApp / মোবাইল: 01771 507660
(হোয়াটসঅ্যাপে মেসেজ করতে নম্বরের উপর ক্লিক করুন)
অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে ইনবক্স করুন।

মেসেজ করুন হোয়াটসঅ্যাপ

https://wa.me/8801771507660

ইমার্জেন্সি মেসেজ করতে আমাদের মেসেঞ্জার

https://m.me/RainbowMaternityCumilla

28/11/2025

বোনকে শেষ ভালবাসা ও শ্রদ্ধায় স্মরণ করছেন।
বড় ভাই khairul Azim shimul

28/11/2025

ডাঃ ফাহমিদা আজিম কাকলি ম্যাম এর শেষ বিদায় ক্ষণে স্মৃতিচারণ করেছেন
প্রফেসর ডাঃ এবিএম খুরশীদ আলম।
সাবেক ডিজি হেলথ

27/11/2025

ডাঃ ফাহমিদা আজিম কাকলি ম্যাম স্মরনে
স্মৃতিচারণ করছেন
ডাঃ আতাউর রহমান জসিম
সাধারণ সম্পাদক
বিএমএ, কুমিল্লা

Address

Ajanta, 363/1
Cumilla
3500

Telephone

+8801771507660

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rainbow maternity clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Rainbow maternity clinic:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram