Miracle Cupping

Miracle Cupping হিজামা নিন, সুস্থ থাকুন।

🩺 নভেম্বর মাসের হিজামা সুন্নাহ তারিখ সমূহ:🗓 ০৯ নভেম্বর (রবিবার)🗓 ১১ নভেম্বর (মঙ্গলবার)🗓  ১৩ নভেম্বর (বৃহস্পতিবার)সহীহ বু...
09/11/2025

🩺 নভেম্বর মাসের হিজামা সুন্নাহ তারিখ সমূহ:

🗓 ০৯ নভেম্বর (রবিবার)
🗓 ১১ নভেম্বর (মঙ্গলবার)
🗓 ১৩ নভেম্বর (বৃহস্পতিবার)

সহীহ বুখারীর হাদীসে বর্ণিত:
قَالَ رَسُولُ ٱللَّهِ ﷺ : إِنَّ أَمْثَلَ مَا تَدَاوَيْتُمْ بِهِ ٱلْحِجَامَةُ
রাসূল সা. বলেছেন: তোমরা যেসব পদ্ধতিতে চিকিৎসা গ্রহণ করো, তার মধ্যে সর্বোত্তম হলো হিজামা। (সহিহ বুখারি: ৫৬৯৬, সহিহ মুসলিম: ২২০৫)

📌হিজামা – সম্পূর্ণ প্রাকৃতিক, নিরাপদ ও পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত চিকিৎসা।

🏡আমাদের সেন্টারের ঠিকানা:
৩৭৫ নং বাড়ি (মদিনা টাওয়ার),
পুরাতন ফুলকুড়ি স্কুল, ডেমরা, ঢাকা।
☎️ হেল্পলাইন :
01823-428673
01883-395011

হিজামা নিন, সুস্থ থাকুন।
#মিরাকেল_কাপিং

কয়েকদিন আগে Miracle Cupping থেকে এক ভাই হিজামা নেন। উনি আসেন বাড্ডা থেকে৷  🩺 যে সমস্যার জন্য কাপিং করান:1. Shoulder pain...
03/11/2025

কয়েকদিন আগে Miracle Cupping থেকে এক ভাই হিজামা নেন। উনি আসেন বাড্ডা থেকে৷

🩺 যে সমস্যার জন্য কাপিং করান:
1. Shoulder pain.
2. Back pain.
3. Insomnia.
4. OCD.

হিজামা নিন, সুস্থ থাকুন।

#মিরাকেল_কাপিং

কোমড় ও পা ব্যাথার জন্য গতকাল এক ভাই Miracle Cupping থেকে হিজামা নেন। উনি এসেছেন ডেমরা থেকে৷ পেশেন্টর বয়স ১৮ বছর৷ ব্যাথার...
05/10/2025

কোমড় ও পা ব্যাথার জন্য গতকাল এক ভাই Miracle Cupping থেকে হিজামা নেন। উনি এসেছেন ডেমরা থেকে৷ পেশেন্টর বয়স ১৮ বছর৷

ব্যাথার জন্য অনেক ডাক্তার দেখিয়েছেন, কিন্তু আশানুরূপ রেজাল্ট পাননি। হিজামার পর পেইন কমেছে বলে উনি জানান।

যে কোন ব্যাথার জন্য হিজামা খুবই কার্যকরী ও পরিক্ষিত একটি ট্রিটমেন্ট। হিজামা নিন, সুস্থ থাকুন৷

#হিজামা

Miracle Cupping থেকে হিজামা নেওয়ার পর এক বোনের রিভিউ।
29/09/2025

Miracle Cupping থেকে হিজামা নেওয়ার পর এক বোনের রিভিউ।

সম্প্রতি Miracle Cupping থেকে এক ফিমেইল পেশেন্ট হিজামা নেন। পরিবার সাথে নিয়ে উনি সেন্টারে আসেন। 🩺যে সমস্যার জন্য হিজামা ...
21/09/2025

সম্প্রতি Miracle Cupping থেকে এক ফিমেইল পেশেন্ট হিজামা নেন। পরিবার সাথে নিয়ে উনি সেন্টারে আসেন।

🩺যে সমস্যার জন্য হিজামা করান:

১. শরীর ব্যাথা ও জ্বালাপোড়া।
২. ব্লাড প্রেশার লো।
৩. মাথা ব্যাথা।
৪. মেজাজা খিটখিটে।
৫. ব্রেস্ট পেইন।

হিজামা নিন, সুস্থ থাকুন৷

#হিজামা

18/09/2025

মিরাজের রাত সম্পর্কে রাসুল (সা.) বলেছেন, ‘এই রাতে ফিরিশতাদের যে দলের সম্মুখ দিয়েই তিনি যাচ্ছিলেন, তারা বলেছেন, ‘আপনার উম্মতকে হিজামার নির্দেশ দিন।’

(ইবনে মাজাহ, হাদিস : ৩৪৭৯; তিরমিজি, হাদিস : ২০৫২)

Miracle Cupping থেকে হিজামা নেন জোবায়দা বেগম। পেশেন্টের বয়স ৪৪ বছর। 🩺 যে সমস্যা জন্য হিজামা নেন:১. ঘুম না হওয়া (Insomnia...
15/09/2025

Miracle Cupping থেকে হিজামা নেন জোবায়দা বেগম। পেশেন্টের বয়স ৪৪ বছর।

🩺 যে সমস্যা জন্য হিজামা নেন:

১. ঘুম না হওয়া (Insomnia)
২. মাথা ব্যাথা।
৩. হরমোনাল ইমব্যালেন্স।
৪. ব্যাক পেইন।
৫. ঘাড়-কোমড়ের হাড় ক্ষয়।
৬. পিঠে ব্যাথা।
৭. বুক ব্যাথা।

#হিজামা

ফিমেইল পেশেন্টের হিজামা চলছে...পেশেন্টের সমস্যা:১.ঘুম হয়না (Insomnia) ২.পুরো শরির ব্যাথা। ৩.গ্যাস্ট্রিক ৪.অতিরিক্ত রাগ ৫...
13/09/2025

ফিমেইল পেশেন্টের হিজামা চলছে...

পেশেন্টের সমস্যা:
১.ঘুম হয়না (Insomnia)
২.পুরো শরির ব্যাথা।
৩.গ্যাস্ট্রিক
৪.অতিরিক্ত রাগ
৫.আত্নহত্যার ওয়াসওয়াসা (মানুষিক সমস্যা)
৬.ডিপ্রেশন ডিজওর্ডার।

হিজামা নিতে চলে আসুন Miracle Cupping এ।

#হিজামা #কাপিং

জান্নাত ইসলাম নামে এক পেশেন্ট Miracle Cupping থেকে হিজামা নেন। বয়স ২০ বছর। 🩺 যে সমস্যার জন্য হিজামা নেন:১. অলসতা। ২. মাথ...
09/09/2025

জান্নাত ইসলাম নামে এক পেশেন্ট Miracle Cupping থেকে হিজামা নেন। বয়স ২০ বছর।

🩺 যে সমস্যার জন্য হিজামা নেন:

১. অলসতা।
২. মাথা, ঘাড় কোমড় ব্যাথা।
৩. ঘুম কম হওয়া।
৪. অতিরিক্ত রাগ।
৫. গ্যাস্টিক।
৬. মাথা ঘুরানো (দূর্বলতা)

এপয়ন্টমেন্ট নিতে যোগাযোগ করুন:
📞 01823-428673

‎ঢাকার মাতুয়াইল থেকে হিজামা নিতে Miracle Cupping এ আসেন এক ভাই। পেশেন্টের বয়স ৩০ বছর৷ ‎‎যে সমস্যার জন্য হিজামা করান: ‎১....
01/09/2025

‎ঢাকার মাতুয়াইল থেকে হিজামা নিতে Miracle Cupping এ আসেন এক ভাই। পেশেন্টের বয়স ৩০ বছর৷

‎যে সমস্যার জন্য হিজামা করান:
‎১. ব্যাক পেইন।
‎২. প্যানিক অ্যাট্যাক।
‎৩. হাইপারটেনশন।
‎৪. গ্যাস্টিক।
৫. এলার্জি৷

‎হিজামা নিন, সুস্থ থাকুন।


Miracle Cupping  থেকে হিজামা নেন শিরিন আক্তার নামে এক পেশেন্ট। পেশেন্টের বয়স ৫২.যে সমস্যার জন্য কাপিং করান:১. গ্যাস্টিক।...
26/08/2025

Miracle Cupping থেকে হিজামা নেন শিরিন আক্তার নামে এক পেশেন্ট। পেশেন্টের বয়স ৫২.

যে সমস্যার জন্য কাপিং করান:
১. গ্যাস্টিক।
২. ব্যাক পেইন।
৩. ডায়াবেটিস।
৪. হাই ব্লাড পেশার।
৫. লিভার সিরোসিস।

চলতি মাসে হিজামার সুন্নাহ তারিখ:💢 ১৩ জুলাই💢১৫ জুলাই💢১৭ জুলাইএই তারিখগুলোতে হিজামা করলে সহজেই শরীর থেকে রক্তের চাপ এবং ক্...
14/07/2025

চলতি মাসে হিজামার সুন্নাহ তারিখ:

💢 ১৩ জুলাই
💢১৫ জুলাই
💢১৭ জুলাই

এই তারিখগুলোতে হিজামা করলে সহজেই শরীর থেকে রক্তের চাপ এবং ক্ষতিকর বর্জ্য বের হয়, যা শরীরের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে।

১. ব্যাথা উপশম:
হিজামা মাথা ব্যাথা, ঘার ব্যাথা, কোমর, পা, হাটু, হারক্ষয়, জয়েন্ট, মাইগ্রেন, বাত ব্যাথা সাইনাসসহ যে কোন ধরনের ব্যাথা নিরাময় করে।

২. মানসিক স্বস্তি :
হিজামা মানসিক চাপ ও বিষণ্ণতা কমাতে সাহায্য করে।

৩. হিজামা হাই ব্লাড পেশার নিয়ন্ত্রণ করে, অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করে।

জিন এবং জাদুগ্রস্ত পেশেন্টের ক্ষেত্রে হিজামা চমৎকার কাজ করে, হিজামার মাধ্যমে শরিরে জাদু, গিট, বদনজর, হাসাদের সমস্যা অনেকাংশে কমে যায় পেশেন্ট দ্রুতই সুস্থতা পায়।

এপয়ন্টমেন্ট নিতে যোগাযোগ করুন:
01823428673
01883395011

Address

Miracle Healing Location : 375 No. House, Near Puratan Fulkuri School, Sanarpar
Demran

Telephone

+8801823428673

Website

Alerts

Be the first to know and let us send you an email when Miracle Cupping posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram