Comilla Medical Centre Pvt. Ltd

Comilla Medical Centre Pvt. Ltd This is Official Page of Comilla Medical Centre (Pvt.) Ltd. ( Comilla Tower)
(1)

♦️ নিয়োগ বিজ্ঞপ্তি♦️ নিয়োগ বিজ্ঞপ্তি ♦️২০২৫ইং ♦️🖊️ আবেদনের শেষ তারিখ ০৫/১১/২০২৫ বিকেল ৩টা।
02/11/2025

♦️ নিয়োগ বিজ্ঞপ্তি♦️ নিয়োগ বিজ্ঞপ্তি ♦️২০২৫ইং ♦️

🖊️ আবেদনের শেষ তারিখ ০৫/১১/২০২৫ বিকেল ৩টা।

🩺 আধুনিক চিকিৎসা সেবার ব্রত নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন....!!👨‍⚕️ডাঃ তামান্না তাজরী     এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) এ...
30/10/2025

🩺 আধুনিক চিকিৎসা সেবার ব্রত নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন....!!

👨‍⚕️ডাঃ তামান্না তাজরী
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) এমডি (অনকোলজী)
ক্যান্সার বিশেষজ্ঞ
কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতাল।

📍নিয়মিত চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করছেন কুমিল্লা মেডিকেল সেন্টার (প্রাঃ) লিঃ, কুমিল্লা টাওয়ার

🏦 চেম্বারঃ কুমিল্লা টাওয়ার (নতুন ভবন) ৪র্থ তলা
কক্ষ নংঃ ৪৫৬এ
☎️ যোগাযোগঃ ০১৭৬৩ ৩৬৬০৪২

♥️♥️ সেবা নিন সুস্থ্ থাকুন ♥️♥️

🌏 আজ ২৯ অক্টোবর!  🧠 বিশ্ব স্ট্রোক দিবস..!!                 ⏰ ‘প্রতিটি মিনিটই মূল্যবান’ ⏰এই প্রতিপাদ্যে এবার বিশ্বজুড়ে দি...
29/10/2025

🌏 আজ ২৯ অক্টোবর! 🧠 বিশ্ব স্ট্রোক দিবস..!!

⏰ ‘প্রতিটি মিনিটই মূল্যবান’ ⏰

এই প্রতিপাদ্যে এবার বিশ্বজুড়ে দিবসটি পালন করা হচ্ছে...!!

🌏 বিশ্বজুড়ে প্রতিদিন লাখো মানুষ স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। পরিসংখ্যান বলছে—প্রতি মিনিটে বিশ্বের ৩০ জন মানুষ প্রথমবারের মতো স্ট্রোকে আক্রান্ত হন। স্ট্রোক হলে প্রতি মিনিটে মস্তিষ্কের প্রায় ১৯ লাখ কোষ মারা যায়। বিশেষজ্ঞরা বলছেন, স্ট্রোক নিয়ে সচেতনতা ও তাৎক্ষণিক পদক্ষেপই জীবন বাঁচানোর মূল চাবিকাঠি।

👨‍⚕️ বিশেষজ্ঞদের মতে, স্ট্রোকের ধরন প্রধানত দুইটি—ইসকেমিক ও হেমোরেজিক। এর মধ্যে ইসকেমিক স্ট্রোকে মস্তিষ্কের কোনো অংশে রক্ত সঞ্চালন কমে গেলে কোষগুলো অক্সিজেনের অভাবে নষ্ট হতে থাকে। তবে দ্রুত চিকিৎসা নিলে রক্তপ্রবাহ পুনরুদ্ধার করে অনেক কোষ রক্ষা করা সম্ভব।

♦️ দেশে বর্তমানে জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউটে স্ট্রোক চিকিৎসার দুটি আধুনিক ব্যবস্থা চালু রয়েছে..

