03/12/2025
ছবির শিশুটির নাম ট্রেভর ফ্রোলিক (Trevor Frolek)। যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটায় জন্ম নেওয়া এই শিশুটি মাত্র ২৩ সপ্তাহে—অর্থাৎ গর্ভের মাত্র পাঁচ মাস পেরোতেই—দুনিয়ায় আসে। জন্মের সময় তার ওজন ছিল মাত্র ১ পাউন্ড ৬ আউন্স (প্রায় ৬০০ গ্রাম)। এত কম ওজনে জন্মানো শিশুর ক্ষেত্রে বাঁচার সম্ভাবনা অত্যন্ত কম থাকে। তাই চিকিৎসকরা প্রথমদিকে খুব বেশি আশাবাদী ছিলেন না—শিশুটির শরীর এতটাই দুর্বল ছিল যে সাধারণ ইনকিউবেটরের সাপোর্টও যথেষ্ট হচ্ছিল না।
ঠিক সেই সময়েই দৃঢ় হয়ে দাঁড়ান ট্রেভরের বাবা, বো ফ্রোলিক (Bo Frolek)। তিনি সিদ্ধান্ত নেন—শিশুকে শুধু মেশিনের ওপর ছেড়ে দেওয়া হবে না। তিনি ব্যবহার করেন ক্যাঙ্গারু কেয়ার বা স্কিন-টু-স্কিন কনটাক্ট, যেখানে নবজাতককে সরাসরি বাবা বা মায়ের বুকে চামড়ার সাথে চামড়া লাগিয়ে রাখা হয়।
অনেকে ভেবে থাকেন, ক্যাঙ্গারু কেয়ার কেবল মা-ই দিতে পারেন, কিন্তু চিকিৎসাবিজ্ঞান পরিষ্কারভাবে জানায়—বাবারাও এ পদ্ধতিতে সমান কার্যকর। ট্রেভরকে যখন বাবার বুকের সাথে রাখা হয়, তখন বাবার স্বাভাবিক শরীরের উষ্ণতা শিশুটির তাপমাত্রা ঠিক রাখতে সহায়তা করে। বাবার হৃদস্পন্দনের ছন্দ শিশুটির অনিয়মিত হৃদস্পন্দন ও শ্বাসপ্রশ্বাসকে ধীরে ধীরে স্থিতিশীল করে তোলে। এমন স্কিন-টু-স্কিন কন্টাক্ট প্রিম্যাচিউর শিশুর মস্তিষ্কের বিকাশ, ইমিউন সাপোর্ট এবং ওজন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আজকের ছবিতে দেখা যায়—জন্মের সময় যেখানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা সেই শিশু আজ কতটা সুস্থ, সবল ও প্রাণবন্ত। তার প্রথম ‘লাইফ সাপোর্ট’ কোনো আধুনিক যন্ত্র নয়—ছিল বাবার বুকের উষ্ণতা আর নিঃশর্ত ভালোবাসা।
বাবা-মায়ের স্নেহই সন্তানের জীবনের সবচেয়ে শক্তিশালী চিকিৎসা।
Reference:
Fox News, ABC News & Daily Mail – Reports on the survival story of Trevor Frolek at Essentia Health, North Dakota.