18/12/2025
(চলে গেলেন বিপ্লবী ও তারুণ্যের প্রতীক শহীদ ওসমান হাদী💔)
আমরা হারিয়ে ফেললাম ভবিষ্যৎ বাংলাদেশের একজন নব কান্ডারীকে।আততায়ীর বুলেটের গুলিতে হাদীর নশ্বর দেহের মৃত্যু হলেও,তার রেখে যাওয়া বাণী ও আইডিওলজির কোন মৃত্যু নেই।
হাদী চিরদিন বেঁচে থাকবেন বিপ্লবীদের হৃদয়ে।সাম্রাজ্যবাদীদের চোখে চোখ রেখে কথা বলা তিনি আমাদের শিখিয়ে গেলেন।হিংসাকে জয় করে ভালোবাসার অমৃত সুধা হাসিমুখে পান করলেন।এমন মৃত্যু তো আমিও চাই কিন্তু ক'জন আমরা এমন সাহসী হতে পারি...???
(বিপ্লবীদের মৃত্যু নেই।হাদী চিরঅমর,চিরঞ্জীব...✊)
ইনকিলাব জিন্দাবাদ🙏