07/12/2022
একজন মেডিকেল পড়ুয়া ছাত্র বা ছাত্রীর জীবনের প্রথম সবচেয়ে বড় পরীক্ষা হলো ১ম পেশাগত পরীক্ষা বা ফার্স্ট প্রফ। যেহেতু প্রথম তাই এই পরীক্ষার আগে মনের ভিতরে অনেক ভয় অনেক শঙ্কা কাজ করে। এর সাথে যোগ হয় ১ম ও ২য় বর্ষের বিশাল সিলেবাসের চাপ। সব মিলিয়ে ১ম পেশাগত পরীক্ষা অনেকের কাছেই এক বিভীষিকার নাম।
কিন্তু যদি তোমরা আগে থেকেই জেনে যাও যে, কেমন হবে তোমার এই পরীক্ষা, পড়তে হবে কিভাবে, কিভাবে অল্প সময়ে শেষ করে ফেলবে এই সুবিশাল সিলেবাস তাহলে এই ভয়ানক যাত্রাটা অনেকটাই সহজ হয়ে যাবে। ভয়ের বিরুদ্ধে তখন প্রতিরোধ গড়ে তুলবে তোমার আত্মবিশ্বাস। আর যদি এই গাইডলাইন পেশাগত পরীক্ষায় ভালো রেজাল্ট করা কেউ দেয় তাহলে তো কথাই নেই।
তাই মেডেক্স তোমাদের জন্য নিয়ে এসেছে ১ম প্রফের গাইডলাইন নিয়ে একটি লাইভ সেশন। যেখানে তোমাদের গাইডলাইন দিবেন তোমাদের সবার প্রিয় Tama Devi আপু।
Topic: Guideline to 1st Prof viva
Instructor: Tama Devi
Institute: Sir Salimullah Medical College
Session:2018-19
6th in 2nd professional exam
Hons in Anatomy, Community medicine, Forensic medicine.
Date: 08/12/22
Time: 9:00 পম
⭐⭐ক্লাসটি আয়োজিত হবে ফেসবুক লাইভে, লাইভ শুরু হওয়া মাত্রই এই পোস্টের কমেন্ট সেকশনে আমরা লাইভ ক্লাসের লিংকটি দিব, যেন তোমাদের সবার কাছে নোটিফিকেশন যায়। তাই যারা যারা ক্লাস করতে আগ্রহী তাদের এই পোস্টের কমেন্টে নিজের নাম, মেডিকেল কলেজের নাম ও সেশন উল্লেখ করার জন্য অনুরোধ করছি। ❤
বন্ধুদেরকে মেনশন করে ক্লাসটি সম্পর্কে জানার সুযোগ করে দিন। 💙
Bidyasagor MedX এর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ 💙💙