✅ IV Thrombolysis (স্ট্রোকের সাড়ে চার ঘণ্টার মধ্যে প্রয়োগযোগ্য)।
✅ Mechanical Thrombectomy (৯ ঘণ্টার মধ্যে প্রয়োগযোগ্য)।

🧠 স্ট্রোকের প্রাথমিক লক্ষণ গুলো মনে রাখুন — “BE FAST”। এখানে B (Balance): হঠাৎ ভারসাম্য হারানো, E (Eyes): এক বা দুই চোখে ঝাপসা দেখা, F (Face): মুখ বেকে যাওয়া, A (Arm): এক হাত বা পা দুর্বল হয়ে যাওয়া, S (Speech): কথা জড়িয়ে যাওয়া এবং T (Time): দ্রুত হাসপাতালে যান।

🩺 চিকিৎসকদের পরামর্শ, স্ট্রোক প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো সুস্থ জীবনযাপন, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা, ধূমপান ও অ্যালকোহল পরিহার, নিয়মিত ব্যায়াম এবং ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রন রাখুন..!!

🦷 আধুনিক দন্ত চিকিৎসা সেবার ব্রত নিয়ে আমাদের সাথে যুক্ত আছেন...!👨‍⚕️ডাঃ মোঃ জাহিদ বিন শাহাদাৎ     ওরাল এন্ড ডেন্টাল সার্...
28/10/2025

🦷 আধুনিক দন্ত চিকিৎসা সেবার ব্রত নিয়ে আমাদের সাথে যুক্ত আছেন...!

👨‍⚕️ডাঃ মোঃ জাহিদ বিন শাহাদাৎ
ওরাল এন্ড ডেন্টাল সার্জন

🏦 নিয়মিত রোগী দেখছেন কুমিল্লা মেডিকেল সেন্টার (প্রাঃ) লিঃ, কুমিল্লা টাওয়ার (পুরাতন ভবন),২য় তলা

☎️ যোগাযোগঃ ০১৭৩৮-৪২৩৫৬৪

28/10/2025

🧠 স্ট্রোকের লক্ষণ চেনা মানেই জীবন বাঁচানো!
স্ট্রোক হলে প্রতি মিনিটে মস্তিষ্কের কোষ নষ্ট হতে থাকে। তাই দেরি না করে দ্রুত চিকিৎসা নিন।

👉 মুখের এক পাশ হঠাৎ বেকে যাওয়া
👉 এক হাত বা পা দুর্বল হয়ে যাওয়া
👉 কথা জড়ানো বা অস্পষ্ট হয়ে যাওয়া
👉 হঠাৎ চোখে ঝাপসা দেখা

ডা. মোহাম্মদ লোকমান হেকিম
মেডিসিন, ইনটারনাল মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ
সহকারী অধ্যাপক, কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতাল

🏦 চেম্বারঃ কুমিল্লা মেডিকেল সেন্টার (প্রাঃ) লিঃ, কুমিল্লা টাওয়ার, নতুন ভবন,৫ম তলা, লাকসাম রোড, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

📞 জরুরি সেবা: 01714-029997

I've just reached 15K followers! Thank you for continuing support. I could never have made it without each and every one...
22/10/2025

I've just reached 15K followers! Thank you for continuing support. I could never have made it without each and every one of you. 🙏🤗🎉

🩺 সুবিধা বঞ্চিত ও অসহায় রোগীদের জন্য ফ্রি চিকিৎসা সেবা..!!! ✅ মানবতার সেবাই সবচেয়ে বড় সেবা। সমাজের অসহায়, দরিদ্র ও চিকিৎ...
21/10/2025

🩺 সুবিধা বঞ্চিত ও অসহায় রোগীদের জন্য ফ্রি চিকিৎসা সেবা..!!!

✅ মানবতার সেবাই সবচেয়ে বড় সেবা। সমাজের অসহায়, দরিদ্র ও চিকিৎসা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়াতে আমাদের এই উদ্যোগ — ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম।

✅ আমাদের লক্ষ্যঃ

যে সকল মানুষ অর্থের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত, তাদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া।

💊 সেবার অন্তর্ভুক্ত থাকাবেঃ

🩺 বিনামূল্যে চিকিৎসা পরামর্শ।
🩺 বিনামূল্যে স্বাস্থ্য সচেতনতা ও পরামর্শ।
🩺 বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা সেবা।

❤️ আমরা বিশ্বাস করি —

“প্রত্যেক মানুষের স্বাস্থ্যসেবা পাওয়া অধিকার, সৌভাগ্য নয়।”

🤝 আসুন, সবাই মিলে এগিয়ে আসি অসহায় মানুষের পাশে,
তাদের মুখে হাসি ফিরিয়ে দিই মানবতার হাত বাড়িয়ে♥️

21/10/2025

🔶 মূত্রজনিত সমস্যায় ভুগছেন?

এই অস্বস্তিকর সমস্যা আপনার আত্মবিশ্বাস ও জীবনযাত্রাকে ব্যাহত করছে? দেরি না করে সঠিক চিকিৎসা নিন এখনই!

💧 ডা. শরীফ মজুমদার
এমবিবিএস, বিসিএস( স্বাস্থ্য)
এফসিপিএস (সার্জারি) এমএস (ইউরোলজি)
সার্জারি ও ইউরোলজি বিশেষজ্ঞ
কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতাল

🏦 কুমিল্লা টাওয়ার হাসপাতালে নিয়মিত রোগী দেখছি!!
☎️ এপয়েন্টমেন্ট এর জন্য কল করুন: ০১৭৬১-১৫৫১৫৫
কক্ষ নংঃ ৩০৮
📍 লাকসাম রোড,কান্দিরপাড়, সদর, কুমিল্লা-৩৫০০

21/10/2025

♦️ বৃহত্তর কুমিল্লার গর্ব, একমাত্র মহিলা বার্ন ও প্লাস্টিক সার্জন--
👨‍⚕️ ডাঃ ফাতিমা ফারহানা।
সহকারী অধ্যাপক
কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতাল

তিনি তাঁর দক্ষতা, আন্তরিকতা ও আধুনিক চিকিৎসা সেবার মাধ্যমে রোগীদের আস্থা অর্জন করেছেন।

✅ বিশেষত্বঃ

🩺 প্লাস্টিক ও রিকনস্ট্রাকটিভ সার্জারি
🩺 দুর্ঘটনা ও আঘাতজনিত চিকিৎসা
🩺 জন্মগত বা অর্জিত শারীরিক বিকলাঙ্গতার উন্নয়ন

✅ কেন বিশেষ?

নারীদের মধ্যে সাহস, মেধা ও মানবসেবার যে সুন্দর সমন্বয় ডাঃ ফাতিমা ফারহানা তার উজ্জ্বল উদাহরণ। বৃহত্তর কুমিল্লায় তিনি একমাত্র মহিলা বার্ন ও প্লাস্টিক সার্জন হিসেবে চিকিৎসা ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছেন।

21/10/2025

🔥 হঠাৎ শরীরের কোনো অংশ পুড়ে গেলে কী করবেন?

অল্প আগুনেও পোড়া জায়গায় অবহেলা করবেন না! দ্রুত ঠান্ডা পানি দিন, পরিষ্কার কাপড় বা গজ পট্টি দিয়ে ঢেকে রাখুন এবং প্রয়োজনে বার্ন ক্রিম ব্যবহার করুন—তবে চিকিৎসকের পরামর্শে।

সঠিক সময়ে সঠিক যত্ন নিলে পোড়ার জটিলতা অনেকটাই কমে যায়।
👩‍⚕️ ডা. ফাতিমা ফারহানা
সহকারী অধ্যাপক (বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগ)
কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতাল
📞 এখনই যোগাযোগ করুনঃ 01761-155155

21/10/2025

🚭 ধূমপান শুধু আপনার নয়, আশেপাশের মানুষের জীবনকেও বিপন্ন করে!

ধূমপানের কারণে হতে পারে —
⚠️ ফুসফুসের ক্যান্সার
⚠️ উচ্চ রক্তচাপ ও হার্ট অ্যাটাক
⚠️ স্ট্রোকের ঝুঁকি বৃদ্ধি
⚠️ ফুসফুস ও কণ্ঠনালী ক্ষতিগ্রস্ত হওয়া

👉 এখনই ধূমপান ছেড়ে দিন — আজকের সিদ্ধান্তই হতে পারে আপনার সুস্থ জীবনের প্রথম পদক্ষেপ।

ডা. মোহাম্মদ লোকমান হেকিম
মেডিসিন, ইনটারনাল মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ
সহকারী অধ্যাপক, কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতাল

🏦 চেম্বারঃ কুমিল্লা মেডিকেল সেন্টার (প্রাঃ) লিঃ, কুমিল্লা টাওয়ার, নতুন ভবন,৫ম তলা, লাকসাম রোড, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

📞 জরুরি সেবা: 01714-029997

Address

Laksham Road, Ramghat, Kandirpar
Cumilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when Comilla Medical Centre Pvt. Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram