19/09/2025
নিউবর্ন বেবির জন্য কিছু ভিজিটিং রুলস যা অতি আবেগী বাঙালির জানা এবং মানা দরকার:👉
- ফ্যামিলি মেম্বার না হলে হাসপাতালে বাচ্চাকে দেখতে যাবেন না, এতে ইনফেকশনের ঝুঁকি বাড়ে। ফ্যামিলি মেম্বার হলেও অপ্রয়োজনে জাস্ট দেখার জন্য না যাওয়াই ভালো। নিউবর্ন বেবির ইমিউন সিস্টেম থাকে খুবই উইক। ইজিলি জীবাণুর সংক্রমণ হয়।
- যদি কাছের আত্মীয় না হন, বাসায় গিয়ে দেখা না করাই ভালো প্রথম কয়েক মাস। প্রথম কারণ: বাচ্চা যত বেশি বাইরের মানুষের কাছে এক্সপোজড হবে, তত জীবাণুর সংক্রমণ বেশি হবে। দ্বিতীয় কারণ: এসময় বাবা মা, খুবই টায়ার্ড থাকে, ওদের পর্যাপ্ত রেস্ট দরকার হয়, স্পেইস দরকার হয়, বিশেষ করে মায়ের।
- নবজাতকের প্রচুর ঘুম দরকার হয়, বাড়িতে মানুষ যাওয়া আসা করলে তাতে ব্যাঘাত ঘটে। মাও বাচ্চাকে চাহিদামতো দুধ খাওয়াতে পারে না বাইরের মানুষের সামনে। তাই যদি যানই, বেশিক্ষণ থাকবেন না।
- বাসায় যদি যানও, কোলে নেবেন না। আমি নিউবর্ন বেবির বাবা মা সাধলেও কোলে নেই না। কারণ এই আবেগ/আদর শিশুর জন্য ক্ষতিকর। দূর থেকে চোখের দেখা দেখুন, নিউবর্ন বেবির বিছানায় বসারও দরকার নাই।
- কোলে নিন বা না নিন, অবশ্যই বাসায় ঢুকেই আগে হাত ধুয়ে নিন নাহলে স্যানিটাইজ করুন, সম্ভব হলে পাও। জুতা পরে ঘরে ঢুকবেন না।
- ভুলেও শিশুর হাতে টাকা গুঁজে দেবেন না, টাকায় অসংখ্য জীবাণু থাকে। গিফট কিনে নিয়ে গেলে বাচ্চার আশেপাশে না রেখে নিরাপদ দুরত্বে রেখে দিন।
- ভুলেও, I REPEAT ভুলেও বাচ্চাকে চুমু দেবেন না। মুখে তো নাই, হাত পায়েও না। Control your inner Imran Hashmi in front of a newborn.
- শিশুর মাকে অযাচিত জ্ঞান দেবেন না। ওদের জ্ঞান লাগলে ওরা জিজ্ঞাসা করবে। Unnecessary জ্ঞান মায়ের মানসিক চাপ বাড়ায়।
- ভিজিট করতে গিয়ে মাকে এমন কোন কথা বলবেন না যাতে সে ভয় পায়, দুশ্চিন্তায় পড়ে বা মন খারাপ করে। ভালো কিছু বলতে না পারলে মুখ বন্ধ রাখুন।
- নতুন শিশুর চেহারা, গঠন, চুল নিয়ে নেগেটিভ কমেন্ট করবেন না। এটা চরম অসভ্যতা এবং কুরুচিপূর্ণ কাজ।
পরিশেষে বাবা মায়েদের বলছি, আপনার শিশুর নিজেকে নিজে সুরক্ষার ক্ষমতা নেই। আপনাকেই একটু কঠোর হতে হবে ওকে নিরাপদ রাখার জন্য। মানুষ দুইদিন বদনাম করে আবার ভুলে যাবে। কিন্তু আপনার সন্তানের কিছু একটা ক্ষতি হয়ে গেলে সেটা সে আর আপনি ভোগ করবেন।
© Parenting Page🧡