Child Specialist Dr Fahmida Ferdous

Child Specialist Dr Fahmida Ferdous Personal blog by Dr Fahmida Ferdous
MBBS(DMC), MCPS, MD (Paediatrics)
Child specialist

আমার চেম্বার এ আজকে এই রুগী এসেছে । বাচ্চার বয়স ৩ মাস, ওজন বানিয়ে ফেলেছে ৯ কেজি । বুকের দুধ না দিয়ে ফর্মুলা দুধ আর তা...
07/12/2025

আমার চেম্বার এ আজকে এই রুগী এসেছে । বাচ্চার বয়স ৩ মাস, ওজন বানিয়ে ফেলেছে ৯ কেজি । বুকের দুধ না দিয়ে ফর্মুলা দুধ আর তালমিস্ত্রী । ফলাফল সারা শরীর ফুলে গিয়েছে, পেয়ে পেটে পানি চলে এসেছে। আজকের এই ইন্টারনেট এর যুগেও এমন ভুল ভাবে খাওয়ানো, সত্যিই দুঃখজনক

পড়াতে আমার সব সময় ই ভালো লাগে । শিশু হাসপাতাল এ থাকতে একটা টপিক পড়ে জুনিয়ারদেরকে জোর করে বসিয়ে পড়াতাম , আসলে পড়াল...
15/11/2025

পড়াতে আমার সব সময় ই ভালো লাগে । শিশু হাসপাতাল এ থাকতে একটা টপিক পড়ে জুনিয়ারদেরকে জোর করে বসিয়ে পড়াতাম , আসলে পড়ালে নিজেরও পড়া হতো ।এমডি পাশ এর পর ১ বছর একটু খারাপ ই লাগতো বই খাতা থেকে এতো দূরে আছি তাই । গত ছয়মাস ধরে পরীক্ষার্থীদের কিছু টপিক পড়ানোর দায়িত্ব পেয়েছি । slide prepare করতে করতে অনেকক্ষণ স্ক্রীন এ তাকাতে হয় চোখ দিয়ে পানি পরে, তাই চশমা নিয়েছি তবুও আমার ভালো লাগে এই কষ্ট করতে ।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত রুগী, প্রথম ছবিটার সময় platelet ছিলো ১৬ হাজার মাত্র, কোন platelet বা ব্লাড দেওয়ার প্রয়োজন হয়নি...
05/11/2025

ডেঙ্গু জ্বরে আক্রান্ত রুগী, প্রথম ছবিটার সময় platelet ছিলো ১৬ হাজার মাত্র, কোন platelet বা ব্লাড দেওয়ার প্রয়োজন হয়নি ।৩ দিন পর হয়েছে ১ লাখ, রুগী আমাকে ডেকে বলে আমাকে ছুটি দিয়ে দেন, দেখেন আমার পা ভালো হয়ে গেছে ।

28/10/2025
25/08/2025
04/08/2025

🛑 ভয়াবহ ভাইরাস জ্বর ছড়িয়ে পড়ছে — সতর্ক হোন, সচেতন থাকুন!

এই মুহূর্তে একটি নতুন ধরনের ভাইরাস জ্বর চারদিকে ছড়িয়ে পড়েছে। এটি ডেংগু বা চিকুনগুনিয়া না হলেও এর লক্ষণগুলো বেশ ভয়াবহ, এবং অনেকেই আক্রান্ত হচ্ছেন—বিশেষ করে শিশুরা।

🎗 বাবা-মায়েদের জন্য বার্তা: যদি আপনার সন্তান এই জ্বরে আক্রান্ত হয়, প্রথমেই মানসিকভাবে ভেঙে পড়বেন না। কারণ আপনার শক্তিই আপনার সন্তানের সাহস। আপনি সুস্থ থাকলে সেবা ভালোভাবে করতে পারবেন।

🧠 অসুস্থ শিশুর সেবা করতে হলে তাদের নিয়মিত স্বাস্থ্যকর খাবার দিতে হবে, কারণ খাবারের বিকল্প কোনো ওষুধ নেই।
⛔ তারা খাবার খেতে না চাইলে জোর করবেন না, অল্প অল্প করে বারবার দিন।
🤢 বমি করলে বমির ওষুধ দিয়ে সেটা নিয়ন্ত্রণ করুন।

📌 ভাইরাস জ্বরের সাধারণ লক্ষণ:

🔥 হঠাৎ করে জ্বর (১০৩°–১০৪°F)
😣 শরীরের বিভিন্ন অংশে প্রচণ্ড ব্যথা (মাথা, চোখ, পিঠ, জয়েন্ট)
🥴 মাথা ঘোরা, দুর্বল লাগা
💔 রক্তচাপ কমে যাওয়া
🛌 জ্বর চলে যাওয়ার পরও দীর্ঘ সময় ধরে শরীর দুর্বল থাকছে

✅ কি করবেন? করণীয় ও পরামর্শ:

🍽️ খাবারে যা রাখবেন:

✔ ভিটামিন সি: মাল্টা, কমলা, পেয়ারা, আমলকি
✔ জিঙ্ক ও অ্যান্টিঅক্সিডেন্ট: কলা, পাকা পেঁপে, ডিমের কুসুম
✔ প্রোটিন: সিদ্ধ ডিম, চিকেন স্যুপ, ডাল, খিচুড়ি, মাছ
💧 প্রচুর পানি পান করুন (দিনে অন্তত ৩ লিটার) – স্যালাইন বা লেবুর শরবত খেতে পারেন
⚠️ চিনি পরিহার করুন

🧊 ব্যথা ও জ্বর কমাতে:

✔ ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল
✔ গরম পানির সেঁক বা ম্যাসাজ
✔ আদা, তুলসি, মধু দিয়ে হালকা গরম পানীয়

💆 জ্বরের পর শরীর ব্যথা কমাতে:

✔ গরম পানিতে লবণ মিশিয়ে শরীর মুছানো
✔ হালকা স্ট্রেচিং বা ধীরে হাঁটা
✔ ম্যাগনেসিয়াম যুক্ত খাবার: কলা, ভেজানো বাদাম
✔ নারকেল তেল বা পুদিনার তেল দিয়ে হালকা মালিশ

🚨 যখন চিকিৎসকের শরণাপন্ন হবেন:
বারবার জ্বর আসছে,
রক্তচাপ খুব কমে যাচ্ছে,
খাওয়া বন্ধ করে দিয়েছে বা অজ্ঞান ভাব,
হৃদস্পন্দনে অস্বাভাবিকতা

🧘‍♀️ মনে রাখবেন:
জ্বর কমে গেলেও শরীর সম্পূর্ণরূপে দুর্বল হয়ে পড়ে। তাই পর্যাপ্ত বিশ্রাম, ভালো খাবার ও প্রচুর পানি–এই তিনটাই দ্রুত সেরে ওঠার মূলমন্ত্র।

🤝 আপনজন বা আশেপাশে কেউ আক্রান্ত হলে এই পোস্টটি শেয়ার করে তাকে সচেতন করুন।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Child Specialist Dr Fahmida Ferdous posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category