18/11/2025
#বিসিএস ও ব্যাংকসহ সকল চাকরির পরীক্ষায় #বাংলায় শতভাগ কমনের লক্ষ্যে বিশেষভাবে রচিত #অগ্রদূত_বাংলা বইটির ১৬তম আধুনিক সংস্করণ, নভেম্বর-২০২৫ আমাদের কাছে পাওয়া যাচ্ছে #সর্বোচ্চ_ছাড়ে।
👉👉'অগ্রদূত বাংলা' বইটির বৈশিষ্ট্য 👈👈
✍️ শতভাগ নির্ভুল:
'অগ্রদূত বাংলা' বইটির প্রতিটি অধ্যায় বিশদ গবেষণার মাধ্যমে, দীর্ঘ অভিজ্ঞতার আলোকে বিভিন্ন সমৃদ্ধ রেফারেন্স বই থেকে তথ্য সংগ্রহ করে শতভাগ নির্ভুল করা হয়েছে। কনফিউজড প্রশ্নগুলোর সঠিক সমাধান রেফারেন্সসহ দেয়া হয়েছে।
✍️ শতভাগ কমন:
বইটির প্রতিটি অধ্যায় বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে, যেন পরীক্ষায় শতভাগ কমন আসে। একমাত্র 'অগ্রদূত বাংলা' বইটি আপনাকে শতভাগ কমনের নিশ্চয়তা দিতে পারে। সুতরাং, অহেতুক অনেক বই ক্রয় না করে 'অগ্রদূত বাংলা' বইটি ক্রয় করুন, প্রতিযোগিতামূলক পরীক্ষায় অন্যদের থেকে এগিয়ে থাকুন।
✍️ প্রিলিমিনারি ও লিখিত প্রশ্নের সম্মিলন:
বিসিএস বা চাকরির জগতে শতভাগ কমন পাওয়া 'অগ্রদূত বাংলা' বইটিতে বিগত সকল চাকরির প্রিলিমিনারি পরীক্ষায় আসা প্রশ্ন ও বিসিএস লিখিত পরীক্ষায় আসা প্রশ্নসমূহ এবং নন-ক্যাডার লিখিত পরীক্ষায় আসা প্রশ্নসমূহ অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে প্রিলিমিনারি পরীক্ষার পাশাপাশি লিখিত পরীক্ষার প্রস্তুতিও সম্পূর্ণ করা যায়। বাজারে অন্য কোনো বইয়ে এ অপূর্ব সম্মিলন দুরূহ।
✍️ ৩৫ বছরের প্রশ্নের ব্যাখ্যা:
বিগত ৩৫ বছরের সকল চাকরির পরীক্ষায় আসা সকল প্রশ্ন ও প্রশ্নের বিস্তারিত সমাধান বইটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। সাম্প্রতিক পরীক্ষার প্রশ্নগুলো বিশ্লেষণ করে দেখা যায় যে, প্রায় ৮০% প্রশ্ন বিগত সালে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো থেকেই ঘুরে-ফিরে আসে। ফলে এসকল প্রশ্নের বাইরে ২০% এর বেশি নতুন প্রশ্ন আসার সম্ভাবনা ক্ষীণ। এই নতুন ২০% ক্রিটিক্যাল প্রশ্ন সহজভাবে বিশ্লেষণ করা হয়েছে এ বইটিতে। সুতরাং, পরীক্ষায় শতভাগ কমনের জন্য 'অগ্রদূত বাংলা' একটি কমপ্লিট প্যাকেজ।
✍️ শতভাগ কমনের প্রমাণ:
প্রতি শুক্রবার বা যেকোনো দিন চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সাথে সাথে আমরা এ পেজে বা গ্রুপে বইয়ের পৃষ্ঠাসহ উল্লেখ করে সমাধান দেই। আপনার এ বিষয়ে কোনো কনফিউশন থাকলে এ পেজ বা গ্রুপে পূর্বে অনুষ্ঠিত চাকরির পরীক্ষার প্রশ্নের সমাধানগুলো দেখুন, যা পৃষ্ঠাসহ দেয়া আছে।
✍️ কাগজ ও বাঁধাই:
'অগ্রদূত বাংলা' বইটি উন্নত মানের পারটেক্স হোয়াইট কাগজে ঝকঝকে ছাপানো। একত্রে সেলাই+গাম বাইন্ডিং করা হয়েছে।
✍️ সতর্কতা:
নকল এড়াতে বইটি ক্রয়ের সময় জেল কলমের সবুজ কালির হাতে লেখা মিলন স্যারের স্বাক্ষরটি বইটির ৪ নম্বর পৃষ্ঠায় 'লেখকের কথা' অংশে দেখে নিন। স্বাক্ষরটি যদি হাতে লেখা না হয়ে প্রিন্ট করা থাকে অথবা সিল আকারে থাকে, তাহলে বুঝবেন বইটি অবশ্যই নকল ও ভুলে ভরা।
-----------------------
✅চলমান অফার সমূহ:
🔸যেকোনো বই অর্ডার করলেই স্পেশাল 🦋প্রজাপতি বুকমার্ক🔖
🔹২৫-৪০% ছাড়ের পরও Extra ৫-১০% পর্যন্ত Discount
🔸৯৯৯+ টাকার অর্ডার করলেই ১০০৳ নিশ্চিত #ক্যাশব্যাক
☎️বইটি সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি তে নিতে চাইলে Rokomari Sales Team ইনবক্সে মেসেজ করুন/ কল করুন এই নাম্বারে 01521-729645 WhatsApp এ.