Moon Diabetes Hormone & Obesity Center

Moon Diabetes Hormone & Obesity Center Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Moon Diabetes Hormone & Obesity Center, Medical and health, Moon specialised hospital, Cumilla.

05/10/2023

✅✅কোন ধরনের অপ্রয়োজনীয় এবং দামী ফুড সাপ্লিমেন্ট ছাড়াই দৈনন্দিন খাবার খেয়েই ওজন কমানো সম্ভব….!!!

এই রোগী আমাদের কাছে এসেছিল ৯১ কেজি ওজন নিয়ে, সাথে ওনার ছিল ফ্যাটি লিভার (Grade 2) এবং হাঁটুর ব্যাথা ।
আমরা ওনাকে ক্যালরী হিসেব করে আমরা নিত্য যেসব খাবার খাই, তা দিয়েই ডায়েট চার্ট করে দেই। সাথে ১/২ টা প্রয়োজনীয় ঔষধ দিয়েছিলাম।
আজকে ১.৫ মাস পরে ওজন এখন ৮৩ কেজি। অর্থাৎ দের মাসে ৮ কেজি ওজন কমিয়েছেন। এখন উনি আগের চেয়ে সুস্থ আছেন, হাঁটুর ব্যাথাও কমে গেছে। এভাবে নিয়মিত ডায়েট, লাইফ স্টাইল ও ঔষধ খেলে আরো ওজন কমিয়ে উনি ওনার স্বাভাবিক ওজন ফিরে পাবে ইনশাল্লাহ।

** ওনাকে আমরা অপ্রয়োজনীয় কোন ফুড সাপ্লিমেন্ট দেই নি।
** ওনার খাদ্য তালিকায় সব ধরনের দৈনন্দিন স্বাভাবিক খাবার ছিল।
** আমাদের দেয়া খাবারের তালিকায় উল্লেখিত সকল খাবারের সর্বমোট ক্যালরী সহ, কোন খাবারে কী কী খাদ্য উপাদান আছে তা ও উল্লেখ থাকে। আমরা যেহেতু প্রয়োজনীয় সকল খাদ্য উপাদান এর বিষয় মাথায় রেখে খাবারের তালিকা করি, তাই রোগীকে অপ্রয়োজনীয় ও দামী ফুড সাপ্লিমেন্ট দেয়ার প্রয়োজন পরে না।

ওবেসিটি, পুষ্টি ও মেটাবলিক ডিজিজ বিভাগ
ডাঃ মোঃ জয়নুল আবেদীন (দীপু)
এম.বি.বি.এস (চমেক)
এম.এস.সি-এন্ডোক্রাইনলজী (লন্ডন)
এম.এস.সি-ফুড & নিউট্রিশন (লন্ডন)
চেম্বার ও এপয়েন্টমেন্টঃ
ঢাকাঃ AMZ Hospital Ltd
Pls Call: +880 18 4733 1013
কুমিল্লাঃ Moon Hospital Ltd
Pls Call: +880 13 1629 4718
অনলাইনেও রোগী দেখা হয়। অনলাইনে দেখানোর জন্য
+8801755575234 এই নাম্বারে WhatsApp e text পাঠিয়ে এপয়েন্টমেন্ট নিবেন।

বিশেষজ্ঞ ডায়াবেটিস ডাক্তার ও পুষ্টিবিদ দেখান এক ভিজিট এ। Diabetes Doctor and NutritionistDr Md Jaynul Abedin (Dipu)
04/09/2023

বিশেষজ্ঞ ডায়াবেটিস ডাক্তার ও পুষ্টিবিদ দেখান এক ভিজিট এ।
Diabetes Doctor and Nutritionist
Dr Md Jaynul Abedin (Dipu)

মুন ডায়াবেটিস, হরমোন এন্ড ওবেসিটি সেন্টারে নিয়মিত রোগী দেখা হচ্ছে। আপনি এখানে নিম্নোক্ত সেবা সমূহ পাবেনঃ১) ডায়াবেটিস, গ...
25/01/2023

মুন ডায়াবেটিস, হরমোন এন্ড ওবেসিটি সেন্টারে নিয়মিত রোগী দেখা হচ্ছে। আপনি এখানে নিম্নোক্ত সেবা সমূহ পাবেনঃ
১) ডায়াবেটিস, গর্ভকালীন ডায়াবেটিস ও অন্যান্য ডায়াবেটিস জনিত জটিলতার চিকিৎসা।
২) থাইরয়েড হরমোন জনিত সকল রোগের চিকিৎসা।
৩) ওবেসিটি/স্থুলতা রোগের(ঔষধ ও ডায়েট)এর মাধ্যমে চিকিৎসা।
৪) কম ওজন, কম গ্রোথ এবং বেশী ওজনের বাচ্চার সঠিক পুষ্টি-পরামর্শের সাহায্যে চিকিৎসা করা হয়।
৫) পুরুষের সেক্স হরমোন (টেস্টোস্টেরন) অভাব জনিত যৌন ও বন্ধাত্ব রোগের চিকিৎসা।
৬) মহিলাদের PCOS (মুখে লোম/ দাড়ী , মোচ গজানোর হরমোন জনিত রোগ) এর চিকিৎসা।
৭) মহিলাদের মেনোপজ (একেবারে পিরিওড বন্ধ হওয়া) জনিত হাঁড় ক্ষয় রোগের চিকিৎসা।
৮) পুরুষের স্তন বড় হওয়ার হরমোন জনিত রোগের চিকিৎসা।
৯) বামন রোগ ( লম্বায় খাটো ) এর হরমোন চিকিৎসা।
১০) মেডিসিন এর অন্যান্য রোগের চিকিৎসা করা হয়।

সিরিয়ালের জন্য কল করুন 01316294718 নাম্বারে।

21/12/2022
মুন ডায়াবেটিস, হরমোন এন্ড ওবেসিটি সেন্টারে নিয়মিত রোগী দেখা হচ্ছে। আপনি এখানে নিম্নোক্ত সেবা সমূহ পাবেনঃ১) ডায়াবেটিস, গ...
21/12/2022

মুন ডায়াবেটিস, হরমোন এন্ড ওবেসিটি সেন্টারে নিয়মিত রোগী দেখা হচ্ছে। আপনি এখানে নিম্নোক্ত সেবা সমূহ পাবেনঃ
১) ডায়াবেটিস, গর্ভকালীন ডায়াবেটিস ও অন্যান্য ডায়াবেটিস জনিত জটিলতার চিকিৎসা।
২) থাইরয়েড হরমোন জনিত সকল রোগের চিকিৎসা।
৩) ওবেসিটি/স্থুলতা রোগের(ঔষধ ও ডায়েট)এর মাধ্যমে চিকিৎসা।
৪) কম ওজন, কম গ্রোথ এবং বেশী ওজনের বাচ্চার সঠিক পুষ্টি-পরামর্শের সাহায্যে চিকিৎসা করা হয়।
৫) পুরুষের সেক্স হরমোন (টেস্টোস্টেরন) অভাব জনিত যৌন ও বন্ধাত্ব রোগের চিকিৎসা।
৬) মহিলাদের PCOS (মুখে লোম/ দাড়ী , মোচ গজানোর হরমোন জনিত রোগ) এর চিকিৎসা।
৭) মহিলাদের মেনোপজ (একেবারে পিরিওড বন্ধ হওয়া) জনিত হাঁড় ক্ষয় রোগের চিকিৎসা।
৮) পুরুষের স্তন বড় হওয়ার হরমোন জনিত রোগের চিকিৎসা।
৯) বামন রোগ ( লম্বায় খাটো ) এর হরমোন চিকিৎসা।

সিরিয়ালের জন্য কল করুন 01316294718 নাম্বারে।

21/12/2022
21/12/2022

Address

Moon Specialised Hospital
Cumilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when Moon Diabetes Hormone & Obesity Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Moon Diabetes Hormone & Obesity Center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram