Dr Md Shahadat Hasan

Dr Md Shahadat Hasan সকল ধরনের চিকিৎসা ও চিকিৎসা সংক্রান্ত পরামর্শ প্রদান করা হয়।।

⚠️ সায়াটিকা কী?সায়াটিকা হলো কোমর থেকে পায়ের দিকে যে বড় সায়াটিক নার্ভ যায়—সেটা চাপে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে ব্যথা, ঝিনঝিন...
25/11/2025

⚠️ সায়াটিকা কী?
সায়াটিকা হলো কোমর থেকে পায়ের দিকে যে বড় সায়াটিক নার্ভ যায়—সেটা চাপে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে ব্যথা, ঝিনঝিন, অবশভাব বা জ্বালাপোড়া হওয়াকে সায়াটিকা বলা হয়।

⚠️ কোথায় ব্যথা হয়?
- কোমরের নিচের অংশে
- নিতম্বে
- উরু হয়ে পায়ের পেছনের দিক দিয়ে গোড়ালি পর্যন্ত
সবসময় সব জায়গায় ব্যথা থাকবে না—কেউ কারও তুলনায় কম বা বেশি জায়গায় অনুভব করতে পারে।

⚠️ কেন হয়? (সাধারণ কারণগুলো)
- কোমরের ডিস্ক সরে গিয়ে নার্ভে চাপ পড়া
- দীর্ঘক্ষণ বসে থাকা
- ভারী কিছু তোলা
- মাংসপেশির শক্ত হয়ে যাওয়া
- দুর্ঘটনায় আঘাত

⚠️ লক্ষণ কী কী?
- কোমর থেকে পায়ে ছড়িয়ে যাওয়া ব্যথা
- পায়ে ঝিনঝিনি বা অবশভাব
- হাঁটতে সমস্যা বা দুর্বল লাগা
- বেশি সময় বসে থাকলে ব্যথা বেড়ে যাওয়া

⚠️ কি করলে উপকার পেতে পারেন?
- হঠাৎ ঝুঁকে কাজ করা এড়িয়ে চলুন
- বেশি সময় একভঙ্গিতে বসে না থাকা
- হালকা ব্যায়াম ও স্ট্রেচিং করা
- গরম বা বরফ সেঁক ব্যবহার
- নিয়মিত ফিজিওথেরাপি

⚠️ কখন চিকিৎসকের পরামর্শ জরুরি?
- পা পুরোপুরি অবশ হয়ে আসছে
- ব্যথা ক্রমেই বাড়ছে
- জ্বর বা ক্ষুধামন্দা সাথে আছে
- প্রস্রাব–পায়খানার নিয়ন্ত্রণ কমে যাচ্ছে
এসব হলে দ্রুত চিকিৎসা নিতে হবে

24/11/2025

জেনে রাখা ভাল

✅ নিজে সতর্ক হোন এবং অপরকে সতর্ক  করুন।আমি নিয়মিত একটা ফার্মেসী দোকানে বসি। উদ্দেশ্য ঔষধের ব্যাবসাটা ভাল মত শেখা, ইচ্ছা ...
24/11/2025

✅ নিজে সতর্ক হোন এবং অপরকে সতর্ক করুন।

আমি নিয়মিত একটা ফার্মেসী দোকানে বসি। উদ্দেশ্য ঔষধের ব্যাবসাটা ভাল মত শেখা, ইচ্ছা আছে আগামীতে নিজেই একটা দোকান দেব। কিন্তু, দোকান দেব কি এই ব্যাবসায় মানুষের কার্যক্রম দেখে আমি হতভম্ব।

একদিনের ঘটনা, এক লোক আমাদের দোকান (আমি যে দোকানে বসে শিখি) থেকে পাইকারী ঔষধ কেনে, গ্রামে তার দোকান আছে। সেই লোক দোকানের মালিককে জিজ্ঞেস করছে, "দুই নাম্বার সেকলো নাই? "

ঐদিন আমি প্রথম জানতে পারি বাজারে নকল Seclo 20 আছে। Seclo 20 হচ্ছে, স্কয়ার কোম্পানির বহুল ব্যাবহৃত গ্যাস্ট্রিকের ঔষধ। যেহেতু এটার চাহিদা আকশচুম্বি, তাই এক দল অসাধু ব্যাবসায়ীর অন্যতম টার্গেট এই Seclo 20।

সে দিনের পর আমি আসল আর নকল সেকলো চেনার চেষ্টা করি। এক দিন দোকানের মালিক যখন কোন কারণে দোকানের বাইরে যান, সে দিন আমি প্রথম এই দোকানে নকল আবিষ্কার করি। সৌভাগ্যবশত, সে দিন দোকানে আসল Seclo20 ঔষধ ও ছিল। অনেকক্ষণ যাচাই-বাছাই করার পর আমি আসল Seclo20 সনাক্ত করি।

এর কিছু দিন পর, আরেক কাস্টমার বলল যে, Calbo D ( ক্যালসিয়াম ও ভিটামিন ডি ট্যাবলেট) দিন, যদি আসলটা থাকে তাহলে দিবেন আর না হলে দিবেন না। দোকানী বলল নেই।

কাস্টমার চলে যাওয়ার পর আমি জিজ্ঞেস করলাম, Calbo D তো ছিল, নাই বলার কারণ কি? সে তখন বলল, এটা নকল Calbo D

পরে আমি আশ্চর্য হয়ে দেখলাম যে, পুরো দোকান নকল Calbo D দিয়ে ভর্তি।

বেশ কিছু দিন পর এই নকল ঔষধ সাপ্লাইকারীকে দেখলাম, উনি দোকানের মালিকে Zimax 500 (এন্টিবায়োটিক) কেনার অফার করছেন। আরো দেখলাম তার কাছে কয়েক বক্স নকল Zimax 500 সাথে আরো কিছু ঔষধ।
তখন আমি নিশ্চিত হলাম, শুধু মাত্র এই দোকানেই নয়, এর আশেপাশের অনেক ফার্মেসীতেই অতি গোপনে এবং খুব স্বাভাবিক ভাবেই নকল ঔষধ বিক্রি হচ্ছে এবং এটা হচ্ছে প্রতিনিয়ত। শুধু মাত্র স্কয়ার কোম্পানির ঔষধ ই যে নকল হচ্ছে তাই নয়, বহুল ব্যাবহৃত প্রায় সব ধরণের ঔষধ ই নকল হচ্ছে।

সচরাচর এই বিষয়টি সাধারণ মানুষ জানে না আর ঔষধগুলির পার্থক্যও অত্যান্ত সূক্ষ্ম। কিছু ক্ষেত্রে আসল আর নকল ঔষধ এক সাথে পরিক্ষা না করলে নকলটা খুঁজে বের করা প্রায় অসম্ভব। মানুষের এই অজ্ঞাতকে কাজে লাগিয়ে এক দল অসাধু ব্যাবসায়ী কিছু মুনাফার আশায় নকল ঔষধ নামক বিষ খাইয়ে যাচ্ছে। ব্যাবসার নামে প্রতারণা করে মানুষের জীবনকে নিয়ে যাচ্ছে হুমকির মুখে।

বেশ কিছু গ্রুপে আমি এই নিয়ে লেখালেখি করেছি। কেউ কেউ ভিন্ন ব্যাখ্যা দেবার চেষ্টা করেছেন, অনেকে বিশ্বাস করে নি। তাদের জ্ঞাদার্থে জানাচ্ছি, নকল ঔষধ আছে কি নেই, এটা নিয়ে যদি সামান্য সন্দেহ থাকে তবে ১৭ ই নভেম্বর ২০১৯ সালে করা 'র "খোঁজ" প্রতিবেদনটা দেখে নিতে পারেন।

নকল Calbo D এর একটা পিক দিলাম, জাস্ট Calcium এর বানানটা দেখুন
@কপি

সচেতনতামূলক পোস্ট। পারলে শেয়ার করে সবাইকে সচেতন করুন।

  এই শীতে প্রায় বাচ্চাদের মুখের মাঝে এমন দেখা দিবে।তাই আপনারা বেসলিন দিতে পারেন।
18/11/2025


এই শীতে প্রায় বাচ্চাদের মুখের মাঝে এমন দেখা দিবে।
তাই আপনারা বেসলিন দিতে পারেন।

18/11/2025

স্কেবিস রোগ চেনার উপায় হল এই রোগের চুলকানি বেশি রাতে হয়। হাতে ছোট ছোট গোটা হয় পানি নিয়ে। শরীরেরও হয়।

09/10/2025

✅ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর (Boosting immune system) ২০ টি টিপস।
১. ব্যায়াম (Exercise ):দিনে কমপক্ষে ৩০ মি ব্যায়াম করুন। কিছু ফুসফুসের ব্যায়াম (Breathing exercise )করুন।
২.পর্যাপ্ত ঘুম (Adequate sleep):, রাতে তাড়াতাড়ি ঘুমানো, অধিক রাত না জাগা।
৩. ভিটামিন ডি (Vit-D):দৈনিক ১৫ মি সূর্যের আলোতে থাকুন। প্রয়োজনে ভিটামিন ডি মুখে খেতে পারেন। ৪.ভিটামিন সি (Vit-C): লেবু, কমলা, আঙ্গুর, আমলকি, আমড়া। প্রয়োজনে ট্যাবলেট ভিটামিন সি। ৫. ভিটামিন এ (Vit-A): গাঁজর,আম, পেঁপে, মাছ, ডিম, দুধ, লিভার,হলুদ ও সবুজ শাকসবজি।
৬. ভিটামিন ই (Vit-E):কুমড়া, কাজুবাদাম (Almonds ), চিনাবাদাম (Peanuts ), টমেটো, সূর্যুমুখী তেল।
৭. জিঙ্ক (Xinc):রসুন, আদা, বাদাম, চিয়া সীড। Tab. Xinc খেতে পারেন।
৮. মধু (Honey )।
৯. কালো জিরা (Black seed) ।
১০. আদা (Ginger )।
১১. টকদই (Yogurt )।
১২. গ্রীন টি (Green tea )।
১৩.সবুজ ফলমুল, শাকসবজি।
১৪.এড়িয়ে চলুন - লবন, চিনি, ফাস্ট ফুড, তৈলাক্ত খাবার, প্রসেসিং খাবার।
১৫.পরিমান মত পানি পান করুন।
১৬. দুশ্চিন্তা করবেন না, মানসিক শক্তি বাড়ান, হতাশ হবেন না।
১৭. ধূমপান ছাড়ুন।
১৮. এলকোহল ছাড়ুন।
১৯. ওজন নিয়ন্ত্রণে রাখুন।
২০. ক্রনিক রোগ নিয়ন্ত্রণে রাখুন। -ডায়াবেটিস, ব্লাড প্রেসার, লিভার রোগ, হার্ট এর সমস্যা।

Chronic paronychia with Onychomycosis
08/10/2025

Chronic paronychia with Onychomycosis

👩‍⚕️সমস্যা অনুযায়ী ডাক্তার দেখান🔹 মানসিক রোগ → Psychiatrist (সাইকিয়াট্রিস্ট)➡️ ডিপ্রেশন, দুশ্চিন্তা, ফোবিয়া, ঘুম না আসা...
08/10/2025

👩‍⚕️সমস্যা অনুযায়ী ডাক্তার দেখান

🔹 মানসিক রোগ → Psychiatrist (সাইকিয়াট্রিস্ট)
➡️ ডিপ্রেশন, দুশ্চিন্তা, ফোবিয়া, ঘুম না আসা, সিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার, অ্যাংজাইটি

🔹 পেট ও হজম → Gastroenterologist (গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট)
➡️ গ্যাস্ট্রিক, লিভার সমস্যা, আলসার, হেপাটাইটিস, হজমের সমস্যা

🔹 মাথা/স্নায়ু → Neurologist (নিউরোলজিস্ট)
➡️ মাথাব্যথা, খিঁচুনি, মৃগী, পক্ষাঘাত, স্নায়ুর ব্যথা, ব্রেন টিউমার

🔹 হৃদরোগ → Cardiologist (কার্ডিওলজিস্ট)
➡️ বুক ধড়ফড়, হার্ট ব্লক, হার্ট অ্যাটাক, রক্তচাপ সমস্যা
👉 অপারেশন লাগলে → Cardiac Surgeon

🔹 ত্বক/চুল/যৌন রোগ → Dermatologist & Venereologist (ডার্মাটোলজিস্ট)
➡️ চুলকানি, একজিমা, ব্রণ, ফুসকুড়ি, যৌন রোগ

🔹 চোখ → Ophthalmologist (চক্ষু বিশেষজ্ঞ)
➡️ চোখ লাল, ঝাপসা দেখা, ছানি, গ্লুকোমা

🔹 নারী/প্রসূতি → Gynecologist & Obstetrician
➡️ মাসিকের সমস্যা, বন্ধ্যাত্ব, গর্ভাবস্থা, সন্তান জন্ম

🔹 নাক/কান/গলা → ENT Specialist (ইএনটি স্পেশালিস্ট)
➡️ কানে কম শোনা, টনসিল, সাইনাস, নাক দিয়ে রক্ত পড়া

🔹 রক্তের রোগ → Hematologist (হেমাটোলজিস্ট)
➡️ অ্যানিমিয়া, লিউকেমিয়া, থ্যালাসেমিয়া

🔹 দাঁত → Dentist (ডেন্টিস্ট)
➡️ দাঁতের ব্যথা, মাড়ির সমস্যা, দাঁত তোলা, ব্রেস

🔹 ফুসফুস/শ্বাসকষ্ট → Pulmonologist (পালমোনোলজিস্ট)
➡️ হাঁপানি, শ্বাসকষ্ট, যক্ষ্মা, নিউমোনিয়া, কাশি

🔹 কিডনি/প্রস্রাব → Nephrologist (নেফ্রোলজিস্ট)
➡️ কিডনি বিকল, প্রস্রাবে জ্বালা, ইউরিন ইনফেকশন, কিডনি পাথর
👉 অপারেশন লাগলে → Urologist

🔹 হাড়/জয়েন্ট → Orthopedic Surgeon (অর্থোপেডিক সার্জন)
➡️ হাড় ভাঙা, বাত, মেরুদণ্ড সমস্যা, হাঁটুর ব্যথা

🔹 শিশু → Pediatrician (পেডিয়াট্রিশিয়ান)
➡️ শিশুদের রোগ, টিকা, বৃদ্ধি সমস্যা

🔹 সাধারণ অসুখ → Medicine Specialist (মেডিসিন স্পেশালিস্ট)
➡️ জ্বর, ঠান্ডা, সর্দি, ডায়াবেটিস, সাধারণ অসুখ

Viral video ডা:সাইফুল ইসলাম

07/10/2025

সুস্থ থাকলেও বছরে ০১বার কিডনির:- Serum Creatinine, লিভারের :- Liver Function, হার্টের:- ECG, রক্তের:- CBC, ফুসফুসের:- x-ray, রক্তের চর্বির:- Lipid Profile, টেস্ট গুরো করা উচিত।...

আলহামদুলিল্লাহ আজ থেকে বিভিন্ন হার্টের রিং(স্টেন্ট) এর নতুন সাশ্রয়ী মূল্য কার্যকর হলো।রোগী বান্ধব এই মূল্যায়নের ফলে দে...
01/10/2025

আলহামদুলিল্লাহ
আজ থেকে বিভিন্ন হার্টের রিং(স্টেন্ট) এর নতুন সাশ্রয়ী মূল্য কার্যকর হলো।রোগী বান্ধব এই মূল্যায়নের ফলে দেশের রোগীদের হৃদরোগের চিকিৎসা নিঃসন্দেহে অনেক সহজলভ্য হবে।

বাংলাদেশের চিকিৎসাখাত যে দুর্নীতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে তার নমুনা 😪😪
24/09/2025

বাংলাদেশের চিকিৎসাখাত যে দুর্নীতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে তার নমুনা 😪😪

বকশিশ না পেয়ে অক্সিজেন খুলে নিল ক্লিনার, অতঃপর... | Khulna Medical | Cleaner | KalbelaW...

📌 তুলসী (বৈজ্ঞানিক নাম: Ocimum Sanctum) একটি ঔষধিগাছ। তুলসী অর্থ যার তুলনা নেই। তুলসী গাছ লামিয়াসি পরিবারের অন্তর্গত এক...
21/09/2025

📌 তুলসী (বৈজ্ঞানিক নাম: Ocimum Sanctum) একটি ঔষধিগাছ। তুলসী অর্থ যার তুলনা নেই। তুলসী গাছ লামিয়াসি পরিবারের অন্তর্গত একটি সুগন্ধী উদ্ভিদ। হিন্দু সম্প্রদায়ের কাছে এটি একটি পবিত্র উদ্ভিদ হিসাবে পরিচিত।

👉 তুলসীপাতার উপকারিতাঃ

✅ মানসিক চাপঃ
তুলসী পাতা আমাদের মানসিক চাপ কমাতে সহায়তা করে। কারণ তুলসী পাতায় রয়েছে ভিটামিন-সি এবং অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ, যা মানসিক চাপ কমাতে সাহায্য করে। আবার তুলসী পাতা খেলে আমাদের শরীরের কার্টিসেল মাত্রা কমে যায় এবং মানসিক চাপ থেকে পুরোপুরি মুক্তি পাওয়া যায়। সুতরাং, মানসিক চাপ কমাতে তুলসী পাতা খেতে পারেন।

✅ সর্দি, কাশি ও জ্বর নিরাময়ঃ
জ্বর, সর্দি ও কাশি হলে তুলসির পাতা খেলে রোগগুলো নিরাময় হয়ে থাকে। জ্বর নিরাময়ে তুলসী পাতা + এলাচ + পানি ফুটিয়ে পান করলে জ্বর ভালো হয়ে যায়। আবার তুলসী পাতা খেলে কাশি নিরাময় করে থাকে। কাশি নিরাময়ের জন্য তুলসী পাতা + মধু + আদার রস মিশিয়ে খেলে কাশি ভালো হয়। সর্দি থেকে রক্ষা পেতে তুলসী পাতার রস অনেক উপকারী। তাই জ্বর, সর্দি-কাশি থাকলে তুলসী পাতার বা তুলসী পাতার রস খেতে পারেন।

✅ ওজন কমাতেঃ
ওজন কমাতে তুলসী পাতা হচ্ছে উত্তম একটি খাবার। কারণ রক্তে থাকা কোলেস্টেরল ও সুগারের মাত্রা তুলসী পাতার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা যায়। তাই আপনি তুলসী পাতা খাওয়ার মাধ্যমেই ওজন কমাতে পারবেন।

✅ দাঁতের স্বাস্থ্যঃ
দাঁত পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুস্থ-সবল রাখতে তুলসী পাতা খুবই গুরুত্বপূর্ণ। তুলসী পাতার মধ্যে রয়েছে মাইক্রোবিয়াল ও এন্টি-ব্যাক্টিরিয়াল উপাদান, যা আমাদের দাঁতকে শক্ত রাখে এবং দুর্গন্ধ মুক্ত করে।

✅ ব্রণ দূর করতেঃ
ব্রণ ও ব্রণের দাগ দূর করতে তুলসী পাতার উপকারিতা রয়েছে। তুলসী পাতার পেস্ট বানিয়ে সাথে চন্দন মিশিয়ে মুখে ৩০ মিনিট লাগিয়ে রাখবেন। এরপর জল দিয়ে ভালোভাবে মুখ পরিষ্কার করে নিন। এর ফলে ব্রণ থেকে মুক্তি পুরোপুরি মুক্তি পেতে পারেন।

✅ ত্বক পরিষ্কার রাখতেঃ
তুলসী পাতা ত্বকের সংক্রমণ ও পরিষ্কার রাখতে কার্যকর ভূমিকা পালন করে থাকে। কারণ তুলসী পাতায় রয়েছে এন্টি-বায়োটিক উপাদান। যা ত্বকের ব্যাকটেরিয়া এবং আর্থাসিস দূর করতে সহায়তা করে।

✅ চোখের সমস্যা সমাধানেঃ
চোখের সমস্যা সমাধানে তুলসী পাতার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ তুলসী পাতায় রয়েছে এন্টি-ইনফ্লেমেটরি উপাদান, যা আমাদের চোখের সমস্যার সমাধানে কার্যকরী ভূমিকা পালন করে। তাই চোখের কোনো সমস্যা থাকলে তুলসী পাতা বা রস খেতে পারেন।

✅ মাথাব্যথা কমাতেঃ
মাথা ব্যথা দূর করতে দৈনিক ১-২ বার তুলসী পাতা খেতে পারেন। মাথা ব্যথা কমাতে তুলসী পাতার উপকারিতা অনেকগুণ থাকায় আপনি চাইলে তুলসী পাতা খেয়ে মাথা ব্যথা পুরোপুরি দূর করতে পারেন।

✅ কিডনি পরিষ্কার রাখতেঃ
কিডনি সুস্থ-সবল রাখতে তুলসী পাতা খুবই উপকারী। কারণ তুলসী পাতায় রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও এন্টি-অক্সিডেন্ট যা আমাদের শরীরের বিভিন্ন বিষাক্ত পদার্থ বের করে দিয়ে কিডনি পরিষ্কার-পরিচ্ছন্ন ও সচল রাখে। সুতরাং কিডনি সুরক্ষায় দৈনিক তুলসী পাতা খেতে কখনোই ভুলবেন না।

✅ হার্টের সুরক্ষায়ঃ
হার্টের সমস্যা সমাধানে তুলসী পাতা খুবই গুরুত্বপূর্ণ উপাদান। কারণ তুলসী পাতা রক্তের জমাট বাধা দূর করে পাশাপাশি উচ্চ রক্তচাপ কমাতে সহযোগিতা করে। ফলে হার্ট সুস্থ ও সুরক্ষা মধ্যে থাকে।

✅ ক্যান্সার নিরাময়ঃ
তুলসী পাতায় রেডিও প্রটেক্টিভ জাতীয় উপাদান রয়েছে যা টিউমারের কোষ ধ্বংস করতে সাহায্য করে। তুলসী পাতায় ফাইটো- কেমিক্যাল উপাদান রয়েছে যা ক্যান্সারের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

✅ ডায়াবেটিস নিয়ন্ত্রণেঃ
ডায়াবেটিস প্রতিরোধে তুলসী পাতা অনেক বেশিই উপকারিতা রয়েছে। কারণ তুলসী পাতার খেলে রক্তে সুগারের মাত্রা কমে যায়। সেইসাথে তুলসী পাতা অ্যান্টি-ডায়াবেটিক ওষুধের মতো কাজ করে থাকে। সুতরাং ডায়াবেটিস নিয়ন্ত্রণে তুলসী পাতা খেতে পারেন।

✅ পেট পরিষ্কারেঃ
পেট পরিষ্কার রাখতে এবং পেটের বিভিন্ন সমস্যা সমাধানে তুলসী পাতা খুবই উপকারী। পেটে ব্যথা থাকলে তুলসী পাতা ভালোভাবে গরম পানিতে ফুটিয়ে খেলে পেট ব্যাথা পুরোপুরি ভালো হয়ে যায়।

✅ লিভার ঠিক রাখতেঃ
তুলসী পাতায় রয়েছে হেপাটো-প্রটেক্টিভ উপাদান যা লিভার ঠিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লিভারে কোনো প্রকার বিষক্রিয়া থাকলে তুলসী পাতা সেটা দূর করে দেয়। লিভারের সমস্যা সমাধানের জ১ন্য আগে চিকিৎসকেরসাথে পরামর্শ করে, পরে তুলসী পাতা বা তুলসী পাতার রস খেতে পারেন।

✅ ব্যথা ও ফোলা ভাব দূর করতেঃ
তুলসী পাতা আমাদের শরীরের সকল ব্যথা দূর করতে সাহায্য করে। তুলসী পাতায় ইউক্যালিপটাস নামক এক ধরণের উপাদান রয়েছে যা আমাদের শরীরের ফোলা ভাব দূর করে অর্থাৎ তুলসীপাতাকে‘পেইনকিলার’ওবলাহয়।

✅ রক্তনালী পরিষ্কারেঃ
রক্তনালী পরিষ্কারে তুলসী পাতার ভূমিকা অপরিসীম। কারণ তুলসী পাতায় ইনফ্লেমেটরি নামক উপাদান রয়েছে যা রক্তনালী পরিষ্কার ও রক্ত চলাচল সচল রাখতে সাহায্য করে।

✅ তুলসী পাতার ব্যবহার:

আমাদের দেশে ছেলেমেয়েদের সর্দি-কাশিতে তুলসী পাতার রস ব্যাপক ভাবে ব্যবহৃত হয়। এসব ক্ষেত্রে কয়েকটি তাজা তুলসী পাতার রসের সাথে একটু আদার রস ও মধুসহ খাওয়ানো হয়। বাচ্চাদের সর্দি-কাশিতে এটি বিশেষ ফলপ্রদ। তাজা তুলসী পাতার রস মধু, আদা ও পিঁয়াজের রসের সাথে এক সাথে পান করলে সর্দি বের হয়ে যায় এবং হাপানিতে আরাম হয়।

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Dr Md Shahadat Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Md Shahadat Hasan:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram