Heartbeat Diagnostic & Fertility Clinic

Heartbeat Diagnostic & Fertility Clinic বন্ধ্যাত্ব ও গাইনি রোগ চিকিৎসার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান।ঠিকানা-গ্রীনরোড,পান্থপথ সিগনাল,ধানমন্ডি ঢাকা।মোবাইল -০১৮২১-৯০৭২০৭, ০১৭৩০-১৯১৯২২.
(2)

বন্ধ্যাত্ব ও গাইনি চিকিৎসার একটি বিশস্ত প্রতিষ্ঠান

মেয়েদের বন্ধ্যাত্ব সমস্যার মূল কারণ গুলো : অনেক নারী আজকাল ভাবছেন আগে জব কোরব স্টাবলিস হবো তারপর বিয়ে বা বেবি নেওয়া— “ক...
31/10/2025

মেয়েদের বন্ধ্যাত্ব সমস্যার মূল কারণ গুলো :

অনেক নারী আজকাল ভাবছেন আগে জব কোরব স্টাবলিস হবো তারপর বিয়ে বা বেবি নেওয়া— “

কিন্তু বিয়ের পর সে বুঝতে পারে সব কিছু ঠিক আছে, তবুও কেন সন্তান ধারণে সমস্যা হচ্ছে?”

আসলে নারীর সন্তান ধারনের ক্ষমতা কমে যাওয়ার পেছনে আছে অনেকগুলো কারণ। চলুন জেনে নেওয়া যাক—
🌿 বয়সের প্রভাব
বয়স যত বাড়ে, ডিম্বাণুর (eggs) সংখ্যা ও মান দুটোই কমে যায়।

৩০ বছর পার হওয়ার পর ডিম্বাশয় ধীরে ধীরে নিষ্ক্রিয় হতে শুরু করে।

৩৫ এর পর গর্ভধারণের সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে কমে যায়।

৪০ এর পর প্রায় অর্ধেক নারী প্রাকৃতিকভাবে সন্তান ধারণে খুবই সমস্যায় পড়েন।

বয়সের সঙ্গে সঙ্গে হরমোন নিঃসরণও দুর্বল হয়ে পড়ে, ডিম্বাণুর গুণগত মান কমে যায়।
হরমোন হচ্ছে নারীর কনসিভ করার মূল চালিকা শক্তি।

যদি ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, FSH ও LH হরমোনের ভারসাম্য নষ্ট হয় ডিম্বাণু তৈরি ঠিকভাবে হয় না ওভুলেশন অনিয়মিত হয় মাসিক চক্র বিঘ্নিত হয় ফলে শরীর প্রাকৃতিকভাবে গর্ভধারণের জন্য প্রস্তুত থাকতে পারে না।

Polycystic O***y Syndrome/Disease (PCOS/PCOD) হলে ডিম্বাশয়ে ছোট ছোট সিস্ট তৈরি হয় মাসিক অনিয়মিত হয়ে যায় ওজন বেড়ে যায় ওভুলেশন বন্ধ হয়ে যায়। ডিম্বাণু পরিপক্ক হয় না এবং গর্ভধারণে খুব সমস্যা হয়।

মানসিক চাপ, উদ্বেগ ও ঘুমের অভাব কর্টিসল হরমোন বাড়ায়, যা প্রজনন হরমোনের ভারসাম্য নষ্ট করে। ডিম বড় হওয়া ও ফোটাতে বাধা গ্রস্হ হয়।

অতিরিক্ত ওজন বা খুব কম ওজন — দুই অবস্থাই ক্ষতিকর।
এতে হরমোন নিঃসরণ বিঘ্নিত হয় এবং মাসিক অনিয়মিত হয়।
ফলে ডিম ফুটতে ব্যাহত হয় এবং কনসিভ করার চান্স কমে যায়।

জরায়ুতে ইনফেকশন, ব্লকেজ, এন্ডোমেট্রিওসিস বা টিউমার থাকলে ডিম্বাণু নিষিক্ত হতে পারে না।

🍃 দেহে জিঙ্ক, সেলেনিয়াম, ভিটামিন ই, ওমেগা–৩ এর ঘাটতি থাকলে ডিম্বাশয়ের কার্যক্ষমতা হ্রাস পায়। সমাধান: প্রাকৃতিকভাবে এই ঘাটতি পূরণে বীজজাত খাবার অত্যন্ত উপকারী।
তিসি, কুমড়া, সূর্যমুখী ও তিলের বীজে থাকে ওমেগা-৩, জিঙ্ক ও ভিটামিন ই —
যা শরীরের হরমোন ব্যালান্স করে।
✅ হরমোন স্থিতিশীল হয়
✅ ডিম ঠিক মতো বড় হয় এবং ফোটে।
✅ ফারটিলিটি বেড়ে যায়

নারীর শরীর অত্যন্ত সংবেদনশীল এবং প্রচুর ক্যালশিয়াম ও আয়রন এর ঘাতটি হয়।
তাই নিয়মিত ঘুম, মানসিক প্রশান্তি, ব্যায়াম ও পুষ্টিকর খাবার খান।

সঠিক ও উন্নত চিকিৎসা পতে আজই আমাদের বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। চেম্বার- হার্টবিট গাইনি বন্ধ্যত্ব ক্লিনিক, গাজী টাওয়ার, পান্থপথ সিগনাল, গ্রীনরোড ঢাকা। মোবাইল ০১৭৩০১৯১৯২২

ব্রেস্ট বা স্তন ক্যান্সার কি শুধু নারীদের হয়? আসুন এই সম্পর্কে আজ সঠিক ধারণা গুলো জানি।  যোগাযোগ - হার্টবিট গাইনি বন্ধ্য...
26/10/2025

ব্রেস্ট বা স্তন ক্যান্সার কি শুধু নারীদের হয়? আসুন এই সম্পর্কে আজ সঠিক ধারণা গুলো জানি। যোগাযোগ - হার্টবিট গাইনি বন্ধ্যত্ব ক্লিনিক, গ্রীনরোড পান্থপথ সিগনাল, ঢাকা। মোবাইল -০১৮২১৯০৭২০৭.

25/10/2025

আমরা অনুভব করতে পারি নিঃসন্তান দম্পতির বাবা মা ডাক না শুনার কষ্ট। সঠিক উন্নত চিকিৎসা ও সফলতা পেতে আজই আমাদের বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা গ্রহন করুন। চেম্বার - হার্টবিট গাইনী ও বন্ধ্যাত্ব ক্লিনিক, গাজী টাওয়ার, পান্থপথ সিগনাল, গ্রীনরোড ঢাকা। মোবাইল -০১৮২১৯০৭২০৭, ০১৭৩০১৯১৯২২

পুরুষের শুক্রাণু বৃদ্ধিকারী খাবারগুলির মধ্যে রয়েছেঃ  পাতাযুক্ত সবুজ শাকসবজি, চর্বিযুক্ত মাছ, বাদাম, ডিম,  লেবু,  শিম,  ...
10/10/2025

পুরুষের শুক্রাণু বৃদ্ধিকারী খাবারগুলির মধ্যে রয়েছেঃ

পাতাযুক্ত সবুজ শাকসবজি, চর্বিযুক্ত মাছ, বাদাম, ডিম, লেবু, শিম, কুমড়োর বিচি, জিংক, মধু, কালেজিরা।
রেগুলার এই খাবারগুলি খাদ্যতালিকা অন্তর্ভুক্ত করলে শুক্রাণুর গুণমান এবং পুরুষ প্রজনন স্বাস্থ্য উন্নত হতে থাকে।
তাই আপনার শুক্রাণুর সমস্যার সঠিক উন্নত চিকিৎসা পরামর্শ পেতে আজই আমাদের বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করুন।

ডাঃ চলন্তিকা রানী
এমবিবিএস, বিসিএস
এফসিপিএস- (গাইনী ও অবস্ রোগ)
এফসিপিএস- (হরমোন ও বন্ধ্যাত্ব রোগ)
ঢাকা মেডিকেল কলেজ।

ডাঃ রওনক লায়লা
এমবিবিএস, বিসিএস
এফসিপিএস- (গাইনী এন্ড অবস্ এফপি)
এমএস- (হরমোন ও বন্ধ্যাত্ব রোগ)
ঢাকা মেডিকেল কলেজ।

চেম্বার- হার্টবিট গাইনি বন্ধ্যত্ব ক্লিনিক,
গাজী টাওয়ার, পান্থপথ সিগনাল
গ্রীনরোড, ধানমন্ডি ঢাকা।
যোগাযোগ -০১৮২১-৯০৭২০৭, ০১৭৩০-১৯১৯২২.

গাইনী বা বন্ধ্যাত্ব যে কোন সমস্যার সঠিক উন্নত চিকিৎসা পেতে আজই যোগাযোগ করুন। ডাঃ চলন্তিকা রানী, এমবিবিএস,  এফসিপিএস-(গাই...
30/09/2025

গাইনী বা বন্ধ্যাত্ব যে কোন সমস্যার সঠিক উন্নত চিকিৎসা পেতে আজই যোগাযোগ করুন। ডাঃ চলন্তিকা রানী, এমবিবিএস, এফসিপিএস-(গাইনী এন্ড অবস্) এফসিপিএস-( হরমোন ও বন্ধ্যাত্ব রোগ). ঢাকা মেডিকেল কলেজ। ডাঃ রওনক লায়লা, এমবিবিএস, এমএস- (গাইনী ও বন্ধ্যাত্ব রোগ) এফসিপিএস- (গাইনী এন্ড অবস্ এফপি) ঢাকা মেডিকেল কলেজ। চেম্বার - হার্টবিট গাইনী ও হার্টবিট গাইনি বন্ধ্যত্ব ক্লিনিক, গাজী টাওয়ার, পান্থপথ সিগনাল, গ্রীন রোড, ঢাকা। যোগাযোগ -০১৮২১৯০৭২০৭, ০১৭৩০১৯১৯২২.

গাইনী বা বন্ধ্যাত্ব রোগ কোন জটিল সমস্যা নয় সঠিক উন্নত চিকিৎসায় হয় নিরাময়। সমস্যার জন্য আজই আমাদের বিশেষজ্ঞ ডাক্তারের পরা...
29/09/2025

গাইনী বা বন্ধ্যাত্ব রোগ কোন জটিল সমস্যা নয় সঠিক উন্নত চিকিৎসায় হয় নিরাময়। সমস্যার জন্য আজই আমাদের বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। ঠিকানা - হার্টবিট গাইনি বন্ধ্যত্ব ক্লিনিক, গাজী টাওয়ার, পান্থপথ সিগনাল, গ্রীনরোড ঢাকা। যোগাযোগ - ০১৮২১৯০৭২০৭, ০১৭৩০১৯১৯২২. ার্টবিট গাইনি বন্ধ্যত্ব ক্লিনিক

28/09/2025

গাইনী বা বন্ধ্যাত্ব যে কোন সমস্যার সঠিক উন্নত চিকিৎসা পেতে আজই যোগাযোগ করুন। ডাঃ চলন্তিকা রানী, এমবিবিএস, এফসিপিএস-( গাইনী এন্ড অবস্) এফসিপিএস- ( হরমোন ও বন্ধ্যাত্ব রোগ). ঢাকা মেডিকেল কলেজ। ডাঃ রওনক লায়লা, এমবিবিএস, এমএস- ( গাইনী ও বন্ধ্যাত্ব রোগ) এফসিপিএস- (গাইনী এন্ড অবস্ এফপি) ঢাকা মেডিকেল কলেজ। চেম্বার - হার্টবিট গাইনী ও হার্টবিট গাইনি বন্ধ্যত্ব ক্লিনিক, গাজী টাওয়ার, পান্থপথ সিগনাল, গ্রীন রোড, ঢাকা। যোগাযোগ -০১৮২১৯০৭২০৭, ০১৭৩০১৯১৯২২.
# #

Send a message to learn more

এই একটি টেস্ট ও সঠিক চিকিৎসা পুরন কোরতে পারে  আপনার মা হওয়ার  সপ্ন।  আমরা অনুভব করতে পারি মা ডাক না শুনার কষ্ট। তাই আজই ...
27/09/2025

এই একটি টেস্ট ও সঠিক চিকিৎসা পুরন কোরতে পারে আপনার মা হওয়ার সপ্ন। আমরা অনুভব করতে পারি মা ডাক না শুনার কষ্ট। তাই আজই আমাদের বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা নিন। ঠিকানা - হার্টবিট গাইনি বন্ধ্যত্ব ক্লিনিক, গাজী টাওয়ার, পান্থপথ সিগনাল, গ্রীনরোড, ঢাকা। মোবাইল ০১৮২১৯০৭২০৭, ০১৭৩০১৯১৯২২.

গাইনী বা বন্ধ্যাত্ব যে কোন সমস্যার সঠিক উন্নত চিকিৎসা পেতে আজই যোগাযোগ করুন। ডাঃ চলন্তিকা রানী, এমবিবিএস,  এফসিপিএস-( গা...
26/09/2025

গাইনী বা বন্ধ্যাত্ব যে কোন সমস্যার সঠিক উন্নত চিকিৎসা পেতে আজই যোগাযোগ করুন। ডাঃ চলন্তিকা রানী, এমবিবিএস, এফসিপিএস-( গাইনী এন্ড অবস্) এফসিপিএস- ( হরমোন ও বন্ধ্যাত্ব রোগ). ঢাকা মেডিকেল কলেজ। ডাঃ রওনক লায়লা, এমবিবিএস, এমএস- ( গাইনী ও বন্ধ্যাত্ব রোগ) এফসিপিএস- (গাইনী এন্ড অবস্ এফপি) ঢাকা মেডিকেল কলেজ। চেম্বার - হার্টবিট গাইনী ও হার্টবিট গাইনি বন্ধ্যত্ব ক্লিনিক, গাজী টাওয়ার, পান্থপথ সিগনাল, গ্রীন রোড, ঢাকা। যোগাযোগ -০১৮২১৯০৭২০৭, ০১৭৩০১৯১৯২২.
# #

19/09/2025

ফাইব্রয়েড, পলিপ, এন্ডোমেট্রিওসিস বা ফ্যালোপিয়ান টিউব এর মতো ব্লকেজ এছাড়াও আরও বিভিন্ন কারণের জন্য বন্ধ্যাত্ব সৃষ্টি হতে পারে। তাই আর দেরি না করে আমাদের বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা গ্রহন করুন। হার্টবিট গাইনি বন্ধ্যত্ব ক্লিনিক এর গাইনী ও ফার্টিলিটির অভিজ্ঞ ডাক্তার অত্যাধুনিক ও সঠিক চিকিৎসার সফলতা এনে দিচ্ছে। যোগাযোগ - হার্টবিট গাইনী ও বন্ধ্যাত্ব ক্লিনিক, গাজী টাওয়ার, পান্থপথ সিগনাল, গ্রীনরোড ঢাকা। মোবাইল -০১৮২১৯০৭২০৭, ০১৭৩০১৯১৯২২.

ফাইব্রয়েড, পলিপ, এন্ডোমেট্রিওসিস বা ফ্যালোপিয়ান টিউব এর মতো ব্লকেজ এছাড়াও আরও বিভিন্ন কারণের জন্য বন্ধ্যাত্ব সৃষ্টি হতে ...
17/09/2025

ফাইব্রয়েড, পলিপ, এন্ডোমেট্রিওসিস বা ফ্যালোপিয়ান টিউব এর মতো ব্লকেজ এছাড়াও আরও বিভিন্ন কারণের জন্য বন্ধ্যাত্ব সৃষ্টি হতে পারে।

হার্টবিট গাইনি বন্ধ্যত্ব ক্লিনিক এর ফার্টিলিটির অভিজ্ঞ ডাক্তার অত্যাধুনিক ও সঠিক চিকিৎসার সফলতা এনে দিচ্ছে। যোগাযোগ - হার্টবিট গাইনী ও বন্ধ্যাত্ব ক্লিনিক, গাজী টাওয়ার, পান্থপথ সিগনাল, গ্রীনরোড ঢাকা। মোবাইল -০১৮২১৯০৭২০৭, ০১৭৩০১৯১৯২২.

এডিনোমায়োসিস (Adenomyosis): মেয়েদের একটি কমন কিন্তু জটিল সমস্যা। এটি এমন একটি গাইনী সমস্যা, যেখানে জরায়ুর ভিতরের স্তর (E...
11/08/2025

এডিনোমায়োসিস (Adenomyosis): মেয়েদের একটি কমন কিন্তু জটিল সমস্যা। এটি এমন একটি গাইনী সমস্যা, যেখানে জরায়ুর ভিতরের স্তর (Endometrium) জরায়ুর পেশীর ভিতরে (Myometrium) প্রবেশ করে যায়। এতে করে জরায়ু বড় ও নরম হয়ে যায় এবং মাসিকের সময় ব্যথা ও অতিরিক্ত রক্তপাত দেখা দেয়।
সাধারণ উপসর্গ:
তীব্র মাসিক ব্যথা (Dysmenorrhea)
মাসিকে অতিরিক্ত রক্তপাত (Menorrhagia)
সহবাসে ব্যথা অনুভব (Dysperunia)
মাসিকের সময় ভারী লাগা বা প্রেসার অনুভব হওয়া।
কিছু ক্ষেত্রে বন্ধ্যত্ব (Infertility)
রোগীর ইতিহাস ও উপসর্গ শুনে প্রাথমিক ধারনা করা হয়।
আলট্রাসনোগ্রাফি (TVS/USG) বা MRI দিয়ে নিশ্চিত হওয়া যায়।
চিকিৎসা:
চিকিৎসা রোগীর বয়স, সন্তান আছে কি না, উপসর্গের তীব্রতা—এসব দেখে নির্ধারণ করা হয়। (Mirena): জরায়ুর ভিতরে স্থাপনযোগ্য হরমোনাল ডিভাইস।

জরায়ু অপসারণ (Hysterectomy): যারা সন্তান নিয়ে ফেলেছেন এবং অন্য উপায়ে আর উপকার পাননি, তাদের জন্য চূড়ান্ত সমাধান।
Adenomyosis কিছু ক্ষেত্রে গর্ভধারণে সমস্যা করতে পারে। তবে সঠিক চিকিৎসা ও পরিকল্পনার মাধ্যমে অনেকেই মা হতে পারেন।
তাই আজই আমাদের চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। ঠিকানা- হার্টবিট গাইনি বন্ধ্যত্ব ক্লিনিক, গাজী টাওয়ার, পান্থপথ সিগনাল, ধানমন্ডি ঢাকা। মোবাইল -০১৮২১৯০৭২০৭, ০১৭৩০১৯১৯২২.

Address

Dhaka

Telephone

+8801821907207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Heartbeat Diagnostic & Fertility Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Heartbeat Diagnostic & Fertility Clinic:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram