Omar's Physiotherapy and Rehabilitation Centre

Omar's  Physiotherapy and Rehabilitation Centre Physiotherapy Consultancy & Rehabilitation Centre..
সকল ধরনের ফিজিওথেরাপি চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ব্রেইন স্ট্রোক, প্যারালাইসিস, বাত,ব্যাথা,ঘাড়ে ব্যাথা, কোমর ব্যাথা, হাটুতে ব্যাথা, পায়ের গোড়ালি ব্যাথা, হাত-পা অবশ হওয়া বা ঝিন ঝিন করা, জয়েন্ট শক্ত হয়ে যাওয়া, মুখ বেকে যাওয়া, বিকলাঙ্গ শিশু বা শারিরীক প্রতিবন্দী, ক্রিয়াজনিত আঘাত, দুঘটনাজনিত আঘাত ইত্যাদি রোগের ফিজিওথেরাপি চিকিৎসা করা হয়।

22/11/2025
✅✅ বিষয়:PLID/Sciatica/কোমর ব্যথা।✅ Prolapse Lumbar Intervertebral Disc (PLID): পিএলআইডি বলতে বোঝায় কোমরের মেরুদণ্ডের মধ...
12/11/2025

✅✅ বিষয়:PLID/Sciatica/কোমর ব্যথা।

✅ Prolapse Lumbar Intervertebral Disc (PLID): পিএলআইডি বলতে বোঝায় কোমরের মেরুদণ্ডের মধ্যে থাকা ডিস্কের নরম অভ্যন্তরীণ অংশ (nucleus pulposus) শক্ত বাইরের স্তর (annulus fibrosus) ভেদ করে বাইরে চলে আসে, এর ফলে আশেপাশের নার্ভ রুট বা স্পাইনাল কর্ডে চাপ পড়ে, যা ব্যথা ও স্নায়বিক উপসর্গের সৃষ্টি করে।

✅ PLID এর কারণসমূহ:

১) বয়সজনিত পরিবর্তন
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ডিস্কের পানিশূন্যতা ও দুর্বলতা দেখা দেয়। ফলে Annulus fibrosus কম ইলাস্টিক হয়ে ফেটে যেতে পারে।
২) বারবার ঝোঁকা বা মোচড়ানো
বারবার সামনে-পেছনে ঝোঁকা বা শরীর মোচড়ানোর ফলে কোমরের ডিস্কে চাপ পড়ে।
৩) ভারী জিনিস তোলা
ভুল ভঙ্গিতে বা হঠাৎ করে ভারী কিছু তুললে ডিস্কের ওপর অতিরিক্ত চাপ পড়ে, যা ডিস্ক সরে যাওয়ার কারণ হতে পারে।
৪) আঘাত বা দুর্ঘটনা
পড়ে যাওয়া, সড়ক দুর্ঘটনা, বা হঠাৎ পিঠে ধাক্কা লাগলে ডিস্ক ক্ষতিগ্রস্ত হতে পারে।
৫) দীর্ঘক্ষণ বসে থাকা
দীর্ঘ সময় ধরে বসে থাকা, বিশেষ করে ভুল ভঙ্গিতে বসলে, কোমরের নিচের অংশে চাপ বৃদ্ধি পায়।
৬) স্থূলতা (মোটা হওয়া)
অতিরিক্ত ওজন কোমরের মেরুদণ্ডে বাড়তি চাপ সৃষ্টি করে।
৭) দুর্বল পিঠ ও পেটের পেশি
যাদের পিঠ ও পেটের পেশি দুর্বল, তাদের মেরুদণ্ড পর্যাপ্ত সহায়তা পায় না, ফলে ডিস্ক সহজে সরে যেতে পারে।
৮) বংশগত কারণ
কিছু মানুষের জিনগতভাবে ডিস্ক দুর্বল থাকে, ফলে তাদের PLID হওয়ার ঝুঁকি বেশি।

✅ Stages/ Grading of PLID (পিএলআইডি এর ধাপসমূহ):

১) প্রথম ধাপ: Disc Bulging/ Degeneration (ডিস্কের ক্ষয়): নিউক্লিয়াস প্যালপোসাসের (nucleus pulposus) ভেতরে জৈব রাসায়নিক পরিবর্তন ঘটে, যার ফলে এটি পানি ও স্থিতিস্থাপকতা হারায়। এর ফলস্বরূপ, ডিস্ক কম নমনীয় হয়ে পড়ে এবং সহজেই আঘাতপ্রাপ্ত হতে পারে।

২) দ্বিতীয় ধাপ:Disc Protrusion (ডিক্স প্রসারিত হওয়া): এক্ষেত্রে নিউক্লিয়াস প্যালপোসাস স্থানচ্যুত হয়ে অ্যানুলাস ফাইব্রোসাসের (annulus fibrosus) অভ্যন্তরীণ স্তরগুলোকে বাইরের দিকে ঠেলে দেয়, ফলে ডিস্কের প্রান্ত কিছুটা ফোলাভাব সৃষ্টি করে। তবে এই পর্যায়ে অ্যানুলাস ফাইব্রোসাসের বাইরের স্তর এখনো অক্ষত থাকে।

৩) তৃতীয় ধাপ:Disc Extrusion: এক্ষেত্রে নিউক্লিয়াস প্যালপোসাস অ্যানুলাস ফাইব্রোসাস ভেদ করে বাইরে বেরিয়ে আসে, যদিও এটি মূল ডিস্কের সঙ্গে সংযুক্ত থাকে। এই অবস্থায় ডিস্কের স্ফীতি আরও স্পষ্ট হয় এবং পার্শ্ববর্তী স্নায়ু শিকড়ের ওপর চাপ সৃষ্টি করতে পারে।

৪) চতুর্থ/শেষ ধাপ: Disc Sequestration: এক্ষেত্রে নিউক্লিয়াস প্যালপোসাসের একটি অংশ সম্পূর্ণভাবে মূল ডিস্ক থেকে আলাদা হয়ে যায় এবং মেরুদণ্ডের নালির ভেতরে স্থানান্তরিত হতে পারে, যার ফলে তীব্র স্নায়ু চাপ ও প্রদাহের সৃষ্টি হয়।

✅ Clinical Features of PLID : পিএলআইডি এর উপসর্গসমূহ:

১) ব্যথা (Pain): মৃদু্,তীব্র বা ধারালো কোমর ব্যথা হতে পারে। ব্যথা পায়ে ছড়িয়ে যায় (সায়াটিকা)। হাঁচি, কাশি, বাঁকা হওয়া বা দীর্ঘ সময় বসলে ব্যথা বেড়ে যায়।
২) স্নায়বিক উপসর্গ (Neurological Symptoms)
Sensory: পায়ে ঝিনঝিনি, জ্বালাপোড়া, অবশভাব বা সুচ ফোটার মতো অনুভূতি।
Motor: পেশিশক্তি কমে যাওয়া।
Reflex: হাঁটু বা অ্যাঙ্কল রিফ্লেক্স কমে যেতে পারে।
৩) দেহভঙ্গির পরিবর্তন (Postural Changes): রোগী ব্যথা কমানোর জন্য একদিকে ঝুঁকে থাকে। কোমরের স্বাভাবিক বাঁক (লর্ডোসিস) সোজা হয়ে যায়। আবার কিছু ক্ষেত্রে কোমর একপাশে ব্যাকে লেটারাল শিফটিং হতে পারে।
৪) বিশেষ পরীক্ষা (Special Tests):
Straight Leg Raise (SLR) টেস্ট: এক্ষেত্রে পা সোজা করে উপরে তুললে পায়ে ব্যথা হয়।
Cross SLR টেস্ট: এক্ষেত্রে বিপরীত পা তুললেও আক্রান্ত পায়ে ব্যথা হয়।
Slump Test: এক্ষেত্রে নার্ভকে খুব strtch করা হয়, যার ফলে ব্যথা পুনরায় হয়।
৫) গুরুতর অবস্থা:
Cauda equina syndrome: মল-মূত্র নিয়ন্ত্রণ হারানো, যৌন অসাড়তা, পায়ুপথে অনুভূতি কমে যাওয়া। এটি একটি জরুরি অবস্থ, যা জরুরী ভাবে অপারেশনের প্রয়োজন।

✅ ফিজিওথেরাপি চিকিৎসা:

ক) ফিজিওথেরাপি চিকিৎসার লক্ষ্য :

১) ব্যথা ও প্রদাহ কমানো।
২) নার্ভের উপর চাপ হ্রাস করা।
৩) মেরুদণ্ডের নড়াচড়া ও শক্তি ফিরিয়ে আনা।
৪) পুনরায় যেন না হয় তা প্রতিরোধ করা।

খ) ফিজিওথের চিকিৎসার ধাপসমূহ:

১) তীব্র পর্যায় (Acute Phase)
বিশ্রাম: ১–৩ দিনের স্বল্প বিশ্রাম।
ফিজিওথেরাপি :
বরফ (Ice)।
ইলেক্ট্রো থেরাপির বিভিন্ন ধরনের ফিজিও চিকিৎসা যেমন TENS অথবা IFT ইত্যাদি।
পজিশনিং: McKenzie prone lying (পেটে শোয়া বা কনুই ভর দিয়ে উঠা)।
সামনে ঝুঁকে বসা এড়ানো।

২) উপ-তীব্র পর্যায় (Subacute Phase):
McKenzie Exercises: পেটে শোয়া → কনুই ভর দেওয়া → প্রেস-আপ → দাঁড়িয়ে এক্সটেনশন ইত্যাদি।
Core Stabilization: ট্রান্সভারসাস অ্যাবডোমিনিস ও মাল্টিফিডাস পেশি শক্ত করা।
Stretching: হ্যামস্ট্রিং ও হিপ ফ্লেক্সর প্রসারিত করা।
Joint Mobilization: ব্যথা না থাকলে কোমরের জয়েন্টে হালকা মবিলাইজেশন।
Postural Training: সঠিক বসা, দাঁড়ানো ও কাজের ভঙ্গি শেখানো।
Shock wave Therapy and
Clinical Dry Needling.

৩) দীর্ঘস্থায়ী / ফাংশনাল পর্যায় (Chronic / Functional Phase):
Strengthening: কোর, ব্যাক এক্সটেনসর, গ্লুটিয়াল ও অ্যাবডোমিনাল পেশি শক্ত করা।
Flexibility: শক্ত বা সংকোচিত পেশি স্ট্রেচ করা।
Functional Training: সঠিকভাবে ভার তোলার কৌশল শেখানো, দৈনন্দিন কাজের সঠিক অঙ্গভঙ্গি শেখানো সহ ইত্যাদ।
Aerobic Exercise: হাঁটা, সাঁতার বা সাইক্লিং ইত্যাদি।

✅ কখন অপারেশন করাবেন?
ক্রমবর্ধমান স্নায়বিক দুর্বলতা।
দীর্ঘস্থায়ী ব্যথা, যা মেডিসিন ও ফিজিওথেরাপিতে কমে না। মল-মূত্র নিয়ন্ত্রণ হারানো, যৌন অসাড়তা, পায়ুপথে অনুভূতি কমে যাওয়া (Cauda equina syndrome)।

মোঃ ওমর ফারুক
ফিজিওথেরাপিস্ট
বিপিটি (ডিইউ)
ফেলো অর্থোপেডিক মেডিসিন জিসিআই
ফিজিওথেরাপিস্ট উপজেলা হেলথ কমপ্লেক্স লাকসাম কুমিল্লা
চেম্বার: ওমর'স ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার
ডাক্তার মুবিন ডি ল্যাব, পশ্চিমগাঁও, লাকসাম কুমিল্লা।

11/11/2025
08/09/2025
একটা মাত্র CBC টেস্ট করে কতো কিছু জানা যায়?অ্যানেমিয়া আছে কিনা জানা যায়-  HB% কমে যাবে।প্রাথমিক ইনফেকশন আছে কিনা বুঝা যা...
03/06/2025

একটা মাত্র CBC টেস্ট করে কতো কিছু জানা যায়?
অ্যানেমিয়া আছে কিনা জানা যায়- HB% কমে যাবে।
প্রাথমিক ইনফেকশন আছে কিনা বুঝা যায় - WBC Count (White Blood Cell Count): বেড়ে যেতে পারে বা কমেও যেতে পারে।
ব্যাকটেরিয়াল নাকি ভাইরাস জনিত ইনফেকশন তার প্রাথমিক ধারণা পাওয়া যায়-- ব্যাকটেরিয়াল হলে Neutrophils বাড়বে ভাইরাস জনিত হলে Lymphocytes বাড়বে।
রক্তে অ্যালার্জির সমস্যা আছে কিনা বুঝা যায় -Eosinophils বাড়বে।
পানি শুন্যতা আছে কিনা বুঝা যায় --Hematocrit (HCT) হাই থাকবে।
ব্লাড ক্যান্সার আছে কিনা জানা যায়--WBCঅনেক বেশি বেড়ে যেতে পারে বা অনেক বেশি কমেও যেতে পারে।
শরীরে রক্তপাতের ঝুঁকি আছে কিনা বুঝা যায়-- প্লাটিলেট কাউন্ট কমে যাবে।
পেটে কৃমি বা প্যারাসাইটিক ইনফেকশন আছে কিনা বুঝা যায়--Eosinophils কাউন্ট হাই হবে।
শরীরে কোথাও প্রদাহ বা ইনফ্লামেশন আছে কিনা জানা যায় -- ESR বেড়ে যাবে।
আয়রন ডেফিসিয়েন্সি বনাম থ্যালাসেমিয়ার মধ্যে প্রাথমিক ডিফারেন্স ধরা যায়--MCV,MCH,RDW দেখে সিদ্ধান্ত নিতে হয়।
CBC কে বলা হয় মাদার অব অল টেস্ট।।।
ধন্যবাদ।
Omar's Physiotherapy & Rehabilitation centre,
Dr. Mubin D-Lab, Paschimgaon, Laksam, Cumilla.

একজন ফিজিওথেরাপিস্ট কিভাবে কাজ করে?ফিজিওথেরাপিস্ট (Physiotherapist) হলেন একজন স্বাস্থ্য পেশাজীবী, যিনি ব্যথা, আঘাত বা শা...
15/02/2025

একজন ফিজিওথেরাপিস্ট কিভাবে কাজ করে?

ফিজিওথেরাপিস্ট (Physiotherapist) হলেন একজন স্বাস্থ্য পেশাজীবী, যিনি ব্যথা, আঘাত বা শারীরিক সমস্যার চিকিৎসার জন্য ব্যায়াম, ম্যানুয়াল থেরাপি (হাতে ম্যাসাজ বা অন্যান্য টেকনিক), ইলেক্ট্রোথেরাপি এবং পুনর্বাসন পদ্ধতি ব্যবহার করেন। তাদের কাজ সাধারণত নিচের ধাপগুলো অনুসরণ করে:

১. রোগীর মূল্যায়ন (Assessment):

রোগীর মেডিকেল ইতিহাস জেনে নেয়া।

শারীরিক পরীক্ষা করে সমস্যার কারণ নির্ধারণ।

চলাফেরা, শক্তি, ফ্লেক্সিবিলিটি, ব্যালান্স এবং ব্যথার মাত্রা মূল্যায়ন করা।

২. চিকিৎসা পরিকল্পনা তৈরি (Treatment Plan):

রোগীর সমস্যার ভিত্তিতে একটি ব্যক্তিগত থেরাপি পরিকল্পনা তৈরি করা।

লক্ষ্য থাকে ব্যথা কমানো, চলাচলের স্বাধীনতা বৃদ্ধি এবং পেশির কার্যক্ষমতা পুনরুদ্ধার করা।

৩. চিকিৎসা পদ্ধতি (Treatment Methods):

ব্যায়াম থেরাপি: পেশি শক্তিশালী করা, ফ্লেক্সিবিলিটি বাড়ানো এবং চলাচল স্বাভাবিক করার জন্য বিভিন্ন ব্যায়াম।

ম্যানুয়াল থেরাপি: মাসাজ, স্ট্রেচিং, জয়েন্ট ম্যানিপুলেশন।

ইলেক্ট্রোথেরাপি: আল্ট্রাসাউন্ড, TENS (Transcutaneous Electrical Nerve Stimulation)।

হিট ও কোল্ড থেরাপি: ফোলাভাব বা ব্যথা কমানোর জন্য।

পুনর্বাসন (Rehabilitation): অপারেশনের পর বা আঘাতের পর স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করা।

৪. প্রগতির মূল্যায়ন (Monitoring Progress):

নিয়মিত রোগীর উন্নতি যাচাই করা।

প্রয়োজনে থেরাপি পদ্ধতি পরিবর্তন বা আপডেট করা।

৫. শিক্ষা ও পরামর্শ (Patient Education):

রোগীকে তার নিজের যত্ন নেওয়ার পদ্ধতি শেখানো।

দৈনন্দিন জীবনে কীভাবে সঠিকভাবে চলাফেরা করতে হবে, তা বোঝানো।

ফিজিওথেরাপিস্টদের কাজ করার জায়গা:

হাসপাতাল, ক্লিনিক, পুনর্বাসন কেন্দ্র।

ক্রীড়া প্রতিষ্ঠান, ফিটনেস সেন্টার।

ব্যক্তিগত চেম্বার বা হোম কেয়ার।

যেসব রোগে ফিজিওথেরাপির প্রয়োজন হয়:

স্ট্রোক বা প্যারালাইসিস।

মেরুদণ্ডের সমস্যা (স্লিপড ডিস্ক, স্কোলিওসিস)।

আঘাত (ফ্র্যাকচার, স্প্রেইন)।

আর্থ্রাইটিস, লো ব্যাক পেইন।

সার্জারির পর পুনর্বাসন।

একজন দক্ষ ফিজিওথেরাপিস্ট রোগীর জীবনযাত্রার মান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

26/05/2020

যারা প্লাজমা দিচ্ছেন তাদের জন্য কিছু জরুরী কথা:

প্লাজমা ডোনেশন খুবই সহজ ও নিরাপদ একটি প্রক্রিয়া। এ পদ্ধতিতে ডোনারের শরীর থেকে সংগ্রহীত রক্ত sterile tube এর মাধ্যমে সেন্ত্রিফিউজ মেশিনে যায়। Plasmapheresis পদ্ধতিতে রক্ত থেকে প্লাজমা আলাদা হয়ে একটি প্লাজমা ব্যাগ এ জমা হয়। আর রক্ত পুনরায় ডোনারের শরীরে দিয়ে দেওয়া হয়। সময় লাগে ৬০-৯০ মিনিট। ডোনারের কিছু মেডিক্যাল টেস্ট ও বিনামূল্যে করে দেওয়া হয়।

প্লাজমার ৯০% ই পানি। তাই, কেউ প্লাজমা দান করলে ২৪-৪৮ ঘণ্টার মধ্যে শরীর তা পূরণ করে ফেলে। স্বাভাবিক খাবার আর যথেষ্ট পরিমাণে পানি পান করলেই চলবে।

ডাক্তাররা শরীরের ডোনারের শরীরের ওজন এর হিসাবে ১০ মিলি লিটার/প্রতি কেজি প্লাজমা নিয়ে থাকেন। আপনার ওজন যদি ৫০ কেজি হয়, তবে মাত্র ৫০০ মিলি প্লাজমা নেওয়া হবে।

আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের মতে, একজন ব্যাক্তি প্লাজমা দান করার ৪৮ ঘণ্টা পর পুনরায় প্লাজমা দান করতে পারেন। অর্থাৎ সপ্তাহে ২ বার চাইলেই আপনি প্লাজমা দিতে পারেন নিরাপদে। এজন্য শুধু বেশি করে পানি আর স্বাভাবিক খাবার দাবার খেতে হবে। তারপরও যদি কেউ আশঙ্কিত থাকেন, অন্তত প্রতি সপ্তাহে ১ বার তো প্লাজমা ডোনেট করতেই পারেন।

Remeber! Everyone who got coronavirus is a SUPERHERO!
There is not WINNER or LOSER. Who lost their lives died fighting very hard. They are not losers, they are winners too!

You can keep saving lives daily.
2 donation in 6 days.
Saves 1 life Everyday!

আপনি প্লাজমা ডোনেশনের উপযোগী হলে হ্যাশট্যাগ ব্যাবহার করে পোস্ট করুন নিজের wall এ। আপনার availability সবাইকে জানান। হ্যাশট্যাগ সার্চ করে সবাই সহজেই আপনাকে খুঁজে পাবে।

#সংগৃহীত

23/05/2020

স্টাফ রিপোর্টার: মনোহরগঞ্জের লাউলহরী গ্রামের প্রায় শ’খানেক সুবিধাবঞ্চিত পরিবারকে ঈদ উপহার সামগ্রী প্রদান করেছ....

Address

ডাঃ মুবিন ডি-ল্যাব এন্ড কনসালটেশন সেন্টার, সরকারি হাসপাতাল গেইট, পশ্চিমগাঁও, লাকসাম ।
Cumilla

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Friday 10:00 - 18:00
Saturday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Telephone

01812121374

Alerts

Be the first to know and let us send you an email when Omar's Physiotherapy and Rehabilitation Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Omar's Physiotherapy and Rehabilitation Centre:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram