05/10/2023
✅✅কোন ধরনের অপ্রয়োজনীয় এবং দামী ফুড সাপ্লিমেন্ট ছাড়াই দৈনন্দিন খাবার খেয়েই ওজন কমানো সম্ভব….!!!
এই রোগী আমাদের কাছে এসেছিল ৯১ কেজি ওজন নিয়ে, সাথে ওনার ছিল ফ্যাটি লিভার (Grade 2) এবং হাঁটুর ব্যাথা ।
আমরা ওনাকে ক্যালরী হিসেব করে আমরা নিত্য যেসব খাবার খাই, তা দিয়েই ডায়েট চার্ট করে দেই। সাথে ১/২ টা প্রয়োজনীয় ঔষধ দিয়েছিলাম।
আজকে ১.৫ মাস পরে ওজন এখন ৮৩ কেজি। অর্থাৎ দের মাসে ৮ কেজি ওজন কমিয়েছেন। এখন উনি আগের চেয়ে সুস্থ আছেন, হাঁটুর ব্যাথাও কমে গেছে। এভাবে নিয়মিত ডায়েট, লাইফ স্টাইল ও ঔষধ খেলে আরো ওজন কমিয়ে উনি ওনার স্বাভাবিক ওজন ফিরে পাবে ইনশাল্লাহ।
** ওনাকে আমরা অপ্রয়োজনীয় কোন ফুড সাপ্লিমেন্ট দেই নি।
** ওনার খাদ্য তালিকায় সব ধরনের দৈনন্দিন স্বাভাবিক খাবার ছিল।
** আমাদের দেয়া খাবারের তালিকায় উল্লেখিত সকল খাবারের সর্বমোট ক্যালরী সহ, কোন খাবারে কী কী খাদ্য উপাদান আছে তা ও উল্লেখ থাকে। আমরা যেহেতু প্রয়োজনীয় সকল খাদ্য উপাদান এর বিষয় মাথায় রেখে খাবারের তালিকা করি, তাই রোগীকে অপ্রয়োজনীয় ও দামী ফুড সাপ্লিমেন্ট দেয়ার প্রয়োজন পরে না।
ওবেসিটি, পুষ্টি ও মেটাবলিক ডিজিজ বিভাগ
ডাঃ মোঃ জয়নুল আবেদীন (দীপু)
এম.বি.বি.এস (চমেক)
এম.এস.সি-এন্ডোক্রাইনলজী (লন্ডন)
এম.এস.সি-ফুড & নিউট্রিশন (লন্ডন)
চেম্বার ও এপয়েন্টমেন্টঃ
ঢাকাঃ AMZ Hospital Ltd
Pls Call: +880 18 4733 1013
কুমিল্লাঃ Moon Hospital Ltd
Pls Call: +880 13 1629 4718
অনলাইনেও রোগী দেখা হয়। অনলাইনে দেখানোর জন্য
+8801755575234 এই নাম্বারে WhatsApp e text পাঠিয়ে এপয়েন্টমেন্ট নিবেন।