Vision Nursing Admission Care

Vision Nursing Admission Care Our Vision, Your Success
(1)

.. শোক বার্তা..গভীর শোক ও দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, রুমিয়া নার্সিং কলেজ পরিবারের মেধাবী, পরিশ্রমী ও দায়িত্বশীল নার্...
11/10/2025

.. শোক বার্তা..
গভীর শোক ও দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, রুমিয়া নার্সিং কলেজ পরিবারের মেধাবী, পরিশ্রমী ও দায়িত্বশীল নার্সিং ইন্সট্রাক্টর মোছা: মেমি আক্তার এর অকাল মৃত্যু আমাদের সবাইকে গভীরভাবে শোকাহত করেছে।
তার এই অকাল প্রয়াণে রুমিয়া নার্সিং কলেজ পরিবার এক নিষ্ঠাবান সহকর্মী ও শিক্ষার্থীবান্ধব শিক্ষককে হারালো। শিক্ষার্থীদের প্রতি তাঁর আন্তরিকতা, কর্মে নিষ্ঠা ও সহকর্মীদের প্রতি সহানুভূতি চিরস্মরণীয় হয়ে থাকবে।

রুমিয়া নার্সিং কলেজ পরিবার মরহুমার আত্মার মাগফেরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।
আল্লাহ তায়ালা আমাদের প্রিয় সহকর্মীকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
আমিন।

ভাবুন তো  কয়েক দশক আগেও এই রোগে লাখ লাখ মানুষ মারা যেত।চামড়ায় ফুসকুড়ি, জ্বর, শরীর ফুলে যাওয়া, চোখ নষ্ট হওয়া এমন ভয়াবহ দৃ...
11/10/2025

ভাবুন তো কয়েক দশক আগেও এই রোগে লাখ লাখ মানুষ মারা যেত।
চামড়ায় ফুসকুড়ি, জ্বর, শরীর ফুলে যাওয়া, চোখ নষ্ট হওয়া
এমন ভয়াবহ দৃশ্য ছিল প্রতিটি গ্রামে।

Smallpox হয় Variola virus দ্বারা, যা একবার হলে প্রায় নিশ্চিত মৃত্যু ডেকে আনতো।

হাঁচি-কাশির মাধ্যমে, বা আক্রান্ত ব্যক্তির ঘন সংস্পর্শে এলেই ভাইরাস ছড়িয়ে যেত।

প্রথমে জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা

তারপর মুখ ও শরীরে ছোট ছোট ফুসকুড়ি
শেষে সেগুলো পুঁজে ভরে যায়, শুকিয়ে যায়, কিন্তু দাগ থেকে যায় সারাজীবন।

১৯৭৭ সালে বিশ্বের শেষ Smallpox রোগী শনাক্ত হয় সোমালিয়ায়।
এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ঘোষণা দেয়

“Smallpox is eradicated from the world.”

ছোটবেলায় আমাদের অনেকে এই পক্সে আক্রান্ত হয়েছি,
আপনার হয়েছিল কি.?

আজকের প্রজন্ম যারা কখনো Smallpox-এর ভয় দেখেনি,
তাদের জন্য এটা এক ইতিহাস,
যা শেখায় একটা ভ্যাক্সিন পুরো মানবজাতিকে বাঁচাতে পারে!( শুকরিয়া ইয়া রাব্ব)

11/10/2025

HSC ২৫,, ১৬ই অক্টোবর সকাল ১১ টায় ইনশাআল্লাহ.....🤗

রিজিকের অনেক ব্যবস্থা আছে। তবে "নার্সিং" সত্যি স্পেশাল !প্লিজ একটু পড়ালেখা করো প্লিজ!
11/10/2025

রিজিকের অনেক ব্যবস্থা আছে। তবে "নার্সিং" সত্যি স্পেশাল !প্লিজ একটু পড়ালেখা করো প্লিজ!

চিকিৎসকদের চেয়ে নার্সরা রোগীদের সঙ্গে বেশি সময় থাকেন-বিস্তারিত>https://www.jagonews24.com/health/news/1058421
10/10/2025

চিকিৎসকদের চেয়ে নার্সরা রোগীদের সঙ্গে বেশি সময় থাকেন-

বিস্তারিত>https://www.jagonews24.com/health/news/1058421

শুভকামনা বাংলাদেশ🇧🇩 জাতীয় ফুটবল দল।আজকে বাংলাদেশ টিমের সাথে মাঠে আছে Vision Nursing Admission Care টিম।✌️আজকের ম্যাচে যদ...
09/10/2025

শুভকামনা বাংলাদেশ🇧🇩 জাতীয় ফুটবল দল।
আজকে বাংলাদেশ টিমের সাথে মাঠে আছে Vision Nursing Admission Care টিম।✌️
আজকের ম্যাচে যদি বাংলাদেশ জয়লাভ করে তাহলে আগামীকাল রাত ১০ টা পর্যন্ত আমাদের ডিপ্লোমা/বি এস সি নার্সিং এ্যাডমিশন বুস্টার বইগুলো পেয়ে যাবে ১৫০ টাকা ছাড়ে মাত্র ৪৫০ টাকায়, সাথে ফ্রি পেয়ে যাবে আমাদের এক্সক্লুসিভ নার্সিং প্রশ্ন ব্যাংক।
BD vs HK

09/10/2025

ব্রেকিং নিউজ🔥
HSC রেজাল্ট দিবে ১৬ অক্টোবর।

সবাই যেনো বাবা মায়ের মুখে হাসি ফোটাতে পারে আমিন।।

শোক সংবাদ:অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, অত্র হাসপাতালে পোস্ট আই সি ইউ তে কর্মরত সিনিয়র স্টাফ নার্স ...
08/10/2025

শোক সংবাদ:
অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, অত্র হাসপাতালে পোস্ট আই সি ইউ তে কর্মরত সিনিয়র স্টাফ নার্স সালমা আক্তার (৩০ বছর) আজ দুপুর ২:৩০ মিনিটে ডেঙ্গু জনিত জটিলতায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ( ইন্না লিল্লাহি ...রাজেউন)। তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

মহান আল্লাহ তালা মরহুমাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন।
©️ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন

08/10/2025

পেইড কোর্সের তৃতীয় ক্লাস এর রিভিউ। ক্লাসটি কেমন লেগেছে সবার?

06/10/2025

আমাদের প্রতিটি ক্লাসই সাজানো তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষায় আসা বিগত প্রশ্নের আদলে যেটি তোমার চান্স প্রাপ্তির সম্ভাবনাকে বাড়িয়ে দিবে কয়েকগুন🎯

06/10/2025

🩺 মেডিকেল ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর
🎯
নার্সিং ভর্তি পরীক্ষা সম্ভাব্য এপ্রিল মাসে👇

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সিনিয়র স্টাফ নার্স ভাইবা পরীক্ষার নোটিশ।  সবার জন্য শুভকামনা 🌹
05/10/2025

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
সিনিয়র স্টাফ নার্স ভাইবা পরীক্ষার নোটিশ। সবার জন্য শুভকামনা 🌹

Address

Dhaka

Telephone

+8801957648246

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vision Nursing Admission Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Vision Nursing Admission Care:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram